Author: admin

  • শাহজাদপুরে সাড়া পড়েছে সাবিত্রী সাহার পথের পাঠাগার-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে সাড়া পড়েছে সাবিত্রী সাহার পথের পাঠাগার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি গ্রামের সাবিত্রী সাহা। মাস্টার্স শেষ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিদাঙ্গা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। ছোটবেলা থেকেই বই পাগল সাবিত্রী সাহা। আর এই বইয়ের প্রতি ভালবাসা থেকেই পথের মধ্যে গড়ে তুলেছেন পাঠাগার। পথচারী এবং সাধারণ মানুষের আত্মিক তৃষ্ণা মেটাতেই তাঁর এ উদ্যোগ। তাঁর মতে, অনেক মানুষ আছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন, তবে নিয়মিত বই কিনে পড়ার সামর্থ্য রাখেন না। আবার সামর্থ্য থাকলেও ঘটা করে পাঠাগারে যাওয়া, পাঠাগারের সদস্য হওয়া, নিয়মিত চাঁদা দেওয়া—এসব প্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হয়। তাই ঝামেলা এড়িয়ে সহজে আর বিনা মূল্যে মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই তাঁর এই প্রচেষ্টা। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ট্রিট লাইব্রেরির ধারণা নিয়েই মূলত সাবিত্রী সাহা শাহজাদপুরে পথের মধ্যে গড়ে তুলেছেন ‘ পথেই বই পড়ি’ নামের পাঠাগার।

    চলতি বছরের ভাষার মাস ফেব্রুয়ারিতে নিজের সংগ্রহে থাকা অল্প কিছু বই দিয়ে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে পাঠাগারটি চালু করেছেন সাবিত্রী সাহা। অনেকেই সাবিত্রীকে নিরুৎসাহিত করলেও তিনি তাঁর লক্ষ্যে অটুট থেকে পিপাসার্ত পাঠকের তৃষ্ণা মেটাতে বদ্ধপরিকর।

    মূলত সাবিত্রী সাহা নিজের সংগ্রহে থাকা কিছু বই দিয়ে পাঠাগারটি চালু করলেও অনেকেই নিজেদের সংগ্রহের বই দিয়ে পথের পাঠাগারটি সমৃদ্ধ করতে সহযোগিতা করছেন। ইতোমধ্যেই পথের পাঠাগার সম্পর্কে জানতে পেরে ‘ দরিদ্র তারকা বইয়ের সঞ্চালক’ নামের একটি অনলাইন বুক শপের পক্ষ থেকে বেশ কিছু বই দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মাকসুদ রহমান।

    সাবিত্রী সাহার এমন অভিনব প্রচেষ্টার প্রশংসা করে রবীন্দ্র পাঠকেন্দ্রের কর্ণধার অধ্যাপক শাহ আলম বলেন, উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আশাকরি প্রতিষ্ঠানটি পিপাসার্ত পাঠকের তৃষ্ণা মিটিয়ে মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সবিত্রী সাহা বলেন, পাঠাগারটি চালুর পর মানুষ খুব ভালোভাবে এটি গ্রহণ করেছে। এত দ্রুত যে মানুষের মাঝে পাঠাগারটি সাড়া ফেলেছে তা সত্যি অভাবনীয়। তিনি আরও জানান, পাঠাগারটি যেন টেকসই হয় এবং মানুষের উপকারে আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। সেইসাথে পরিকল্পনা আছে দেশের বিভিন্ন প্রান্তে এরকম পাঠাগার গড়ে তোলার।

  • কাজিপুর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত-ভোরের কণ্ঠ

    কাজিপুর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত-ভোরের কণ্ঠ

    মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়েছে। ১৫ই মার্চ ২০২১ইং তারিখ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব কাজিপুর উপজেরা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বণাঢর্য র‍্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কাজিপুর-সিরাজগঞ্জ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমবেত হয়।

    উক্ত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদবর্গ, ক্যাবের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার শুরুতেই ভোক্ত অধিকারের এক প্রামান্যচিত্র দেখানো হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, মাইজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, ক্যাবের উপদেষ্ট্যা মন্ডলীর সদস্য পরিমল কুমার তরফদার, সংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল তালুকদার, নির্বাহী সদস্য ও সাংবাদিক হুমায়ুন কবীর, স্যানিটারি অফিসার আব্দুর রশিদ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।

  • তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালন করা হয়েছে। “মুজিববর্ষে শফথ করি,প্লাষ্টিক দূষণ রোধ করি” এই শ্লোগান নিয়ে ১৫মার্চ  সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসন খান,প্রভাষক মর্জিনা ইসলাম।

    এছাড়াও তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,সগুনা ইউপি চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান,কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ,সমবায় অফিসার মঞ্জুয়ারা পারভীন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা, তাড়াশ বাজার সমিতির সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

    তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালন করা উপলক্ষে আলোচনা সভার বক্তারা ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইণ বাস্তবায়নে ভোক্তা ও বিক্রেতাদের যথাযথ ভাবে মেনে চলার জন্য তাগিদ দেন।

  • শাহজাদপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩-ভোরের কণ্ঠ।

    গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নির্দেশনায় এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীসহ হত্যা ও ওয়ারেন্টভুক্ত অপর দুই আসামীকে গ্রেফতার করেছে।
    আজ সোমবার আটককৃতদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ সলঙ্গার হাটিকুমড়ুল এলাকায় অভিযান চালিয়ে উপজেলার জিগারবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে চেক জালিয়াতি মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী সামছুল হক (৪৫) কে গ্রেফতার করে।

    অপরদিকে, গত রোববার সন্ধ্যায় এএসআই মেহেদির নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার পাড়কোলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আমির হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সোলেমান (৩২) ও জয়নাল (৩৫) কে গ্রেফতার করে। আটককৃত সোলেমান ও জয়নাল চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এ হত্যা মামলায় তারা জামিনে থাকলেও অপর একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সোমবার ধৃত ৩ আসামীকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

  • মূলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা-ভোরের কণ্ঠ।

    মূলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১৪৩ নং মূলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে । নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

    রোববার (১৪ মার্চ) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ে উক্ত পরিচিত সভার সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রায়হান কবীর মিঠু ।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ওয়াজেদ আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন, বিদ্যুৎসাহী সদস্য ও সহ-সভাপতি মোঃ রাশিদুল হাসান রাশেদ।

    নব নির্বাচিত ম্যানেজিং কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ রায়হান কবীর মিঠু, বিদুৎসাহী সদস্য সহ-সভাপতি মোঃ রাশিদুল হাসান রাশেদ,
    সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ ওয়াজেদ আলী, মোঃ রেজাউল করিম, বিদ্যুৎসাহী মহিলা সদস্য মোঃ সাবিনা ইয়াসমিন, অভিভাবক সদস্য মোছাঃ মনোয়ারা খাতুন, বিউটি বেগম, ইউপি সদস্য মোঃ মমিন তালুকদার, উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সোবাহান, শিক্ষক প্রতিনিধি মোছাঃ শেফাউনন্নেছা।

    উক্ত অনুষ্ঠানে, এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মাতব্বর আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার সহ গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গরা।

  • কলাপাড়ায় নদীকৃত্য দিবসে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় নদীকৃত্য দিবসে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় আন্তজার্তিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে আন্ধারমানিক নদীর দুই তীর রক্ষা, দখল ও দূষনমুক্ত করে নদীর জীবন বাচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার আয়োজনে আন্ধারমানিক নদীর তীরবর্তী হেলিপ্যাড মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তব্য রাখেন বাপা‘র কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন। কর্মসূচির শুরুতে বাংলাদেশের নদী আন্দোলনের অগ্রদূত সৈয়দ আবুল মকসুদ এর স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    বক্তারা আন্ধারমানিক নদীর দুই তীরের সকল ইটভাটা অপসারনের দাবি জানান। এছাড়া দেশের সকল নদী দখলমুক্ত করতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

     

  • সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারে বাবা আর নেই।

    সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারে বাবা আর নেই।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের বাবা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হকের শ্বশুর অলি মিয়া (৭০) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ রাজিউন………….। উত্তরা বাসতলা তার নিজস্ব বাড়িতে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ২২ ফেব্রুয়ারী রাজধানীর তেজগাঁও একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তার মৃত্যুতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নাহিদ হাসান নয়ন ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা,আওয়াজ ফাউন্ডেশন ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মোঃ আইনুল হক শোক জানিয়েছেন। সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    মৃত্যুর আগে মরহুমের ৩ সন্তান, ২ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    অলি মিয়ার কনিষ্ঠ সন্তান হাবিবুর রহমান জানিয়েছেন রোববার সকাল ৬ টায় মরহুমের গ্রামের বাড়ি শরিয়তপুরের নরিয়া পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

  • ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনির গণসংযোগ-ভোরের কণ্ঠ।

    ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনির গণসংযোগ-ভোরের কণ্ঠ।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চেয়ে সবরকম প্রস্তুতি গ্রহণ করে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন বাসীর বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চেয়ে ভোটের মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।

    জয়নাল আবেদীন জনির প্রধান লক্ষ মোহনপুর ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত অবহেলিত নিপিড়ীত জনসাধারনের পাশে দাঁড়ানো। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম তুলে ধরে ইউনিয়ন বাসীর কাছে ভোট চাইছেন তরুণ সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।

    জনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মোহনপুর ইউনিয়ন বাসীর জীবন মনোন্নয়নে আমি কোন জনপ্রতিনিধি না হয়েও ইউনিয়ন বাসীর কল্যাণের জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি। শুধু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই আমি।

    এছাড়াও এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা ঘাট সংস্কার, স্কুল মসজিদের আংশিক কাজ সম্পূর্ণ করাসহ অসহায় দরিদ্র মানুষের মাঝে করোনার দুঃসময়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন জনি। যার ফলে, দিন যতই যাচ্ছে ততই যেনো দলমত নির্বিশেষে ইউনিয়ন বাসীর কাছে ভালোবাসায় সিক্ত হয়েছেন জয়নাল আবেদীন জনি।

    মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, জয়নাল আবেদীন জনি আওয়ামী লীগ সরকারের আমলে এমপি ওমর ফারুক চৌধুরীর মাধ্যমে এলাকার যেসব পাড়া মহল্লার ভিতরে কাঁচা রাস্তা ছিলো সেইসব রাস্তায় ইট বালু দিয়ে সলিং করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছেন তিনি। এছাড়াও তার প্রচেষ্টায় এমপি ওমর ফারুক চৌধুরী মসজিদ মন্দির জলাশয় নিষ্কাশনের জন্য ডেন নির্মাণসহ খেলার মাঠ সংস্করণ করে দিয়েছেন।

    ইউনিয়নের বেশকিছু বাসিন্দা বলেন, একের পর এক চেয়ারম্যান মেম্বার আসলেও ইউনিয়ন বাসীর উন্নয়নের জন্য তেমন কোন কাজ না হলেও চেয়ারম্যান মেম্বারদের ঠিকই গাড়ী বাড়ীর উন্নয়ন হয়েছে। কিন্তু এবার ইউনিয়ন বাসীর ঘুম ভেঙেছে। তাই নতুন প্রার্থী হিসেবে সবাই জয়নাল আবেদীন জনির পক্ষে সোচ্চার হয়ে উঠেছে ইউনিয়ন বাসী বলে জানান তাঁরা।

    গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক জয়নাল আবেদীন জনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তার পরেও ওয়ার্ড বাসীর উন্নয়ন হয়নি বা হচ্ছে-না। অথচ ইউনিয়ন বাসীর জন্য পর্যাপ্ত বাজেট ঠিকই আসে। কিন্তু চেয়ারম্যান কোন কাজ না করাই ব্যাপক উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে ইউনিয়ন বাসী।

    তাই এবার ইউনিয়ন বাসীর দাবীতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ইউনিয়ন বাসীর উন্নয়নে সর্বচ্চ দক্ষতা ও ভূমিকা রেখে কাজ করে যাব বলে জানান তিনি।

  • শাহজাদপুরে চয়ন ইসলামের আগমনে বঞ্চিত নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

    শাহজাদপুরে চয়ন ইসলামের আগমনে বঞ্চিত নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।

    সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের সাবেক আহ্বায়ক চয়ন ইসলামের শাহজাদপুর আগমনে তৃণমূলের বঞ্চিত নেতাকর্মীরা বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়ে। সাবেক এই সংসদ সদস্যের আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকে। এরপর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানানো হয়।

    এসময় আবেগাপ্লুত ত্যাগী নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন জনপ্রিয় এই নেতা। এরপর মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা থেকে তাঁকে নিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন না চয়ন ইসলাম।

    এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক এস এ হামিদ লাবলু, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চয়ন ইসলাম বলেন, “তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রেখে দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। ”

    এরপর বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দূর্দিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, চয়ন ইসলাম ১৯৭৭ সালে শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন। দুই দশকের বেশি সময় তিনি প্রেসিডিয়াম সদস্য পদে থেকে ২০২০ সালে কেন্দ্রীয় যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক হন ।
    ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন চয়ন ইসলাম।

    চয়ন ইসলামের বাবা ড. মজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    তার চাচা ড. আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।
    চয়ন ইসলামের বোন মেরিনা জাহান কবিতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

    চয়ন ইসলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তার স্ত্রী লিলি ইসলাম গুণী রবীন্দ্র সংগীতশিল্পী। তিনি শান্তি নিকেতনের শিক্ষার্থী ছিলেন। রবীন্দ্র সংগীতের ওপর ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছে।

  • ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে ফুলবাড়ী বিএনপি’র সংবাদ সম্মেলন।

    ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে ফুলবাড়ী বিএনপি’র সংবাদ সম্মেলন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেল বিএনপি ও সাবেক ছাত্রনেতারা।

    শনিবার সকাল ১১ টায় পৌর শহরের বাশার মাকের্ট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে এই সংবাদ সম্মেলন করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সরকারী কলেজের সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন।

    সংবাদ সম্মেলনে সাবেক এই ছাত্র নেতা লিখিতি বক্তব্যে বলেন,যাদেরকে আব্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে তারা কোনো ভাবেই যোগ্য বলে বিবেচিত নয়।তাই ঘোষিত কমিটি আমরা প্রত্যাখান করছি। কারণ এ কমিটিতে প্রকৃত ছাত্র নেতাদের যোগ্য স্থান না দিয়ে বিবাহিত, মাদক ব্যাবসায়ী, সেবনকারী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত,পড়াশুনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় এমন মটর সাইকেল মেকানিক,রং মিস্ত্র,ট্রাক মিস্ত্রি ছাড়াও এমন আরো অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। তিনি বলেন আমরা ধারণা করছি অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে এই কমিটি করা হয়েছে। এ জন্য তারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার আহবান জানান।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ নবীউল ইসলামের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি আবু ফরহাদ বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মখলেছার রহমান নবাব, সাবেক ছাত্রনেতা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলওয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও কামরুল হাছান কামেল।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।