Author: admin

  • করোনা মোকাবেলায় কাজিপুর থানা পুলিশের র‍্যালি ও মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    করোনা মোকাবেলায় কাজিপুর থানা পুলিশের র‍্যালি ও মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় র‍্যালি ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন।  সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

    সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় থানা চত্বর থেকে থানা অফিসার ইনচার্জ পিএন সরকার এর নেতৃত্বে একটি র‍্যালি  মেঘাই পুরাতন বাজার হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

    উক্ত র‍্যালিতে থানার সকল কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বিভিন্ন পেশাজীবি মানুষ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।এসময় মাস্কবিহিন যাত্রী ও যানবাহণ চালকদের, পথচারিদের, বিভিন্ন দোকানদারদের মাস্ক পরিয়ে দেওয়াসহ পরামর্শদেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার ও পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান (তদন্ত)।বিতরণকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান।

    করোন মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসাবে শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতিক সময়ে আবারও করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় “করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় আমাদের এই কার্যক্রম। মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে।

    করোনা প্রতিরোধে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এসময় সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

  • সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ভোরের কণ্ঠ।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    এতে কোরআন তেলোয়াত, দোয়া, মোনাজাত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

    সোমবার (২২ মার্চ) সকালে জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ এ, কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, পবিত্র কোরানে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান দেয়া আছে। মুসলমানদের এ সুন্দর বিধান মেনে চলতে হবে। কোন খারাপ কাজ করা যাবে না। মানুষ হত্যা করা যাবে না, মানুষ হত্যা মহাপাপ। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে বিরত থেকে সবাইকে সজাগ হতে হবে। কেউ জঙ্গিবাদে জড়বেন না,কখন কোন গুজবে আপনারা কান দিবেনা। জাতির জনক বঙ্গবন্ধু ইসলামের বিশুদ্ধ চর্চা করতেন, তিনি ইসলামিক ফাউন্ডেশন নিজ হাতে গড়ায় আমরা গর্ববোধ করি।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার প্রতি শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মওলানা মোঃ মোকলেছ আহমেদ, পবিত্র কোরআনতেলোয়াত করেন, জেলা পুলিশ লাইনস মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

    অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন ও সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড সুপার ভাইজার মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে – সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদের দু’ শতাধিক খতীব, ইমাম ও মোয়াজ্জিনরা সহ গণ্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।

  • তানোরে জিআর মামলায় পলাতক ৬জন আসামি গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    তানোরে জিআর মামলায় পলাতক ৬জন আসামি গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর তানোর থানায় জিআর মামলায় পলাতক ৬জন আসামিকে গ্রেফতার করেছে তানোর থানার পুলিশ। রবিবার (২১মার্চ) রাতে মুন্ডুমালা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন জিআর মামলার এইসব পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, তানোর মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা বাজার থেকে বিশেষ অভিযান চালিয়ে জিআর ৮০ মামলার আসামি ১।আজাহার উদ্দিন (৬৫) ২। তরিকুল ইসলাম (৫০), উভয় পিতা-মৃত আবুল হোসেন ৩। সারোয়ার হোসেন (২৪) ৪। মিলন (১৯) ৫। মিশান (১৭), সর্ব পিতা- তরিকুল ইসলাম ৬। হোসেন আলী (৩৫), পিতা- আজাহার উদ্দিন, সর্ব সাং-মুন্ডুমালা চারপুকুরিয়া।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, আসামিরা জিআর মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন (তদন্ত) এর নেতৃত্বে তানোর থানাধীন মুন্ডুমালা এলাকা হইতে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, (জিআর ৮০নং মামলায় আসামিদের গ্রেফতার করা হয়। আজ(২২মার্চ) সোমবার সকালে গেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সিরাজগঞ্জে মৎস্যকর্মকর্তা ফারহানা নাজনীনের রহস্যজনক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে মৎস্যকর্মকর্তা ফারহানা নাজনীনের রহস্যজনক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা নাজনীন (৫২) এর মৃত্যু হয়েছে।

    রোববার ২১ মার্চ বিকেলবেলার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্ট যমুনানদীর তীর ব্লক ও নদীর পানির মাঝে হতে ফারহানা নাজনীনের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

    সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফাকে- স্থানীয়রা জানান,দুপুরের বেলা ওই ফারজানা নাজনীন হার্ডপয়েন্ট এলাকায় আসেন, তিনি সম্ভবত অসুস্থতাবোধ করছিলেন। তারপর তিনি নদীর পাড়ে গিয়ে নিজের মাথায় পানি দিতে গিয়ে হঠাৎ পড়ে পানিতে তলিয়ে যান । পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

    এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ বলেন, তিনি বেশ কিছু দিন ধরে মানসিক বিপর্যস্ত ছিলেন । তিনি সকালে অফিসে এসে দুপুরের পর চলে যান আর অফিসে আসেন নি। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেদ আলী জানান, আমি ওনাকে দায়িত্বে রেখে, ছুটিতে আমি ঢাকায় ছিলাম।এ দূর্ঘটনার খবর শুনে সিরাজগঞ্জ চলে আসি। ফারহানা নাজনীনের স্বামী জাকির হোসেন জানান, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ানামক মানসিক রুগী ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে কারন জানিনা পুলিশের ও তার সহকর্মীদের কাছ থেক খবর পেয়ে সিরাজগঞ্জে তার মরদেহ নিতে এসেছি।

  • বিরামপুরে চাউল কল মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    বিরামপুরে চাউল কল মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের বিরামপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

    (২১ মার্চ) সোমবার দিনাজপুরের বিরামপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মন্ডল এবং ভোটের মাধ্যমে নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব হাবিবুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম রেজু ২৭ ভোট পেয়েছেন।

    ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিরামপুর পৌর কিন্ডার গার্ডেন স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮থেকে ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

    ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম এই ফলাফল ঘোষণা করেন। ১৫ সদস‍্যের কার্যনির্বাহী কমিটির অন‍্যান‍্য ১৩টি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি মিনহাজুল হক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবু আসলাম বাবু, অর্থ-সম্পাদক আনোয়ার হোসেন মিঞা, সাংগঠনিক সম্পাদক মিঞা সোহেল আলম মাসুম, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, ধর্মীয় ও সমাজকল‍্যাণ সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সোহাগ এবং নির্বাহী সদস্যদ্বয়- নুরুল ইসলাম, লুৎফর রহমান ও শরিফুল ইসলাম।

     

  • উন্নয়নের বার্তা নিয়ে দেওপাড়া ইউপিতে বেলাল উদ্দিনের আগমন-ভোরের কণ্ঠ।

    উন্নয়নের বার্তা নিয়ে দেওপাড়া ইউপিতে বেলাল উদ্দিনের আগমন-ভোরের কণ্ঠ।

    যুগযুগ ধরে অবহেলিত নিপিড়ীত গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন বাসীর জীবন মানোন্নয়নের বার্তা নিয়ে বিশিষ্ট সমাজসেবক উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেলের আগমন। মহামারী করোনাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দেওপাড়া ইউনিয়ন বাসীর পাশে থেকে তাদের সেবা প্রদান করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা বেলাল উদ্দিন সোহেল।

    দেওপাড়া ইউপির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানবতার ফেরিওয়ালা বেলাল উদ্দিন সোহেল জনসাধারণের মধ্যে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করাসহ জনসাধারণের সামাজিক ছোট-বড় সমস্যা সমাধানে নিজেকে উজাড় করে নিয়জিত রেখেছেন তিনি। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তরুণদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি থেকে শুরু করে মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঘরোয়া সভা সমাবেশ প্রত্যাক্ষভাবে করে যাচ্ছেন বেলাল উদ্দিন সোহেল।

    এতে করে এমন একজন শিক্ষিত সমাজসেবক মানবতার ফেরিওয়ালা বেলাল উদ্দিন সোহেলকে নেতা হিসেবে পেয়ে সবকিছু ভুলে দলমত নির্বিশেষে তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী করতে চাই দেওপাড়া ইউনিয়ন বাসী। বর্তমান চেয়ারম্যান আক্তারের উপর চরম ক্ষোভ প্রকাশ করে দেওপাড়া ইউপি বাসী বলেন, অনেক কষ্ট করে জীবন বাজি রেখে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান নির্বাচিত করা হলেও পরবর্তী সময়ে চেয়ারম্যান নিজের ইচ্ছে মত নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে নিজের আখের গুছিয়েছে। এবার তাকে ভোটের মাঠে দিশেহারা করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক তরুণ প্রজন্মের নেতা বেলাল উদ্দিন সোহেলকে নিয়ে নির্বাচন করতে চাই আমরা।

    তারা আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার এক আনাও দেওপাড়া ইউনিয়নে হয়নি। যেটুকু উন্নয়ন হয়েছে তা শুধু চেয়ারম্যানের হয়েছে। আক্তারুজাম্মান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে তেমন কোন সমন্বয় না করে তার ইচ্ছে মত পরিষদ পরিচালনা করেন।এমনকি দেওপাড়া ইউপির জনসাধারণের কোন সমস্যা, জনদুর্ভোগ আছে কি না তা খোঁজ খবর পর্যন্ত রাখেন না চেয়ারম্যান। যার ফলে, বর্তমান ইউনিয়ন বাসীর কাছে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার। সেজন্য এবার চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারের পরিবর্তে নতুন মুখ বিশিষ্ট সমাজসেবক উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেলকে ইউনিয়ন বাসী ও আমরা তৃণমূল আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছি।

    বিশিষ্ট সমাজসেবক উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল বলেন, আমি জনগণের শাসক নয় সেবক হতে চাই। আমি চাই আমার ইউনিয়ন মাদক মুক্ত শিক্ষিত নগরী হয়ে উঠুক। তাছাড়াও এবার আওয়ামী লীগের নতুন মুখ চাচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। যার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় আমি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হয়ে মাঠে ঘাটে নেমে প্রচার-প্রচারনা করছি। তবুও দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো বলে জানান তিনি।

  • নওগাঁয় করোনা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা কর্মসূচি-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় করোনা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা কর্মসূচি-ভোরের কণ্ঠ।

    নওগাঁয় করোনা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামুলক কর্মসূচি পালন করেছে।

    ২১ মার্চ রোবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি দিক নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক র‍্যালি এবং মাক্স বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এ কর্মসূচি নওগাঁ জেলার প্রতিটি থানায় পালিত হয়েছে।

    উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাঃ ইমাজ উদ্দীন প্রামানিক, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ শহীদুজ্জামান সরকার, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার, মাননীয় সংসদ সদস্য, জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ।

    সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম এছাড়া কর্মসূচীতে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

    উক্ত কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষকে মাক্স পড়তে উৎসাহিত করা হয়। করোনা নিপাত যাক, জীবন ধারা মুক্তি পাক। আসুন সকলেই পরিস্কার পরিছন্ন থাকি, কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে হাত ধুই, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাক্স পরিধান করি। অপ্রয়োজনীয় ঘরের বাহিরে না গিয়ে পরিবারকে সময় দেই।

    নওগাঁয় করোনা প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামুলক কর্মসূচি পালন করেছে।
    ২১ মার্চ রোবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি দিক নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক র‍্যালি এবং মাক্স বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এ কর্মসূচি নওগাঁ জেলার প্রতিটি থানায় পালিত হয়েছে।

    উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাঃ ইমাজ উদ্দীন প্রামানিক, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ শহীদুজ্জামান সরকার, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার, মাননীয় সংসদ সদস্য, জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ।

    সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম এছাড়া কর্মসূচীতে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

    উক্ত কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষকে মাক্স পড়তে উৎসাহিত করা হয়। করোনা নিপাত যাক, জীবন ধারা মুক্তি পাক। আসুন সকলেই পরিস্কার পরিছন্ন থাকি, কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে হাত ধুই, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাক্স পরিধান করি। অপ্রয়োজনীয় ঘরের বাহিরে না গিয়ে পরিবারকে সময় দেই।

  • ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ২১মার্চ সকাল সোয়া ১০টার দিকে ফুলবাড়ী রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দুরে আউটার সিগনালের মধ্যে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, রেল লাইনে হাঁটতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। রেল স্টেশন কতৃপক্ষ খবর পেয়ে পার্বতিপুর রেলওয়ে থানাকে অবগত করলে, জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে পার্বতিপুর থানায় নিয়ে যায়।

    ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার মো: রফিক চৌধুরী বলেন,চিলাহাটি থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাবার পথে সকাল সোয়া ১০টার দিকে ৩০৪ নাম্বার রেল ব্রিজ থেকে ১শ গজ উত্তরে ফুলবাড়ী রেল স্টেশনের আউটার সিগনালের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে,তারা লাশ উদ্ধার করে নিয়ে যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি

    পার্বতিপুর রেলওয়ে থানার ওসি মো: আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে,আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটির সিথিতে সিদুর এবং হাতে শাখা পরা রয়েছে,ধারণা করা হচ্ছে নিহত নারী হিন্দু ধর্মের হতে পারে। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

  • সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  বিদ্যুত পৃষ্টে কে এম ফিরোজ হোসেন(৩৭) নামের ১ যুবকের মৃত্যু হয়েছে। ২১ মার্চ রবিবার সকালে উপজেলার পৌরসভা এলাকার তাড়াশ পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

    জানা যায় বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কে এম ফিরোজ (৩৭) তাড়াশ পৌরসভার তাড়াশ পশ্চিম পাড়া নিবাসী নজরুল ইসলামের বাড়িতে মাটির কাজ করতে ছিলো। কাজ করা অবস্থায় বিদ্যুতের মিটারের তারে কোদাল বাধায় বিদ্যুতের তার ছিদ্র হয়।এতে তারের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে অসুস্থ হয়। ন্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমান  মৃত ঘোষনা করেন।

    বিদ্যুত পৃষ্টে মৃত্যুর ঘোষনা নিশ্চিত করেছেন তাড়াশ পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনার বকুল হোসেন।

  • নাগরপুরে সালাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে সালাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে সালাম শেখ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনসাধারন। জানা যায় আম গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালাম শেখ (৪২) খুন হয়।এ খুনের ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

    রোববার ২১ মার্চ বেলা সাড়ে ১১টার সময় নাগরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রাম দক্ষিনপাড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এর আগে রসুলপুর বনগ্রাম দক্ষিনপাড়া এলাকাবাসী গয়হাটা থেকে হত্যা মামলার বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নাগরপুর সদরে প্রবেশ করে।

    অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আ. মান্নান মাষ্টার , মো. ঠান্ডু মিয়া, শাহনাজ বেগম, মো. শামীম মিয়া , শাহ আলম,নিহতর মা ছামিরন বেগম প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তরা বলেন , সালাম শেখ হত্যা মামলায় দায়ী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    নিহত সালাম শেখের আট বছরের শিশু পুত্র মোঃ শামিম শেখ কান্না জরিত কন্ঠে বলেন আমি আমার বাবার হত্যার বিচার চাই হত্যা কান্ডের জরিতদের ফাসি চাই । এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করে পিতৃহারা শিশু পুত্র শামিম শেখ।

    প্রসঙ্গতঃ আম গাছ কাটাকে কেন্দ্র করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা রসুলপুর বনগ্রাম দক্ষিপাড়া গ্রামের মৃত মছব আলীর ছেলে সালাম শেখের বিরোধ হয়। গত ১৫ মার্চ রোববার দু’পক্ষের বিবাদমান সমস্যা নিরশন কল্পে স্থানীয় ভাবে শালিসী বৈঠক বসে।

    প্রতিপক্ষ মাসুদ জুয়েল গং বৈঠক এর সিদ্ধান্ত অমান্য করে সশন্ত্র হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হয় সালাম শেখ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।  পরের দিন সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সালাম শেখের মৃত্যু হয়।