Author: admin

  • উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-০৪ আসনের (উল্লাপাড়া) জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ. টি. ইমামের ছেলে তানভীর ইমাম ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ২য় বার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য নিবার্চিত হন।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, তানভীর ইমাম কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। গোলাম মোস্তফা তানভীর ইমামের রোগমুক্তির জন্য উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

  • চৌহালীতে মাস্ক নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ভোরের কণ্ঠ।

    চৌহালীতে মাস্ক নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ভোরের কণ্ঠ।

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিতে সিরাজগঞ্জের চৌহালীতে ভ্রাম্যমাণ আদালত বসছে; মুখে মাস্ক না থাকলে দেওয়া হচ্ছে জেল-জরিমানা।

    কারও বাসা থেকে মাস্ক আনতে মনে নেই, কারও তা পরলে দম বন্ধ লাগে; আবার কেউ কেউ মাস্ক নিয়ে বের হলেও ‘পড়ে গেছেথ পথে- এমনই নানা অজুহাতে করোনাভাইরাস প্রতিরোধের এই উপকরণ পরছেন না বহু মানুষ।

    মাস্ক মুখে না জড়িয়ে যারা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়েছেন, তাদের অনেককে গুণতে হয়েছে নগদ জরিমানা, সঙ্গে পেয়েছেন বিনামূল্যের মাস্কও।

    মঙ্গলবার দুপুরে চৌহালী উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালতের এক ঘণ্টার কার্যক্রম পর্যবেক্ষণ করে পাওয়া যায় এমন চিত্র।

    জেল-জরিমানায় সীমাবদ্ধ না থেকে নিম্ন আয়ের মানুষদের হাতে বিনামূল্যের মাস্কও তুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন ।

    বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর থদ্বিতীয় ঢেউথ সামলানোর পদক্ষেপের অংশ হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।

    এরপর মারণঘাতী এই রোগ সংক্রমণ রোধে অত্যাবশ্যক মাস্ক পরা নিশ্চিত করতে গত কয়েক দিন ধরে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে ইউএনও ।
    মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে চৌহালী সরকারি কলেজের সামনে অস্থায়ী হাট-বাজারে চলছিল এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয় ।

    শুরুতে দেখা যায়, হাটে আসা দুই যুবককে থামিয়ে মাস্ক না থাকায় ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয় ।

    ‘মাস্ক আনতে মনে নেইথ বলে ম্যাজিস্ট্রেটকে জানান বাসা থেকে আসা একজন যুবক; অন্যজন অজুহাত না দেখিয়ে সাজা মেনে নেন।

    জরিমানা পরিশোধ করলে মাস্ক পরার জন্য উৎসাহিত করে ছাড়ার পাশাপাশি তাদেরকে দেওয়া হয়েছে একটি মাস্ক ৷এসময় ছিলেন, ভ্রাম্যমান আদালতের পেশকার মনিরুজ্জামান , চৌহালী থানার এসআই আব্দুর রউফ , মানবাধিকার কর্মী, সাংবাদিক রোকনুজ্জামান প্রমুখ , মাহমুদুল হাসান ও আল- ইমরান মনু প্রমুখ৷

  • লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুর প্রশাসন মাস্ক হাতে রাস্তায় নেমেছে-ভোরের কণ্ঠ।

    লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুর প্রশাসন মাস্ক হাতে রাস্তায় নেমেছে-ভোরের কণ্ঠ।

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও লকডাউন বাস্তবায়নে রাস্তায় নেমেছেন লক্ষ্মীপুরে প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধি। সোমবার ( ৬ এপ্রিল) জেলা সদর ও রায়পুরসহ ৫ উপজেলা শহরের ট্রাফিক মোড়হ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও মার্কেটে লিফলেট ও মাইকিং করে প্রচারণা চালিয়ে পথচারীদের মাস্ক পরিয়ে দেন তারা। এতে সরকারি নির্দেশনা না মানায় রায়পুরে ১০ মামলায় ১৬ হাজার ৩থশ টাকা অর্থদণ্ড করেছেন ইউএনও সাবরীন চৌধুরী (ভ্রাম্যমান আদালত)।

    পুলিশ ও প্রশাসন জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ১১ দফা নির্দেশনা দিয়েছে। সে লক্ষ্যে মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, নিয়মিত মাইকিং ও বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরের সদর ও চন্দ্রগঞ্জসহ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি কাঁচা বাজারগুলো উন্মুক্ত এলাকায় স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই কোথাও যেন মানুষের গাদাগাদি জমায়েত না হয় সে লক্ষ্যে পুলিশ ও প্রশাসন কাজ করছে। লকডাউনে প্রত্যেকটি শপিংমল বন্ধ থাকবে। কেউ যদি সরকারি নির্দেশনা না মানে তাহলে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পথচারীসহ জনগণকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রচারণা অব্যাহত রাখা হবে।

    লক্ষ্মীপুর পুলিশ সুপার ডক্টর এএইচএম কামরুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা মানতে জনগণের জন্য পুলিশি প্রচারণা অব্যাহত থাকবে। লকডাউনে কাঁচাবাজার উন্মুক্ত স্থানে নেওয়ার ব্যবস্থা করা হবে। এতে বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে সুবিধা হবে। গণপরিবহন যেন না চলতে পারে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিপণী বিতানসহ শপিংমলগুলো বন্ধ থাকবে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে, তাদেরকে তা মেনে চলতে পুলিশ কাজ করবে।

    লক্ষ্মীপুর-জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন,-‘আমরাই পারি রুখতে, করোনা ইচ্ছা শক্তির প্রলয়ে, ঘরে ঘরে ফের দূর্গ গড়ি সচেতনতার বলয়েথ এ প্রত্যয়ে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

     

  • সাভারে তুরাগ নদীর মাটি কেটে বিক্রি করেছে প্রভাবশালীরা-ভোরের কণ্ঠ।

    সাভারে তুরাগ নদীর মাটি কেটে বিক্রি করেছে প্রভাবশালীরা-ভোরের কণ্ঠ।

    মহামারী করোনা ভাইরাস এর মধ্যেও দাপ্তরিক কার্যক্রম থেকে নেই সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

    সাভারের আমিন বাজারের তুরাগ নদীর মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা এমন খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন তিনি।

    এসময় সেখানকার ভরাটকৃত মাটি আমিন বাজারের এক ইউপি সদস্যকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সাভার উপজেলা সরকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহফুজ।

    অভিযান চলাকালে সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক- লিয়াকত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও, সেখানে উপস্থিত সাংবাদিকদের দূর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান সাভার উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব।

  • লকডাউন পর্যবেক্ষনে ভ্রাম্যমান আদালতের অভিযান-ভোরের কণ্ঠ।

    লকডাউন পর্যবেক্ষনে ভ্রাম্যমান আদালতের অভিযান-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী ঘোষনা ও স্বাস্থ্য বিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ ব্যবসায়ী, পথচারী ও পরিবহন মালিকের ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

    সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ।

    ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি মো: ফকরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী আদেশ ও স্বাস্থ্য বিধি অমান্য করে হোটেল পরিচালনার দায়ে রেলগেট বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের দুই হাজার টাকা, অবৈধ্য ভাবে যাত্রী পরিবহনের দায়ে হানিফ এন্টার প্রাইজের এক হাজার টাকা, স্বাস্থ্য বিধি অমান্য করায় দুই টলি চালকের ৪০০ টাকা ও এক পথচারীর ৫০ টাকা জরিমানা করেন।

    অপরদিকে সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রেলগেট বাজারে মিলন হোটেলের দুই হাজার টাকা, জমিদার হোটেলের এক হাজার টাকা, স্বাস্থ্য বিধি অমান্য করে চলাচলের দায়ে বাবু নামে এক টলি চালকের দুই’শ টাকা ও রেজাউল নামে এক পথচারীর এক’শ টাকা জরিমানা করেন।

    ওসি মো: ফখরুল ইসলাম বলেন ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে এই জরিমানা আদায় করা হয়।

  • নওগাঁ সদরে লকডাউন কার্যকর রাখতে প্রশাসন তৎপর-ভোরের কণ্ঠ।

    নওগাঁ সদরে লকডাউন কার্যকর রাখতে প্রশাসন তৎপর-ভোরের কণ্ঠ।

    করোনা প্রতিরোধে সরকার ঘোষিত নওগাঁর বিভিন্ন স্থানে সকালের শুরুর দিকে প্রশাসন এর চোখ কে ফাকি দিয়ে ঢিলে ঢালা লকডাউন চললেও দুপুরের পর থেকে পুরো শহরে লকডাউন স্থিতিশীল দেখা যায়।

    পরিবহন বন্ধ থাকার কথা থাকলেও মহাসড়কে গনপরিবহন চলতে দেখা গেছে। যানবাহন গুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বহন করা হচ্ছে। সোমবার ভোর থেকে সদর সড়কে এচিত্র দেখা গেছে।
    খাবার রেস্তোরা গুলোতে চলছে অবাধে বেচাকোনা। মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। সিএনজি চালিত এবং ব্যাটারি চালিত অটোরিক্সা আগের মতোই চলাচল করতে দেখা গেছে। এগুলো নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা দেখা যায়।

    লকডাউন কে শক্তিশালী ভাবে কার্যকর রাখতে বিকেলে নওগাঁ সদর থানার ওসি মোঃ নজরুল ইসলাম সদর থানার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। সদরের বিভিন্ন স্থানে এবং মোড়গুলোতে গিয়ে বাহিরে থাকা কিছু সংখ্যক মানুষকে সচেতন করতে তাকে তৎপর ভূমিকা পালন করতে দেখা যায়। এরপর থেকে আপাতত নওগাঁ সদরে লকডাউন নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে সর্বশেষ জানা গেছে।

  • চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা-ভোরের কণ্ঠ।

    চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা-ভোরের কণ্ঠ।

    করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। নির্ধারিত সময়ের পরে মুদি দোকান ও সরকারি আদেশ অমান্য করে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে।

    সোমবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন ।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে জনসমাগম করায় উপজেলার অস্থায়ী আলিয়া মাদ্রাসা বাজারের মুদি দোকানদার হাসান সিকদারকে ৫০০টাকা ও বুদ্দু মিয়াসহ মোট ৬ জনকে ২৪০০টাকা জরিমানা করেছে ৷

    এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন ।এসময় ছিলেন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পেশকার মনিরুল ইসলাম , যায়যায়দিন চৌহালী প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রোকনুজ্জামান রকু প্রমুখ ৷

  • ফুলবাড়ীতে আমরা করব জয় এর সচেতনতা মুলক কর্মসুচি-ভোরের কণ্ঠ। 

    ফুলবাড়ীতে আমরা করব জয় এর সচেতনতা মুলক কর্মসুচি-ভোরের কণ্ঠ। 

    করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকা-মূলক সেচ্ছাসেবি সংগঠন ‘আমরা করব জয়থ এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    দিনব্যাপী  জনসচেতনতা সৃষ্টি করতে “আমরা করব জয়” সংগঠনের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পথচারী, রিকশা-ভ্যান চালকসহ দোকানী ও ক্রেতাদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন সংগঠনটির একদল তরুণ-তরুণী। এবং সেইসাথে যারা মাস্ক পরিধান করে রয়েছে তাদের ফুল দিয়ে শুভাচ্ছা জানান তারা।

    এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন স্বজল, আব্দুর রহিম গুলুলু, জাকিরুল ইসলাম জাকির, আমিনুল ইসলাম, রিয়া গুপ্তা, মাহফুজা রহমান, মো. হাসান, স্নেহা গুপ্তা, সেজুতি গুপ্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ বলেন, করোনাভাইরাস আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালি হয়ে উঠেছে। হঠাৎই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে উঠেছে। কিন্তু জনসাধারণ সচেতন হচ্ছে না।

    অনেকের মুখে মাস্ক নেই। মাইকিং করে সতর্ক করার পরেও মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে। এখন সময় নিজে সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা। সকলের উচিৎ মাস্ক পরিধান করা।

    আমরা নিজেরাই সচেতন না হলে আমরাই নিজেকে এবং নিজেদের পরিবারকে হুমকির মুখে ফেলবো। তাই সকলের উচিৎ সচেতন হওয়া এবং সরকারের নির্দেশনা মেনে চলা।

  • কলাপাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৬ হাজার টাকা জরিমানা-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৬ হাজার টাকা জরিমানা-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২হোটেল ব্যবসায়ী ও পাঁচজন পথচারীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে । সোমবার দুপুরের পর পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুমাইয়া কফি হাউস এর সত্বাধিকারি মো: ফারুক মোল্লাকে ৩৫ হাজার টাকা, চা দোকানি হানিফ মোল্লাকে ৫০০ টাকা ও মাস্ক পরিধান না করায় ৫ পথচারিকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূূমি) জগৎবন্ধু মন্ডল।

    এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি দেবনাথ, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ সিকদার ও কলাপাড়া থানার এস আই আক্তার হোসেন ও সাংবাদিক রেহান উদ্দিন রেহান উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূূমি) জগৎবন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, সাস্থ্যবিধি মানতে বার বার মাইকিং করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানার কারনে ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা করা হয়েছে। করোনা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • ফুলবাড়ীতে ইরি বোরো ধান সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে ইরি বোরো ধান সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে সবুজে ভরে উঠেছে ইরি বোরো ফসলের মাঠ। কোথাও এতটুকুও ফাঁকা নেই,যতদুর দৃষ্টি পড়ে সবুজ আর সবুজ, দিগন্ত জুড়ে নীল আকাশের সাদা মেঘের ঢেলা যেন, সবুজের গাঢ় রঙ্গে একাকার হয়ে ঢলে পড়েছে। নতুন সাজে সেজেছে প্রকৃতি,এক নজর তাকালেই চোখ জুড়িয়ে যায়।

    উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর এই উপজেলায় ১৩ হাজার ৬শত ৩৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা থাকলেও, চাষ হয়েছে ১৪ হাজার ২শত ২০ হেক্টর জমিতে,যা লক্ষমাত্রার অধিক।

    উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, বরাবরের ন্যায় এবারো ব্রি-২৯, ব্রি-২৮ ব্রি-৫০,ব্রি-৫৮,ব্রি-৮১ ও বিআর -১৬ জাতের ধান চাষ হয়েছে বেশি। এই কর্মকর্তা বলেন, ফলন যাতে ভাল হয় এজন্য তঁারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

    উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানাগেছে এবছর ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে,প্রাকৃতিক দুর্যোগ না হলে,আবারো নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। এই প্রত্যাশা করছেন চাষিরা।