Author: admin

  • ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র হাতে এক মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র হাতে এক মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ইয়াবাসহ আনোয়ারুল ইসলাম(৪৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৯ বিজিবি’র সদস্যরা।

    শুক্রবার ২৬ মার্চ দিবাগত রাতে ফুলবাড়ী ২৯বিজিবি’র অধীনস্থ মোহনপুর এলাকা থেকে ৩৯পিস ইয়াবা ও একটি মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

    বিজিবি’র হাতে আটক মো.আনারুল ইসলাম (৪৫) দিনাজপুর সদর উপজেলার জালালপুর,শালকি শন্তোষ পাড়া গ্রামের মৃত: আয়ুব আলীর ছেলে।

    ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফুল্লাহ্ আবেদ জানান, সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিজিবি কর্তৃক অনেক দিন ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ত্রিশুল পাকা রাস্তার উপর থেকে ৩৯ পিছ ইয়াবা ও একটি মটর সাইকেলসহ মোঃ আনারুল ইসলাম (৪৫) কে আটক করতে সক্ষম হয়।

    উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য এক লক্ষ একষট্টি হাজার আটশত টাকা। আটককৃত আসামীকে ধৃত মালামালসহ দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

  • তাড়াশে সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে  উন্নয়ন মেলার সমাপ্তি-ভোরের কণ্ঠ।

    তাড়াশে সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে  উন্নয়ন মেলার সমাপ্তি-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে  উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

    ২৭-২৮ মার্চ শনিবার ও রবিবার ২দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে ও  উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

    ১ম দিন বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে  আলোচনা সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ সবার্ধিক নায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী ম, ম আমজাদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ,  বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,সগুনা ইউপি চেয়ারম্যান টি এমআব্দুল্লাহেল বাকি , মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন, প্রানী সম্পদ কর্মকর্তা  বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, বিভিন্ন সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    বাংলাদেশের এক অনন্য অর্জন – স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে  উপজেলা চত্বরে ২৪টি দফতরের উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

  • গোবিন্দগঞ্জে পিকনিকের বাস উল্টে ২ শ্রমিক  নিহত,আহত ১২-ভোরের কণ্ঠ।

    গোবিন্দগঞ্জে পিকনিকের বাস উল্টে ২ শ্রমিক  নিহত,আহত ১২-ভোরের কণ্ঠ।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে একটি যাত্রীবাহী পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অটোরিকশার ওপর উল্টে পরে। এ ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে (ঢাকা-রংপুর) মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরমুখী রাকিব নামের একটি যাত্রীবাহী পিকনিক বাস ফাঁসিতলা বাজার এলাকা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোরিকশা বাসের নিচে চাপা পরে এবং ঘটনাস্থলেই শ্যামলী বেকারীর ২ কর্মচারী নিহত হয়। ১২জন গুরুত্বর আহত হয় ।

    গোবিন্দগঞ্জে বাস উল্টে ২ শ্রমিক নিহত

    নিহতরা হলেন, সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (২৫) ও ফিরোজ কবির (৩০)। তারা রাস্তার পাশে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সায় বসে ছিলেন।

    খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলামের সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১০টার দিকে রংপুরমুখী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতলা বাজারে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।

  • নশকতা ও সরকার বিরোধী চক্রান্তের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ-ভোরের কণ্ঠ।

    নশকতা ও সরকার বিরোধী চক্রান্তের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ-ভোরের কণ্ঠ।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধর্মান্ধ গোষ্ঠীর নশকতা,সন্ত্রাস, জ্বালাও পোড়াওসহ সরকার বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    শনিবার ২৭শে মার্চ বিকেল ৫টার সময় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ।

    এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, সহ-সভাপতি উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি নীরু সামসুন্নাহার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক খায়রুল আলম কমরেড, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

    এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগের মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, আমাদের বন্ধু ও মুক্তিযুদ্ধের সহায়তাকারী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী ঢাকা, ব্রাক্ষণবাড়িয়া, হাটহাজারীসহ সারাদেশে মোদী বিরোধী প্রতিবাদের নামে সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে নেমেছে। এই কর্মকান্ডকে তিনি তিব্র প্রতিবাদ জানিয়েছেন ।

    তিনি বনে জাতির পিতার এই দেশে সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর কোন স্থান নেই। তাই এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে।

     

  • কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিক ফরহাদ হোসেন (৩১) এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের পর আন্ধারমানিক নদীর নিশানবাড়িয়া মোহনা থেকে তিনি নদীতে ডুবে  নিখেঁাজ হলে সন্ধ্যা ছয়টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ চট্রগ্রাম জেলার সন্ধীপ থানার সাতঘরিয়া ইউনিয়নের আবদুল মন্নানের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চট্রগ্রাম থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দের্র উদ্দেশ্যে ছেড়ে আসে পাথর ভর্তি লাইটার জাহাজ এমভি হাজী ছালাম প্রামানিক-৯। দুপুরের দিকে ধানখালী ইউপির শাহীন মৃধার ঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে পেঁৗছালে ইঞ্জিন জনিত ত্রুটির কারনে জাহাজটি থেমে যায়।

    এসময় জাহাজের পাখার সমস্যা দেখতে নদীতে নামে সুকানি মো. নিশান, গ্রিজার শান্ত এবং ফরহাদ হোসেন। এসময় নদীতে ডুব দিলে ফরহাদ হোসেন পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে অনেক খেঁাজাখুজির পর তাকে না পেয়ে ফায়ারসার্ভিস ও থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সন্ধ্যা সারে ছয়টায় ডুবুরি দল নদী থেকে ফরহাদের লাশ উদ্ধার করে।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। একটি ইউডি মামলা হয়েছে।

  • উল্লাপাড়ায় স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়শীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়শীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার সুর্ণজয়ন্তী পালন উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনে এক উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

    এ উপলক্ষে শনিবার ২৭ মার্চ সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বণার্ঢ্য র‍্যালি ও আলোচা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন বর্ণিল রঙে সাজিয়ে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ, স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ গ্রহন করেন।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিতছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম (শফি),সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান খাঁন,প্রকল্প বাস্তবায় কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমূখ। উন্নয়ন মেলায় ৩১ টি বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে।

  • ফুলবাড়ী ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ী ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী ছোটো যমুনা নদীর পুরাতন সেতু সংলগ্ন স্থানে ফুলবাড়ী ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার, ফিতা কেটে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্থাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও ওই কেয়ার সেন্টার পরিচালোনা কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মো. নুরুল ইসলাম।

    অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রানী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আশরাফ আলী,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন,টিএমএসএস এর অধক্ষ্য ডা. আব্দুল গফুর মন্ডল, ডা. সাদেক আলী,ডা. মো. লাবু, থানার অফিসার্স ইনচার্জ মো. ফখরুল ইসলাম প্রমুখ।

     

  • উল্লাপাড়ায়” প্রথম সূর্য ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদকে সম্নাননা ক্রেস প্রদান।

    উল্লাপাড়ায়” প্রথম সূর্য ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদকে সম্নাননা ক্রেস প্রদান।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উযাপন উপলক্ষে উল্লাপাড়ার সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “প্রথম সূর্য ফাউন্ডেশন ” এর উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালন করেন।

    কর্মসূচির মধ্যে ছিলোঃ সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহরে প্রধান প্রধান সড়কে র‍্যালী প্রদক্ষিণ, খাবার বিতরণ ও বিকালে থ্রী ষ্টার হোটেলে আলোচনা সভা শেষে উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদকে সম্নানা ক্রেস্ট প্রদান করেন।

    প্রথম সূর্য ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জুয়েল এ অনুষ্ঠানের সভাপ্রতিত্ব করেন এবং মুক্তিযোদ্ধা সংসদকে সম্নাননা ক্রেস হাতে তুলেদেন।
    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ রনি ও আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞালনা করেন মোঃ মাসুদ রানা।

  • কাজিপুরে  স্বাধীনতা ও জাতীয় দিবসে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে  স্বাধীনতা ও জাতীয় দিবসে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উপলক্ষ্যে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ই মার্চ শুক্রবার ভোরে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। পরে সকাল ১০টায় কলেজ বটতলায় এক আলোচনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর গরুত্বপূর্ণ বকক্ত্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শরিফ উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও  সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম।

    উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. নাসির উদ্দিন মিঞা। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ইতি রানী বিশ্বাস।

    এসময় আরো বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, সহকারি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আহসান হাবিব, রষায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান মুক্তা, অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, অর্থনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এসময় বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে উপর রচনা প্রতিযোগিতায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীর ৫০ জন শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

    বাদ জুম্মা কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনসার আলীর মোনাজাত পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য যে, উপজেলা কুজকাওয়াজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছে।

     

  • তাড়াশে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    তাড়াশে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সারাদিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    উল্লেখ্য কর্মসূচির মধ্যে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের শুভ সূচনা,শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন গ্রুপের কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,মহিলা ও শিশুদের ক্রিড়া প্রতিযোগীতা,শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা,শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ/মন্দিরে প্রার্থনা,হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ সকল কর্মসূচি পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ সবার্ধিক নায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী ম, ম আমজাদ হোসেন মিলন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক,বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খন্দকার সহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সভাপতি খলিলুর রহমান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।