Author: admin

  • নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন-ভোরের কণ্ঠ।

    নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন-ভোরের কণ্ঠ।

    ময়মনসিংহের নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৩মার্চ) বিকাল ৪ টায় নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে যুগ্নসাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    এর আগে প্রেসক্লাব কার্যালয় থেকে এক র‍্যালী বের হয়ে নান্দাইল পৌরসভার বিভিন্ন রাস্তা পদক্ষিণ করা হয় । পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর সভার বার বার নির্বাচিত পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ঘোষপালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও এনামুল হাসান হক, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবেরর আজীবন সদস্য চন্ডিপাশা ইউপি মেম্বার হারুন অর রশিদ, ধূরুয়া ডিএস দাখিল মাদরাসার সুপার মাও তাজুল ইসলাম,নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ।

    প্রধান অতিথি বক্তৃতায় পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া বলেন, ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান। এবং প্রেসক্লাব কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিন্টু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আশিক, অর্থ সম্পাদক রিপন চন্দ্র বর্মণ, সদস্য মোশারফ হোসেন ও আকরাম হোসেন। সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল, এস এ রুহুল আমিন। প্রতিষ্টাতাবার্ষিকী অনুষ্ঠানে পাঁচ জন নতুন সাংবাদিককে প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ প্রদান করা হয়।

  • সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করার অপরাধে ৩৫ জনকে জরিমানা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করার অপরাধে ৩৫ জনকে জরিমানা-ভোরের কণ্ঠ।

    করোনাভাইরাস (কোভিড-১৯) এর তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দেশে আশংকাজনক হারে মৃৃৃত্যুর বৃদ্ধি পেয়েছে । সরকার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সবাইকে মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ ও আইন অব্যাহত রয়েছে।

    সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করায় ৩৫ জনকে জরিমানা করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

    মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুলে মাস্ক পরিধান না করার কারণে পথচারী, সিএনজি ও অটো রিকশা চালক এবং যাত্রীদের কাছ থেকে অর্থদন্ড করে আদায় করা হয় ।

    এ সময় ৩৫ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় বিভিন্ন অংকের সর্বমোট ৪১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এসময় পথচারী, অটোরিকশা চালক, সিএনজি চালক এবং যাত্রীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন। এর পাশাপাশি তাদেরকে করোনা’র ২য় ওয়েভ নিয়ে সচেতন করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা -কর্মচারীরাা ।

  • বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ৩ দিনের প্রশিক্ষণ-ভোরের কণ্ঠ।

    বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ৩ দিনের প্রশিক্ষণ-ভোরের কণ্ঠ।

    নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য তিন দিনের প্রশিক্ষণ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুয়ায়ী জানা যায়, করোনা মহামারির সময়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্যকর্মী,পল্লী চিকিৎসক ও স্থানীয় বিভিন্ন স্টক হোলডারের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা)র সহায়তা ১৮ মার্চ থেকে তিন দিন ব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স  ১০৫ জন এবং ৪৫ জন পল্লী চিকিৎসককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার নাজমুস সাকিব, মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

    প্রশিক্ষণার্থীদের উন্নতমানের চিকিৎসা সহ জনগনের মধ্যে সচেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্ব প্রদান সহ ধর্মীয় নেতাদের মসজিদ, মন্দির, গির্জা সহ করোনার প্রাদুর্ভাব সম্পর্কে আলোকপাত করার জন্য আলোচনা করা হয়।

  • শাহজাদপুরে গুদামঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে গুদামঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়ার শ্যালক রবিউল ইসলামের বাড়ির গুদামঘর থেকে ৩৫ মন খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে প্রায় ১৪থশ কেজি চাল উদ্ধার করা হয়।এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানায়, উপজেলার খুকনী ইউনিয়নের রুপনাই গাছপাড়া গ্রামের মৃত সোনাউল্লার ছেলে রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কেনাবেচা করে আসছেন।

    সোমবার রাতে এমন সংবাদ পেয়ে থানা শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসনের নেতৃত্বে এনায়েতপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

    পরে রবিউলের বাড়ির গুদামঘর থেকে ১০ টাকা কেজি দরের প্রায় ১৪থশ কেজি চাল জব্দ করা হয়। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও অন্যান্য বস্তায় ভরা ছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন আগেই সটকে পড়েন।

    এ ব্যাপারে খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া বলেন,‘এ চাল বেচাকেনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। ডিলার ও কার্ডধারীদের কাছ থেকে এসব চাল রবিউল কিনে ব্যবসা করে।

    এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন নেতৃত্বে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়।

    শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন বলেন, চাল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

  • কলাপাড়ায় পকুরের পানিতে ডুবে ভাই-বোনের মমার্ন্তিক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় পকুরের পানিতে ডুবে ভাই-বোনের মমার্ন্তিক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পারে খেলা করতেছিলো। স্থানীয়দের ধারনা, খেলার ছলে দেবরাজ পুকুরে পরে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকে ভারি হয়ে উঠেছে

    কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সুনামগঞ্জে শল্লায় হিন্দুদের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ।

    সুনামগঞ্জে শল্লায় হিন্দুদের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ।

    সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা ।

    বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। এর আগে সকাল সাড়ে ১০টায় পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।

    মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক আনন্দ কুমার গুপ্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক জয়রাম প্রসাদ, পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র সদস্য সচিব ধিমান চন্দ্র সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য অনিল চন্দ্র সরকার,রুমি বালা,প্রার্থনা রানী প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে কেনা,আজ সেই দেশে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে তা কারও কাম্য নয়। এ ধরণের সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘুরা আজ নিজেদের বাড়িঘর এবং প্রাণ রক্ষায় রাস্তায় নেমেছি। তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, এর তিব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।

  • কলাপাড়য় শিক্ষার্থীকে অপহরনের দায়ে এক যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়য় শিক্ষার্থীকে অপহরনের দায়ে এক যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর মহিপুরে নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরনের দায়ে ইমরান বয়াতী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শেষ বিকালে কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে তিন জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইমরান ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার শেষ বিকালে পাশ্ববর্তী গ্রাম কমরপুর থেকে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে সোমবার বিকালে পুলিশ ওই শিক্ষার্থীকে হুইচান পাড়া থেকে উদ্ধার করে এবং ইমরানকে গ্রেফতার করে।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরানের নামে মাদক ও অপহরনসহ মহিপুর থানায় সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • ফুলবাড়ী সিমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ী সিমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৯ বিজিবি’র সদস্যরা।

    রোববার ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার এলুয়ারী ইউনিয়নের বানাহার গ্রাম থেকে ৪৩ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ তাদের দুই জনকে আটক করা হয়।

    আটকৃতরা হলেন উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা বানাহার গ্রামের মোঃ মোস্তাহাব এর ছেলে মোঃ আব্দুল মাতিন (২৭) ও একই এলাকার মৃত সুবল চন্দ্র দাস এর ছেলে সুজন চন্দ্র দাস (৩০)।

    ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফুল্লাহ্ আবেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে একটি টহল দল ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী বিওপির নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার ৩০৪/১-এস পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বানাহার গ্রামের পাকা রাস্তার মোড় থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের দুই জনকে আটক করে।

    আটকৃত চোরাকারবারীদের কাছ থেকে একটি রানার মটর সাইকেল,একটি স্যাম্ফোনী মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার নয়শত টাকা। আটককৃতদের মালামালসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করে মামলা প্রদান করা হয়েছে।

  • তাড়াশে খিরা চাষে বাম্পার ফলন কৃষকের মূখে হাসি-ভোরের কণ্ঠ।

    তাড়াশে খিরা চাষে বাম্পার ফলন কৃষকের মূখে হাসি-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশের খিরা সারা দেশের মানুষের চাহিদা পুরন করে খিরার কদর বৃদ্ধি পেয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরীয়া গ্রামের বিখ্যাত খিরার আড়তে খিরা চাষীরা প্রতি নিয়ত ভটভটি , নছিমন ,অটোভ্যান,মহিষের গাড়ীতে করে এলাকার কৃষক তাদের উৎপাদিত মনকে মন খিরা  আড়তে নিয়ে আসছেন।

    ঢাকা,খুলনা ,বগুড়া ,নাটোর ,সিলেট,টাংগাইল  চিটাগাং সহ বিভিন্ন শহর থেকে পাইকারগণ ট্রাক নিয়ে খিরা ক্রয় করতে এসেছেন এই আড়তে। আড়তের পাশের রাস্তায় সারি সারি ট্রাক ,পিকাব ভ্যান ও ইঞ্জিন চালিত ভডভডি,নছিমন দারিয়ে রয়েছে খিরা বহনের জন্য। খিরা বহন করে নিয়ে সারাদেশে সরবরাহ করা হচ্ছে এই তাড়াশের খিরা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ঢল নেমে থাকে এই আড়তে।

    কৃষকরা প্রতিমন খিরা ৭শ থেকে ৭শ ৫০টাকা মন দরে বিক্রি করছেন। যা তাদের উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি।

    চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় চলতি বছরে খিরা চাষ  করে ব্যাপক সফলতা পেয়েছে কৃষক। সেই সাথে খিরার আশাতীত  মুল্যে পাচ্ছেন তারা।

    খিরা চাষি দিঘরিয়া গ্রামের সিদ্দিক মিয়া জানান, গত বছরের বন্যায় আমি রোপা-আমন চাষ করে প্রচুর ক্ষতি গ্রস্থ হয়ে পরি। কিন্তু এবার খিরা চাষ করে সফলতা পেয়েছি।

    মনোহরপুর গ্রামের কৃষক ফিরোজ জানান, আমার ২বিঘা জমিতে খিরা চাষ করতে ব্যয় হয়েছে ১৭হাজার টাকা। বর্তমানে আড়তে যে দামে খিরা বিক্রি করছি তাতে আমি প্রতি বিঘা ৩৫ থেকে ৪৫ হাজার টাকার খিরা বিক্রি করতে পারবো।

    খিরার আড়তে কর্মরত আবুল বাসার জানান, দিঘরীয়া গ্রামে খিরার আড়ত হওয়ার কারনে এলাকার প্রায় ৩শ লোকের কর্মের ব্যবস্থা হয়েছে। ওই শ্রমিকগণ সকাল থেকে বিকাল পর্যন্ত খিরা পানিতে পরিস্কার ও বস্তায় প্যাকেট করে দিয়ে প্রতি জন শ্রমিক ৫শ থেকে ৬শ টাকা আয় করে থাকে।

    ঢাকা থেকে আগত ট্রাক চালক বাবলু জানান, আড়তের পরিবেশ ভাল তবে বারুহাস বাজারের ট্রাক শ্রমিকের নাম করে প্রতিটি গাড়ী থেকে ৫শ থেকে ৬শ টাকা জোর পুর্বক খাজনা আদায় করছে। টাকা কম দিতে চাইলে খারাপ ব্যবহার করে।

    এ ব্যাপারে বারুহাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি করিম মেম্বর জানান, আমরা গাড়ী প্রতি ৩শ থেকে ৪শ টাকা নিয়ে থাকি। খারাপ ব্যবহার সম্পর্কে বলেন, আমার কোন শ্রমিক কর্তৃক খারাপ ব্যবহারের প্রমাণ পেলে শ্রমিক আইন অনুযায়ী  তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

    তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, তাড়াশ উপজেলায ৩শ ৫০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল রোগ বালাইমুক্ত খিরার আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে।  দাম ও ভাল পাওয়ায় কৃষক অনেক খুশি।

     

  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা-ভোরের কণ্ঠ।

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন ও বাংলাদেশ স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর হওয়ায়স উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে উপজেলা প্রশাসন।

    এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃকানিজ আফরোজ,উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফিউল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ হাসানুল মবিন,একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম,জনস্বাস্থ্য কর্মকর্তা সেহানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি প্রমুখ।

    এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বীরমুক্তি যোদ্ধাগণ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।