Author: admin

  • কলাপাড়ায় প্রতিবন্ধী আক্কাস পেলেন যুবলীগ নেতার অনুদানের চেক-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় প্রতিবন্ধী আক্কাস পেলেন যুবলীগ নেতার অনুদানের চেক-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের একনেতা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেননা এমন খবর পেয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন কলাপাড়ার আরেক কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। ০৯এপ্রিল শুক্রবার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে অসুস্থ্য ঐ যুবলীগ নেতা আক্কাস খন্দকারের নিজ বাড়িতে গিয়ে মানবিক সহায়তার দশ হাজার টাকার একটি চেক তুলে দেন এ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সোহাগ।

    স্থানীয় সূত্রমতে জানা যায়, কলাপাড়ায় এক ইউনিয়ন যুবলীগ নেতা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেননা , মানবিক সাহায্যের জন্য সবাই এগিয়ে আসুন, এমন একটি খবর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে নিউজটি কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাডভোকেট সোহাগের নজড়ে পড়লে তিনি ঢাকা থেকে মানবিক সাহায্যের হাত বাড়াতে ছুটে আসেন ঐ ইউনিয়ন যুবলীগ নেতার গ্রামের বাড়িতে।

    উল্লেখ্য, বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের প্রতিবন্ধী রাজ্জাক খন্দকারের ছেলে আক্কাস খন্দকার বিগত দুই বছর আগে ১২ ফুট উঁচু থেকে পাড়ে গিয়ে তার মেরুদন্ডের সব কয়টি হাড় ভেঙ্গে যায়। প্রতিবন্ধী পিতার সংসারে অর্থের অভাবে চিকিৎসা খরচ বহন করতে না পারায় তার দুটি পা ধীরে ধীরে চিকন হয়ে যাচ্ছে। এ অবস্থায় কোন উপায়ন্তর না দেখে শেষমুহুর্তে সমাজের বিত্তবান মানুষদের কাছে মানবিক সাহায্যের আবেদন করে এ অসহায় পরিবারটি।

    কলাপাড়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ এ প্রতিবেদককে বলেন, সমাজের অনেক বিত্তবান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষজন আক্কাসের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাই এ সাহায্যের বিনিময়ে অসুস্থ্য এ যুবলীগ নেতার চিকিৎসা এখন পর্যায়ক্রমে মোটামুটি কম-বেশী অন্তত:পক্ষে চলছে।

  • স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দের টাকা সাবেক কর্মকর্তার পকেটে, কিছুই জানে না কর্তৃপক্ষ-ভোরের কণ্ঠ।

    স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দের টাকা সাবেক কর্মকর্তার পকেটে, কিছুই জানে না কর্তৃপক্ষ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের নামে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা সাবেক কর্মকর্তা ডাক্তার মো: নুরল ইসলামের পকেটে,কিছুই জানেন না স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।

    ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-১ম পর্যায়) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপির অনুকূলে নগদ বরাদ্দকৃত অর্থ বরাদ্দ প্রদান করা হয়।

    গত ১১/১১/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত জেলা কর্ণধার কমিটির সভায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্করণের কাজের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।

    পরবর্তীতে উক্ত বরাদ্দকৃত নগদ টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস হতে উত্তোলন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ কিংবা উত্তোলিত টাকার ব্যাপারে কিছুই জানেনা।

    ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, অফিসিয়াল ভাবে আমাকে কোনো চিঠি করা হয়নি এ ব্যাপারে আমি কিছুই জানিনা। এ বরাদ্দ সম্পর্কে আমার কোনও ধারণা নেই এমনকি টাকা উত্তোলনে আমার কোন সই-স্বাক্ষরও নেই। টাকা উত্তোলনের খবর আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।

    এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম দায়িত্বে থাকা কালে হাসপাতালের বিল্ডিং সংলগ্ন এসএস পাইপের বেষ্টনী দিয়ে বাগান করেছিলেন। উক্ত কাজে এমপি মহোদয়ের অর্থায়নের ওয়াদা থাকলেও বাজেট না থাকায় দিতে পারেন নি। তাই পরবর্তিতে ডা. মো. নূরুল ইসলামকে ২০২০-২১ অর্থ বছরে টিআর প্রকল্পের ২লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

    বরাদ্দের টাকা উত্তোলনের কথা অস্বীকার করে ডা. মো. নূরুল ইসলাম বলেন, “সম্পূর্ণ আমার ব্যক্তিগত খরচে বাগান করেছি, সাইকেল গ্যারেজ করেছি। আমি দু বছর আগে পদোন্নতি পেয়ে ঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে অবসর গ্রহণ করি। আমার পাওনা টাকার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষের সমন্বয়ে  উপজেলা থেকে এই বরাদ্দের টাকা আমাকে দিয়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানটি উদ্বোধন করা হয়েছে ২০১৯ সালের ১৪ই অক্টোবর।

    বাগান উদ্বোধনের কয়েক দিন পরই ডা. মো. নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে অন্যত্র চলে যান এবং ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর প্রতিষ্ঠনের নামে বরাদ্দকৃত প্রকল্পের টাকা কিভাবে তুলতে পারেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন সাবেক কর্মকর্তা নিজের টাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ করেছেন তাই তাকে এই টাকা দেয়া হয়েছে। বর্তমান কতৃপক্ষ যদি বিষয়টি না মানেন তবে টাকা ফেরত নেয়া হবে।

    এ বিষয়ে কথা বললে দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, এই বরাদ্দের বিষটি তিনি জানেন না, বিষয়টি খেঁাজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেবেন।

    এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম গুঞ্জন চলছে। সরকারি টাকায় হাসপাতাল সংস্করণের পরিবর্তে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখতে ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

  • লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার ভোর ৪টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সাড়ে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, রাতে চন্দ্রগঞ্জ বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে ওই বাজারের আদর্শ লাইব্রেরী, অভিরুচী সুইটস্, সিউলি মেডিকেল, হারুন স্টোর, রুবেল পোল্টি ফার্ম, লোকনাথ সেলুন ও পত্রিকার এজেন্ট আলাউদ্দিন স্টোরসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম মালিক রুবেল জানান, ভোররাতে অভিরুচী সুইটস্ থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

    এ বিষয়ে চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসিসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, প্রাথমিক ভাবে তারা ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

  • সাভারে নিজ বাসা থেকে এক বৃদ্ধার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সাভারে নিজ বাসা থেকে এক বৃদ্ধার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সাভারে নিজ বাড়ি থেকে এক বৃদ্ধার ক্ষত- বিক্ষত আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম ফাতেমা আক্তার ( ৬২ )।

    শুক্রবার ( ৯ এপ্রিল ) উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ফাতেমা যশোর জেলার বাঘাপাড়া থানা এলাকার ড. শেখ ফজলুর রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় তার ছেলে জাহিদুল আলমের বাসায় থাকতেন।

    নিহতের ছেলে জাহিদ আলম জানায়- আমি একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হওয়ায় কাজের সুবাদে রাজধানীর মিরপুরে বসবাস করি। প্রতি শুক্রবার ছুটির দিনে খাগানে নিজ বাসায় মাকে দেখতে আসি। সেই অনুযায়ী গত শুক্রবার বিকেলে মাকে দেখতে এসে বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে কাজের লোককে প্রাচীর টপকে ভিতরে গিয়ে দেখতে বলি, কাজের লোক ভিতর থেকে ঘুরে এসে আমাকে জানায় মা বাহিরে পড়ে আছে। পরে গেট খুলে ভিতরে প্রবেশ করে মায়ের মরদেহটি দেখতে পাই।

    তিনি আরো বলেন – প্রথমে ভেবেছিলাম মা স্ট্রোক করে মারা যেতে পারে। কিন্তু তার কাধে আঘাতের চিহ্ন রয়েছে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পারে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল করে পুলিশকে জানাই। খবর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সাভার মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) সাইফুল ইসলাম জানান – নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই নারীর লাশ উদ্ধারের আরোও দুইদিন আগেই মারা গেছে।

  • করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করলেন ফিজার এম পি-ভোরের কণ্ঠ।

    করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করলেন ফিজার এম পি-ভোরের কণ্ঠ।

    করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করলেন ফিজার এম পি-ভোরের কণ্ঠ।

    করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।

    শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তার নিজ বাস ভবনে তিনি এ টিকা গ্রহণ করেন। টিকা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছা: কামরুন্নাহার কেয়া। এর আগে ১০ ফেব্রয়ারী তিনি করোনা টিকার প্রথম ডোজ গ্রহন করেণ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান (ইপিআই) মো: সাইফুল ইসলাম।

     

  • রায়গঞ্জের পাল্টে গেছে ভূমি অফিসের দৃর্শ্যপট, রুপায়নে এ্যাসিল্যান্ড সুবীর কুমার।

    রায়গঞ্জের পাল্টে গেছে ভূমি অফিসের দৃর্শ্যপট, রুপায়নে এ্যাসিল্যান্ড সুবীর কুমার।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে গণ মানুষের কল্যানে এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাশ নতুন আঙ্গীকে নান্দনিক রুপায়নে ঢেলে সাজালেন উপজেলা ভূমি অফিস।

    উপজেলা প্রশাসনের সর্বসময় ক্ষমতা উপজেলা নিবার্হী অফিসারের হাতে। দ্বিতীয় স্তরে রয়েছে এ্যাসিল্যান্ডের পদটি। এই চেয়ার থেকে নিজ দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ খুবই কম।

    কিন্তু এই পদে আশিন অনেক মেধাবী কর্মকর্তা তাদের ইচ্ছা শক্তি, মেধা শক্তি ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে অনেক উন্নয়ন মূলক কাজ করে থাকেন। ঠিক তাদের মতই মেধা শক্তিতে বলিয়ান রায়গঞ্জের বর্তমান এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাশ।

    তিনি তার নিজ দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তঁার ইচ্ছা শক্তি, মেধা শক্তি ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে পুরাতন ঝড়াজির্ণ উপজেলা ভূমি অফিসটিকে নতুন আঙ্গীকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন।

    উপজেলার ২৭২টি গ্রামের সাড়ে ৩ লাখ মানুষের জমি-জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র এই ভূমি অফিসে সংরক্ষণ করে থাকে। এই জন গুরত্বপূর্ণ ভূমি অফিসটিতে ইতিপূর্বে কোন বাউন্ডারি ওয়াল ছিলো না।

    কিন্তু এ্যাসিল্যান্ড সুবীর কুমার দাস এই উপজেলায় যোগদানের পর তিনি সহজেই আঁচ করতে পারেন ভূমি অফিসটির নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়ালের খুবই প্রয়োজন।

    তাই তিনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী অফিসারের পরামর্শ ও তাদের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসটি বাউন্ডারি ওয়াল নিমার্ণ সহ প্রবেশ পথে কেচিগেট নিমার্ণ করেন।

    এরপর তিনি বাউন্ডারি ওয়ালের অভ্যান্তরে একাধিক রাস্তা গুলো নতুন আঙ্গীকে দৃষ্টি নন্দন করে গড়ে তোলেন। তিনি হয়ত বেশি দিন এই উপজেলায় থাকবেন না। তার বদলী চাকুরী জীবন, যে কোন সময় বদলী হয়ে অন্য যে কোন উপজেলায় তিনি যোগদান করবেন।

    কিন্তু এই ভূমি অফিসটি দৃষ্টিনন্দন নান্দনিক রুপায়নে কৃর্ীতিমান উন্নয়ন কাজ গুলো রায়গঞ্জ উপজেলাবাসীর মধ্যে যুগ যুগ ধরে চির স্বরনীয় ও বরনীয় হয়ে থাকবে।

  • কামারখন্দে এক মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা-ভোরের কণ্ঠ।

    কামারখন্দে এক মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামে খোকা শেখ নামে স্থানীয় এক গ্রাম্য মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত খোকা শেখ ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এতোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যান খোকা।

    কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে হত্যার ঘটনায় রাতে তার মরদেহ থানায় আনা হয়।
    ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে

  • লক্ষ্মীপুরে ১৫ মিনিটের ঝড়ে স্বপ্ন শেষ হাজারো কৃষকের-ভোরের কণ্ঠ। 

    লক্ষ্মীপুরে ১৫ মিনিটের ঝড়ে স্বপ্ন শেষ হাজারো কৃষকের-ভোরের কণ্ঠ। 

    লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ছিলাদি গ্রামের বাসিন্দা ইউসুফ হোসেন। তিনি পেশায় একজন কৃষক। ঋণ নিয়ে এ বছর চার একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি। ফলনও হয়েছে বেশ ভালো।

    জমিতে ফলন দেখে উচ্ছ্বসিত ছিলেন ইউসুফ দেখছিলেন হাজারো স্বপ্ন। কিন্তু গত রোববার (০৩ এপ্রিল) মাত্র ১৫ মিনিটের ঝড়ে শেষ হয়ে যায় তার স্বপ্ন।

    শুধু ইউসুফের জমি নয়, লক্ষ্মীপুরে শতশত একর জমির বোরো ধান বিবর্ণ হয়ে গেছে। কোনো ক্ষেতের ধান সাদা, আবার কোনোটার লাল, কালো হয়ে গেছে। ধানগুলো সব চিটায় পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে শতশত একর জমিতে ধানের বিবর্ণ চেহারা ততই স্পষ্ট হচ্ছে। এ অবস্থা দেখে কৃষকরা হতাশ হয়ে পড়েছে।

    শুক্রবার (০৯ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন, রায়পুর, রামগঞ্জ, কমলনগর উপজেলার অন্তত পাঁচটি গ্রামে ধানে এ বিবর্ণ চেহারা দেখা গেছে। বিবর্ণ ধানের বেশির ভাগই উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের। এমন অবস্থায় বড় ক্ষতির আশংকা করছে ভুক্তভোগীরা।

    ভুক্তভোগী কৃষক ইউছুফ জানান, তিনি চার একর জমিতে ব্রিধান-৬৭ রোপণ করেছিলেন। ধানের শীষও বের হয়েছে। এমন সময় গত রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের কাল বৈশাখী ঝড়ে তার সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। তাদের গ্রামের প্রায় আড়াইশ একর জমির ধান এমন বিবর্ণ দেখা গেছে বলে জানান তিনি।

    কমলনগর উপজেলার উত্তর চরলরে গ্রামের কৃষক হারুন, জাহাঙ্গীর ও চৌধুরী মিয়া জানান, জীবনে বহু দূযোর্গ দেখলেও এমন কান্ড বিগত সময়ে আর কোন দিন দেখেননি। কি কারণে এমন অবস্থা হয়েছে তা কেউই অনুমান করতে পারছেন না।

    তাদের অভিযোগ, ঝড়ের পর কয়েক দিন পেরিয়ে গেলেও কৃষি বিভাগ কিংবা সংশ্লিষ্ট কেউ এসে খোঁজ নেয়নি।

    লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্য কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, ঝড়ের পর ধানে ক্ষতির কথা তারা শুনেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসেবটা বের করা যাবে বলে জানান তিনি।

    লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ফসল আবাদ করা হয়েছে।

  • কুয়াকাটায় পিতা ও পুত্রের উপর সন্ত্রাসী হামলা-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটায় পিতা ও পুত্রের উপর সন্ত্রাসী হামলা-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটার আলীপুর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মনির সহ ২জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ০৯এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৎস্য বন্দর আলীপুরের আড়ৎদার ও ইউ,পি সদস্য আবুল কাজীর গদিতে।

    আহতরা হচ্ছে মনির খান (৩২) ও তার বাবা আবু হানিফ খান (৫২)। এদের মধ্যে মনির খান এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।এঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

    প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানাগেছে বিগত ৪/৫মাস পূর্বে আলীপুর নিবাসী আবু হানিফ খান ইট ক্রয়ের জন্য মেসার্স মহিপুর ব্রিকস (এমএমবি) এর মালিক পক্ষ রিয়াজ মোর্শেদ ও মিজানুর রহমান মিরাজ এর মাধ্যমে প্রতি হাজার ইট সাত হাজার দুইশত টাকা দরে ২৫ হাজার ইটের টাকা প্রদান করেন।

    সেমোতাবেক কয়েকদিন আগে রিয়াজ মোর্শেদ ও মিরাজ আট হাজার ইট দিয়ে বাকী ইট দেয়নী।

    ফলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যেকারণে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ০৯এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আবুল হোসেন কাজীর আড়দে বসে সমাধানের সময় নির্ধারন করা হয়।

    পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিষয়টি নিয়ে পক্ষদ্বয় বসার পূর্বেই রিয়াজ মোর্শেদ ও তার সঙ্গে থাকা শাহিন, গফ্ফার, নাসিরসহ কতিপয় লোক অতর্কিত হামলা চালিয়ে মনির খান ও হানিফ খানকে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীযরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদেরকে উদ্ধার করে।

    এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি তবে এখনও কোন অভিযোগ পাইনী, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিব।

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিষ্ময়কর উন্নয়ন হয় বাংলাদেশে-ফিজার এমপি

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিষ্ময়কর উন্নয়ন হয় বাংলাদেশে-ফিজার এমপি

    দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারা বিশ্বের মানুষ। সব সূচকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে সব রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন নিজের মতো করে। কিন্তু কিছু মানুষ সরকারের বিরোধীতা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সারাদেশের মানুষের কোনো সমস্যা না থাকলেও কিছু মানুষ তার বিরোধীতা করছেন, তাদের অসুবিধার কারণে। এরা একাত্তরেও বিরোধীতা করেছে, এখনো বিরোধীতা করছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, করোনা থেকে বঁাচতে স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা যদি সবাই ঠিকমতো মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে করোনা এদেশ থেকে বিদায় নিবে।

    শনিবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন তিনি।

    এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষায় পুরোনো মন্দিরগুলোকে সংস্কার করতে হবে। যাতে করে আমাদের টেরাকোটার নির্মিত সুন্দর ধমর্ীয় উপাসনালয় গুলো বিলীন হয়ে না যায়। এসময় তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শান্তিতে বসবাস করছে, তখন ধমর্ীয় লেবাসে মৌলবাদীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। গুটি কয়েক মানুষের কারণে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হতে পারেনা। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার দেশ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দিনাজপুর জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।

    এর আগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা করে ব্যয়ে উপজেলার ব্রক্ষচারি শিব মন্দির এবং এলুয়াড়ি ইউনিয়নের খাজাপুর শ্যামা কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন অতিথিদ্বয়।