Author: admin

  • তাড়াশে র‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের মূর্তিসহ ৩ জন আটক-ভোরের কণ্ঠ।

    তাড়াশে র‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের মূর্তিসহ ৩ জন আটক-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  র‍্যাবের অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের  প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক  করেছে র‍্যাব-১২’সদস্যরা।  বুধবার ৭ এপ্রিল  বিকালে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে  র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল উপজেলার বারুহাস ইউনিয়নের  বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধ ভাবে চোরা কারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন।

    এ সময়  তাদের নিকট থেকে ২ টি মোবাইল  ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন  বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে  সাদেক হোসেন (৫০), পেঙ্গুয়ারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে  গোলাম সাকলাইন (৪০) ও কুসুম্বী গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রীরাম সরকার (৩৮)।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা করতে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে  তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের প্রতারক ও চোরাকারবারী  বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।

  • লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরীতে আগুন,ট্রাক পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরীতে আগুন,ট্রাক পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চলন্ত ফেরি ‘কলমীলতাথয় মাঝ পথে আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

    তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে।

    বিআইডব্লিউটিসিথর ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা  হয়েছে।

     

  • চেয়ারম্যানের ভাই স্কুলে না গিয়ে নিয়োমিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ।

    চেয়ারম্যানের ভাই স্কুলে না গিয়ে নিয়োমিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামে অবস্থিত কৈজুরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫) দীর্ঘ ৮ বছর ধরে স্কুল না করেই বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

    তিনি ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ও কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের আপন ছোট ভাই। এরই সুবাদে তিনি ঢাকার মিরপুর-১ এর শাহা আলী বাগ কলওয়ালপাড়ায় অবস্থান করে গার্মেন্টস সূতার রং করার কারখানার ব্যবসা করেন।

    তারপরেও তিনি ওই স্কুল শাখার সহকারী শিক্ষক পদে থেকে নিয়মিত বেতন ভাতা তুলছেন। কাগজে কলমে হাজিরা ঠিক থাকলেও তিনি কোনদিন স্কুলে উপস্থিত থাকেন না। ফলে কৈজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনার রশিদ সম্প্রতি এলাকাবাসির পক্ষে ও জনস্বার্থে এ অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও দূর্ণীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

    এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা,শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন ও শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন ওই প্রতিষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে তদন্ত শুরু করেন।

    উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপস্থিত সাংবাদিকদের জানান, এটা প্রাথমিক তদন্ত। এ বিষয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। তাই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আরো অধিক তদন্ত করবে। তারপরে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের বেশকিছু সত্যতা মিলেছে।

    এ বিষয়ে অভিযোগকারি মোঃ হারুনার রশিদ জানান, মোঃ জাহাঙ্গীর হোসেন জীবনে কখনই এ বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের ক্লাস নেননি। তিনি ঢাকার মিরপুর-১ এর শাহা আলী বাগ কলওয়ালপাড়ায় গার্মেন্টস সূতার রং করার কারখানার ব্যবসা করেন। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বড় ভাই আব্দুল খালেক আর সভাপতি অপর ভাই সাইফুল ইসলাম। এ ছাড়া তার আরো দুই ভাই এ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। ফলে এ শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

    এ সুযোগ কাজে লাগিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন ঢাকায় অবস্থান করেও জালিয়াতির মাধ্যমে হাজিরা খাতায় নিজেকে উপস্থিত দেখিয়ে এ প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ৮ বছর ধরে নিয়মিত ভাবে বেতন ভাতা তুলছেন।

  • লক্ষ্মীপুরে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা! ৪ জন আহত-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা! ৪ জন আহত-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরের রায়পুরে ১০ শতাংশ জমি কিনতে না পেরে অপর খরিদ্দারের ঘরে ঢুকে পিটিয়ে নারীসহ ৪জনকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় তারা আসবাবপত্র ও বসতঘর ভাঙচুর করে।

    উপজেলার পূর্ব চর পাতার ৭ নং ওয়ার্ডের গাজী বাড়ির আলী আহমদ একই এলাকার দুলা মিয়াবেপারী বাড়ির আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের কাছ থেকে ১০ শতাংশ জমি খরিদ করেন। এই জমি গাজি বাড়ির তোফায়েল আহম্মেদের ছেলেরা কিনতে না পেরে খরিদ্দার আলী আহমদ এর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা চালিয়ে আলী আহমদ (৬৫),তার স্ত্রী ফিরোজা বেগম(৪৫),সবুজ(২২),স্বপন(১৮)কে মারধর করে।

    এই নিয়ে আদালতে মামলা হলে বিবাদীপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে শুক্রবার আলী আহমদের বসতঘরে হামলা চালায়। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় বলে ফিরোজা বেগম জানিয়েছেন।নারী-পুরুষসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল আহমেদের ছেলে বাবু, হান্নান, শাকিল, মন্নান ও তাদের সঙ্গীয় তারেক, নুরু ও অজ্ঞাত পরিচয়ের রঞ্জন কোনো সদুত্তর না দিয়ে এ প্রতিবেদকের সামনেই পূণরায় ঝগড়ায় লিপ্ত হয়।

    রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন-‘এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ্য বাবু, হান্নান, শাকিল একাধিক মাদক মামলার আসামি। তারা দীর্ঘ কয়েক বছর ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে স্থানীয়রা জানায়।

     

  • কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান-ভোরের কণ্ঠ।

    কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান-ভোরের কণ্ঠ।

    সরকারি নির্দেশনায় দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পৌর শহর ও গ্রামঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধুমাত্র কাঁচাবাজার, ঔষধের দোকান ও নিত্যপন্যের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু এসব দোকানও সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে। গণ পরিবহন বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়েছে রাস্তা-ঘাট। শহর ও গ্রামের রাস্তায় দু’একটি করে রিকসা,অটোরিকসা দেখা গেলেও ভাড়া পাচ্ছেন না চালকরা,এ অবস্থায় বিপাকে পড়েছেন শ্রমজীবি নিম্ন আয়ের মানুষ।

    এদিকে জেলা-উপজেলায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে দোকানপাট, যান চলাচল বন্ধ রাখাসহ সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। আর এ নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পুলিশ বাহিনী।

    ফুলবাড়ী শহরের রিকসা চালক শফিকুল ইসলাম জানান, একদিন রিকসা না চালালে খাবার জোটে না। তাই রিকসা নিয়ে সকাল থেকে শহরে ঘুরছি। শহরে রাস্তায় তেমন লোকজন নেই তাই পেছেঞ্জার মিলছেনা। প্রতিদিন ৩-৪শ টাকা রোজগার করি, বর্তমানে এমন অবস্থা সকাল থেকে এখনো পর্যন্ত ৩০টাকা কামাইছি। আয় রোজগার করতে না পারলে কিস্তি দিবো কি করে পরিবারের মুখেও খাবার জুটবে না। শহরের আরেক রিকসা চালক আব্দুল কাদের ও শহিদুল জানান, আমরা গরিব মানুষ প্রতিদিন রিকসা চালিয়ে চাল-ডাল কিনে খাই। বিধি নিষেধ থাকলেও উপায় নেই আমাদের। তাই সব বিধি নিষেধ উপেক্ষা করেই রিকসা নিয়ে ঘুরছি । এ অবস্থা চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে অনাহারেই থাকতে হবে। এসময় যদি কেউ সাহায্য করতো অনেক উপকার হতো।

    এ অবস্থায় এইসব মানুষের পাশে এসে দাড়াতে সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন। তিনি বলেন, কোভিড-১৯ এর প্রভাবে সারাবিশ্ব আজ বিপর্যস্ত। এই দুর্যোগ মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়,প্রয়োজন সকলের সহযোগিতা। আপনাদের একটি ছোট উদ্যোগ বাঁচাতে পারে অনেক প্রাণ। সকলের কল্যাণের জন্যই সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু আশেপাশে এমন অনেকেই রয়েছেন, যারা দিনের রোজগার দিয়ে সেদিনের আহারের ব্যবস্থা করেন। পাশাপাশি কিছু ভাসমান মানুষও রয়েছে। সেই সকল খেটে খাওয়া পরিশ্রমী মানুষ যাতে না খেয়ে না থাকেন, সে ব্যাপারে আমাদের সকলেই এগিয়ে আসতে হবে।

    এদিকে করোনা সতর্কতায় যান বাহনসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ উপজেলায় কর্মহীন হয়ে পড়া রিকসা চালক, ভ্যান চালক,দিনমজুর ও ড্রাইভারসহ বিপুল সংখ্যক শ্রমজীবি মানুষের অবস্থা খুবই নাজুক। অসহায় এই মানুষগুলো সরকার এবং সমাজের বৃত্তবানদের কাছে সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন।

  • বঙ্গবন্ধু গেমসে সিরাজগঞ্জের মেয়ে হিয়ার স্বর্ণ ও রোপ্য পদক জয়ী-ভোরের কণ্ঠ।

    বঙ্গবন্ধু গেমসে সিরাজগঞ্জের মেয়ে হিয়ার স্বর্ণ ও রোপ্য পদক জয়ী-ভোরের কণ্ঠ।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে- ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০এর দুটি ইভেন্টে সিরাজগঞ্জের মেয়ে জান্নাত জেবিন হিয়া স্বর্ণ ও রোপ্য পদক লাভ করেছে।

    গত সোম ও মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ৫’শ মিটার স্কেটিং প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে স্বর্ণ এবং রিলায় রেস প্রতিযোগিতায় রোপ্য পদক লাভ করে। প্রতিযোগিতায় সে বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেয়। এ গেমসে দেশের নাম করা ৩১টি ফেডারেশনের প্রতিযোগিরা অংশ গ্রহন করছে। সে রোলার স্কেটিং এর জাতীয় রোলবল টিমের অধিনায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন।

    এছাড়া এ খেলায় ৩ বার বিশ্বকাপে অংশগ্রহন করেছে। এ পর্যন্ত সে জাতীয়-আন্তজার্তিক পর্যায়ে খেলে অর্ধশতাধীক ট্রফি ও মেডেল লাভ করছে।
    প্রচার মাধ্যমের আড়ালে থাকা দেশের স্বনামধন্য নারী ক্রীড়াবিদ জান্নাত জেবিন হিয়া বর্তমানে ভিখারুন্নেছা নুন স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যায়নরত।

    তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল গ্রামে। তার বাবা হাবীব উল্লাহ বাহার যমুনার দুর্গম চৌহালীর চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য বদলে ভুমিকা পালনকারী এবং সিরাজগঞ্জের অন্যতম উন্নয়ন সংগঠন মানবমুক্তি সংস্থার নির্বাহী পরিচালক।

    তার মা জুলেখা খাতুন ও বড় ভাই জিহান আহমেদ সেতু উভয়ই উন্নয়ন কর্মী হিসেবে নিয়োজিত। হিয়ার এই কৃতিত্বে সিরাজগঞ্জবাসী গর্বিত।

  • কলাপাড়ায় দোকান খোলা রাখার দাবীতে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় দোকান খোলা রাখার দাবীতে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে দোকান- পাট খোলা রাখার দাবীতে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

    গতকাল লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌরশহরের দোকানপাট বন্ধ ছিল।করোনাভাইরাস প্রাদুর্ভাব আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন ঘোষনা করেছেন। এতে ব্যবসায়ীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    কলাপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৬ মার্চ মঙ্গলবার দুপুর আড়াই টায় কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    এতে বক্তব্য রাখেন, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সিকদার। তিনি বলেন, গত ২০২০ সালের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের কারনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈই ক্ষতি কাটিয়ে উঠতে না ওঠতে পুনরায় লকডাউন শুরু করেছেন সরকার। এতে ব্যবসায়ীরা আরো ক্ষতির সম্মুখীন হবে।

    প্রত্যেক ব্যবসায়ীরা সরকারীভাবে ও বেসরকারী সংস্থা থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।দোকান পাট বন্ধ থাকলে তাদের লোনের কিস্তি টাকা পরিশোধে দারুন ভাবে অসুবিধায় পরতে হবে। তাই তারা করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে দোকান- পাট খোলা রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    এতে ব্যবসায়ী সমিতির প্রায় তিন শতাধিক ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচি পালন শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্বারক লিপি পেশ করবেন বলে ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ ফিরোজ সিকদার দাবী করেন।

    এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসায়ী সমিতির স্মারক লিপি পাওয়া গেলে, সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবস্হা গ্রহন করা হবে।

  • নলডাঙ্গায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কোভিড-১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নলডাঙ্গা বাজারে মাস্ক বিতরণ করেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, ভাইস-চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ।

    এসময় দ্বিতীয় ধাপের করোনা সংক্রমন রোধে নলডাঙ্গা উপজেলা পরিসদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জনসচেতনতায় নলডাঙ্গার হাটে মাইক হাতে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকার কর্তৃক নিয়মকানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • ঢাকার সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ-ভোরের কণ্ঠ।

    ঢাকার সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ-ভোরের কণ্ঠ।

    সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা – আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

    মঙ্গলবার ( ৬ এপ্রিল ) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে সাভার মডেল থানার পুলিশ এসে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    বিক্ষোভ ব্যবসায়ীরা বলে – আমরা এমনেতেই ঋণগ্রস্ত, বাধ্য হয়ে সড়কে নেমেছি।
    স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন – আমরা ঋণ দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারী হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে।তাই আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।

    এ ব্যাপারে সাভার উপজেলার সরকারি কমিশনার ( ভূমি ) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন – সরকার যে বিধি নিষেধ আরোপ করেছেন তা সবার মেনে চলা উচিৎ।

  • কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর অদ্য ০৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘাটকায় বিশেষ সাধারণ সভার মাধ্যমে সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন পদে একাধীক প্রার্থী না থাকায় এবং কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বচন কমিটির বিগত ২৫/০৩/২১ খ্রিঃ তারিখের সভায় সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩২(১) বিধি মোতাবেক প্রত্যেক প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্দ্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছিল। অদ্যকার বিশেষ সাধারণ সভায় চুড়ান্ত অনুমোদিত হওয়ায় নির্বচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সমিতির নির্বাচনযোগ্য ০৮ (আট) টি ব্লকে ০৭ (সাত) টি পদ বিনা প্রতিদ্ধন্দ্ধিতায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করে এবং ০১ নং ব্লকে কোন প্রার্থী না থাকায় শূন্য ঘোষনা করা হয়।

    এতে জনাব মোঃ আবদুর রাজ্জাক তালুকদারকে সভাপতি ও জনাব জীবন মন্ডলকে সহ- সভাপতি এবং জনাব সৈয়দ মোঃ রাসেল, জনাব মোঃ আবদুল খালেক মোল্লা, জনাব মোঃ আবদুল ওহাব হাওলাদার, জনাব মোঃ সিদ্দিক তালুকদার, জনাব মোঃ আমিরুল ইসলাম সদস্য নির্বাচিত হয়।