Author: admin

  • কলাপাড়ায় কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দিল স্থানীয় যুবলীগ-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দিল স্থানীয় যুবলীগ-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ন মাঠ জুড়েই এখন বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছে কৃষকরা। ওইসব বিপদগ্রস্থ কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

    মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য সিরাজুল ইসলাম,সুমন হাওলাদার, মনির হাওলাদার,সিদ্দিক মোল্লাসহ প্রায় ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অশং গ্রহন করে।

    কৃষক আব্দুল আজিজ বলেন, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিলনা। শুরু থেকে শেষ পর্যন্ত কোন বৃষ্টির দেখা মেলেনি। পুরো মৌসুম জুড়ে পুকুর,খাল আর বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। এর পর ক্ষেতের ধান পেকে যায়। দেশে করোনার কারনে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েন। পরে রবিবার সকালে মহিপুর থানা যুবলীগের নেতা কর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছেন।

    এ বিষয়ে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে নির্দেশ করেছেন। বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহব্বানে আমরা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।

    তিনি আরও বলেন, নেতাকর্মীদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো।

  • উল্লাপাড়ায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে পড়ে তাসফিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত তাসফিয়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাঁধানগর গ্রামের আলহাজ আলীর মেয়ে।

    জানা যায় রবিবার সকালে বাড়ির পাশে খেলার সাথীদের সাথে তাসফিয়া খেলছিলো। হঠাৎ পা পিছলে সে পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাসফিয়ার মৃত্যুদেহ পানিতে ভেসে উঠলে প্রতিবেশিরা তার পরিবারকে খবর দেন। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতাম বইছে।
    এ ঘটনা সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী নিশ্চিত করে জানান রাধানগর গ্রামের আলহাজ আলীর দেড় বছর বয়সের মেয়ে তাসফিয়া পানিতে পড়ে মৃত্যুর খবর স্থানীয়দের মারফত জানতে পেরেছি।

  • তানোরে সাংবাদিকের পায়ুপথ থেকে টিকিট উদ্ধার-ভোরের কণ্ঠ।

    তানোরে সাংবাদিকের পায়ুপথ থেকে টিকিট উদ্ধার-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর তানোর উপজেলায় সাজু নামের কথিত এক সাংবাদিকের মাদক সেবন, দালালী, নানামূখী অনৈতিক কর্মকান্ড ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

    এদিকে বিজয় মেলার পুরুস্কারের টিকেট চুরি ও তাঁর পায়ুপথ থেকে উদ্ধারের ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। জানা গেছে, তানোর শীতলীপাড়া গ্রামের এক শিশু উপজেলা মাঠে আয়োজিত বিজয় মেলা থেকে ২০ টাকা দিয়ে লট্রারির টিকেট কিনে প্রথম পুরুস্কার পায়। কিন্ত্ত সাজু টিকেট দেখার কথা বলে তার কাছে থেকে টিকেট নিয়ে লুকিয়ে রেখে অন্য একটি টিকেট তার হাতে ধরিয়ে দিয়ে পালানোর চেস্টা করে।

    এ সময় স্থানীয়রা তাকে আটক করে মেলা কমিটির কাছে জমা দেয়। খবর পেয়ে তার শাস্তির দাবিতে শীতলিপাড়ার বিক্ষুব্ধ নারি-পুরুষ ঝাড়ু মিছিল প্রদর্শন করে। এদিকে কমিটির লোকজন তাকে টিকেট ফেরত দেবার অনুরোধ করেন, তবে তিনি বার বার তা অস্বীকার করেন। এ সময় বাধ্য হয়ে তারা তাকে দিগম্বর করে বিশেষ কৌশলে পায়ুপথে লুকিয়ে রাখা টিকেট উদ্ধার করেন। এছাড়াও পরোকিয়ার অভিযোগে নিজ স্ত্রীকে বিষপাণে হত্যা, মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামে কথিত প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনাও ঘটে।

    স্থানীয়রা বলছে, কথিত এই সাংবাদিকের নাই এক ছটাক সম্পত্তি, নাই কোনো ব্যবসা-বাণিজ্য আবার তিনি যেই পত্রিকায় কাজ করেন সেখানেও নেই কোনো সম্মানী ভাতা তাহলে এতোঠাটবাট তার আসে কোথা খেকে। জানা গেছে, সাধারণ মানুষের কাছে এই সাংবাদিক এখন মূর্তিমান আতঙ্ক। তিনি একজন (সাংবাদিক) ঘুরেন সবুজ মোটর সাইকেলে উপজেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত সব প্রান্তেই তার বিচরণ। কিন্তু একজন সৎ সাংবাদিকের ভালো গুন থাকলে যে বিচরণটা লক্ষ্য করা যায় সেই গুনের অধিকারী তিনি নন। চাঁদাবাজী ও থানার দালালী করেই তার জীবিকা নির্বাহ হচ্ছে।

    সম্প্রতি তানোরের মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হাসানের কাছে চাঁদা দাবী করে না পাওয়ায় তাকে নিয়ে একের পর এক মিথ্যা-ভিত্তিহীন স্ট্যাটাস দিয়েছে, যা নিয়ে পুরো উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

    স্থানীয়রা জানান, এই সাংবাদিকের সঙ্গে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ও চোলাইমদসহ বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে শুরু করে অপরাধীদের রয়েছে গভীর সখ্যতা। আর এই কারণেই তিনি গোটা এলাকা চষে বেড়ান। এছাড়াও ঠাকুরপুকুর গ্রামের মাদক স্পট থেকে ইয়াবা সেবন ও বিক্রি করে বলেও অভিযোগ উঠেছে।

    তিনি অনেক নিরিহ সহজসরল ও সাদাসিধে মানুষকে নাশকতা মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন আর না দিলে তার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট খবর প্রকাশ করে অযথা হয়রানি করে থাকেন। তার বিরুদ্ধে স্ত্রী হত্যা, মোহনপুর খানায় নারীর সঙ্গে ফুর্তি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক, চাঁদাবাজী, মেলার পুরুস্কারের টিকেট চুরি পায়ুপথ থেকে উদ্ধার, ইয়াবা-গাঁজা-ফেন্সিডিল, হেরোইন, গরম চুয়ানীসহ মাদক সেবন ও ইয়াবা বিক্রির অভিযোগও উঠেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ভুক্তভোগী জানান, এই সাংবাদিক আমনুরা, মাদারীপুর, খড়িবাড়ী, পাড়িশো, নেজামপুরের বিভিন্ন মাদক স্পটে নিয়মিত চাঁদাবাজী অভিযান পরিচালনা করেন।তানোর পৌরসভার হরিদেবপুর গ্রামের আব্দুল মান্নান মাস্টারকে ইউএনও’র ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

    অন্যদিকে তার আরো কয়েক সহযোগীর বিরুদ্ধে থানা ও ভূমি অফিসের দালালীর অভিযোগ রয়েছে, এরা সকাল ধেকে গভীর রাত পর্যন্ত থানা চত্ত্বরে অবস্থান করেন।

    তাদের প্রধান কাজ থানায় কে কখন কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে আর অভিযোগের তদন্ত কোনো কর্মকর্তার (দারোগা) উপর পড়ছে, সেটা নিশ্চিত হয়ে এরা তদন্ত কর্মকর্তার নামে বাদী-বিবাদী উভয়ের কাছে টাকা আদায় করে তদন্ত কর্মকর্তার সঙ্গে ভাগাভাগী করে নিচ্ছেন। এরা সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের আদায়কারী হয়ে কাজ করছে। প্রতিদিন সন্ধ্যার পর পাঁচপির ও কাউন্সিল মোড়ের পুকুর পাড়ে এদের গাঁজা ও ইয়াবা সেবনের আসর বসে। তাদের রাহুগ্রাস থেকে বাদ পড়েনি পেশাদার সাংবাদিক পরিবারও।

    দৈনিক ইনকিলাব পত্রিকার তানোর উপজেলা সংবাদদাতা মমিনুল ইসলাম মুন বলেন,তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে ওই মামলা থেকে তাদের নাম বাদ দেয়ার কথা বলে দারোগার নামে তার পরিবারের কাছে থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে থানার দালালরুপী ওই সাংবাদিক।

    তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন বলেন, এসব অপসাংবাদিকতার কারণে পেশাদার সাংবাদিকগণের সুনামক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকের মধুর সম্পর্ক থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু পুলিশের নামে প্রতারণা করা বা বাদী-বিবাদীর কাছে থেকে টাকা আদায় করা জঘন্যকাজ, যারা এসব কাজে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশেরই ব্যবস্থা গ্রহণ করা উচিৎ নইলে এদের কারণে পুলিশ বাহিনীর সুনামক্ষুন্ন হবে।

  • আগুনে পুড়ে যাওয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট-ভোরের কণ্ঠ।

    আগুনে পুড়ে যাওয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট-ভোরের কণ্ঠ।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩ নং গেট বাঘমারা ক্যাম্পের অধীনস্থ স্টুডেন্ট ডরমেটরির বিপরীতে চারাটিলা নামক স্থানে এই আগুন লাগে। এতে বন এলাকার অনেক ছোট-বড় গুল্ম ও গাছ পুড়েছে, নষ্ট হয়েছে পাখির বাসা।

    আগুনে পুড়ে যাওয়ার কারনে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়েছে , নষ্ট হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। উক্ত বন এলাকায় ছিলো নানা প্রকার পশু পাখি, যা ছিলো এই বনের সৌন্দর্য। বন আগুনে পুড়ে যাওয়ার কারনে বিভিন্ন ধরনের পশু পাখির ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আজ ২৫ এপ্রিল (রবিবার) আগুনে পুড়ে যাওয়া বনে সরেজমিনে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি এলোমেলো ভাবে এদিক সেদিক উড়ছে, বনে আগুন লাগার কারনে পাখিদের বাসা পুড়ে যায়। শতশত পাখি বাসস্থান ছাড়া অবস্থায় বনের এদিকে সেদিকে উড়ছে, আশেপাশের মানুষের মধ্যে দেখা দিয়েছে অনেক ক্ষোভ। এলাকার মানুষের মন্তব্য এত পাখি বাসস্থান ছাড়া অবস্থায় আছে। নেই পাখিদের বাসস্থান কে নিবে এই প্রাণিদের দায়ভার কে নিবে এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের দায়ভার।

    এদিকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যােৎসাহী সমাজকর্মী ও কমলগঞ্জ পৌর মেয়র বলেন পাখিরা প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটা অংশ, পাখি বা অন্যান্য বন্য প্রাণীদের নিয়ে বন বিভাগের একটা ভালো উদ্যােগ আশা করছি, তিনি আরও বলেন বনে আগুন লাগার বিষয় টি তদন্ত সাপেক্ষে জানা যাবে তদন্ত কমিটি গঠন হয়েছে, আগুন লাগার বিষয়টি আশা করি খুব শীঘ্রই জানতে পারব আমরা।

    কমলগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা বলেন দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এই মুহূর্তে আমরা জানি না কিভাবে আগুন লেগেছিল, তাই তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।

    এলাকার মানুষ এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মন্তব্য বনের মধ্যে এমনিতে আগুন লাগতে পারে না, যে বা যারা এই বনের সৌন্দর্য নষ্ট করতে এই অপকর্ম করেছে অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে।

  • শাহজাদপুরে শ্রমিকদের নগদ অর্থ দিলেন মেরিনা জাহান কবিতা-ভোরের কণ্ঠ।

    শাহজাদপুরে শ্রমিকদের নগদ অর্থ দিলেন মেরিনা জাহান কবিতা-ভোরের কণ্ঠ।

    করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে আয় রোজগার কমে যাওয়া ৫০টি রিক্সা শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

    রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদর শক্তিপুর মহল্লার নুরজাহান ভবনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নিজস্ব তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

    করোনা পরিস্থিতিতে রিক্সা শ্রমিকেরা অর্থ কষ্টে দিন কাটাচ্ছিলেন। এই অবস্থায় প্রফেসর মেরিনা জাহান কবিতার কাছ থেকে নগদ অর্থ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

    প্রফেসর মেরিনা জাহান কবিতা বিতরন কার্যক্রমে ভার্চুয়ালী যুক্ত হয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা মহামারীতে দলীয় নেতা কর্মীদের দুস্থ অসহায়দের পাশে দাড়াতে বলেছেন।তারই অংশ হিসেবে চলমান লকডাউনে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার, টিপু সুলতান, শাহাদৎ হোসেন, বকুল, আশিক, সুব্রত, মিলন, সামিউল, মোবারক প্রমুখ।

  • সাভারে দু’শ টাকার জন্য ট্রাক চালককে গলা কেটে হত্যা ঘাতক আটক-ভোরের কণ্ঠ।

    সাভারে দু’শ টাকার জন্য ট্রাক চালককে গলা কেটে হত্যা ঘাতক আটক-ভোরের কণ্ঠ।

    রাজধানীর সাভারে মাত্র দু’শ টাকার জন্য রাজীব শেখ ( ২৬) নামের এক ট্রাক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক নাজিম মন্ডলকে আটক করেছে থানা পুলিশ।

    রবিবার ( ২৫ এপ্রিল ) সকাল ১০ টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৈকত হোসেন।শনিবার রাত ২ টার দিকে সাভার আনন্দপুর বাগানবাড়ি এলাকা থেকে নিহত রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রাজীব শেখ মানিকগঞ্জ জেলার মুন্সিকান্দি থানার দৌলতপুর গ্রামের আনিস শেখের ছেলে। তিনি সাভারের আনন্দপুর বাগানবাড়ি এলাকা থেকে ট্রাক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন।

    আটক মোহাম্মদ নাজিম মন্ডল রাজবাড়ী জেলার কালুখালি থানা পাচুরিয়া গ্রামের মোহাম্মদ কাদের মন্ডলের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে ফ্রেস ফার্মের দুধ বিক্রয় কর্মি হিসেবে কাজ করতেন।

    পুলিশ জানান যে- গতকাল রাত ১০ ঘটিকার সময় নাজিম মন্ডল ২০০ টাকা ফেরত চায়। এক পর্যায়ে নিহত রাজীব শেখ নাজিম মন্ডলকে চর থাপ্পর মারে এর জের ধরেই রাত ১১ টার সময় রাজীবকে গলা কেটে হত্যা করেন নাজিম মন্ডল। খবর পেয়ে শনিবার দিবাগত রাত ২ টার দিকে সাভারের আনন্দপুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। পরে সেই রাতেই নাজিম মন্ডল কে গ্রেপ্তার করা হয়। একই সাথে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

    সাভার মডেল থানার পরিদর্শক এ এফ এম সায়েদ জানান – নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।পুলিশ আরো বলেন আসামি নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় ভাইয়ের অটোভ্যান চুরির চেষ্টা ১০ দিনের জেল-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ভাইয়ের অটোভ্যান চুরির চেষ্টা ১০ দিনের জেল-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় সহোদর ভাইয়ের অটোভ্যান চুরির চেষ্টার অপরাধে ইয়াকুব আলীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন  ভ্রাম্যমান আদালত।  আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান এ সাজা প্রদান করেন। ইয়াকুব আলী উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বাবলা পাড়া গ্রামের ওয়াজ করোণীর ছেলে ।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার  বিকেলে ইয়াকুব তার ভাই জয়নাল আবেদীনের অটোভ্যানটি চুরি করার চেষ্টা কারার সময় ধরা পড়ে। জয়নাল আবেদীন বাদী হয়ে এ ব্যাপারে মডেল থানায় অভিযোগ করে।অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই পুলিশ ইয়াকুবকে আটক করা হয়। রোববার ২৫ এপ্রিল সকালে তাকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে বিচারক তাকে এই সাজা প্রদান করেন।

     

  • ঈদ উপলক্ষ্যে সয়দাবাদ ইউপি চেয়ারম্যানের লুঙ্গি বিতরণ-ভোরের কণ্ঠ।

    ঈদ উপলক্ষ্যে সয়দাবাদ ইউপি চেয়ারম্যানের লুঙ্গি বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম স্বাস্থ্য বিধিমেনে-আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে- ইউনিয়নে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ভ্যানচালক ও রিক্সা চালকদের মাঝে নিজস্ব অর্থায়নে ১’ হাজার পিচ লুঙ্গি বিতরণ করেছেন।

    শনিবার (২৪ এপ্রিল) দুপুরে হতে বিকেল পর্যন্ত সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার, মুলিবাড়ী চেকপোষ্ট, কড্ডা মোড়, পোড়াবাড়ী মোড়, জামতৈল রোড়, খিদির বটতলা মোড়, পঞ্চসারটিয়া মোড়, সারটিয়া ঈদগাঁ মাঠ, সয়দাবাদ মোড়, কলেজ মোড়, ইউপি রোড় মোড়, বিশ্বরোড়, এনায়েতপুর রোড়, পূর্ণবাসন মোড়, মানবমুক্তি মোড়, থানা মোড়ে গরীব ও অসহায় রিক্সা ও ভ্যানচালকদের মাঝে লুঙ্গি বিতরণ করেন।


    মানবদরদী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম জানান,পর্যায়ক্রমে ও আরো বিতরণ করা হবে।

    সয়দাবাদ ইউনিয়নবাসীর কাছে আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম একজন মানবিক মানুষ। সে সব সময় গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে রয়েছেন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য সাহায্য, সহযোগিতা ও উপহার করে আসছেন। মহামারী করোনার ভাইরাস প্রার্দূভাবের সময় হতেই তিনি স্বাস্হ্যবিধি মানারা জন্য -মাস্কবিতরণ, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করণের ব্যবস্থা করেন এবং সবাইকে হাত ধৌত করার আহবান জানান।

    করোনাকালীন সময়ে ঘর বন্ধী খেটে খাওয়া গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রচুর পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন ।

    করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক আকার ধারন করছে। তাই সবাইকে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরে, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখে চালাচল করার পরামর্শ দেন।

  • নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের চারটি নতুন কমিটি ঘোষণা-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের চারটি নতুন কমিটি ঘোষণা-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চার ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

    উপজেলা যুবদলের আহ্বায়ক মো.ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, যুগ্ন আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, মো. নাজমুল হক স্বাধীন, মো. নজরুল ইসলাম, আলিম মাহমুদ এলিম, ছাত্রদলের উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সাদিক, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক খালিদ মাহাবুর রাসেল, সহসভাপতি মো. মনির হোসেন প্রমুখ।

    চারটি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়। মোকনা ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মো. কামরুল ইসলাম, সদস্য সচিব মো. ওবাদুর রহমানসহ ২১ সদস্য, সহবতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন আকাশ সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ ২১ সদস্য, ধুবরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাফিজুর খালেক উজ্জল সদস্য সচিব মো. সাদেকুর রহমান সাদেক গয়হাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহেল খান সদস্য সচিব আশিকুর রহমান মামুনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন উপজেলা যুবদলের আহবায়ক মো.ফনির হোসেন ভূইয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন ।

  • রানা প্লাজা ট্রাজেডির ৮ বছরেও ন্যায়ের বিচার পায়নি শ্রমিক-ভোরের কণ্ঠ।

    রানা প্লাজা ট্রাজেডির ৮ বছরেও ন্যায়ের বিচার পায়নি শ্রমিক-ভোরের কণ্ঠ।

    ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডে আজ ২৪ শে এপ্রিল রানা প্লাজা ট্রাজেডি দিবস পালন করেন রানা প্লাজার আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

    ২৩ শে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ডে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার আট বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেছে নিহত – আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন। মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে রানা প্লাজার আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মিরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাসি দাবি করেন।

    আজ বিভিন্ন কর্মসূচি পালন কালে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার আশুলিয়া আঞ্জলিক কমিটির নেতা কর্মিরা বক্তব্যত্বে এটাই বলেন যে, ২০১৩ সালের আজকের দিনে রানা প্লাজা ভয়ংকর ভাবে প্রাণ কেড়ে নেয় ১১৩৪ জন শ্রমিক ভাই বোনদের। এবং আহত ২৫০০ জন এরও বেশি শ্রমিক ভাই- বোন স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। কিন্তু আজও সেই রানার বিচার হয়েছে কি ? হয় নি ?

    শ্রমিক সমন্বয় পরিষদ কমিটির নেতা কর্মিদের প্রশ্নের জবাবে তারা বলেন যে- গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারে কাছে আমাদের দাবি, আজকে এই দিনকে জাতির শোক দিবস পালন করা হোক। এমনকি আহত শ্রমিকদের কে ক্ষতি পূরণ পাইনি তাদেরকে ক্ষতি পূরণ দেওয়া হোক।

    রানা প্লাজার জায়গাটা সরকারিভাবে বাযোয়াপ্ত করে, সেখানে আহত ও নিহত শ্রমিকদের জন্য পূর্ণবাসন নির্মাণ ও রানা প্লাজার সামনে স্মৃতি স্থাপন নির্মাণ করতে হবে জানান তার সাথে আরো জানান সোহেল রানার ফাসি এমনকি রানা প্লাজার ভবনের মালিক যারা জামিনে বাহির হয়ে আছে তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

    রানার কেন বিচার হয়নি ? গণমাধ্যম কর্মিদের প্রশ্নের জবাবে শ্রমিক নেতাকর্মিরা বলেন, রানার কেন বিচার হয়নি সেটা এখনো খোলাসা কিন্তু জনগণের কাছে করেনি।
    তবে আপনাদের মানে গণমাধ্যম কর্মিদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই আমরা রানার কেন বিচার কেন ঝুলে আছে।