Author: admin

  • কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান।

    কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    কানাইঘাট উপজেলা যুবলীগের অন্যতম নেতা,বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন এর সংক্ষিপ্ত সফরে কানাডা গমণ উপলক্ষ্যে গতকাল (২৯/৩/২০২৪) স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে এক বর্নাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগ।

    উপজেলা যুবলীগের অন্যতম নেতা আবু ইসহাক পান্নার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত এই সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জননেতা জামাল উদ্দিন।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এডভোকেট ফখরুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক,শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তী,নাজমুল ইসলাম হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস,সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাজা শামীম আহমদ শিক্ষক কবি ও কলামিস্ট মিলন কান্তি দাস।

    অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরীফ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আজমল আহমদ,সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আবু সিদ্দিক, ইসলাম উদ্দিন,পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন,কাউন্সিলর জমির উদ্দিন, কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী,শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন,সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক হারিছ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারওয়ানুল করিম,পৌর ছাত্রলীগ সভাপতি এম হারিছ উদ্দিন।

    অনুষ্টানে যু্বলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন,মোঃ ইয়াইয়া,জসিম উদ্দিন,জিয়া উদ্দিন,জালাল উদ্দিন,ইমরান আহমদ কামরান,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহমেদুল কবির মান্না,সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশীদ রাজু,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি রেজওয়ান এইচ মিনু,রুবেল আহমদ সাগর,তপন কুমার দাস,প্রবাসী ছাত্রলীগ নেতা ফজল আহমদ প্রমুখ।

    সংবর্ধনা অনুষ্টানে আগত সকল বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনের রাজনৈতিক মেধা,প্রজ্ঞা ও দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।

    সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টার সংগ্রামে আমাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার দর্শনকে জনগণের দোয়ারে দোয়ারে পৌছিয়ে দিতে হবে।জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার ভিশনকে ব্যাপকভাবে প্রচার করতে যুবলীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। যুবনেতা মোমিন তার বক্তব্যে আরো বলেন,”আজ যুবলীগ নেতাকর্মীসহ দলীয় অঙ্গ সংগঠন তথা কানাইঘাটবাসীর ভালোবাসায় আমি সিক্ত।কানাইঘাটের গণমানুষের সেবায় আমার আমৃত্যু কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে ইণশাআল্লাহ।

    সবশেষে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন,ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর তাৎপর্য‍‍` শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর তাৎপর্য‍‍` শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    নিজস্ব প্রতিবেদক: ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন “মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য‍‍ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ মার্চ ২০২৪ইং, ১৮ রমজান মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে বিকাল ৪টা থেকে শুরু করে ইফতারে আগ পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক ও বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নুরে আলম হামিদীর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মৌলভীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমেদ, নাজিরাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা সাইফুর রহমান মক্কী, মুন্সিবাজার মাদরাসার ওস্তাদুল হাদিস মাওলানা আশরাফুল হক, পূবালী ব্যংকের কর্মকর্তা নুরুল ইসলাম রাকিব প্রমুখ।
    উক্ত অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র যুগ্ন আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সদস্য সচিব মাওলানা মাহদি হাসান কামাল ও যুগ্ম সদস্য সচিব মাওলানা শাহ মিসবাহ’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কাশিনাথ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল হোসেন, জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার সহকারী শিক্ষাসচিব আব্দুর রহমান শরিফপুরী, মাওলানা হেলাল আহমদ সিলেটী, মাওলানা আব্দুর রহমান আসজদ বর্ণভীসহ বিভিন্ন মাদরাসার প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
    মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন কমলগঞ্জের ধর্মপুর উম্মাহাতুল মুমিনূন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরী।
    প্রসঙ্গত, ইসলাম ও মানবতার কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট “মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
  • মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে আহত -১৬।

    মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে আহত -১৬।

    মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুরে মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রীজের নিকট নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।  আহতরা হলেন, সুনামগঞ্জের ধিরাই উপজেলার উয়াজিউল্লার পুত্র আনিসুর (২৫), আব্দুল মতিন এর পুত্র আফজাল (৩০), রুকিনি দাস এর পুত্র রমন দাস (৪০), আজমান উল্লাহ’র পুত্র শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুম এর পুত্র মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তার এর পুত্র তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম এর পুত্র মাহাফুজ (১১), আজিম উদ্দিন এর স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলী’র স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলাম এর স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিন এর পুত্র শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম এর কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রাম এর মফিজ মিয়ার পুত্র হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমান এর পুত্র আব্দুস সালাম (৪১) ও ভোলা’র সুলতান খান এর পুত্র নিরব খান(৪৩)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ওসি মো: বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন আছ।
  • রামপালে লোকালয়ে ঘুরছে দুটি হনুমান।

    রামপালে লোকালয়ে ঘুরছে দুটি হনুমান।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে অবাধে ঘুরে বেড়াচ্ছে দুটি হনুমান।  হনুমান দুটিকে দেখতে এলাকার ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে।

    শনিবার(৩০ মার্চ) ভোররাত থেকে গাববুনিয়া গ্রামের আতিয়ার তালুকদারের বাড়িতে হনুমান দুটিকে দেখা যায়।
    আতিয়ার তালুকদারের বাড়িতে দুটি হনুমানের আগমন ঘটেছে খবরটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে এলাকার ছোট বড় অনেকেই হনুমান দুটিকে দেখতে ভিড় জমায়। উৎসুক জনতা হনুমান কলা, রুটি, বাদাম,  বিস্কুট,  পাকা টমেটোসহ নানান খাদ্য খাবার খেতে দিচ্ছে। হনুমান দুটি নির্ভয়ে মানুষের সে খাদ্য খাবার খাচ্ছে।
    এ ঘটনা জানতে পেরে এ প্রতিবেদক সরেজমিনে উপস্থিত হয় এবং হনুমানের উপস্থিতর ঘটনার সত্যতা দেখতে পায়। হনুমান দুটি সকালে বেলা আতিয়ার তালুকদারের বাড়িতে অবস্থান করলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের চলাফেরার স্থান পরিবর্তন করতে থাকে।
    স্থানীয় বাসিন্দা ফেরদৌস ফকির জানান, সকাল বেলা জানতে পারি আমাদের গ্রামে দুটি হনুমান এসেছে৷ আমরা খবর পেয়ে আতিয়ারের বাড়িতে দেখতে যাই। অনেকে অনেক খাদ্য খাবার খেতে দিচ্ছে এবং সে হনুমান সেই খাবার খাচ্ছে।
    আরেক স্থায়ী বাসিন্দা কুলছুম বেগম জানান, হনুমান গ্রামে এসেছে শুনতে পেয়েই আমাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয় এবং আমরা দ্রুত হনুমান দুটিকে দেখতে ছুটে যাই।
    হনুমান দুটি কোথা থেকে লোকালয়ে এসেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। হনুমানকে দেখতে উৎসুক জনতার ভিড় জমানোর ফলে মাঝে মধ্যে হনুমান দুটি ক্ষিপ্ত হয়ে পড়ছে।
    এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হাওলাদার আজাদ কবিরের সাথে কথা হলে তিনি জানান, হনুমান সাধারনত যশোরের কেশবপুর এলাকা থেকে কলা বা কাঁঠাল বোঝাই ট্রাকে করে বিভিন্ন চলে যায়।
    এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরীর সাথে তার ব্যবহৃত ০১৭২১-০৮৮৮৪৪ নম্বরে একাধিক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
  • সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিসের নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার।

    সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিসের নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার।

    ডেস্ক রিপোর্টঃ

    সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী নূরুল ইসলামের (৫৮)মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

    শুক্রবার (২৯ মার্চ) সন্ধা সাড়ে ৭ টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিহতের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এ ঘটনা ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে অফিসের সামনে ভীড় করে।

    জানা যায়, নিহত নৈশ্য প্রহরী নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার বাসিন্দা ও মৃত আজগর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার ঘরে দুই জন স্ত্রী রয়েছে।অভাব অনাটনের সংসার দীর্ঘদিন বেতন ভাতাও পাচ্ছিলেন না। এ কারনে প্রায়ই তাদের সংসারে অশান্তি লেগে থাকতো।

    অফিস সহকারী মোঃ আতিকুল ইসলাম আতিক জানান,বৃহস্পতিবারে একসঙ্গে অফিস করে বাসায় চলে যাই। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিনের ন্যায় অফিসেই থেকে যায়। আজকে সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বিষয়টি স্যারকে জানানো হয়েছে।

    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনর রশিদ জানান,অফিসের নৈশ্য প্রহরীর আত্মহত্যার বিষয়টি জানার পরই থানা পুলিশকে অবহিত করি। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবেন।

    এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম।তিনি জানান,ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখন বলা যাচ্ছে না। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ডিমলার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

    ডিমলার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(২৯ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল পারভেজ’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায়,ডা মোস্তাফিজুর রহমান আর এম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিমলা,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, উপদেষ্টা আসাদুজ্জামান বাবু,সহ সভাপতি আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান হাবিব,সাংগঠনিক সম্পাদক জামান মৃধা,সহ- সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, সমাজসেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক হাসেম,ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ,ধর্ম সম্পাদক জাহাঙ্গীর, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিপন, আইন বিষয়ক সম্পাদক এ আর বাদশা,মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, কার্যকরী সদস্য আতাউর রহমান, সোহেল প্রমুখ।

    প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ ও সাধারণ সম্পাদক রুবেল পারভেজ ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান। এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান হাবিব।

  • দুটি কিডনিই অকেজো, বাঁচতে চায় দরিদ্র শামীম।

    দুটি কিডনিই অকেজো, বাঁচতে চায় দরিদ্র শামীম।

     রাজবাড়ী প্রতিনিধিঃ

    দুটি কিডনিই নষ্ট। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না মো. শামীম সরদার (৩৬)। সমাজের বিত্তশালীদের নিকট হাত বাঁড়িয়েছেন বাঁচার আকুতি নিয়ে। বর্তমানে তিনি অধ্যাপক ডাঃ স্বপন কুমার মন্ডল কিডনী ইউনিট, ডায়াবেটিক হাসপাতাল, ফরিদপুর এর অধীনে চিকিৎসাধীন আছেন। এর আগে তিনি ঢাকা, শ‍্যামলী সিকেডি হাসপাতালে প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর ডাঃ তছলিম আহম্মেদ এর অধীনে চিকিৎসা ও ডায়ালাইসিস করিয়েছেন। বর্তমানে তার সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয়।

    চিকিৎসক জানিয়েছেন, তার দুটি কিডনি নষ্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ডায়ালাইসিসের পাশাপাশি দ্রুত কিডনি প্রতিস্থাপন/ ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। দ্রুত কিডনি ট্রান্সপ্ল‍্যান্ট করতে পারলে তবেই বাঁচতে পারে শামীম। আর এ চিকিৎসার জন্য প্রয়োজন ১২-১৫ লক্ষ টাকা যা অসহায় পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব।

    তার পরিবার জানিয়েছে, মো. শামীম সরদারের চিকিৎসায় ইতোমধ্যে মাঠে যতটুকু জমি ছিলো তা বিক্রি করে চিকিৎসায় খরচ হয়ে গেছে। নিজের একটি ট্রাক ছিলো সেটাও বিক্রি করে চিকিৎসায় খরচ করেছে। ২০২১ সালের জুলাই মাসে ফরিদপুর থেকে টেষ্ট করানোর পর জানতে পারে তার দুটি কিডনি নষ্ট। সেদিন থেকেই চিকিৎসা করাচ্ছেন। এখন শেষ সম্বল হিসাবে তার বাড়ির ৪/৫ শতাংশ জায়গাই রয়েছে। তাদের এই অসহায় পরিবারের পক্ষে চিকিৎসার এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজে বিত্তশালী ব্যাক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন পরিবারটি।

    জানা যায়, রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড তোরাপ শেখের পাড়া গ্রামের মো. ইসলাম সরদারের ছেলে মো. শামীম সরদার (৩৬)। শামীম পেশায় একজন ট্রাক চালক ছিলেন। অসুস্থতার কারনে গত ৩ বছর যাবত কোন কাজ করতে পারেন না।

    শামীম সম্পর্কে তার প্রতিবেশীরা জানান, সে একজন ভালো মানুষ। তিন বছর আগে তার দুটি কিডনি নষ্ট হয়েছে সেটা ধরা পড়ে। সে অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার মাঠে যতটুকু জমি ছিলো সেটা বিক্রি করে সর্বত্র চিকিৎসা করিয়েছে। নিজের একটি ট্রাক ছিলো, সেটাও বিক্রি করেছে। এখন আর তার সামর্থ্য নাই চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।

    স্ত্রী মোছাঃ কল্পনা বেগমও স্বামীর রোগ সনাক্ত হবার পর তাকে ছেড়ে চলে গেছে। তার বৃদ্ধ বাবা-মা ছাড়া তাকে সেবা করার কেউ নেই।

    দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল হক বেপারী বলেন, লোকটি খুবই দরিদ্র। টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমার সাধ‍্য অনুযায়ী শামীমের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

    এ ব্যাপারে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, শামীম ছেলেটি অনেক ভালো মনের মানুষ। আমি বছরখানেক আগে শুনেছি ছেলেটির দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অসহায় পরিবারটির পক্ষে চিকিৎসা ব্যয় নির্ভার করা সম্ভব নয়। আমি তার জন্য সাহায্যের চেষ্টা করব।

    সাহায্য পাঠানোর জন্য: তার মোবাইল নম্বর- ০১৮১৭৬১৩৯৪৯ (বিকাশ পার্সোনাল)।

  • লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু।

    লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু।

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত যুবক মানিকগঞ্জ শিবালয় উপজেলার শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশে আসগর আলী শেখে’র ছেলে মো. ফিরোজ শেখ (২৮)। সে সেলফি পরিবহনের সহকারীর কাজ করতেন।

    লঞ্চঘাটে থাকা স্থানীয়রা জানান, হঠাৎ সকালে সোয়া ৭টার দিকে লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। তখন আশেপাশের লোকজনকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ পুলিশ কে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার পর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও আরিচার ডুবুরি দল এসে ৯টার দিকে তাকে উদ্ধার করে।

    নিহত যুবকের পিতা আজগর আলী শেখ বলেন, আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল। গোয়ালন্দে গতকাল রাতে আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করেন।

    গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত লঞ্চঘাটের ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই যুবককে ৯ টার দিকে উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মো. ফরিদুজ্জামান জানান, আমরা সোয়া ৭টার দিকে সংবাদ পাই লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে জানাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ঠাকুরগাঁওয়ে শীর্ষ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ে শীর্ষ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

     ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ ৭জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
    শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    মাদকসহ গ্রেপ্তাকৃতরা হলেন: সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের কামাল উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), একই এলাকার আব্দুল কাদের ছেলে রতন আলী (৩০), পৌর শহরের বরুনাগাঁও এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আয়নাল হক (৪৫),আউলিয়াপুর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন (৫০), রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের কেষরু ইসলামের ছেলে রেজাউল করিম (৪৩) ও পীরগঞ্জ উপজেলার শ্রী চঞ্চল চন্দ্র বর্মন (২৬)।
    পুলিশের দেয়া তথ্য মতে, জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ০৭ জন গ্রেপ্তার করা হয়।
    এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ৯টি, রাণীশংকৈল থানা- ১টি, বালিয়াডাঙ্গী থানা- ২টি, রুহিয়া থানা- ১ টি এবং হরিপুর থানা- ১ টিসহ সর্বমোট ১৪ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
    ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
  • কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দুটি গাড়ীসহ গ্যারেজ-থানায় অভিযোগ।

    কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দুটি গাড়ীসহ গ্যারেজ-থানায় অভিযোগ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা মিনি ট্রাক ও অটোরিক্সা সিএনজি গাড়ী। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি গ্যারেজে।

    এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুড়ে যাওয়া টাটা মিনি ট্রাকের মালিক পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের অলিউর রহমানের পুত্র সেলিম আহমদ। জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সেলিম উদ্দিনের মালিকানাধীন সিলেট মেট্রো-ন-১১-২১৩১ টাটা পিকআপ গাড়ীর চালক স্থানীয় দুর্গাপুর গ্রামের ফয়সাল আহমদ ইউনিয়ন পরিষদের সামনে জাকির আহমদ এর গ্যারেজে গাড়ী রেখে বাড়ি চলে যান।

    গ্যারেজে আরো একটি অটোরিক্সা সিএনজি গাড়ী রাখা ছিল। সেহরির শেষ দিকে রাত সাড়ে ৪টার দিকে কে বা কাহারা টাটা মিনি ট্রাক ও সিএনজি গাড়ীতে আগুন ধরিয়ে দিলে আশপাশের লোকজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হন, গাড়ী দুটি পুড়ে যায়। তবে মিনি ট্রাকের মালিক সেলিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ১৬ লক্ষ টাকা মূল্যের গাড়ীটি অজ্ঞাতনামা আসামীরা পুড়িয়ে দিতে পারে।

    অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এস.আই সোহেল মাহমুদ। তিনি বলেন, কিভাবে গ্যারেজে আগুন লেগে দুথটি গাড়ী পুড়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।