Author: admin

  • শাহজাদপুরের ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরের ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন ভূমি অফিসের দুটি গাছ শনিবার দুপুরে কেটে বিক্রি করেছেন কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এছাড়া গাছ কাটার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিচার ও শাস্তির দাবী করছেন এলাকাবাসী।

    এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান সরকার, ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হেকমত মিয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও ভূমি অফিস সংলগ্ন কৈজুরী গ্রামের আলম জানান, কৈজুরী ইউনিয়ন চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশে কৈজুরী ভূমি অফিস কার্যালয়ের দক্ষিনে পার্শের একটি মেহগনি গাছ গত মঙ্গলবার একটি নিম গাছ শনিবার দুপুরে কেটে বিক্রি করেন। এ গাছ দুটি কিনে নেন কৈজুরী বাজারের কাঠ ও ফার্নিচার ব্যাবসায়ী কামরুল ইসলাম। এ বিষয়ে কামরুল ইসলাম জানান, চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে গাছ দুটি কাটা হয়েছে।

    এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার (নায়েব) আইয়ুব আলী বলেন, গাছ কাটার বিষয়ে আমার কিছু জানা নেই।

    তবে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, কৈজুরী হাটের গণ শৌচাগার (পাবলিক টয়লেট) নির্মাণের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ শামসুজ্জোহার মৌখিক অনুমতিক্রমে গাছ দুটি কাটা হচ্ছে।

    এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। এছাড়া কাউকে গাছ কাটার অনুমতিও দেওয়া হয়নি। খোজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে মুঠোফোনে জানান, তিনি কাউকে গাছ কাটার অনুমতি দেননি। কিভাবে গাছ কাটা হচ্ছে তাও তিনি জানেন না। তবে বাজার কমিটি তার কাছে এসেছিল পাবলিক টয়লেটে যাওয়ার জন্য রাস্তায় কিছু মাটি ভরাট করে দিতে। তিনি সেই কাজটি শুরু করেছেন। গাছ কাটার সাথে তিনি জড়িত নন বলে দাবী করেছেন।

  • ফুলবাড়িতে ভুট্রা চাষের বাম্পার ফলন অধিক লাভের আশা কৃষকের-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়িতে ভুট্রা চাষের বাম্পার ফলন অধিক লাভের আশা কৃষকের-ভোরের কণ্ঠ।

    দিনাজপুর ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতি বছর ইরি-বোরো মৌসুমে ধানের মূল্য কম পাওয়ায়,স্বল্প খরচে বেশি লাভ হওয়াতে দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে এ এলাকার কৃষকের।

    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জমি গুলোতে সারি সারি ভাবে সমান কাতারে ভুট্টা গাছ লাগানো হয়েছে, বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপশি ভুট্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপন করায় নিবিড় পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রান্তিক কৃষকরা।

    ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায়, পৌর এলাকাসহ ৭ টি ইউনিয়নে ৩ হাজার ৩০  হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে,যা লক্ষমাত্রার চেয়ে অনেক বেশী। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছেন। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    শিবনগর ইউনিয়নের রাজরামপুর গ্রামের মোঃ মিজানুর রহমান চৌধুরী, খয়েরবাড়ি ইউনিয়নের বারাই পাড়া গ্রামের মোঃ হামিদুল্লাহ সরকার, বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ইরি-বোরো ধান চাষের পাশাপাশি আমরা গত বছর থেকে ভুট্টার চাষ করছি। রোগ বালাই কম ফলন বেশি এবং ভুট্টা কাটা মাড়াইয়ের সময় বাজার দর ভালো থাকায় অল্প খরচে লাভ বেশি হওয়ার কারনে এবারও ভুট্টার আবাদ করেছি। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

    ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার বলেন, বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নিরাপদ খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রতি প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা দিয়েছেন, এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ভুট্টা আবাদ হচ্ছে। সকল প্রকার ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি।

    এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। এবার ভুট্টার আবাদি জমি বৃদ্ধি পেয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।

     

  • কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৭৩তম জন্মদিন পালন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৭৩তম জন্মদিন পালন-ভোরের কণ্ঠ।

    যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। প্রয়াই এই নেতার জীবদ্দশায় দেশের বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছে। দেশ বরেণ্য রাজনীতিবিদ ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।

    শুক্রবার ২ এপ্রিল সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কর্মকান্ড তুলে ধরেন তারই সুযোগ্য সন্তান সিরাজগঞ্জ-১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। সঞ্চালনা করেন উপজেলা পরিষদের চেয়াম্যান খলিলুর রহমান সিরাজী।

    এছাড়াও স্মৃতিচারণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রেফাস উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জি.এম তালুকদার সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।  ইউনিয়নের আওমীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ। আলহাজ্ব মোহাম্মাদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

    অপরদিকে বিকাল ৩ টার সময় মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আফিয়া আফরোজ মিনা।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম সহ কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম সংসদের বিভিন্ন শাখার সদস্য বৃন্দ।

    উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতির জীবনের বিশ্বস্ত সহচর, জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী ও বেগম আমেনা মনসুর দম্পতির পরিবারের পাবনা শহরের ১৯৪৮ সালের এই দিনে মোহম্মদ নাসিম জন্মগ্রহান করেন। তবে সিরাজগঞ্জে কুড়িপাড়াই ছিল তার আসল নিবাস। তিনি আজীবন রাজনীতি করেছেন সিরাজগঞ্জ তথা কাজিপুরের জন্য। মোহাম্মদ নাসিম জীবদ্দশায় আনুষ্ঠানিক ভাবে কোনদিন জন্মদিন পালন করেননি। প্রসঙ্গতঃ তিনি ২০২০ সালের ১৩ই জুন মৃত্যুবরণ করেন।

     

  • বেলকুুুচিতে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    বেলকুুুচিতে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জঃ উত্তর বঙ্গের গেট ওয়ে সিরাজগঞ্জ জেলার সদর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে বেলকুুচি উপজেলার মুুুকুন্দদগাঁঁতীতে নির্মিত করা হয়েছে দৃষ্টিনন্দন জামে মসজিদ আল-আমান বাহেলা খাতুন ।

    প্রায় ১০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন হলো ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সেই মসজিদটি।

    শুক্রবার (০২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকায় ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদথ নামে নির্মিত মসজিদে জুমার নামাজ শুরু হয়।
    ঢাকা সার্কিট হাউজ জামে মসজিদের খতিব ড. আরিফ উদ্দিন মারুফ এতে ইমামতি করেন।
    এর আগে প্রায় ঘণ্টাব্যাপী কোরআন হাদীস থেকে আলোচনা করেন তিনি।

    নামাজ শেষে মসজিদটির প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী সরকারের আত্মার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।

    জুমার নামাজে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পূর্বাণী গ্রুপ ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস ছালাম, প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী সরকারের দুই ছেলে আমান উল্লাহ সরকার ও আমির হামজা সরকার, দুই ভাই শিল্পপতি আলতাব হোসেন সরকার ও আক্তার হোসেন সরকার, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উল্লাপাড়ার ইউএনও দেওয়ান মওদুদ আহম্মেদ ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ওলামায়ে কেরামগণ।

    মসজিদের ভেতরে ৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জায়গা থাকলেও এদিন কানায় কানায় পূর্ণ হয়ে বাইরে সমসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশেই আড়াই বিঘা জমির উপর নির্মিত হয়েছে ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদটিথ। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। গত বছরের আগস্ট মাসে তার মৃত্যু হয়। পরে তার ছেলে আমানউল্লাহ সরকার মসজিদটির কাজ এগিয়ে নেন। সাড়ে চার বছর ধরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদটির নির্মাণশৈলী ইতোমধ্যে হাজারও মানুষের দৃষ্টি কেড়েছে।

  • বেলকুচিতে ডিস লাইন ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর আহত-ভোরের কণ্ঠ।

    বেলকুচিতে ডিস লাইন ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর আহত-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার শ্যামগাঁতী গ্রামের আমিরুল ইসলাম (৩০) নামের এক ডিস লাইন ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। গত ২৫ (মার্চ) বিকালে উপজেলার গাবগাছি গ্রামে নুরনবীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে রেফাড করা হয়েছে বর্তমানে চিকিৎসাদিন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাত ও পায়ের হাড় গুলো খন্ড খন্ড হয়ে গেছে।

    আহত আমিরুলের ভাই জানান, বেশকিছু দিন আগে আমার ভাইয়ের সাথে গাবগাছি গ্রামের নুরনবীর মেয়ের সাথে সর্ম্পক ছিলো এই বিষয় নিয়ে গ্রাম্য শালিসীর মাধ্যমে মিমাংসা হয়। এরই জের ধরে চার পাঁচ মাস যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকালে আমার ভাই আমিরুলকে ডিস বিল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে নুরনবী, আব্দুল্লাহ, কাউছার, হৃদয়, শাকিল শাজাহান মাষ্টারসহ পাঁচ, ছয়জন মিলে গাছের সাথে বেঁধে আমার ভাইকে চেন, হাতুরি ও রড দিয়ে প্রায় এক ঘন্টা ধরে মারধর করতে থাকে। এতে তার দু হাত দু পা হাটুর নিচ থেকে চুরমার হয়ে যায়। এবং শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর আঘাত পায়।

    পরে আমার ভাইয়ের আর্ত চিৎকারে লোকজন এগিয়ে এসে গাছ থেকে দড়ি খুলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান আমার ভাইয়ের দু হাত দু পার অবস্থা খুবই খারাপ। আমি এর সঠিক বিচার চাই যারা আমার ভাই আমিরুলকে হত্যার উদ্দেশ্য নিমর্ম ভাবে আঘাত করছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

    এ বিষয়ে নুরনবীর কাছে জানতে চাইলে,তিনি বলেন আমার বাড়িতে লোকজন নিয়ে হামলা করতে এসে ছিলো আমিরুল। ধাকাধাকি করতে গিয়ে হয়তো আঘাত পেয়েছে।

  • বালুমহাল ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান-ভোরের কণ্ঠ।

    বালুমহাল ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জমিদারপাড়া ঘাটে বালুমহাল ইজারা না দেয়ার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান  করেন এলাকাবাসী।

    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত খয়েরবাড়ী বাজার সড়কের পাশে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ওই এলাকার বাসিন্দারা। এসময় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগদান করে তিনি বলেন,বালুমহালের কারনে এই এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

    এটি একটি সরু রাস্তা, ট্রলি চলাচল হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,এ পর্যন্ত কয়েক জন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুযোগ বুঝে বালু ব্যাবসায়ীরা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় এলাকার কৃষি জমি নষ্ট হয়।

    এলাকাবাসীর এই সমস্যার কথা বিবেচনা করে বালুমহাল ইজারা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

    মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে শ্রী রাখাল মোহন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

    বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রিয়ারজ উদ্দিন এর সাথে কথা বললে তিনি জানান, স্বারকলিপি গ্রহন করা হয়েছে। এবং বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে,কতৃপক্ষ সিদ্ধান্ত দিলে সে অনুযায়ী প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • নওগাঁর রানীনগর পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার-ভোরের কণ্ঠ।

    নওগাঁর রানীনগর পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার-ভোরের কণ্ঠ।

    নওগাঁর রানীনগর পুকুর থেকে ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে স্থানীয় প্রসাশন। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

    রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গত কয়েকদিন থেকে পুকুরটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সংস্কারের কাজ চলছে।

    বৃহস্পতিবার সকালে কাজ চলাকালীন সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

    তিনি বলেন, মূর্তিটির ওজন ১৪ কেজি। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।

    এর আগে, গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

  • ফুলবাড়ীতে করোনা মোকাবেলায় আইনসৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে করোনা মোকাবেলায় আইনসৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা মোকাবেলায় আইনসৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলার বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: কানিজ আফরোজ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শমসের আলী মন্ডল,থানার অফিসার্স ইনচার্জ মো.ফখরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.শাফিউল ইসলাম,মৎস কর্মকর্তা মোছা.মাজনুননাহার মায়া,সেনেটারী ইনেস্পেক্টর জগদিস চন্দ,সাংবাদিক রজব আলী প্রমুখ।

    এসময় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,পুলিশের সদস্য,বিজিবি’র সদস্য,ফায়ার সার্ভিস সদস্য,স্বাস্থ্য কর্মি,জন প্রতিনিধিগণ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রসাশন মাঠে থাকবে।

     

  • কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা-ভোরের কণ্ঠ।

    কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা-ভোরের কণ্ঠ।

    কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে আগামী ১৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে পটুয়াখালী জেলা প্রশাসন। বুধবার রাত নয়টায় সকল হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষনা করে গুরুত্বপূর্ন স্থানে মাইকিং ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে মহিপুর থানা পুলিশ ও  ট্যুরিষ্ট পুলিশ।

    ভোরের কন্ঠ সত্য প্রকাশে অবিরাম

    অপরদিকে পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের বরাত দিয়েও মাইকিং করা হয়েছে হোটেল মোটেল বন্ধ রাখার জন্য। এছাড়া বুধবার রাত থেকেই কুয়াকাটা সৈকতে অবস্থানরত সকল পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানিয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

    এদিকে বৃহস্পতিবার থেকে সন্ধ্যা সাতটার পর জেলার সকল দোকান পাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধূরী জানান, আগামী ১৫ দিনের জন্য এ আদেশ বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সকল ধরনের সেবা বন্ধ থাকবে।

  • ফুলবাড়ীতে মা-বাবা’কে মারপিটের আভিযোগে ছেলে আটক-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে মা-বাবা’কে মারপিটের আভিযোগে ছেলে আটক-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে সম্পত্তির দাবীতে মা-বাবাকে মারপিটের অভিযোগে আব্দুর রশিদ বাবু (৩২) নামের এক ছেলেকে আটক করেছে থানা পুলিশ। একই ঘটনায় ওই ছেলের স্ত্রী আঞ্জুমান আরা বেগম পলাতক রয়েছে।

    বুধবার ৩১শে মার্চ ভোর ৫ টার দিকে উপজেলার বারাইপাড়া গ্রাম থেকে মো: রশিদ বাবু (৩২) নামে ওই ছেলেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

    পুলিশের হাতে আটক রশিদ বাবু (৩২) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বারাইপাড়া গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে।

    পুলিশ ও মামলা সুত্রে জানাগেছে, রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান বেগমসহ দির্ঘদিন ধরে তার বাবা  মো: শহিদুল ইসলাম ও মা মোছা: রেজিয়া বেগমকে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেবার বিষয়ে বিভিন্ন সময় দাবী তোলেন। কিন্তু তার বাবা-মা অন্য এক ছেলে ও দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে রশিদ বাবু ও তার স্ত্রীর নামে সম্পত্তি লিখে না দেওয়ায়, তারা বিভিন্ন সময় তার বাবা-মা’কে ভয়ভিতিসহ হুমকি প্রদান করেন।  এরই জের ধরে গত ৭ই মার্চ রোববার দুপুরে আবারোও আব্দুর রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান তার বাবা ও মা’কে সম্পত্তি লিখে দেওয়ার কথা বললে, তারা প্রস্তাবে রাজী না হওয়ায় রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমান,তাদের মা-বাবা’কে অকথ্য ভাষায় গালীগালাজ করেন এবং মারপিট করে ফুলা জখম করে বাড়ী থেকে বের করে দেয়।

    এরপর  বাবা শহিদুল ইসলাম ও গর্ভধারিনী মা রেজিয়া বেগম(৬০) তাদের মেয়ের বাড়ীতে আশ্রয় নেন। এঘটনায় গত ৩১শে মার্চ মঙ্গলবার রশিদ বাবু’র মা রেজিয়া বেগম বাদী হয়ে রশিদ বাবু ও তার স্ত্রী আঞ্জুমানকে আসামী করে দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

    আদালতের নির্দেশ মোতাবেক গত বুধবার রাতে ফুলবাড়ী থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করা হয়। ওই রাতেই অভিযান চালালে, ছেলে রশিদ বাবু কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন এবং তার স্ত্রী আঞ্জুমান বেগম পালিয়ে যান।

    ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বলেন,আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি নথি ভুক্ত করে, দ্রুত আসামী রশিদ বাবু’কে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার স্ত্রী আঞ্জুমান আরাকে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।