Author: admin

  • উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি। নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উপর ২৫.৩০ মিটার দৈর্ঘের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড ও বোয়ালিয়া বাস স্ট্যান্ডে দুটি ফুটওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

    মুলত স্কুল- কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের রাস্তা পাড়াপাড়ের শুবিধার্থে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

    বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ওই দুটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ।

    পরে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয় । পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।

  • জনকণ্ঠ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে শাহজাদপুর প্রেসক্লাবে শোক কর্মসূচী পালন-ভোরের কণ্ঠ।

    জনকণ্ঠ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে শাহজাদপুর প্রেসক্লাবে শোক কর্মসূচী পালন-ভোরের কণ্ঠ।

    ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক কর্মসূচী পালন করা হয়েছে। শোক কর্মসুচির মধ্যে ছিলো প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, এক মিনিট নীরবতা পালন ও শোক সভা।

    শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জনকণ্ঠ পত্রিকার শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির, প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ জাফর লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমূখ ।

    এ সময় বক্তারা বলেন, ‘জনকন্ঠ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ বাংলাদেশের সংবাদপত্রের আধুনিকায়নে অপরিসীম অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। পাশাপাশি মফস্বলের সংবাদও যে জাতীয় পত্রিকার লিড নিউজ হতে পারে সেটিও তিনি প্রচলন করেন। তাঁর অবদান কখনও ভোলার নয়।থ

    উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, মুস্তাক আহমেদ, কোরবান আলী লাবলু, শামছুর রহমান শিশির, সাগর বসাকসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
    শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির।

  • ভারতের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা সিরাজগঞ্জে আটক-ভোরের কণ্ঠ।

    ভারতের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা সিরাজগঞ্জে আটক-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ভারতের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

    মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    আটককৃতরা হলেন মিয়েনমার সিত্তে(আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং সিদ্ধিপানপাড়া গ্রামের সিকেন্দার হোসেনের ছেলে বেলাল হোসেন(৪৬),তার স্ত্রী ইয়াছমিন খাতুন(২৭),মুংডু থানার বুসিডং রাইমাসিল গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াজ হোসেন(১৯),তাদের সাথে ৩ বছরের ও ১ বছর ৯ মাসের দুইজন শিশুছিলো।

    বুধবার ২৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানি কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

    প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান মঙ্গলবার রাতে ঘুরকা বেলতলা বাজার এলাকায় আটককৃতদের চলাফেরা সন্দেহজনক মনে হলে টহলরত র‍্যাবের সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারা স্বীকার করেন তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

    আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকান্ড ও ভুমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ মার্চ ) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে টিম লিডার মো.সাদেকুল ইসলাম এর পরিচালনায় এই মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটারগণ।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা.কানিজ আফরোজ, উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার,প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. হাসিনা ভূইয়া,কৃষি অফিসার মোছা.রুম্মান আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাফিউল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা মো.হাসানুল মোবিন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার সোহেল রানা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী,ফাযার সার্ভিস কর্মিরা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় ২ মাস ধরে বেতন পাচ্ছেন না শতাধিক স্বাস্থ্যকর্মী-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ২ মাস ধরে বেতন পাচ্ছেন না শতাধিক স্বাস্থ্যকর্মী-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের শতাধিক কর্মচারী ২ মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। এসব কর্মচারীর মধ্যে রয়েছে, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি ইন্সপেক্টর, এনপিআই, সহকারী স্বাস্থ্যকমর্ীসহ অপর কর্মীরা। বৈশ্বিক করোনা মহামারীর চলমান সময়ে সম্মুখ যোদ্ধা এসব কর্মচারী বেতন না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনপাত করছেন।

    ভুক্তভোগী স্বাস্থ্যকর্মীরা জানান, বেতনের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে বার বার তাগাদা দিলেও কোন কাজ হচ্ছে না। তারা অবিলম্বে তাদের বেতন পরিশোধের দাবি জানান।

    উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ জানান, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে ৪৪দিন হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন।

    এসময় তার প্রচুর অর্থ ব্যয় হয়েছে। সরকার করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের অনুদান দেওয়ার ঘোষনা দিলেও এখন পর্যন্ত তিনি একটি পয়সাও পাননি। তার মতো উল্লাপাড়ায় আরো কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছে যারা করোনায় আক্রান্ত হয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
    এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করে গেলেও মাসিক বেতন বন্ধ থাকায় পরিবারে নেমে এসেছে চরম দুভোর্গ ।

    উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পরিদর্শক আবু তাহের ফারুকী জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগে দেওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দে শিক্ষাখাতে টাকা কম থাকায় বেতন প্রদান সম্ভব হচ্ছে না।

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বাস্থ্য কর্মীদের বেতন বন্ধের কথা স্বীকার করে জানান, প্রতিবছর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, সন্তানদের শিক্ষা ভাতাসহ বিভিন্ন ভাতার অর্থ পৃথক বরাদ্দ প্রদান করা হয়। চলতি অর্থবছরে এখানে শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থ কম থাকায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের বেতন প্রদান করা সম্ভব হচ্ছে না।

    তবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষাখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এই বরাদ্দ পেলে সকল কর্মচারীর বোকেয়া বেতন ভাতা প্রদান করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

  • শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম করোনায় আক্রান্ত-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম করোনায় আক্রান্ত-ভোরের কণ্ঠ।

    কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বনানীর বাসায় গত মঙ্গলবার সকাল থেকে আইসোলেশনে আছেন।

    চয়ন ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,শরীরে করোনার কোন উপসর্গ নেই। কিন্তু টানা কয়েকদিন শাহজাদপুরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরেছি। তাই করোনা পরীক্ষা করাই। সোমবার রেজাল্ট পজিটিভ এসেছে। ওই দিনই অন্য আরেক জায়গায় দ্বিতীয়বার পরীক্ষা করাই। মঙ্গলবার সকালে এর রেজাল্ট হাতে পাই। এতেও করোনা পজিটিভ আসে। আমি আল্লাহর রহমতে ভাল আছি। নিজ বাসায় আইসোলেশেন আছি। চিকিৎসকের সার্বক্ষণিক পরামর্শে আছি।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের সর্বশেষ সপ্তম জাতীয় কংগ্রেস সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি সস্ত্রীক ঢাকায় টিকা নেন। এরপরেও পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

    জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের দুই বারের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চয়ন ইসলাম গত বছর মার্চ মাসে করোনা শুরুর পর থেকে তার নিজ নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলার দরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে প্রতিমাসেই এলাকায় যান ও নিজ হাতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেন। করোনার এই এক বছরে নিরবিচ্ছিন্ন ভাবে নিজ এলাকার মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহায়তা করেন।

    করোনা পজিটিভ হওয়ার আগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার শক্তিপুরের বাসভবন চত্বরে শিশু-কিশোর মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনভর তিনি বেশ কয়েকটি জাতীয় রাজনৈতিক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।

    ফলে ঢাকায় ফিরে করোনা পরীক্ষা করান। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পরে। তিনি দ্রুত সুস্থতার জন্য তার নিজ নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

  • শ্রীমঙ্গলে দ্বিতীয় বারেও সূর্যমুখী চাষে সফল কৃষক-ভোরের কণ্ঠ।

    শ্রীমঙ্গলে দ্বিতীয় বারেও সূর্যমুখী চাষে সফল কৃষক-ভোরের কণ্ঠ।

    স্টাফ রিপোর্টারঃশ্রীমঙ্গলে দ্বিতীয় বারেও সূর্যমুখী চাষে সফল কৃষক। এ বছরে ১০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। ইতোমধ্যে সূর্যমুখী গাছে ফুলে ফুলে ভরে উঠেছে। সূর্যমুখীর প্লটগুলোতে এখন ফুলের সমারোহ। চাষিরাও খুব খুশি। অল্প খরচে সূর্যমুখী চাষে লাভের মুখ দেখতে পাচ্ছেন সূর্যমুখী চাষিরা। শ্রীমঙ্গলের বিস্তৃর্ণ মাঠজুড়ে হাসছে সূর্যমুখী। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরুপ সৌন্দর্য হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।

    বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, পানি, মাটি সূর্যমুখী চাষের উপযোগী। তাই আমাদের দেশে সূর্যমুখীর সম্ভাবনা উজ্বল। এ কারণে দেশে তেলের ঘাটতি মেটাতে ব্যাপকভাবে সূর্যমুখী চাষের উদ্যোগ নেয়া হয়েছে।

    গত মৌসুমে অর্থাৎ ২০১৯-২০২০ অর্থবছরে শ্রীমঙ্গল উপজেলায় সরকারিভাবে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করা হয়। গত মৌসুমে সূর্যমুখীর চাষ সফল হওয়ায় এবার আরো অধিক জমিতে সূর্যমুখীর সফল চাষ হয়েছে।

    জানা যায়, গেল বছর উপজেলার শ্রীমঙ্গল সদর, মির্জাপুর,ভূনবীর,আশিদ্রোন,কালাপুর ও সিন্দুরখানসহ ৬টি ইউনিয়নে ৬০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছিল। ৬০টি প্রদর্শনী প্লট করা হয়েছিল।

    কৃষি অফিস সুত্র জানা যায়, গত বছর প্রতিজন সূর্যমুখী চাষীকে রাজস্ব খাতের অর্থায়নে বিনামূল্যে সার, বীজ, প্রশিক্ষণ ভাতা এবং প্রদর্শনী প্লটের পরিচর্যা, সেচ, আগাছা ও পোকা-মাকড় দমন বাবদ এক হাজার টাকা করে প্রণোদনা দেয়া হয়েছিল। ভোজ্যতেলের পুরোটাই আমদানির উপর নির্ভরশীল। তাই আমদানি নির্ভরতা কমাতে এবং পুষ্টি ও স্বাস্থ্যসম্মত তেল উৎপাদনই এর উদ্দেশ্য।

    শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, গত বছর সূর্যমুখীর সফল চাষ ও ভাল ফলন হওয়ায় এবার অনেক চাষি সূর্যমুখী চাষে উৎসাহী হয়েছেন। ফলে এ বছরে উপজেলায় ৯ ইউনিয়নে ১০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে এবং এক বিঘা করে এক’শটি। প্রদর্শনী প্লট করা হয়েছে । প্রতিজন কৃষককে বিনামূল্যে সার, বীজ, পরিচর্যা, সেচ, আগাছা পোকা-মাকড় দমন বাবদ দেড় হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও ৩০০ জন চাষিকে ৩০০ বিঘা জমিতে সূর্যমুখী চাষের জন্য বীজসহ অন্যান্য সহায়তা দেয়া হয়েছে। তিনি নিয়মিত এইসব প্রদর্শনী প্লটসহ সূর্যমুখীর অন্যান্য জমিগুলো নিয়মিত দেখভাল করা হচ্ছে।

    সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। এর বীজ তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। বাংলাদেশেও একটি তেল ফসল হিসেবে সূর্যমুখীর চাষ হচ্ছে। সূর্যমুখী তেল অন্যান্য রান্নার তেল হতে খুব ভাল এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এ ছাড়া এতে ভিটামিন এ, ডি এবং ই রয়েছে।

    কৃষি কর্মকর্তা আরো বলেন, সূর্যমুখী তেল পৃথবীর শ্রেষ্ঠ তেল যা রান্নার কাজে ব্যবহার করা হয়। ভোজ্যতেলের মধ্যে সূর্যমুখী অত্যন্ত স্বাস্থ্যকর ও পুষ্টিকর অর্থাৎ পুষ্টিমানে সর্বোত্তম। এক কথায় সূর্যমুখী তেল মানে-গুনে অনন্য। এ তেল হৃদরোগীদের জন্য বিশেষ উপযোগী কারণ এতে রক্তে কোলেস্টেরল বাড়ে না।

     

  • শাল্লা’য় হিন্দু সাম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

    শাল্লা’য় হিন্দু সাম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

    মজিববর্ষ ও স্বাধীনতার মাসে সুনামগঞ্জের শাল্লা’য় উপজেলার নোয়াগাঁও গ্রামে ও দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি এবং মন্দিরে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা, লুটপাট শ্লীলতাহানীর সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।

    (২৩ মার্চ) গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পৌরশহর ঢাকামোড়ে মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। বিরামপুর উপজেলা পুজা উদযাপন কমিটি ও বিরামপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ‍্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক কালী প্রসন্ন সরকার,সদস্য শিখা রানী কুন্ডু, বিরামপুর উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবেশ কুন্ডু, সাধারণ সম্পাদক দিলীপ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা বলেন-সংখ্যালঘুদের ওপর এমন হামলা বার বার ঘটছে। তাই দ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করে সংখ্যালঘুদের উপর হামলায় বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ও আহব্বান জানান তারা। এছাড়াও সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারী উগ্র মৌলবাদী গোষ্ঠির সকলকে গ্রেপ্তারের দাবি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।

     

  • কাজিপুরে ৩ টি গরু আগুনে পুড়ে ছাই ও ১ দগ্ধ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে ৩ টি গরু আগুনে পুড়ে ছাই ও ১ দগ্ধ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আগুন লেগে তিনটি গরু পুরে ছাই ও একটি গরু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

    ঘটনাটি কাজিপুর সদর ইউনিয়নের সিংড়াবাড়ী গ্ৰামের বাহেছ আলী মন্ডলের ছেলে আঃ মান্নানের (৩৫) বাড়িতে ঘটেছে। তার গোয়াল ঘরে আগুন লেগে ৬ টি গরুর মধ্যে ৩ টি পুড়ে মারা গেছে এবং দগ্ধ হওয়া গরুটি জবাই করা হয়। এছাড়াও বড় একটি টিনের ঘর ও বারান্দা পুড়ে ছাই হয়ে যায়।

    গতকাল ২২মার্চ সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গরুর মালিক আঃ মান্নান বলে, কেবলি শুয়ে পরছি, ঘুমাই নাই, গোইল ঘরে গরুর লাফালাফি এবং টিনের ডগ ডগ শব্দ পাইয়া দৌড়ে গিয়া দেখি আগুন লেগেছে। আগুন নিভাতে আশে পাশের লোকজন এগিয়ে আসলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে কাজিপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় রাত্রীতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বস্তাবায়ন কর্মকর্তা একে,এম শাহ আলম মোল্লা ঘটনাস্থলে ছুটে যান।

    সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কাজিপুর উপজেলা সহকারি কমিশনার এবিএম আরিফুল ইসলাম। খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, আমার প্রতিনিধিকে সেখানে পরিদর্শণ করতে পাঠাই।

    ৪টি গরুর বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা । গরুর মালিক আব্দুল মান্নানের পুড়ে মারা যাওয়া গরুর মধ্যে তিনটি ষাড় একটি গাভী। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই ভান্ডেল টিন ও ৬ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত।

  • ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি ফিজার-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি ফিজার-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর আশ্রণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের নির্মানাধিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার অশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। পরিদর্শন কালে তিনি ভূমিহীন ও গৃহহীনদের বিষয়ে খোঁজ খবর নেন।

    এসময় তিনি বলেন,সরকার উদ্যোগ নিয়েছেন কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও তিনি কোভিড-১৯ এর তৃতীয় পর্যায় মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন এবং মাস্কব্যাবহারের নির্দেশনা প্রদান করেন। এর পর তিনি একে একে উপজেলার সবগুলো আশ্রন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন এমপি. মোস্তাফিজুর রহমান ফিজার।

    পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেযারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাফিউল ইসলামসহ ইউপি চেয়ারম্যানগণ,বিভিন্ন সরকারী বর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন বলেন,প্রধানমন্ত্রীর আশ্রণ-২ প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলায় মোট ৭৬৯টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপরে দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ঘর নির্মাণ কাজ এখন প্রায় শেষ প্রান্তে। ঘরের কাজ সম্পন্ন হলে,গৃহহীন পরিবারগুলোর মাঝে খুব শিঘ্রই ঘরগুলো হস্তান্তর করা হবে।