Author: admin

  • লক্ষ্মীপুর পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ-ভেরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ-ভেরের কণ্ঠ।

    ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে সোমবার (২৬ এপ্রিল) লক্ষ্মীপুরে ৭৩ পরিবারের মাঝে পুষ্টিকর খাবার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরতদের মাঝে এ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন, প্রধান সহকারী নাসির আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) প্রদীপ কুমার চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মো: সেকান্তর হোসেন, মোসলেহ উদ্দিন, ইউপি মেম্বার আবু তাহের প্রমুখ।

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন জানান, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের খাবার ও পুষ্টি বার্তা অবশ্যই প্রয়োজন। এছাড়া সব লোকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর খাবার খেতে হবে।

  • পলাশবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ-ভোরের কণ্ঠ।

    পলাশবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ-ভোরের কণ্ঠ।

    গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পলাশবাড়ী পৌরসভার নূরপুর গ্রামে রবিউল ইসলামের ১ বিঘা ও আনোয়ারা বেগমের আধা বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে উপজেলা ছাত্রলীগ।

    ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধানকাটার উদ্বোধন করেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান আনোয়রা বেগম ও রফিকুল ইসলাম এ সময় ছাত্রলীগের নেতা কর্মিদের উৎসাহিত করেন। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য সিনিয়র নেতৃবৃন্দ বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের যে কোন দুঃসময়ে তাদের পাশে থেকে সমস্যার মোকাবিলা করেছেন।আমরা প্রধানমন্ত্রীর সৈনিক হিসাবে কৃষকের পাশে আছি থাকব।

    পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারন সম্পাদক মামুন অর রশিদ সুমনের নেতৃত্বে ২০ জন ছাত্রলীগ কর্মী এই ধান কাটা কর্ম সূচিতে অংশ নেয়।

  • মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুন-ভোরের কণ্ঠ।

    মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুন-ভোরের কণ্ঠ।

    মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মোংলা পৌর শহরের খোসের ডাঙ্গা এলাকায়।

    এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করেছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছে এ নিয়ে এলাকায় অনেকবার সালিশ মীমাংসা করা হলেও কোন সুরাহা আসেনি, আজ দুপুরে ছেলে ও মায়ের ভিতর কথা কাটা কাটির একপর্যায়ে ছেলে সুব্রত রায় (৪৫) তার হাতে থাকা কোঁদাল দিয়ে তার মা শৈবালিনী রায়ের (৬০) মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে পুলিশ।

  • নব দম্পত্তির নও মুসলিম ঐশির ৭ দিনের ঘর সংসার-ভোরের কণ্ঠ।

    নব দম্পত্তির নও মুসলিম ঐশির ৭ দিনের ঘর সংসার-ভোরের কণ্ঠ।

    নব দম্পত্তির নও মুসলিম ঐশির ৭ দিনের ঘর সংসার ভোলা দৌলতখানের মৃর্ধারহাটের চরখলিফা ইউনিয়নের দিদার উল্ল্যাহ মুসলিম পরিবারের মোঃ আলী হোসেনের ছেলে মোঃ কামরুলকে(২২) ভালোবেসে ধর্মান্তরিত হয়ে,বিয়ে করে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার এক হিন্দু সম্প্রদায়ের মেয়ে। ধর্মান্তরিত হওয়ার পূর্বে তার নাম ছিল শ্রাবন্তি মন্ডল ঐশির, পিতা শংকর চন্দ্র মন্ডল, মাতা নিয়তি রাণী মন্ডল।

    কুদ্দুস মাওলানার বাড়িতে হিন্দু থেকে মুসলিম হওয়ার অপরাধে, বহিরাগত একদল সন্ত্রাসী প্রশাসনের পরিচয়ের অপব্যবহার করে প্রকাশ্যে স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী ও টাকালোভী কিছু জঘন্য অপরাধীর বিশেষ সহোযোগিতায়, পেশীশক্তির প্রভাব দেখিয়ে শত শত জনতার সামনে, অমানবিক নির্যাতন করে নও মুসলিম সদ্য বিবাহিত গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে (১৮) জনগনের সামনে দিয়ে জোরপূর্বক হাত-পা বেঁধে গাড়িতে তুলেন।

    উল্ল্যেখ্য, ১৫ এপ্রিল তারা উভয়ে আইন মোতাবেক, স্বথইচ্ছায়, স্বজ্ঞানে মোকাম ভোলা নোটারী পাবলিক কার্যালয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করে।

    মাদক সম্রাট চাঁদাবাজ ভূমিদস্যু, নারীলোভী, কালাম তুফানি গং নামক লোকের কাছে হেরে গেলো আইন,হেরে গেলো মুসলমান,হেরে গেলো একজন নও মুসলিম ও সদ্য বিবাহিত গৃহবধূ ।

    সরজমিন গেলে স্থানীয় লোকজন বলেন, মেয়ের পরিবার কতৃক স্থানীয় ইউনিয়ন পরিষদের দালাল কালাম তুফানি গং, চরখলিফা ইউনিয়নের কলাকোপা ২ নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার মোঃ সবুজ গং, উত্তর জয়নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার গিয়াসউদ্দীন গং ও আলাউদ্দিন মৃর্ধা গং, মাদ্রাসা শিক্ষক মহিউদ্দীন গং সহ সংশ্লিষ্ট আরো কয়েকজন সহযোগীদেরকে মোটা অংকের (২,০০,০০০০/- আনুমানিক টাকা) এর বিনিময়ে তাদের সহযোগিতায়, জোরপূর্বকভাবে স্বামীর বাসা থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

    অভিযোগ উঠেছে  এসব দালালরা স্থানীয় ইউনিয়নে বিচারের নামে অসহায় পরিবারগুলোকে লুটপাট ও শোষন-নিপিরন করে আসছে দীর্ঘদিন ধরে। এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারেনা। খুবই ন্যাক্কারজনক, হৃদয়বিদারক। একজন হিন্দু মেয়ে ভালোবাসার টানে ইসলাম ধর্মগ্রহণ করে কোর্ট কাবিনের (৩,০০,০০০/-)মাধ্যমে শরীয়ত সম্মতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
    জেলা সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় লোকজন বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মেয়েটির কাগজপত্র যাচাই পূর্বক স্ব-স্থানে ফিরিয়ে দেয়ার জোড় দাবি জানিয়েছেন স্থানীয় জনতা।

    কামরুলের চাচা নূরউদ্দীন দাবি করেন, স্থানীয় কালাম তুফানির নেতৃত্বে একদল সন্ত্রাসী লোক ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর রেখে কামরুলের স্ত্রীকে বহিরাগত প্রশাসন নামক সন্ত্রাসীদের কাছে দিয়ে দেন।

    কয়েকদিন পূর্বে, নও মুসলিম নববধূ জান্নাতুল ফেরদাউস একটি সাক্ষাৎকারে দৃঢ়তার সাথে বলেছিলেন, সে নিজ ইচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এবং একটি মুসলিম ছেলেকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন।

    অপরদিকে, জানা গেছে, গাজীপুর উপজেলায় একটি ফ্যান কোম্পানিতে কাজ করতেন দৌলতখানের আলী হোসেনের ছেলে মোঃ কামরুল । সেখানে শ্রাবন্তী রাণীর সঙ্গে তার পরিচয় হয়।

    কামরুল ইসলাম জানান, আমাদের প্রথম পরিচয় যখন হয় তখন শ্রাবন্তী অষ্টম শ্রেণির ছাত্রী। যখন ২ বছর প্রেমের সর্ম্পক চলছিল তখন জানাজানি হলে তার লেখাপড়া বন্ধ করে দেয় তার পরিবার। আমি চট্টগ্রামে চলে যাই। সেখানে একটি জাহাজে চাকরি নেই।

    সর্বশেষ ১৪ এপ্রিল শ্রাবন্তি আমার কাছে চলে আসে দৌলতখানে। (১৫ এপ্রিল) নোটারির মাধ্যমে ইসলামধর্ম গ্রহণ করে সে। তার নতুন নাম দেওয়া হয় জান্নাতুল ফেরদৌস। এরপরে আমরা বিয়ে করি। শুক্রবার থেকে আমরা সংসার শুরু করি। কামরুল ইসলাম আরও জানান, আমি পরে জানতে পারি জান্নাতুল ফেরদৌসের পিতা শংকর চন্দ্র আমার নামে অপহরণ মামলা দিয়েছেন। পরের শুক্রবার (২৩ এপ্রিল) লোকজন নিয়ে এসে তারা আমার স্ত্রীকে তুলে নিয়ে যায়।

    কামরুল বলেন, আমি যদি অপহরণ করতাম তাহলে আমার স্ত্রীকে নিয়ে তো লুকিয়ে থাকতাম। তাকে নিয়ে সালিসে যেতাম না। আমার স্ত্রী সবার সামনে চিৎকার করে বলেছে ‘সে ইসলামধর্ম গ্রহণ করেছে। তারপরও কেউ আমাদের সাহায্য করতে আসেনি। আমার সংসারটি ৭ দিনেই ভেঙে দিল কতিপয় দালালরা। কামরুল দাবি করেন, তার স্ত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। ২০০৩ সালের ৩ মার্চ গাজীপুরে শংকর চন্দ্র মণ্ডল ও নিয়তি রানী মণ্ডলের ঘরে জন্ম নেন শ্রাবন্তী রাণী।

    তিনি আরো বলেন, আমি আমার বিবাহিত স্ত্রীকে আইনসম্মতভাবে অতিদ্রুত ফেরত চাই, সে যাতে তার গ্রহন করা ইসলাম ধর্ম শান্তিতে পালন করতে পাড়ে। পাশাপাশি আমরা শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করতে পাড়ি। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জরিত সকলের উপযুক্ত বিচারের জন্য অনুরোধ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।

    এদিকে, আজ ২৬ এপ্রিল (সোমবার) আছরের নামাজের পর মিয়ার হাট বাজার থেকে চরখলিফা ইউনিয়ন পরিষদ প্রর্যন্ত এক বিশাল প্রতিবাদী মিছিল করা হয়। মিছিলে বিক্ষুব্ধ জনতা কালাম তুফানির সহ সহযোগী সকলের উপযুক্ত বিচার চায় ও নববধুকে সুস্থভাবে ফেরত চায়।

    এসময়, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় তারা। নাহলে পরবর্তীতে তারা কঠোরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানায়।

    বিক্ষুব্ধ জনতার উদ্দ্যেশ্যে প্রশাসনের পক্ষ থেকে দৌলতখান থানার অফিস ইনচার্জ বজলার রহমান বলেন, আপনাদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় এসে অভিযোগ করুন। আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। আপনার যার যার মতো শান্তিপূর্ণ ভাবে ফিরে যান।

  • সিরাজগঞ্জের তাড়াশে ধান কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ধান কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ধান কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট করছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের বরইচড়া গ্রামের মাঠে।

    রবিবার ২৫ এপ্রিল সকালে বরইচড়া গ্রামের কেসমত আলী (৭৮) এবং তার ছেলে জহুরুল ইসলাম (৩২) তার নিজ দলিল ভুক্ত জমিতে যাহার মৌজা বরইচড়া, আর এস খতিয়ান নং ৬৫,দাগ নং ৩৩০ তে ইরি ধান কাটতে গেলে পার্শ্ববর্তী গ্রাম গোনতার নিবাসী মৃত আনোয়ার হোসেন মেম্বরের ৪ ছেলে রেজাউল করিম, আব্দুর রাজ্জাক,আরিফুল ইসলাম ও আরমান অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়।

    এসময় কেসমত আলী এবং তার ছেলে জহুরুল ইসলামকে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে।পরে ধান কাটার শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে। তারা তাড়াশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

  • কাজিপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ-ভোরের কণ্ঠ।

    “শেখ হাসিনার বাংলাদেশ, খুধা হবে নিরুদ্দেশ”- এই স্লোগানকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে তথা খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে খাদ্য শস্য হিসাবে চাল বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ জন ডিলারে মাধ্যমে ২৪টি পয়েন্টে ০৩ দিন ব্যাপী বিক্রির আজকেই প্রথম দিন।

    এই কর্মসূচীর আওতায় প্রতিটি হত-দরিদ্র পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল মাসে ক্রয় করে থাকে। এই বিষয়ে কাজিপুরে এলএসডির ইনচার্জ (ওসি এলএসডি) মিজানুর রহমান বলেন, এই কর্মসূচীটি স্বচ্ছতার সাথে নিশ্চিত করার জন্য আমাদের অফিসের পক্ষ থেকে চরের ৩টি ইউনিয়নের ০৬টি পয়েন্টে পরিদর্শন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের প্রতিটি পয়েন্টের সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসাবে দায়িত্বে রয়েছে।

    তবুও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সবসময় মনিটরিং করছেন। তিনি আরো বলেন, এ বছর কাজিপুরে প্রতি মাসে অথ্যাৎ এপ্রিল মাসে ৪১৭.৩০০ মেঃ টন চাল ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ রয়েছে। নাটুয়ারপাড়া ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার মজুমদার এবং মনসুর নগর ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান বলেন, আমাদের উপস্থিতিতে শুধু কার্ডধারীদের মাঝে সঠিব পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

    এলএসডি (ওসি) মেঘাই একটি পয়েন্ট পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিল্পব, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

     

  • তাড়াশে ধান কাটা শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    তাড়াশে ধান কাটা শ্রমিকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি পাবনা জেলার আতাইকুলা এলাকার চরমপুর গ্রামের আজমত প্রামানিকের ছেলে শাহাদত হোসেন (৩২)।

    জানা যায় প্রতি বছরের ন্যায় পাবনার আতাইকুলা থেকে ধান কাটার জন্য ওয়াশীন গ্রামের বসির উদ্দিনের ছেলে আলামিনের বাড়িতে কাজ করতে আসে। প্রতিদিনের ন্যায় কাজ কর্ম সেরে সবাই শুয়ে পরে। হঠাৎ করে শাহাদত হোসেন প্রকৃতির ডাকে বাহিরে যাওয়ার পরে আর ফিরে আাসে নাই। সহপাঠীরা অনেক খোঁজা খুজি করে না পেলে তারা চিৎকার করে।

    অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরের দিন সকালে পাশ্বৃবর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

    মৃত ব্যক্তির স্বজনরা জানান, তার মৃগী রোগ ছিল। এজন্য হয়তো পুকুরের পানিতে ডুবে গেছে। কারও কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ লাশ স্বজনদের হাতে হস্তান্তর করেন।

  • তাড়াশের হামকুড়িয়া চৌরাস্তা থেকে অজ্ঞান অবস্থায় ৭ জনকে উদ্ধার-ভোরের কণ্ঠ।

    তাড়াশের হামকুড়িয়া চৌরাস্তা থেকে অজ্ঞান অবস্থায় ৭ জনকে উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞান অবস্থায় ৭জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া চৌরাস্তায় (হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক সংলগ্ন) নামক স্থানে অজ্ঞান অবস্থায় পরে থাকা ৭জনকে উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশ দল। হাইওয়ে থানার এস আই  আবু নাইম মোঃ জিহাদ উদ্দিন ও এ এস আই শরিফুল ইসলাম তার দলীয় পুলিশ সদস দের সাথে নিয়ে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করেন। পরে ৭জনকেই খাবার দিয়ে শক্তি ফেরানোর চেষ্টা করেন। জানা যায় অজ্ঞান ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঘন শ্যামপুর গ্রামের গোলাম মুর্তজার ছেলে হায়াতুজ্জামান (২৫),কলিপুর গ্রামের মাসুদের ছেলে মামুন (২৮), শামছুজ্জামানের ছেলে হামিদুর (৩৫,) ডি গ্রামের মইদুলের ছেলে মানিক, চাপাই নওয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোসাইবাড়ী গ্রামের সহবুলের ছেলে ওয়াশীম (৩০),নাচোল উপজেলার টাগহারা গ্রামের দুলালের ছেলে সুজন(২৭) ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার হরিখালী গ্রামের ওয়াহেদের ছেলে রুহিত (২৪)। এদের মধ্যে হামিদুর বেশী আহত।

    অচেতন ব্যক্তি হায়াতুজ্জামান জানান,তারা ঢাকা বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করেন। লক ডাউন থাকায় তারা কাজ না করতে পেরে রোজা ও ঈদ  উপলক্ষে বাড়ির আসবে বলে গাবতলী বাসষ্ঠান্ডে আসে। সেখানে কয়েকজন এক সাথে হলে তারা বাস না পেয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাকে ৪শ টাকা করে ভাড়া মিটে উঠে পরে। রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে ড্রাইভার সহ হেলপাররা খাওযা দাওয়া করে আবার গাড়ী ছাড়লে একজন মুরব্বী দাড়িওয়ালা লোক শ্রমিক পরিচয় দিয়ে প্রত্যেককে কেক ,কলা ও সেভেন অ্যাপ খাওয়ান। পরে আমরা ঘুমিয়ে যাই। এখন দেখছি আমাদের কাছে কোন টাকা নাই। এছাড়াও আমাদের পকেটে টার্স ফোন ছিল সে গুলোও নাই।

    এব্যাপারে হাইওয়ে থানার এস আই  আবু নাইম মোঃ জিহাদ উদ্দিন বলেন, আমরা এখানে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করেছি। ৭জনকেই শক্তি ফেরানোর জন্য খাবার দিয়ে চেষ্টা করেছি। তাদের বাড়িতে যোগাযোগ করা হয়েছে । অভিভাবকরা আসলে তাদের হাতে ডকুমেন্ট রেখে দিয়ে দেওয়া হবে।

     

  • ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    মহামারি করোনার বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ৫০টি কর্মহীন পরিবারের মাঝে ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশন উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত ডাঃ ইউনুস আলীর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মহীন ৫০ পরিবারের মধ্যে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।

    সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ডাঃ ইউনুস আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রিসিলা খান মলি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্রসহ গণ্যমান্য ব্যক্তিবরা।

  • তাড়াশ উপজেলা ছাত্রলীগের সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    তাড়াশ উপজেলা ছাত্রলীগের সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ সহ ছাত্রলীগের একাধিক নেতা কর্মীর উপর অতর্কিত হামলয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

    ২৫ এপির্রল বিএনপি ও জামাতের অতর্কিত হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের আয়োজেন সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। ২৪ এপ্রিল শনিবার ইফতার পর তাড়াশ পৌরসভার সদরে ঘোষ পাড়াতে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ গুরুতর আহত হওয়ায় তাড়াশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

    সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন। এছাড়াও আহতদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ, রাসেল, সালমান, আকাশ. সাগর, শুভ।

    জানা যায়,তুচ্ছ একটি ঘটনা মোটর সাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটি হলে পরে মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার মোঃ আব্দুল হাই,আলভি, ফকরুল, শামীম, পলাশ, মিন্টু, সাদ্দাম, টনি গংরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ আকাশসহ অন্যান্য ছাত্রলীগের নেতা কর্মীর উপর অতর্কিত হামলা চালায়।

    এসময় উপস্থিত অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে তাড়াশ পৌর সদরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীমের বড়ভাই সোহেল রানা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

    এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের একাধিক নেতা কর্মীর উপর বিএনপি জামায়েত এর অতর্কিত হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে গ্রেফতার কৃত আসামীদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

    এ ব্যাপারে  তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা সামলাতে পুলিশ তৎপর রয়েছে।