Author: admin

  • সিরাজগঞ্জের তাড়াশে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন ” হাতে হাত রেখে সঞ্চয় করি, ভবিষ্যত সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে  শনিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪ সিরাজগঞ্জ -৩  (তাড়াশ রায়গঞ্জ ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,  প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া,জেলা প্রোগ্রাম অফিসার কোরবান আলী প্রমুখ।

    এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেহেরপুর -রাজশাহী বরেন্দ্র চলন ” খ” অঞ্চল ডিরেক্টর বাবলু রেনাতোস কোড়াইয়া।

    সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বাবুল শেখ, তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান, আইয়ুবুর রহমান রাজন, সাধারণ সম্পাদক সিরাজুল হক, পরিচালক লায়লা আরজুমান বানু, লাবনী আক্তার, ট্রেজারার মিল্টন আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

     

  • মৌলভীবাজার কমলগঞ্জে দিন দিন বেড়েই চলেছে তাতঁ শিল্পের কদর-ভোরের কণ্ঠ।

    মৌলভীবাজার কমলগঞ্জে দিন দিন বেড়েই চলেছে তাতঁ শিল্পের কদর-ভোরের কণ্ঠ।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ইসলামপুরের উত্তর কানাইদেশী সহ অন্যান্য গ্রামে গরীব , অসহায় মহিলাদের মাঝে বেড়েই চলেছে তাতঁ শিল্পের কদর ৷ গ্রাম অঞ্চলের মহিলারা জীবন জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন তাতঁ শিল্পের কাজ ৷ অনেকেই মনে আগ্রহ নিয়ে শিখতেছেন এই শিল্পের কাজ ৷ বিশেষ করে নকশা করা মনিপুরী শাড়ি, নকশি ওড়না, মনোহারী ডিজাইনের শীতের চাদর বাঙালি মহিলাদের সৌখিন পরিধেয় ইত্যাদি ৷

    সরেজমিনে, আলাপ কালে উত্তর কানাদেশী গ্রামের (নতুন বাজার) মোছাঃ আয়শা আক্তার ভোরের কণ্ঠ প্রতিবেদককে বলেন গত বছর জানুয়ারী হতে প্রায় একবছর যাবত আমি তাতঁ শিল্পের কাজ করতেছি ৷ প্রতি সপ্তাহে দুইটি হতে তিনটি শাড়ী বানানো যায় , এক সাথে ২০ টি — ৪০টি শাড়ী বানালে প্রায় ১০,০০০ হাজার টাকা খরচ হয় ৷ এক পিচ শাড়ী বাজারে ১২০০/১২৫০ টাকা করে বিক্রি করা যায়।আমাদের সংসার এই শিল্পের উপর নির্ভরশীল। ছেলে মেয়ের পড়া লেখা জীবন-জীবিকার সকল খরচ এই শিল্প থেকে আশা আয়ের উপর চলে ৷

    এমন এক সময় ছিল আমরা অভাব অনটনে জর্জরিত ছিলাম , তাতঁ শিল্পের কাজ শিখে কাজ করছি এতে পরিবারের অভাব অনটন অনেকটা দুর হয়েছে।
    এখন প্রায় ঘরেই মেয়েরা তাতঁ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতেছে ৷

    অন্যান্য মহিলাদেরকেও এ কাজে আগ্রহ ও উৎসাহিত করেছি ৷ আমার মতো প্রত্যেকেই যদি এই উদ্যোগ নেয় আমি মনে করি তাতঁ শিল্পকে অনেক দুর এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব ৷ বাংলার তাঁত শিল্পের ইতিহাস বহু পুরনো। তাঁত শিল্পের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। বাংলার বনেদি ও প্রাচীন এই শিল্পের কদর আজও রয়েছে। দেশে তাঁত শিল্পকে নিজেদের গন্ডি পেরিয়ে ছড়িয়ে দিয়েছে বিশ্বের পরিমন্ডলে। বাংলাদেশের তাঁত শিল্পের ঐতিহ্য সর্বজনবিদিত ৷ তাঁতের পোশাক আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ ৷ তাঁত বস্ত্রের রয়েছে সোনালী ঐতিহ্য। হস্তচালিত তাঁত শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্প। প্রতিটি ঘরে মেয়েরা যদি তাতঁ শিল্পের কাজে মনোযোগী হয়, তাতঁ শিল্পের মাধ্যমে জীবিকার পথ বেছে নেয় তাহলে সমাজে দরিদ্রতা দূরিভূত হবে এবং বেকারত্ব দুর হবে ৷

  • কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ , আহত-২০

    কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষ , আহত-২০

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে শনিবার (২০ মার্চ) বিকেলে কুলখানির এক অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছে ।

    এ  ঘটনায় কুলখানি  অনুষ্ঠান পন্ড হয়ে যায় । আহতদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে । এরা হলো রাজিব হাওলাদার (৩০) মোসা.আসমা (৩৫) গোল তাহেরা (৬০) মো.জাফর (৩৫) । এদেরকে চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্রে পাঠানো হয়েছে ।

    চম্পুাপুর ইউনিয়নের  সংরক্ষিত মহিলা ইউ,পি সদস্য হালিমা বেগম জানান, দেবপুর গ্রামের মৃত লাল মিয়া গাজীর স্ত্রী মৃত মনোয়ারা বেগমের নামে কুলখানির অনুষ্ঠান চলছিল । ওই অনুষ্ঠানে দেবপুর গ্রামের রিপন মৃধার মেয়ে জান্নাতুল (১৭) এবং মিঠাগঞ্জ ইউনিয়নের রশিদ খাঁ’র ছেলে ইমরান উপস্থিত ছিল ।

    এদের দু’জনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল । কুলখানি চলমান অবস্থায় ইমরান জান্নাতুল কে নিয়ে পাশের মরিচবুনিয়া গ্রামে পালিয়ে যায় । এসময় স্থানীয় লোকজন প্রেমিক-প্রেমিকা কে  আটক করে ।

    এ খবরটি কুলখানি অনুষ্ঠানে ছড়িয়ে পড়লে মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের সমর্থকরা এ বিষয় নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এসময় কুলখানিতে আসা সাধারন মানুষ না খেয়ে চলে যায় ।

    স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে আসলেও কেউ কারো কথা না শুনে বরং আরো বিবাদে জড়িয়ে পড়ে। এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

    মনোয়ারা বেগমের বড় ছেলে জাফর জানান, দু’পক্ষকে চেষ্টা করেও নিয়ন্ত্রনে আনা যায়নি । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন বলে তিনি উল্লেখ করেন।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত ) মো.আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফুলবাড়ী সিমান্তে বিজিবি কতৃক ভারতীয় গরু উদ্ধার-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ী সিমান্তে বিজিবি কতৃক ভারতীয় গরু উদ্ধার-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। ২০ মার্চ শনিবার সকাল ভোর ৬টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ জলপাইতলী  এলাকার খেয়াপাড়া মাঠ থেকে ওই গরু গুলো উদ্ধার করা হয়। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।

    ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফ উল্লাহ আবেদ জানান, তার নেতৃতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী  বিওপির টহল দল, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইনে গোপন সংবাদের ভিত্তিতে ভারতের ওপার থেকে নিয়ে আসা গরু চোরাচালানের সময় বিজিবি’র অভিযানিক দল ধাওয়া করলে চোকারবারীরা গরু গুলো নিকটবর্তী খেয়াপাড়া মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে, মালিক বিহীন অবস্থায় ০৬ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।

     

  • সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হতে গিয়ে ১ শিশু নিহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হতে গিয়ে ১ শিশু নিহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হতে গিয়ে ১ শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুিিটি বাসস্টান্ড নামক স্থানে।

    নিহত শিশু নোমান (০৭) পাবনা জেলার চাটমোহর উপজেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের আবু সাইদের ছেলে । জানা গেছে  শনিবার দুপুর ১.৩০ টার দিকে মহিষলুিিটি বাসস্টান্ডে রাস্তা পারাপারের সময় হাটিকুমরুল থেকে রাজশাহী গামী পিকাব ভ্যান  ( ঢাকা মেট্টো ন ১৩৩০৫২) চাপা দিলে ঘটনাস্থালে শিশুটি গুরুতর আহত হয়।  পরে স্থানীয় জনগন তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সে মারা যায়।

    এ ব্যাপারে  ডিএসবি তাড়াশ জোন এস অই আব্দুল হাই সিদ্দিকী  বলেন,  আহত শিশুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সে মারা যায় ।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান বলেন, পিকাব ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

  • কলাপাড়ায় পল্লীবিদ্যুতের লাইনম্যানকে পিটিয়ে জখম-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় পল্লীবিদ্যুতের লাইনম্যানকে পিটিয়ে জখম-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ার লালুয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুঁকিপূর্ণ গাছকাটাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোসলেহ উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়েছে।

    শুক্রবার শেষ বিকেলের ঘটনায় গুরতর আহত মোসলেহ উদ্দিনকে বিদ্যুৎ অফিসের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হামলায় জড়িত পিতা-পুত্রের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ অফিসের নির্দেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সুরক্ষার জন্য শুক্রবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়ায় গাছকাটার জন্য যায় মোসলেহ উদ্দিন। এসময় গাছকাটাকে কেন্দ্র করে গাছ মালিক জাহাঙ্গীর আকন তার সাথে তর্ক জড়িয়ে এক পর্যায়ে তার উপর আক্রমণ করে বসেন।  ছেলে সজিব আকনও এতে যোগ দেয়। উপস্থিত স্থানীযরা তাদের থামানোর চেষ্টা করলেও মোসলেহউদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক পলাশ জানান, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে।

    কলাপাডা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহা পরিচালক (এজিএ) আরিফুল হক শামীম জানান, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারী দুইজনের নামে কলাপাডা থানায মামলা দায়ের করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৬ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে দু‘পক্ষের সংঘর্ষে ২০ জন আহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে দু‘পক্ষের সংঘর্ষে ২০ জন আহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে শনিবার ভোরে পূর্ববিরোধের জের ধরে সেলিম ওরফে লালু গ্রুপের সাথে নিজাম উদ্দিন গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

    এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫ বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতরা হল,আমির আলী(৪৫), রায়হান আলী(২৭), ইউনুস আলী (৫০),মহির উদ্দিন(৩৫),আলাউদ্দিন (২৫),জলিল মন্ডল (৫০),রুহুল প্রামানিক (৫০),আলেপ মন্ডল (৪০),আলো খাতুন (৫৫),আব্দুস সাত্তার (৫০),আব্দুল আজিজ (৩০),আয়নাল মোল্লা (৪৫),আব্দুল আলীম(৩০),আব্দুল্লাহ(২৫),হাওয়া খাতুন (৫০),নিজাম উদ্দিন(৫০), রেজাউল(২৫), আনোয়ার হোসেন(২৫),মানিক প্রামানিক(৩০), খেজের(৫০)। আহতদের শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে এলাকাবাসির সূত্রে জানা যায়,২০১৯ সালের ২৪ নভেম্বর রোববার সকালে জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নিজাম ও রউফ গ্রুপের সাথে সেলিম ওরফে লালু গ্রুপের বিরোধ নিয়ে সালিশ-বৈঠক চলাকালে দু‘পক্ষের হামলা সংঘর্ষে সোলায়মান প্রামানিকের ছেলে ওয়ার্কশপ ব্যবসায়ী আব্দুল আউয়াল প্রামাণিক (৩০) ফালাবিদ্ধ হয়ে নিহত হয়।

    এই আউয়াল হত্যা মামলার আসামী সেলিম ওরফে লালু গ্রুপের লোকজন ১ বছর আগে আদালত থেকে জামিন নিলেও নিজাম ও রউফ গ্রুপের লোকজন এখনও তাদের বাড়িতে উঠতে দিচ্ছে না। এ দিন তারা সংঘবদ্ধ হয়ে বাড়িতে ওঠার চেষ্টা করে। এ সময় নিজাম ও রউফ গ্রুপের লোকজন বাঁধা দেয়।

    এতে ক্ষুব্ধ হয়ে সেলিম ওরফে লালু গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। ফলে উভয়পক্ষের মধ্যে এ হামলা সংঘর্ষ,বাড়িঘর ভাংচুর, লুটপাট,ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ২ ঘন্টা ব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে ফালা ও ইটের আঘাতে ২০ জন আহত ও ৫টি বাড়িঘর ভাংচুর করা হয়।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফুলবাড়ীতে দুস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে দুস্থ্য ও অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ্য অসহায় ও অসচ্ছল ব্যাক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চত্বরে দুযোর্গ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়াতা বিতরণ কর্মসুচির আওতায় উপজেলার ২৪জন দুস্থ্য,অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়।

    জনপ্রতি ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক তাদের হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তি যোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাফিউল ইসলাম, বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুষ,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, শিবনগর ইউপি চেয়ারম্যান মো: মামুনুরশিদ চৌধুরীসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।

     

  • ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বানববন্ধন-ভোরের কণ্ঠ।

    ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বানববন্ধন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রদলের কেদ্রীয় সংসদ কতৃক উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন পদবঞ্চিত,ত্যাগী ছাত্রদল নেতারা।

    উপজেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানবন্ধন করেন ছাত্র নেতারা।

    মানববন্ধনে ছাত্র নেতা মো: রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র নেতা, মো: কারুল হাসান কামেল মো: খালিদ বিন ওয়ালিদ মো: তুহিন সরকার মো: নাইমুর রহমান, মো: রিপন সরকার, প্রতিক প্রসাদ, আকাশ ইসলাম,আকিব শাহারিয়ার পলক, পাভেল, আজাদ, মোরর্শেদ রানা ও সাবেক ছাত্র নেতা সিয়াম, সামস্ প্রমুখ।

    মানববন্ধনে ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন, যাদেরকে আব্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে তারা কোনো ভাবেই যোগ্য বলে বিবেচিত নয়। তাই ঘোষিত কমিটি আমরা মানিনা। কারণ এ কমিটিতে প্রকৃত ছাত্র নেতাদের যোগ্য স্থান না দিয়ে বিবাহিত এবং পড়াশুনার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যাক্তি ছাড়াও এমন আরো অযোগ্যদের স্থান দেয়া হয়েছে ওই কমিটিতে।

    এ জন্য তারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার দাবী জানিয়েছেন। মানববন্ধনে উপজেলা ও পৌর ছাত্র দলের পদবঞ্চিত,ত্যাগী ও সাবেক ছাত্র নেতাগণ অংশগ্রহন করেন।

  • শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    যশোরের শার্শার বাগআঁচড়ায় ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী, ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আবু তালেব সরদার, ইদ্রিস আলী বিশ্বাস, শাহজাহান কবির বিশ্বাস, রবিউল ইসলাম, ডঃ নুরুল ইসলাম, গাজী মুছা, আব্দুল খালেক খতিব ধাবক, ডাঃ আহসান হাবীব রানা, ইদ্রিস আলী সাহাজী, আল আমিন খান, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, আবু তালেব মেম্বর, আসাদুল ইসলাম মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, আব্দুল হান্নান মেম্বর, নাসির উদ্দিন মেম্বর, মোজাম গাজী মেম্বর, জিয়াউর রহমান মেম্বর, খায়রুল আলম দুষ্টু, সেলিম রেজা, লাল্টু গাজী।

    বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলি আহমেদ মেম্বর, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, আব্দুল আলিম, আলমগীর কবীর, মাজাহারুল আলম মিন্টু, মাসুম, আমিনুর রহমান, আনোয়ার হোসেন, ছোট বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাবেক সভাপতি রেজাউল ইসলাম, স্বাধীন, জয় ও সামিউল সুমন সহ ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।