Author: admin

  • উল্লাপাড়া মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়া মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২অর্থ বছরের উমুক্ত বাজেট  ঘোসনা করা হয়েছ। বুধবার ২৮ এপ্রিল সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি  মেনে স্বল্পপরিসরে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২০২১-২০২২ অর্থ বছরের চার কোটি চৌত্রিশ লক্ষ আটাইশ হাজার সাতশত চল্লিশ (৪,৩৪,২৮,৭৪০/=)টাকার বাজেট ঘোসনা  কর হয়।

    এই বাজেট ঘোষনা করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা)।

    বাজেট অনুষ্ঠানে বিষেশ  অতিথি  হিসেবে বক্তব্যে রাখেন  মোহনপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন (জিকো) , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার গাজি আব্দুল হামিদ (বড়), ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার,  মোহ্নপুর বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, আব্দুল আলিম, রঞ্জু প্রমুখ।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এড. নয়নের উপহার সামগ্রী বিতরণ-ভোরের কণ্ঠ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এড. নয়নের উপহার সামগ্রী বিতরণ-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফের আয়োজনে  মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজারে হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির আহমেদ পাটোয়ারী।

    এ সময় ৫০০ জন হতদরিদ্রর পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১০ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি তৈল বিতরণ করা হয়।

     

  • সাভারে রিক্সা চালকের ছব্দবেশে শিশু অপহরণ-৫ দিন পর উদ্ধার-ভোরের কণ্ঠ।

    সাভারে রিক্সা চালকের ছব্দবেশে শিশু অপহরণ-৫ দিন পর উদ্ধার-ভোরের কণ্ঠ।

    রাধানীর সাভারে রিক্সা চলকের ছব্দবেশ ধরে সাভারে সক্রিয় অপহরণকারীদের শিকার সোহান নামের ৬ বছরের শিশুকে ৫ দিন পর উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব- ৪ সদস্যরা।

    বুধবার ( ২৮ এপ্রিল ) ভোর রাতে মানিকগঞ্জের নবগ্রাম থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ৩ অপহরণকারীকে আটক করা হয়।

    আটককৃতরা হলো – মানিকগঞ্জ জেলা সদর থানার বারইলা গ্রামের হারুনের ছেলে হাবু মিয়া ( ৪০ ) একই থানার পাচবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে বাদশা ( ৩৪ ) ও মানিকগঞ্জের হরিরামপুর থানার গোপালপুর গ্রামের চান বেপারীর ছেলে করিম বেপারী ( ৩৫ )।

    র‍্যাব জানায়- সাভার আশুলিয়ায় রিক্সা চালকের ছব্দবেশ ধরে একটি অপহরণকারীর চক্র গড়ে তুলেছে অপরাধীরা। দিনের বেলা রিক্সা চালিয়ে শিকার টার্গেট করা হয় এবং সুযোগ বুঝে অপহরণ করা হয় শিশুদের। তেমনি, প্রায় তিনদিন ধরে রিক্সা চালানোর আড়ালে ছদ্মবেশী অপহরণকারী দলের লিডার করিম বেপারি শিশুটিকে টার্গেট করে। এরপর গত শুক্রবার পাখি দেয়ার লোভ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় সোহানকে। পরিবারের কাছে দাবি করা হয় ১ লক্ষ টাকা মুক্তিপণ।

    র‍্যাব-৪ এর সহযোগীতায় আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মানিকগঞ্জের নবগ্রাম থেকে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

  • সিরাজগঞ্জ তাড়াশে কৃষক ব্যস্ত ইরি-বোরো ধান ঘরে তুলতে-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ তাড়াশে কৃষক ব্যস্ত ইরি-বোরো ধান ঘরে তুলতে-ভোরের কণ্ঠ।

    চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে  ইরি-বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আকাশে মেঘ বৃষ্টি না থাকায় তীব্র রোদ পেয়ে কৃষক সব ধরনের কাজ কর্ম ফেলে  ধান কেটে ঘরে তুলতে মহাব্যস্ত  হয়ে পরেছেন।

    ইতি মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছরের ন্যায় ধান কাটা শ্রমিকরা এসেছেন ধান কাটতে।

    তাড়াশ উপজেলা কৃষি অধিদফতর সুত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে তাড়াশ উপজেলায় ২২হাজার ৬শ ৬০হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় জমিতে ইরি-বোরো ধানের ফলন ভাল হবে । তবে শেষের দিকে কিছু জমিতে কারেন্ট ও বাদামী গাছ ফড়িং পোকার আক্রমনে কৃষকের কিছুটা ক্ষতি হয়েছে।

    এ এলাকার একমাত্র আয়ের উৎস এই ধান। তাই নারী পুরুষ উভয় মিলেমিশে সারা বছরের আয় ও খাওয়ার জন্য চাল তৈরী করে ঘরে তুলতে ব্যস্ত হয়েছেন।

    বিশেষ করে সারা বছরের খাবার ধান সিদ্ধ করে চাউল তৈরীতে বেশী ব্যস্ত কৃষক পরিবারের মহিলা সদস্যরা।কেননা বৃষ্টিতে ধান শুকানোর খোলা ভিজে গেলে সিদ্ধ ধান শুকানো অনেক কঠিন হয়ে পরে। তাই এই সময় সবাই রোদ প্রত্যাশি হয়।

    তবে  কিছু কৃষক ক্ষোভে বলেন, ধান ক্ষেতের বড় বড় শীষ দেখে চোখ জুড়িয়ে যেতো। স্বপ্ন দেখতাম ভালো ফলনের। কিন্তু ক্ষেতে কারেন্ট ও বাদামী গাছ ফড়িং পোকার আক্রমনে আমাদের ক্ষতি হয়েছে। আসল টাকাই ঘরে আসবে কিনা জানি না।

    উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের কৃষক আসাদুস জামান জানান, ঘরে লক্ষি আনার জন্য এখন খুব ব্যস্ত সময় পার করছি। আবহাওয়া অনুকুলে থাকায় খুব তাড়াতাড়ি কাচা থাকলেও ধান কেটে ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পরেছি।

    বিনসাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ, সাদ্দাম, মানিক মিয়া, কাস্তা গ্রামের হাবিবুর রহমান, গুড়মা গ্রামের আপিল ,আলতাব সরকার ,কুসুম্বী গ্রামের ধীরেন্দ্রনাথ ,সেরাজপুরের আবুল কালাম বলেন, তাদের জমিতে রোপনকৃত ইরি বোরো ধান পোকার ভয়ে ও রোদ পাওয়ায় কেটে ঘরে তুলছি।

    তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, বেশ কয়েকদিন যাবত আকাশের অবস্থা ভাল যাচ্ছে। এই সুযোগটা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে কৃষক মাঠ থেকে ধান কেটে ঘরে আনতে ব্যস্ত সময় পার করছেন।

  • শিবগঞ্জে ভূমিকম্পে মাটির দেয়াল ধসে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    শিবগঞ্জে ভূমিকম্পে মাটির দেয়াল ধসে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে মাটির তৈরী দেয়াল ধসে বাপ্পি হাসান সিয়াম(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

    নিহত বাপ্পি শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের ফরহাদ হোসেনের পুত্র। এবং স্থানীয় আলীগ্রাম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

    এলাকাবাসী জনায়, বুধবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে, ৮টায় ভূমিকম্পে উল্লেখ গ্রামের একটি দেয়াল ফাটল ধরে।

    নিহত সিয়াম বাড়ির পাশে ফাটল ঝুঁকিপূর্ন ওই দেয়াল ঘেঁষে মোবাইলে গেম খেলছিল। এসময় আকষ্মিকভাবে ওই দেয়ালটি ধসে সিয়ামের গায়ে পড়ে। সিয়াম ওই দেয়ালের নিচে চাপা পড়ে। তার আত্মচিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

    শিবগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা হরিদাস মন্ডল জানান, বুধবার সকাল সাড়ে ৮ টার সময় ভূমিকম্পে সোলাগাড়ি গ্রামে সিয়ামের বাড়ির পাশের একটি দেয়াল দুর্বল হয়ে যায়। কিন্তু সেটা কারো জানা ছিল না। ভূমিকম্পের কিছুক্ষণ পর সিয়াম ওই দেয়ালের পাশে বসে। সকাল সাড়ে ৯টার দিকে দেয়ালটি ধসে সিয়ামের ওপর পড়ে এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়ে তার মৃত্যু হয়। নিহত সিয়ামের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • বেনাপোলে পৈত্রিক ভিটা উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা,আহত ৫-ভোরের কণ্ঠ।

    বেনাপোলে পৈত্রিক ভিটা উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা,আহত ৫-ভোরের কণ্ঠ।

    যশোরের বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে পারিবারিক পৈত্রিক ভিটা হতে উচ্ছেদ করতে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমিন গংরা। গুরুতর জখম অবস্থায় আহতদের আত্মীয় স্বজনেরা উদ্ধার করে ৭ জনকে স্থানীয় শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭ টার সময় বেনাপোলের গয়ড়া চৌরাস্তাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন (১)খাইরুল ইসলাম-৩৭,পিতাঃ কুদ্দুস,(২) মনিরুল ইসলাম-২৬, পিতাঃ কুদ্দুস,(৩)মোমিন-৪২,পিতাঃ মৃত আহম্মদ,(৪) ফজের আলী-৩৫,পিতাঃ আঃ রব,(৫) ছোটন হোসেন-৩২,পিতাঃ ইসহাক।

    স্থানীয়রা জানান, পারিবারিক জমি জায়গা নিয়ে সোমবার সকালে গয়ড়া গ্রামে আমিন গং কর্তৃক তার প্রতিবেশি আত্মীয়দের ওপর এই হামলা চালায়। এসময় পক্ষ-বিপক্ষ নিয়ে দুই জনের স্বজনদের পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন উদ্দীনের ছেলেরা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে ৫ জন গুরুতর জখম হয়।

    সংঘর্ষে আহত খাইরুল ইসলাম জানান, আমার মামা আমিন উদ্দীন সোমবার সকালে আমার বসত বাড়ির উপর এসে আমাদের পৈত্রিক ভিটার জমি দখল নিতে সে এবং তার ৩ ছেলে সহ আরও ২ জন গাঁছি দাঁ,হাসুয়া,অস্ত্র সহ আমাদের বাড়িতে এসে ভাংচুর শুরু করে। আমরা প্রতিবাদ করলে আমার মামাতো ভাই সাইফুল (মটর ম্যাকানিক) গাঁছি দা দিয়ে এলোপাতাড়ী ভাবে আমাদের ওপর আক্রমন করে এতে আমার ভাই সহ খালাতো ভাইয়েরা গুরুতর জখম হয়ে শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছি। উক্ত মারামারির ঘঠনার পরে আমার ছোট ভাই জহিরুল ইসলাম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এখনও কোন আসামীকে আটক করেনি পুলিশ।

    আমরা দরিদ্র ও অসহায় এজন্য অর্থ শালী আমার মামা আমিন উদ্দীন বারবার আমাদের পরিবারের উপর হামলা ও মামলা চালাচ্ছে কিন্তু সমাজে বিচার পাচ্ছি না। ঘটনার বিষয়ে আমিন উদ্দিন জানান,তার সৎ ভাই মোমিন উদ্দীন আমার জমি দখল করে রেখেছে সেটা ছেড়ে দেওয়ার কথা বললে আমাকে গালিগালাজ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িতে থাকা আমার ছেলেরা তাদের সাথে হাতা হাতির ঘটনা ঘটে। দাঁও হাসুয়া দিয়ে কোপ মারার বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন আমি আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সেখানে কি ঘঠেছে আমি বলতে পারব না।

    বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুরাদ শেখ জানান, বেনাপোল গয়ড়া গ্রামে সংঘর্ষের ঘটনা নিয়ে খাইরুলের ভাই জহিরুল বাদী হয়ে একটি মামলা করেছে। অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সতর্ক রয়েছে।

  • কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদকের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদকের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তাইফুর রহমান হাসানের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল সক্রিয় বলে ছাত্রলীগ সম্পাদক তাইফুর রহমান হাসান দাবী করেছেন।

    সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পৌর ছাত্রলীগ সম্পাদক হাসান বলেন, ছাত্রলীগ সম্পাদকের ছবি কম্পিউটারে এডিট করে দুথএক নারীর ছবির সাথে জুড়ে অন্তরঙ্গ হিসেবে তৈরী করে বেশ কয়েকটি ফেক আইডি ব্যবহার করে ফেসবুকে ছড়িয়েছে ওই মহলটি।

    বিষয়টি নিয়ে কোন নারী কিংবা তাদের পরিবার থেকে অভিযোগ করা না হলেও এটি ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস, যা তথ্য প্রযুক্তি আইনের অপরাধ বলে দাবী তার। তাই এ বিষয়ে তথ্য প্রযুক্তি আইনে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে হাসান আরও বলেন, কুয়াকাটার নবনির্বাচিত দলছুট পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার আমাকে গালমন্দ করে এমন একটি অডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় সেটি ধামাচাপা দিতে এই অপপ্রচার চালানো হয়েছে।

    সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান ও মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ কুয়াকাটায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • অপরাধ দমনে লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জসীম উদ্দীন-ভোরের কণ্ঠ।

    অপরাধ দমনে লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জসীম উদ্দীন-ভোরের কণ্ঠ।

    অপরাধ দমনে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন।মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবদান রাখায় লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি।

    সোমবার বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষনা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
    পরে মানবিক কাজের স্বীকৃতি ও জেলা পুলিশে বিশেষ অবদান রাখায় এবং করোনাভাইরাস নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশাদারিত্বের অবদান রাখায় তার হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামানিকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

    এছাড়া উক্ত সভায় সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. নুরুল করিম চৌধুরী ৫ম বারের মত লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকেও শ্রেষ্ঠত্বের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

     

  • কলাপাড়ায় এক কিশোরী ধর্ষনের অভিযোগে ৩ জন গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় এক কিশোরী ধর্ষনের অভিযোগে ৩ জন গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় নবম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে এক যুবক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইউসুফ শিকদার নামে এক যুবককে (২১) প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে।

    সোমবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ সহযোগী খলিল সিকদার ও হাসান সিকদারকে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে ।

    স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ইউসুফ সিকদার দীর্ঘদিন যাবৎ ওই শিক্ষার্থীকে বিবাহের প্রস্তাব দিয়ে আসছিলো। শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে অবহিত করলে তার পিতা ইউসুফকে সাবধান করে এবং তার পরিবারকে জানায় ।

    গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী তার এক প্রতিবেশীর বাড়িতে গেলে সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে ইউসুফ তাকে বাবা এবং ভাইয়ের সহযোগীতায় জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। পরে হুজুর ডেকে জোরপূর্বক কিশোরীকে বিবাহ করে। এছাড়া ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফেরৎ না দিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষন করে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তসহ আসামীদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • তাড়াশে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করায় নওগাঁ রাস্তার বেহাল দশা-ভোরের কণ্ঠ।

    তাড়াশে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করায় নওগাঁ রাস্তার বেহাল দশা-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় তাড়াশ- নওগাঁ রাস্তার বেহাল দশা হয়েছে। ৭ কোটি টাকার বরাদ্দে এই রাস্তা মেরামত করার জন্য কাজ পান ঢাকা জলি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান।

    ৭ বছর ধরে কাজ না করার কারণে দীর্ঘ দিন ধরে এলজিইডির তাড়াশ-নওগাঁ ১২ কিঃ মিঃ জন গুরুত্বপুণ পাকা রাস্তাটি যাতায়াতে খানা খন্দের সৃষ্টি হয়েছে। ৭ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ পাওয়া ৭ বছর হলেও ঐ রাস্তায় ৭ হাত মেরামতের কাজ হয়নি।

    তাড়াশ টু নওগা গুরুত্ব পুর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ছোট, বড় ও ভারী যানবাহন চলাচল করে। বিশেষ করে নওগা সাপ্তাহিক হাটের দিন বৃহস্পতিবার ওই রাস্তায় যাবাহনের দ্বিগুন বেরে যায। এ কারণে ঐ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

    ২০১৫ সালে রাস্তাটির মেরামতের জন্য ঠিকাদারী কাজ পেয়েছেন ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান জলি এন্টার প্রাইজ।ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এলজিইডির সাবেক একজন বড় কর্মকর্তা হওয়ায় এলজিইডির তাড়াশ, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও রাজশাহী অফিসের লোক জন তার সাথে কথা বলতে সংকোচ বোধ করে।

    এমনকি তারা রাস্তাটি মেরামতের কাজ বিষয়ে সাংবাদিকদেরও কোন তথ্য দিতে নারাজ। হয়তো বা এ কারণেই ঐ রাস্তা মেরামত না হওয়ায় এমন বেলাল দশা হয়ে আছে।

    এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী আবু সায়েক বলেন, আমি সবে মাত্র তাড়াশে যোগদান করেছি। তারপরেও আমি যতটুকু জানি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ওই রাস্তার টেন্ডার বাতিলের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। অচিরেই নতুন টেন্ডার দিয়ে মেরামতের কাজ করা হবে।