লক্ষীপুর রামগঞ্জে মানমীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ১ হাজার পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য, রিথ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, লায়ন্স ক্লাব অব ঢাকা ডাইনামিক কিংস এর প্রেসিডেন্ট কামরুজ্জামান ইফতার সামগ্রী বিতরণ করেন। রোযাদার ব্যক্তি সারাদিন উপোষ থেকে এবাদত করেন।রোমজান আমাদের সংযোমের শিক্ষা দেয় এবং সকল খারাপ কাজ থেকে বিরত রাখে।
উপজেলার কাঞ্চনপুর ইউপির পূর্ব বিঘা, খলিফার দরজা নোয়াগাঁও নোয়াগাঁও সহ উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মোঃ কামরুজ্জামান শুভ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রামগঞ্জে আমার নিজ এলাকায় প্রায় ১হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টার অংশ এটি। সর্বদা যেন মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এভাবে মানুষের পাশে থাকতে পারি এজন্য সবার দোয়া চান তিনি।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের নুরু মন্ডল। ৬০ বছর বয়সী নুরু মন্ডল ৪৫ বছর ধরে ভ্যান গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করে আসছেন।
একদিকে বয়স হয়েছে অন্যদিকে ভাড়ায় চালিত গাাড়ি চালিয়ে একরকম অসহায় ভাবে জীবন যাপন করছিলেন। কোন ছেলে সন্তান নেই তার। দত্তক নিয়েছিলেন একমাত্র কন্যাসন্তান , তাকেও বিয়ে দিয়েছেন। এখন স্বামী স্ত্রীর সংসার চলে ভাড়া নেওয়া অটোভ্যান চালিয়েই। সারাদিন অটোভ্যান চালিয়ে গাড়ির মালিককে ভাড়ার টাকা মিটিয়ে দিন শেষে ১০০/১৫০ টাকা নিয়ে বাড়ি ফেরেন।
এই বৃদ্ধ বয়সেও অপরাজেয় এই জীবন যোদ্ধা নুরু মন্ডলের কথা জানতে পারেন মানবাধিকার ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস । তিনি নুরু মন্ডলের বিসয়ে তার ফেসবুক বন্ধু মোস্তফাকে অবগত করলে তিনি ৪৮ হাজার টাকা পাঠান। সেই টাকা থেকে মামুন বিশ্বাস ৪৭ হাজার টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান কেনেন এবং ১ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি কিনে তুলে দেন নুরু মন্ডলের হাতে। এসময় মানবাধিকার কর্মী সুজন ও আলআমিন উপস্থিত ছিলেন।
নুরু মন্ডল নতুন গাড়ি পেয়ে প্রাণ খোলা হাসি দিয়ে বলেন, ‘আমি সারাজীবন সবার জন্য দোয়া করবো। নিজের গাড়ি হওয়ায় এখন আমি অন্তত ভাল ভাবে চলতে পারবো।
মানবাধিকার ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, অতীতের মত মহামারী করোনাকালেও অসহায় মানুষের পাশে ভাল কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত। দেশে অনেক অসহায় মানুষ আছে। আমরা সবাই যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে আশাহত মানুষগুলো অন্তত ভাল ভাবে বাচাঁর স্বপ্ন দেখবে৷
পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ৩ হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় শেখ কামাল সেতুর উপর গাড়ি পার্কিং ও মাস্ক না পরার অপরাধে ১ জন অটো ড্রাইভারকে ১’শ টাকা জরিমানা করা হয়।
২১এপ্রিল বুধবার ১১ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকায় পৌর শহরের নতুন বাজার মহিলা কলেজ রোডে, সদর রোড, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মার্কেট ও শেখ কামাল সেতু এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের নতুন বাজার এলাকায় কাপড় ব্যবসায়ী মোঃ রাসেলকে ৮ শত টাকা, কাপড় ব্যবসায়ী মিজানকে ৮ শত টাকা, সদর রোডে ফার্নিচার ব্যবসায়ী রাহাদকে ১ হাজার টাকা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাকের্টে রড সিমেন্ট ব্যবসায়ী গাজী সুলতানকে পাঁচশত টাকা, শেখ কামাল সেতুতে অটো ড্রাইভার আঃ জলিলকে ১ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নিমর্ূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ী এবং এক ড্রাইভারকে জরিমানা করা হয়েছে।
এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে জরুরি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে যেতে বারন করা হয়।এসময় তিনি বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।
চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় ৬জন শ্রমিক নিহত হয়। গত ১৭ এপ্রিল শনিবার এই ঘটনা ঘটে। এদের মধ্যে রাজিউর রহমান (২২) নামে এক শ্রমিক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। নিহত রাজিউল রহমান (২২) উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট জামাদানি গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
জানাগেছে,চট্টোগ্রাম বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা তাদের বেতন ভাতা’র দাবীতে গত ১৭ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে আন্দোলন করলে এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে বন্দুকের গুলি খেয়ে গুরুতর আহত হয় শ্রমিকরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন ৫জন শ্রমিক মৃত্যুবরণ করেন। এঘটনায় গুলিবিদ্ধ রাজিউর রহমানকে তার সহকর্মিরা উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করালে গত ১৯ এপ্রিল রাত দেড় টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
নিহত রাজিউল ইসলামের মরদেহ গত ২০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের জামাদানি তার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা আব্দুল মান্নান মণ্ডল জানায়, পারিবারিক অর্থ কষ্টের জন্য ছোট ছেলে রাজেউল ইসলাম (২২) গত ছয়মাস আগে চট্টোগ্রামের বাঁশখালি কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্রে শ্রমিকের চাকরি নেন। সেখানে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে নানা দুর্ভোগের কথা রাজিউল তার বাবা মাকে ফোনে বলতেন। বেতন-ভাতা প্রদানসহ নানা অনিয়মে মালিক পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের অসন্তোষ ছিল। তাই তারা আন্দোলন করেন। তিনি বলেন, কি দোষ ছিল আমার ছেলের? দাবির কথা বলতে গেল, আর আমার ছেলেকে ওরা মেরে দিল।
লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার-এঁর নির্দেশনায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসাধারণের মধ্যে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতার নিমিত্ত রায়পুর পৌরসভার মধ্যবাজার, নিউমার্কেট, গাজীমার্কেট, থানার সামনের মেইন রোডে জনাব আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, লক্ষ্মীপুর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারের জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার জন্য এবং স্বাস্থ্যবিধি না মেনে বিনা মাস্কে অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করার জন্য দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৩০০০/- জরিমানা করা হয়।জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।জনস্বার্থে অভিযান জনসেবায় প্রশাসন!!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে সরকারি নির্ধারিত খাজনার কোন রকম তোয়াক্কা না করে রশিদ ছাড়াই দোকানিদের কাছ থেকে কয়েক গুণ বেশি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। স্থায়ী দোকানিদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিপুল অংকের চাঁদা নির্ধারণ করায় অতিরিক্ত অর্থ গুণতে নাজেহাল হচ্ছেন।
অতিরিক্ত খাজনার চাপে নাভিশ্বাস উঠছে সাধারণ দোকান মালিকদের। এই অরাজকতার প্রতিবাদ করে সরকারি দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বাজার মালিক সমিতি।
শাহজাদপুর শহরের ৭ কিলোমিটার পূর্বে যমুনার তীর ঘেষে জামিরতা বাজারটি গড়ে ওঠে। এটি এখন উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানকার গরু ছাগলের হাট এলাকার মধ্যে প্রসিদ্ধ। প্রতি শনিবার এখানে হাট বসে। এই হাটে গরু-ছাগল, হাঁস মুরগী, ধান, পাট ও তরকারি বিক্রি হয়।বাজারে চার শতাধিক স্থায়ী দোকান রয়েছে।
ঐতিহ্যবাহী বাজারটিতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে খাজনা আদায়কারীরা কোন রকম রশিদ না দিয়ে অতিরিক্ত খাজনা আদায় করছেন।
এতে সাধারণ ক্রেতা বিক্রেতাসহ পাইকারি ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ বিষয়ে দোকাানিরা ও জামিরতা বাজার কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। কিন্তু প্রভাবশালী ইজারাদার কারও কোনো কথা না শুনে খাজনার নামে দোকানিদের জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা আদায় করে চলেছেন। একই সাথে অভিযোগকারিদের প্রাণননাশের হুমকি ধামকি দিচ্ছে।
ইজারাদারদের এমন অরাজকতার প্রতিবাদে বুধবার দুপুরে জামিরতা বাজারে দোকান মালিকরা মানববন্ধন ও সমাবেশ করেন। বাজার কমিটির সভাপতি নাজমুল হাসান জুয়েলের সভাপতিত্বে সমাবেশকে বক্তব্য রাখেন বাজার পরিচালনা উপকমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু উপস্থিত হয়ে বিক্ষুব্ধ দোকানিদের শান্ত থাকার আহ্বান জানান এবং দ্রুত বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র সদস্যদের মাদক বিরোধী অভিযানে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খান মরিচ ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের জাহিদ হাসান(৪০),সুবোদ্য মরিচ গ্রামের আব্দুল জুব্বার(২৪),উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের শুকলহাট গ্রামের আশীষ কুমার(৩৫), কৈবর্ত্যগাঁতী গ্রামের হাফিজুর রহমান(৩০)।
এ বিষয় নিশ্চিত করেন র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি গণমাধ্যমকে জানান মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবসায়ী কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।তারা পেশাদার মাদক ব্যবসায়ী।উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ‘৪০ দিনের কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে ভুয়া নাম ব্যবহার করে শ্রমিক হাজিরা বেশী দেখাচ্ছেন প্রকল্প সভাপতি ইউপি সদস্যগণ । এমনকি শ্রমিকের পরিবর্তে স্কুল পড়ুয়া শিশুদের দিয়েও করানো হচ্ছে মাটি বহনের মত ভারী কাজ।
উপজেলার মাধাইনগর ইউনিয়নে বাস্তবায়িত অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ‘৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ ১৯ এপ্রিল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মক্ষেত্রে শ্রমিক হাজিরা কম থাকলেও হাজিরা খাতায় দেখানো হয়েছে শত ভাগ উপস্থিতি। দেখা গেছে শিশু শ্রমিক। ৫ম ,৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া ছেলে মেয়েরা অন্তর্ভূক্ত হয়েছে এ প্রকল্পে। এমন কি কর্মসুচির তালিকায় অনেকের নাম দিয়ে প্রতিদিন কাজে উপস্থিতি দেখানো হলেও তারা জানেন না কর্মসৃজন প্রকল্পের কাজটাই বা কি!।
এছাড়াও ঝুরঝুরি গ্রামের আব্দুল আজিজের বাড়ি হতে পশ্চিম দিকে রাস্তা নির্মান প্রকল্পে ৩৩ জনের মধ্যে ২৪জন উপস্থিত থাকলেও হাজিরা খাতায় ৩৪জন দেখানো হয়েছে। কাঞ্চনেশ্বর মসজিদে মাটি ভরাট প্রকল্পে হাজিরা খাতায় ৩৪জন উপস্থিতি দেখানো থাকলেও বাস্তবে কাজ করছেন ২২জন। তবে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ওয়ার্ড মেম্বর আজাহার আলী বলেন ৭জন ছুটি নিয়ে গেছেন।
পৌষার আসাবের বাড়ি গর্ত ভরাট প্রকল্পে ৪০দিনের শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। এখানেও ২৩জন শ্রমিক কাজ করলেও হাজিরা খাতায় রয়েছে ৩২জন। কাস্তা পশ্চিম পাড়া মসজিদে মাটি ভরাট প্রকল্পে বিকাল ৩টার সময় তাদের পাওয়া যায়নি। রাস্তার মধ্যে শ্রমিকদের সাথে দেখা হলে তারা বলেন ২২জন কাজ করেছি। পরে প্রকল্পে কিছু শ্রমিক আসলে তাদের সামনে প্রকল্পের সভাপতি ওয়ার্ড মেম্বর জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, অফিসের সিন্ধান্ত অনুযায়ী কাজ করছি।
তিনি আরোও বলেন আমার মাথার উপর কাঁঠাল ভেঙ্গে খাবে আর আমার দোষ হবে। তবে কে কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সবোর্পরি মঙ্গলবার গুড়মা দেদারের বাড়ি হতে আক্কাছের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে দেখা যায় ৩৬জন উপস্থিত দেখানো হলেও বাস্তবে কাজ করছেন ২২জন।
প্রতিটা প্রকল্পে কিছু ভুয়া নাম দেওয়া হয়েছে। হাজিরা খাতা থেকে কিছু নাম সংগ্রহ করে তাদের কাছে গেলে তারা বলেন আমার নাম দেওয়া হয়েছে আমি জানি না।প্রকল্পের এক সভাপতি বলেন, ভুয়া নামের শ্রমিকের টাকা দিয়ে নাকি অফিস ম্যানেজ করেন ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন বলেন,প্রতিটা প্রকল্পেই উপস্থিতি কম থাকার কথা নয়। তবে যদি এ রকম হয়ে থাকে অফিসিয়াল ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, শিশু শ্রমিক এই প্রকল্পে কাজ করবে না । যদি করে থাকে অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হবে। আর শ্রমিক কম থাকলে বা ভূয়া নাম দিয়ে উপস্থিতি দেখানো হলে তাদের ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ আহাম্মদ গত তিন চার বছর যাবৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার সহজ সরল বেকার যুবকদেরকে চাকুরীর প্রলোভন দিয়ে চাকুরী প্রত্যাশীদের অভিভাবকের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিলো। সে নিজেকে রাজশাহী মহানগরীর পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে কখনও রাজপাড়া থানা, কখনও মতিহার থানা, কখনও বোয়ালিয়া মডেল থানায় কর্মরত আছে বলে পরিচয় দেন।
সে বিবাহ করার উদ্দেশ্যে সহজ-সরল অবিবাহিত মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে, বিবাহের আশ্বাস দিয়ে অভিভাবকের নিকট থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নেয়। এমনকি মেয়েদের অভিভাবকের নিকট হতে উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যাওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মোঃ ফিরোজ আহাম্মদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন(৭৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন পৌর শহরের মৃত কলিম উদ্দিন আকন্দের ছেলে ও উকিল পাড়ার বাসীন্দা।
জানা যায়, আবুল হোসেন লাঞ্চের সমস্যায় অসুস্থ্য হয়ে গত ১৪ এপ্রিল এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
সোমবার (১৯ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার ২০ এপ্রিল দুপুর ১২টায় খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেলা ৩টায় তার লাশ শাহজাদপুরের শেরখালী উকিল পাড়ায় তার বাড়িতে আনা হয়। পরে উপজেলার করোনার লাশ দাফন কমিটির মাধ্যমে তার লাশ গোসল করিয়ে বাদ মাগরিব মরহুমের জানাযা শেষ করে শেরখালী কবরস্থানে দাফন করা হয়।
দাফন কমিটির স্বেচ্ছাসেবক সেলিম তালুকদার বলেন,এ বছর শাহজাদপুরে এটাই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ২১টি করোনায় আক্রান্ত লাশ দাফন করা হয়েছে।