Author: admin

  • শাহজাদপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ ; আহত ৪-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ ; আহত ৪-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় অন্ততঃ ৪ জন গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার হালিয়াঘাট এলাকায় জ্বালানি তেল ভর্তি ট্যাংকলরি ও বিপরীত দিক থেকে আসা সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি টেম্পুর চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে।

    নিহতরা হলেন, সিএনজি টেম্পুর চালক উল্লাপাড়া উপজেলার কয়রা জঙ্গলখামার মহল্লার আফজাল সরকারের ছেলে আবু শামা (৩৫) ও যাত্রী একই মহল্লার মৃত ইছাক আলীর ছেলে আলতাব (৩৪)। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ২ ও অপর যাত্রী নাসির (৩৬) কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু শামা ও আলতাবকে মৃত ঘোষণা করে।

    পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ট্যাংকলরি ও সিএনজি টেম্পু উদ্ধার করে। তবে, ট্যাংকলরির ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুরে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেলভর্তি একটি ট্যাংকলরি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার হালিয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে ঘটনাস্থলেই সিএনজি টেম্পুর চালক আবু শামা ও যাত্রী আলতাব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় অপর যাত্রী নাসিরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

    অন্যদিকে, এদিন বেলা ১২ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার পাড়কোলা বাজার সংলগ্ন এলাকায় একটি সিএনজি টেম্পু ও ভ্যানের সংঘর্ষে উপজেলার বারইটেপরি গ্রামের খলিল প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৩০) সহ ৩ জন আহত হয়। আহত রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কেটে শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরে ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কেটে শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় ডিটারজেন্ট পাউডার উৎপাদন মেশিনে কাঁটা পড়ে মহরম খাঁন হৃদয় (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪এপ্রিল) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকার পি.টি কনজুমার প্রোডাক্টস নামে ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    নিহত মহরম খাঁন হৃদয় ওই কারখানার একজন শ্রমিক। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা।

    পি.টি কনজুমার প্রোডাক্টসের ইনচার্জ আব্দুল আজিজ জানায়, বিসিকশিল্প নগরী এলাকার এ ১৯ ও ২০ প্লটে ‘পি.টি কনজুমার প্রোডাক্টসথ নামে এক্সট্রা ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারী প্রতিষ্ঠানে রয়েছে। শ্রমিক হৃদয় ওই প্রতিষ্ঠানে ১০ বছর ধরে শ্রমিকের কাজ করে আসনে।

    দুপুরে দ্বি-তলা বিশিষ্ট ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলো। ৬ জন মিক্সার মেশিনে পাউডার দিচ্ছিলেন। এসময় অসাবধনতাবশতঃ হৃদয়ের হাত ও মাথা মেশিনের ভেতর ঢুকে যায়। এতে তার হাত ও মাথায় মারাত্মক জখম হয়। প্রচন্ড রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জসীম উদ্দীন শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নন্দীগ্রামে ইউএনও এবং এসিল্যান্ডের লকডাউন কার্যক্রম পরিদর্শন-ভোরের কণ্ঠ।

    নন্দীগ্রামে ইউএনও এবং এসিল্যান্ডের লকডাউন কার্যক্রম পরিদর্শন-ভোরের কণ্ঠ।

    বগুড়ার নন্দীগ্রামে, লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে হাট ও বাজার ব্যাবস্থাপনা সহ লকডাউন কার্যক্রম পরিদর্শন এবং মাক্স বিতরণ  করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। বুধবার (১৪ই এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে উক্ত লকডাউন কার্যক্রম পরিদর্শন ও মাক্স বিতরন করেন।

    এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমানে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। আর এই রোগটি ভাইরাস জনিত ছোঁয়াচে হওয়ায় তা দেশের প্রতিটি মানুষের জন্য এক মহামারি বিপদ সংকেত। আপনারা কেউ করোনা ভাইরাসকে অবহেলা করবেন না।

    করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে চলুন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন। উক্ত করোনা ভাইরাস সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সতর্কতা ও সচেতনতার কোন বিকল্প নেই। তাই করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে পরিবার ও আত্মীয় স্বজনদের বাঁচাতে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করুন, বিনা প্রয়োজনে কেউ বাহিরে যাবেন না এবং পরিবারের কাউকে বাহিরে বের হতে দিবেন না, নিজ উদ্যোগে মাক্স ব্যাবহার করুন, জনসমাগম এরিয়ে চলুন, সর্বোপরি সরকারি নির্দেশনা মেনে চলুন।

    এসময় উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মাক্স না পরার কারনে ২জন ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই বিকাশ সহ পুলিশ ফোর্স।

     

  • বগুড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    বগুড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    বগুড়ার আদমদীঘি উপজেলাব্যাপী করোনাকালীন পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুন্নাহার আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা: মাসুদ রানা, ডেইরি এ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন, পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল আলম রবিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

    ডা: কামরুন্নাহার আকতার বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।

  • সাভারে ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-২, আহত-৩-ভোরের কণ্ঠ।

    সাভারে ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-২, আহত-৩-ভোরের কণ্ঠ।

    ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সালেহপুরে সড়কে থেমে থাকা একটি পেয়াজ বোঝাই ট্রাকের পিছনে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরোও তিনজন গুরুতর আহত হয়েছে।

    আহত প্রাইভেটে কারের তিন যাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার ( ১৩ ) ভোর ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খা’র ছেলে জামাল খা, তাৎক্ষণিক ভাবে মোছাঃ রানি, মোঃ জয়নাল ও মোঃ তাছলিমা এঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

    হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাককে রাজধানী ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত আরোও তিন জনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় স্থানীয়রা।

    সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান এ ঘটনা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত তিন জনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  • ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধান চাষে দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    জনপ্রতি প্রতিটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০কেজি পটাশ (এমওপি),ডিএপি ২০ কেজি ও আউশ ব্রি-৪৮ বীজ ধান ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। যা পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায় ক্রমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আাতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যন মো: মানিক রতন,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ্ মো: আব্দুল কুদ্দুষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার,পুলিশ পরিদর্শক মো: মাহামুদুল হাসান প্রমুখ।

  • করোনায় আক্রান্ত বাংলাদেশ আ’লীগ কৃষি ও সমবায় সম্পাদক লাইলী-ভোরের কণ্ঠ।

    করোনায় আক্রান্ত বাংলাদেশ আ’লীগ কৃষি ও সমবায় সম্পাদক লাইলী-ভোরের কণ্ঠ।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।  সোমবার (১২ এপ্রিল) করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর তিনি নিজেই জানান তার ফেসবুক ওয়ালে।

    ফরিদুন্নাহার লাইলি জানান,আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না। জ্বর আসা যাওয়া করতো। এই মুহূর্তে সর্দি আর কোন ঘ্রাণ পাচ্ছিনা। এই ছাড়া আর কোন শারীরিক সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।

    তার আগে আমার একমাত্র চিকিৎসক সন্তান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। গেল এক বছর সে করোনা রোগীদের সেবা দিয়েছেন। আপনাদের দোয়ায় সে এখন অনেকটা সেরে উঠেছে। আমার জন্য, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।

    ফরিদুন্নাহার লাইলি লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।

     

  • লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি ফরিদা ইয়াসমীন লিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
    আরো উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার মংনে থোয়ায় মারমা, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।

    বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রাজু হাসানের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য আবদুল কাদের, ফাহাদ বিন বেলায়েত, শান্তন চন্দ্র দাস, নিজাম উদ্দিন মোহন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ হারুন ভূঁইয়া, মিরাজ হোসেন, রাজীব হোসেন রাজু, ইসমাইল হোসেন বাবু, নাইম উদ্দিন রকি, মাহির হাসান সনি, ইসমাইল খান সুজন, সৈয়দ নুর হোসেন ফাহাদ, আজগর।

    প্রতিযোগিতায় “কচ্ গ্রুপে চ্যাম্পিয়ন ওমর ফারুক, রানার্স আপ মামুনুর রশিদ, “খচ্ গ্রুপে চ্যাম্পিয়ন মোঃ রাকিব হোসেন, রানার্স আপ মোঃ ছাব্বির, “গচ্ গ্রুপে চ্যাম্পিয়ন মোঃ শাহাদাত হোসেন রাব্বি, রানার্স আপ মোঃ শওকত আলী, মহিলা গ্রুপে চ্যাম্পিয়ন রেবেকা সুলতানা জান্নাত, রানার্স আপ জান্নাতুল মাওয়া।

     

  • সিরাজগঞ্জের তাড়াশে দুর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে দুর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে দুর্গা মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে দুর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়।

    ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টি আর প্রকল্পের আওতা থেকে অর্থ অনুদান দিয়ে এ কাজে সহযোগীতা করেন বার বার নির্বাচিত চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক মোক্তার হোসেন মুক্তা। এ সময় তিনি বলেন দীর্ঘদিন সংস্কারের অভাবে সনাতন ধর্মাবলম্বীদের এই উপাশালয়টি অবহেলায় পড়েছিলো। আমাকে বলার পর আমি উদ্যোগি হয়ে সামর্থ অনুযায়ী পরিষদের টি আর প্রকল্প থেকে সহযোগিতা করেছি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, ইউপি সচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় আলখলীলের রমজান ফুডপ্যাক বিতরণ-ভোরের কণ্ঠ।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় আলখলীলের রমজান ফুডপ্যাক বিতরণ-ভোরের কণ্ঠ।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী সমাজসেবামূলক সংস্থা আলখলীল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকের উদ্যােগে জামিয়া লৎফিয়া আওয়ারুল উলূম হামিদনগর বরুণা মহিলা মাদরাসা মাঠে অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে “রমজান ফুপ্যাক” বিতরণ করা হয়।

    সোমবার ১২ এপ্রিল ২০২১ইং, আলখলীল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী জামিয়া লৎফিয়া আওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শেখ বদরুল আলম হামিদী হাফিজাহুল্লাহ’র অর্থায়নে তিন শতাধিক অসহায় দরিদ্র নারী পুরুষের মধ্যে “রমজান ফুডপ্যাক” বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, আলখলীল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার বাংলাদেশের দায়িত্বশীল মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান মাক্কী, মাওলানা শফিউল আলম, মাওলানা আদনান আলম হামিদী, মাওলানা মনজুর আশরাফী,মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের,মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা প্রমুখ।