Author: admin

  • সলঙ্গার গোলকপুরে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক আটক-ভোরের কণ্ঠ।

    সলঙ্গার গোলকপুরে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক আটক-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকায় থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব-১২ এর সদস্যরা।

    এসময় রাস্তায় চেক পোষ্ট আছে জেনে ট্রাকে থাকা পাবনার ঈশ্বরদী থানার চরগরগরী পশ্চিম পাড়ার আমজাদ হোসেনের ছেলে নাসিম বিশ্বাস (৩৫) ও জাকির শেখের ছেলে ট্রাকের হেলপার হৃদয় (১৯) ট্রাকটি রাস্তার উপরে রেখে পালিয়ে
    যায়।

    শুক্রবার (২৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ভোর রাত্রে জেলার সলঙ্গা থানার ঢাকা-বগুড়া হাইওয়ে রোডের গোলকপুর এলাকায় অতিথি আবাসিক হোটেলের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং ১ টি (টাটা) ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হয়। এ সময় ওই ট্রাক থেকে ২ জন নামিয়া দ্রুত পালিয়ে যায়।

    পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মহান স্বাধীনতা দিবসে জাতির পিতার প্রতি নওগাঁ পুলিশ সুপারের শ্রদ্ধা-ভোরের কণ্ঠ।

    মহান স্বাধীনতা দিবসে জাতির পিতার প্রতি নওগাঁ পুলিশ সুপারের শ্রদ্ধা-ভোরের কণ্ঠ।

    ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি নওগাঁ পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে! জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক! এই বাংলায়, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা…।

    ২৬ শে মার্চ (শুক্রবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, নওগাঁ জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব আব্দুল মান্নান মিয়া বিপিএম বার পিপিএম পুলিশ সুপার নওগাঁ মহোদয়।

    পুলিশ সুপার নওগাঁ মহোদয় আজ সকালে নওগাঁ নগরীর ডিসির, বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    এছাড়াও বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) নওগাঁ, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি) নওগাঁ,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) নওগাঁ,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) নওগাঁ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নওগাঁ, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল ) নওগাঁ, এবং পিপিএম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নওগাঁ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন।

  • কাজিপুরে পানিতে ডুবে সুমাইয়া নামের এক শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে পানিতে ডুবে সুমাইয়া নামের এক শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের জমানো পানিতে ডুবে সুমাইয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামের বক্কার আলীর মেয়ে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিলচতল গ্রামের পূর্ব পাশেই যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন একই গ্রামের ফারুক ও তার সহযোগিরা। কিন্তু বালুতে জমানো পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় আশপাশের অন্তত ১২ টি বাড়ির উঠোন ডুবে যায়। ওই জমানো পানিতেই শিশুটি ডুবে যায়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উল্লেখ্য, একই দিন বেলা ১২টায় ওই বালু পয়েণ্টের ড্রেজার মালিক আব্দুল বারিকে ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

  • কুয়াকাটায় কাঁচা মরিচের বাম্পার ফলন- ন্যায্যমূল্যের অপেক্ষায় কৃষক-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটায় কাঁচা মরিচের বাম্পার ফলন- ন্যায্যমূল্যের অপেক্ষায় কৃষক-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটায় বিভিন্ন এলাকাজুৃড়ে এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের মাঝে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশার ছাপ লক্ষ্য করা গেছে । গত কয়েক বছর ধরে বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এবার মরিচ চাষে ঝুঁকে পড়ছে কৃষকরা। দিনেদিনে বৃদ্ধি পেয়েছে মরিচের চাষাবাদ। এখানকার কৃষকরা ভাগ্য ফেরানোর যুদ্ধে দিন-রাত কঠোর পরিশ্রম করছে । তবে ক্ষোভের সুরে তারা জানায়, পর্যাপ্ত পানির অভাবে ভোগান্তীতে পড়েছে তারা। খালগুলো মরে যাওয়া ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় তারা গাছে ঠিকমত পানি দিতে পারেনি। এরফলে ফলন কম হওয়ার সম্ভবনা রয়েছে যথেষ্ট পরিমানে এমনটা জানান এ প্রতিবেদকের কাছে।

    দুই সপ্তাহ ধরে কাঁচা মরিচ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে কৃষকরা। এবার বাম্পার ফলন হওয়ায় স্বস্থির ছাপ থাকলেও দাম কম পাওয়ায় হতাশায় কৃষকরা।
    সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা কাচা মরিচ নিয়ে এলে পাইকাররা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে । কেউ আবার সরাসরি দেশের বিভিন্ন আড়ৎদারের কাছে পাঠিয়ে দিচ্ছে। সপ্তাহে ১ দিন বাজার বসে এ দিনে ৫ থেকে ১০টি ট্রাক ভরে কাচা মরিচ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। প্রতিটি ট্রাকে ১০টনের মত কাঁচা মরিচ লোড হয় গড়ে ৪০ টনের মত কাঁচা মরিচ দেশের বিভিন্ন এলাকায় যায়। নীলগঞ্জ, মহিপুর, আলীপুর, লতাচাপলীসহ বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ক্ষেত থেকে ক্রয় করে নিচ্ছে কাচা মরিচ।

    লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক দবিরউদ্দিন হাওলাদার বলেন, এবার ৫একর জমিতে মরিচ চাষ করেছে। এক কেজি কাঁচা মরিচের দাম ২০/২৫ টাকা, ১মন ৮০০ টাকায় বিক্রি হয়, খরচ পোষানো কষ্টকর হয়ে পড়েছে। এ পর্যন্ত সার, ঔষধ ও পানিসেচ বাবদ ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। ন্যায্যমূল্য পেলে প্রায় ৫ লক্ষ টাকা বিক্রি করতে পারবেনবলে তিনি জানান। থঞ্জুপাড়ার আরেক কৃষক হারিচ তালুকদার বলেন, এখানকার জমিগুলো হচ্ছে বেলে মাটি এ কারনে বিন্দু মরিচের ফলন ভালো হয়েছে।

    এছাড়াও কৃষকরা জিরা, বাঁশগাড়াসহ নানা জাতের মরিচের চাষ করছেন। এবার আমি ২একর জমিতে মরিচের চাষ করেছি। এ পর্যন্ত আমার ২ লক্ষ টাকা খরচ হয়েছে। নয়াপাড়ার কৃষক তপন চন্দ্র দেবনাথ জানান, ৬ মাস আগে ৪ একর জমিতে মরিচ চাষ শুরু করে। দিন-রাত পরিশ্রম করার পরে ক্ষেতে বাম্পার ফলন হয়েছে। এছাড়াও প্রতিদিন সার দেয়া, নিড়ানী দিয়ে ক্ষেত পরিষ্কার রাখা, কৃষি কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। পুরো ক্ষেতের মরিচ সঠিক দামে বিক্রি করলে ৫ লক্ষ টাকা বিক্রি হবে।

    ভুক্তভোগী কৃষকরা জানান, এ মরিচ উৎপাদনে এলাকার কৃষকদের পাশাপাশী নারি শ্রমিকসহ নানা মানুষের কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। মরিচ ক্ষেত থেকে কাচা মরিচ ভেঙ্গে দিলে মনপ্রতি ১০০টাকা আয় করতে পারে ১জন নারী শ্রমিক। একজন নারী শ্রমিক প্রতিদিন গড়ে ৪শত টাকা আয় করে থাকে। এক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকলেও পানি সেচের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তীতে কৃষকরা। সরকারী খাস পুকুর ও খালগুলো সরকার যদি খনন করে দিত তাহলে রবি শষ্যের উৎপাদন ও আগ্রহ বাড়বে এবং আরো বৃদ্ধি পাবে বলে জানান তারা ।

    পাখিমারা বাজারের কাচা মরিচ ব্যবসায়ী মো: রফিক বলেন, কাচা মরিচ বাজারে উঠা শুরু হয়েছে। আমরা পাইকারী ৮০০ থেকে ৯০০ টাকায় স্থানীয়ভাবে ক্রয় করে বরিশাল আড়ৎদারের কাছে পাঠানো হয়।

    মহিপুর বন্দরের স্থানীয় আড়ৎদার রাকিব বলেন, লতাচাপলি ইউনিয়নে অনেক মরিচ উৎপাদন হয়, কৃষকদের কাছ থেকে ক্রয় করে পাইকারী ও খুচরা বিক্রি করা হয়। মরিচের এ বাজার আরো ৩ মাস যাবৎ চলবে। এ রন্দরে স্থানীয় কৃষক ছাড়াও পার্শবর্তী অনেক ইউনিয়ন থেকেও কাচা মরিচ আসে।

    কলাপাড়া উপজেলা কৃষি-কর্মকর্তা আবদুল মন্নান বলেন, কলাপাড়ায় এবার ৫০০ হেক্টরের বেশি জমিতে মরিচের চাষ হয়েছে। হেক্টরপ্রতি জমিতে গড়ে ৪ টন মরিচ উৎপাদন হয়েছে। এখানে পানি সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিভিন্ন খাল খনন শুরু হয়েছে। যেখানে খাল নেই সেখানে সরকারী খাস পুকুর কাটার পরিকল্পনা গ্রহন করা হয়েছে, খাস জমি খোঁজা হচ্ছে পুকুর খননের জন্য যেখানে অরশ্যই শুকনা মেীসুমে পানি ধরে রাখা যাবে।

  • বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডে গরু-ছাগল পুড়ে ছাইঃ দশ লাখ টাকার ক্ষতি-ভোরের কন্ঠ।

    বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডে গরু-ছাগল পুড়ে ছাইঃ দশ লাখ টাকার ক্ষতি-ভোরের কন্ঠ।

    বগুড়ার শিবগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসত ঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়েছে। এঘটনায় ২জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    বুধবার দিবাগত রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এমনকি তাঁদের পড়নের কোন বস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

    বৃহস্পতিবার (২৫মার্চ) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার সময় কৃষক ছায়েদ জাম্মানের বাড়ীতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।
    রাতে কৃষক ছায়েদ জাম্মান তাঁর ঘরে আগুন দেখতে পেয়ে  চিৎকার করতে থাকে।

    এসময় গ্রামবাসী দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। গরুর গোহাল ঘরটিতে কাট খড় দিয়ে ভরপুর থাকায় মুহূর্তে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সোনাতলা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় অসহায় দিনমজুর কৃষক ছায়েদ জাম্মানের বসতঘর, পুড়ে মারা যায় ৩টি গরু ১০টি ছাগল ছাড়াও হাঁস মুরগী,ধান চালসহ আসবাবপত্র।

    এ সময় কৃষক ছায়েদ জাম্মান (৫৫) গরু বিক্রির প্রায় দেড় লক্ষটা টাকা ঘরে উদ্ধার করতে গেলে সে আগুনে অগ্নিদগ্ধ হয় তাঁকে ফায়ার সার্ভিস কর্মীরা আহত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়। একই ভাবে হাত ঝলসে আহত হয় ছায়েদ জাম্মানের পুত্র মাহমুদুল হাসান (২৫)।

    এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগী কবির এর সাথে কথা বললে তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আমাদের কর্মকর্তা পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য দ্রুত সহায়তা করা হবে।

    অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দবি।

  • কলাপাড়ায় বাড়ছে ডায়রিয়া রোগী-আসন সংকটে আক্রান্ত রোগী-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় বাড়ছে ডায়রিয়া রোগী-আসন সংকটে আক্রান্ত রোগী-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় আংশকাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। মার্চের মাঝামাঝি সময় থেকে এ রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় বারান্দার মেঝেতেই ঠাঁই হয়েছে অনেক রোগীদের।

    হাসপাতাল সূত্রে জানা যায়, এ সপ্তাহে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন নতুন ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে এখানে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, নিউমোনিয়াসহ সর্বমোট ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাই অতিরিক্ত রোগীকে ফ্লোরে চিকিৎসা নিতে দেখা গেছে। অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সিনিয়র স্টাফ নার্স বিউটি বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, এখানে সেবা দেয়ার জন্য আমরা মোট ২৬ জন স্টাফ রয়েছি। ৩/৪ জন মাতৃত্বসহ অন্যান্য ছুটিতে রয়েছেন, করোণা ভ্যাকসিনের কাজে চারজন দায়িত্বরত থাকলেও তিনটি শিফটে ১২ থেকে ১৫ জন উপস্থিত থেকে সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল, ওমিপ্রাজল এবং খাবার স্যালাইন পর্যাপ্ত মজুদ রয়েছে শুধুমাত্র কলেরা স্যালাইনের কিছুটা সংকট রয়েছে। এছাড়া অতিরিক্ত ভিজিটর হাসপাতলে অবস্থান করায় হাসপাতাল অধিক নোংরা হয় এবং রোগী সেবায় ব্যাঘাত ঘটে।

    নাচনাপাড়া থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২০ মাসের ডায়রিয়া রোগী স্নিগ্ধা রায়ের বাবা সঞ্জয় রায় বলেন, মেয়েটি ৪ দিন পর্যন্ত ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত সকালে ভর্তি হয়েছি সিট না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছি।

    বালিয়াতলী থেকে আসা ১ বছর বয়সী তানহার বাবা মমিন গাজী বলেন, তিন দিন পর্যন্ত ডায়রিয়া ও বমি থাকায় মঙ্গলবার সন্ধ্যায় এখানে ভর্তি করিয়েছি সিট পাইনি। তিনি আরও বলেন, প্রতিদিন সকালে একজন ডাক্তার আসেন এরপর সমস্যা হলে এমারজেন্সিতে ডিউটি ডাক্তারের কাছে যেতে হয়।

    এছাড়াও ইসা, মারিয়া ও কুলসুম আক্তার বলেন, বেড এবং ডাক্তার সংকট দ্রুত সমাধানের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার সাংবাদিকদের জানান, শয্যা ও চিকিৎসক স্বল্পতা থাকলেও আমরা রোগীদের উন্নত সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। পর্যাপ্ত ঔষধ এবং স্যালাইন মজুত আছে তাই এ নিয়ে রোগীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি।

  • নলডাঙ্গায় “গনহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় “গনহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২৫ মার্চ “গনহত্যা ” দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন নলডাঙ্গা নাটোরের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

    এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতে  মুক্তিযুদ্ধের ইতিহাস ও ২৫ মার্চ ১৯৭১ সেই ভয়াল কালো রাতের কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরেন, এবং বাংলাদেশে এখনও জীবিত মীর জাফরদের ঘৃণা করার জন্য বক্তারা অনুরোধ করেন।

    উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলিম সরদার এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দাফন করলেন বেনাপোল পোর্ট থানা পুলিশ-ভোরের কণ্ঠ।

    অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দাফন করলেন বেনাপোল পোর্ট থানা পুলিশ-ভোরের কণ্ঠ।

    অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দাফন করলেন বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা।

    জানা যায় বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় স্টেশন রোডস্থ বটতলায় অজ্ঞাত এক বৃদ্ধ (৮৮) পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল পোর্ট থানা পুলিশ।

    পরে স্থানীয়দের সহযোগীতা নিয়ে ভবারবেড় কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান।

    বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয়রা অজ্ঞাত বৃদ্ধকে খাবার দিতে গিয়ে দেখে সে মারা গেছে।

    স্থানীয়রা জানায়, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে সে স্টেশন এলাকার বটতলায় থাকতেন। ভবারবেড় গ্রামের সকলে তাকে খাবার দিতেন। প্রতিদিনের মত আজ খাবার দিতে গিয়ে দেখে সে মারা গেছে। তার কোন পরিচয় জানে না এলাকাবাসী। পরে পুলিশ অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি দাফনের ব্যবস্থা করেন।
    বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বলেন, ভবারবেড় গ্রাম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসিথ মামুন খানের নির্দেশে ও স্থানীয়দের সহযোগীতায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

  • কাজিপুরে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরহ নিরস্ত্র মানুষের ওপর পশ্চিম পাকিস্তান নারকীয় হত্যা যোগ্যের মাধ্যমে ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছিল। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিশেষভাবে স্মরণ করছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মানুষ। ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস উপলক্ষ্যে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।এসময় বক্তারা পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাকন্ড চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

     

  • তাড়াশে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ-ভোরের কণ্ঠ।

    তাড়াশে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে নতুন ভাবে ভিজিডি’র কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ সকালে উপজেলার  ১ নং তালম ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ চাল বিতরণ করা হয়।

    ২০২১-২০২২ সালের বরাদ্দে মহিলা বিষয়ক অধিদফতরের সহায়তায় তালম ইউনিয়নের ৩শ ১২জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সচিব আলা উদ্দিন,সদস্য ইসহাক হোসেন, রহমত আলী, আবু তালেব, হিরন আহম্মেদ,মোস্তফা হোসেন,মহিলা সদস্য হাসিনা খাতুন প্রমুখ।

    অপর দিকে ৮নং দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একই দিনে সকালে ২০২১-২০২২ সালের বরাদ্দে মহিলা বিষয়ক অধিদফতরের সহায়তায় ইউনিয়নের ৩শ ৩জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফরিদ হোসেন,সদস্য আব্দুল আজিজ,মোজাম্মেল হোসেন,শহিদুল ইসলাম,চিত্তরঞ্জন,চম্পা খাতুন পাখি প্রমুখ।