Author: admin

  • শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন(৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

    বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত আমজাদ উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা যায়।

    প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, এদিন দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিলো। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ মারা যায়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।তবে নিহতকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে।

  • কলাপাড়া জেলা চাই দাবিতে মানববন্ধন;প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ-ভোরের কণ্ঠ।

    কলাপাড়া জেলা চাই দাবিতে মানববন্ধন;প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ-ভোরের কণ্ঠ।

    কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের সম্মুখে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘জেলা চাই’ ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।

    যৌক্তিক দাবি তুলে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পার্শ্ববতর্ী রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারমান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা পৌর আওয়ামীলগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কলেজ শিক্ষক প্রতিনিধি এম,বি, কলেজ অধ্যক্ষ মো: শহিদুল আলম ও সাংবাদিক প্রতিনিধি কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক আকন, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি এ্যাড. খন্দকার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.মজিবুর রহমান চুন্নু, মাধ্যমিক  শিক্ষক প্রতিনিধি মো.আনোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও  গনমাধ্যম কর্মীসহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

    বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্প ও কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাববন্ধন ও গনজমায়েতের ঘোষনা দেন।

    মানববন্ধন সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলাম।

    মানববন্ধন শেষে “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ করেন।

  • জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদকসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদকসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের হাতে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

    জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনা ও ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জয়পুরহাট সদর থানার পৌরসভা এলাকার ডাঃ আবুল কাশেম ময়দানের সামনে দুইজন মহিলা মাদকদ্রব্য ফেন্সিডিল বডি ফিটিং অবস্থায় গাড়ির অপেক্ষা করছে।

    এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আটক করে। তাৎক্ষনিক তল্লাশী করলে উক্ত মাদকদ্রব্য উদ্ধার পূর্বক মোছাঃ রেহেনা বেগম (৩৮) স্বামী- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-আয়মা রসুলপুর এবং মোছাঃ ভানু(৫০), স্বামী- জেকের আলী, গ্রাম-উত্তর গোপালপুর, উভয়ের থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়ের নিকট হইতে ৩০+৩০=৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।

  • ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করতে চান চেয়ারম্যান প্রার্থী মুকুল হোসেন-ভোরের কণ্ঠ।

    ইউপি নির্বাচনে চমক সৃষ্টি করতে চান চেয়ারম্যান প্রার্থী মুকুল হোসেন-ভোরের কণ্ঠ।

    নাটোরের সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের তরুন উদীয়মান, সমাজ সেবক, সাবেক মেধাবী ছাত্রনেতা চেয়ারম্যান প্রার্থী মোঃমুকুল হোসেন।

    অল্প সময়ের মধ্য নিজের অবস্থান পাঁকাপোক্ত করেছেন। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটছে। তাঁর কর্মী, সমর্থকরা মানুষের দ্বারে দ্বারে লিফলেট পৌছে দিচ্ছেন।

    রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন একজন সৎ, যোগ্য, শিক্ষিত, পরিশ্রমী হিসেবে পরিচিত। দলের দুর্দিনে দু:সময় এমনকি ১/১১ এর সময় দলের নেতাকর্মীর পাশে থেকে কাজ করেছেন। সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটি সদস্য, উপজেলা ছাত্রলীগের সদস্য ইউনিয়ন ছাত্রনেতা হিসেবে তিনি কর্মীবান্ধব। তরুনদের কাছে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি সকলের নিকট দোআ প্রার্থী।

    মুকুল হোসেন বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে জনগনের প্রকৃত সেবক হতে চাই। মানুষের ভালোবাসা ও দোআ নিয়ে নৌকার কান্ডারী হতে চাই। দলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে চাই।

    তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া প্রতিটা গ্রামে গ্রামে লেগেছে। স্থানীয় সরকারে দুর্নীতি কমেছে, কাঙ্খিত উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি সু শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করবো। উন্নয়ন সুশাসন নিশ্চিত করেই জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই ।

  • শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

    শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

    বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে প্রথমে শাহজাদপুর উপজেলা জাসদ এর স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা শাহিদুজ্জামান হেলালের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।

    এরপর একটি পতাকা মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুুর সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর কোর্ট চত্বরে গিয়ে শেষ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির গনমাধ্যম বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি’র সভাপতিত্বে এবং জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিনের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

    উল্লেখ্য , ১৯৭১ সালের ৯ই মার্চ শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় থানা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন শাহজাদপুর সরকারি কলেজের জিএস বীরমুক্তিযোদ্ধা শাহিদুজ্জামান হেলাল। সেই স্মরণীয় দিনটির ৫০ বছর পূর্তী উপলক্ষে শাহজাদপুর উপজেলা জাসদ বিভিন্ন কর্মসূচি পালন করে।

  • দেওয়ানগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত-ভোরের কণ্ঠ।

    দেওয়ানগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত-ভোরের কণ্ঠ।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ সোমবার ৮মার্চ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর বিরুদ্ধে আনিত অনিয়মের অভিযোগের তদন্ত করা হয় ।

    গত ৩ মার্চ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীনদের ঘর বরাদ্দ বাবদ ৫ হাজার টাকা আদায় করেন এতে প্রায় ৩ শত জনের নিকট থেকে টাকা নেন বলে একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এছাড়াও ভূমির খাজনা, দাখিলা, নাম জারী বাবদ পরিমানের চেয়েও অনেকগুণ বেশী টাকা নেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী জনতা। এর সুত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ৮ মার্চ ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন ও তার সফরসঙ্গী পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ।

    ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগী জনসাধারণ। তদন্ত কর্মকর্তা গণ পর্যায়ক্রমে ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহন করেন ও প্রমাণাদী সংগ্রহ করেন। সেখানে উপস্থিত জনতার মধ্য হতে অলিখিত মৌখিক অগণিত দুর্নীতির অভিযোগ মেলে এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে।

    ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন- প্রধানমন্ত্রীর দেয়া ঘর বাবদ টাকা নিয়েছে কিনা আমি জানিনা, তবে ভূমি সংক্রান্ত কাজে নানা অনিয়মের অভিযোগ শুনেছি ইতিপুর্বে।
    এবিষয়ে তদন্ত কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

    দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুঠোফোনে বলেন- তদন্ত কমিটির তদন্ত চলমান রয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লকডাউন প্রত্যাহার ও ৪ দাবীতে খনি শ্রমিকদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    লকডাউন প্রত্যাহার ও ৪ দাবীতে খনি শ্রমিকদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    লকডাউন প্রত্যাহার ও ৪ দাবীতে খনি শ্রমিকদের বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে বলেন করোনাকালীন দীর্ঘ প্রায় ৭ মাস খনি এলাকার অভ্যন্তরে অবরুদ্ধ থাকার পর প্রধান ফটক খুলে বের হয়ে এসেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৬০৪ জন শ্রমিক। এরপর গতকাল সোমবার ৪ দফা দাবী নিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন সকল শ্রমিকরা।

    রোববার রাত সোয়া ৮টার দিকে খনি থেকে একযোগে বের হয়ে আসেন ওই শ্রমিকরা। ফলে খনির কয়লা উৎপাদন প্রায় বন্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও বড়পুকুরিয়া কয়লা খনি ইনচার্জ মো: সুলতান মাহমুদ।

    জানা গেছে, বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় খনির কয়লা উৎপাদন। এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ পরীক্ষার মাধ্যমে এক হাজার খনি শ্রমিকের মধ্যে ৬০৪ জন শ্রমিককে ভেতরে রেখে খনির কয়লা তোলার কাজ শুরু হয়। করোনার কারনে তাদের বিধি-নিষেধ দিয়ে বাইরে বের হওয়া বন্ধ করে দেয় কতৃপক্ষ। তার পর  থেকে খনির ভেতর প্রায় সাত মাস ধরে অবরুদ্ধ  থাকেন শ্রমিকরা।

    এর পরে খনির প্রধান ফটক উন্মুক্তকরণসহ তিন দফা দাবিতে খনির ভেতরে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন করোনায় লকডাউনে থাকা শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে খনির গেটে অবস্থান নেয় বাইরে থাকা শ্রমিকরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে রোববার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামানের সঙ্গে প্রায় চার ঘণ্টা আলোচনা করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার),উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদসহ কর্মকর্তারা।

    কিন্তু খনির প্রধান ফটক উন্মুক্ত করাসহ শ্রমিকদের দাবীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেন ভেতরের শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বাহিরে থাকা শ্রমিকরাও। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাধ্য হয়েই রোববার রাত সোয়া ৮টায় খনির প্রধান ফটকের পকেট গেট খুলে দিলে খনিতে কর্মরত ৬০৪ জন শ্রমিক বের হয়ে আসেন। কর্মরত সকল শ্রমিকরা খনি থেকে বের হয়ে আসায় বন্ধ হয়ে যায় খনির কয়লা উত্তোলন কার্যক্রম। এদিকে পরেরদিন গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রমিকরা একত্রিত হয়ে ৪ দফাদাবী নিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে প্রায় এক হাজার খনি শ্রমিক ফুলবাড়ী শহরে বিক্ষোভ মিছিল করেন।

    সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নুর ইসলাম বলেন,পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথর খনিসহ দেশের সব প্রতিষ্ঠান উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনেই কাজকর্ম চলছে। কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের দীর্ঘদিন থেকে ভেতরে বন্দি অবস্থায় রাখা হয়েছিলো, খনি কর্তৃপক্ষ কালক্ষেপণ করে এ বিষয়ে সিদ্ধান্ত না নেয়ায় বাধ্য হয়েই শ্রমিকরা খনি থেকে বের হয়ে এসেছেন।

    তিনি বলেন,খনির লকডাউন প্রত্যাহার করে সকল শ্রমিকদেরকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে স্ব স্ব কর্মস্থলে যোগদান করাতে হবে এবং খনির প্রধান ফটক উন্মুক্ত করতে হবে,সকল শ্রমিকের প্রোফিট বোনাসসহ বকেয়া বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদান করাসহ শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। আরো বলেন, তাদের এই দাবী না মানা পর্যন্ত তারা কাজে যোগদান করবেননা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শামিম,মোস্তাফিজুর,মতিনুরসহ অন্যন্য শ্রমিকগণ।

    এ ব্যাপারে গতকাল সোমবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামানের সঙ্গে তার অফিসিয়াল মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

  • ঝিনাইগাতী আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    ঝিনাইগাতী আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নারী নেত্রী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী।

  • কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সৈয়দ মোঃরাসেল,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

    পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মো.জাকারিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।
    সোমবার দুপুর  ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    জাকারিয়া ওই গ্রামের মো.মকবুল হোসেনের ছেলে।বাড়ীর সবার অগোচরে সে নিজেদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে  যায় । পরে স্বজনেরা পাশ্ববর্তী এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয় ।

    তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে।

  • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্বচ্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ র্প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    তিনি বলেন ধর্মীয় কুসংস্কার ও সামাজিকতার অজুহাতে অচলায়তন ভেদ করে নারীরা এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে, সকল ক্ষেত্রে নারীরা এখন ভুমিকা রাখছে, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। নারী-পুরুষের সম্বলিত প্রচেষ্ঠায় এগিয়ে যাবে বাংলাদেশ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার চিত্রারানী শাহার সঞ্চালনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।

    আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা তথ্য অফিসার মৌসুমি বসাকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কিশোরী ও নারী উদ্যোক্তা।