Author: admin

  • বগুড়ায়র শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে ১যুবকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    বগুড়ায়র শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে ১যুবকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে মাসুদ রানা (৩৮) নামের এক যুবক মারা গেছে । ২ মে রোবিবার দুপুরে শেরপুর-ধুনট সড়কের শালফা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

    জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিনপাড়া গ্রামের মৃত ময়নাল মন্ডলের ছেলে মাসুদ রানা দীর্ঘদিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল।

    এরই ধারাবাহিকতায় ২ মে রোবিবার দুপুর ১২ টার সময় মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য তাদের ধানের খোলায় যায়।

    শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের ধানের খোলা অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়।

    ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ রানা মেশিনের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

     

  • সরকারী দলের প্রভাবে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির উৎসব-ভোরের কণ্ঠ। 

    সরকারী দলের প্রভাবে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির উৎসব-ভোরের কণ্ঠ। 

    লক্ষীপুর বাঙ্গাখাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। নগদ টাকার আশায় জমির মালিকরা মাটি বিক্রি করে দিচ্ছেন। ফলে জমিগুলো অনুর্বর হয়ে পড়ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদনে মারাত্মক ঝুঁকি বাড়ছে। এরপরও মাটি খেকোদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে নিরবতা পালন করে চলেছে প্রশাসন।

    সরেজমিন গিয়ে দেখা গেছে, বাঙ্গাখাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমির উপরিভাগের উর্বর অংশ কেটে ট্রাক-ট্রলি করে মাটি সরিয়ে নেয়া হচ্ছে।

    এসব মাটি যাচ্ছে প্রায় ২০টির ও বেশি ইটভাটায়। তাছাড়া বসতভিটা ও পুকুর ভরাট কাজেও মাটির ব্যাপক চাহিদা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মাটি কাটার গভীরতার পরিমাণ ২ থেকে ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে।

    অথচ ২০১৩ সনের ৫৯ নং আইন ৫(১) ধারাই বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না।

    কৃষি বিজ্ঞানের ভাষায় যে কোনো ফলনযোগ্য জমির উৎপাদন শক্তি জমা থাকে মাটির ৬ থেকে ১৮ ইঞ্চি গভীরতায়। মাটির এই অংশেই যে কোনো ফসল বেড়ে উঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। বীজ রোপণের পর এই অংশ থেকেই ফসলটি প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে। এই অংশটি একবার কেটে নিলে সে জমির আর প্রাণ থাকে না। এমনকি ওই জমিতে ৫ থেকে ১০ বছরের মধ্যে কোনো ফসল বেড়ে উঠবে না। এতে জমিটি পরিত্যক্ত হয়ে যায়।

    জানা যায়, কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার কারণে ফসলের প্রধান খাদ্য নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, জিংক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামসহ বিভিন্ন জৈব উপাদানের ব্যাপক ঘাটতি হচ্ছে।

    অন্যদিকে, চলাচলে নিষেধ থাকলেও মাটি ভর্তি ভারি ট্রাক ও ট্রলি চলাচল করায় গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

    ইটভাটার এক তত্ত্বাবধায়ক জানান, মাটি ব্যবসায়ীরা তাদের ইটভাটার মাটি সরবরাহ করে থাকে। ভাটা মালিকরা কেউ টপ সয়েল কাটায় সরাসরি জড়িত নয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ও ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রভাবশালী নেতারা এসব জমির মাটি সরবরাহ করছেন ইটভাটায়।

    নাম না প্রকাশে এক কৃষক আক্ষেপ করে বলেন, আগে আমার জমিতে যা ধান  উৎপন্ন হত তা দিয়ে আমার পরিবারের সারা বছরের আয় হয়ে যেত। পাশের জমির মাটি কাটার ফলে আমার জমি ক্ষতিগ্রস্থ হলে আমার জমির ও মাটি কেটে ফেলি। এখন আমার জমিতে ৬ মাস ফসল উৎপাদন হয় যা আগের তুলনায় এক তৃতীয়াংশ।

    বিশেষজ্ঞরা অতিরিক্ত ইটভাটা গড়ে উঠার কারণে চরম ভাবে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় ফলমূল ও ফসলের উপর বিরূপ প্রভাব দেখা দিচ্ছে বলে জানিয়েছেন।

    কৃষি জমির মূল্যবান এই মাটি ‘টপ সয়েলথ কেটে নিয়ে গেলেও উপজেলা কৃষি প্রশাসন রহস্যজনকভাবে নিরবতা পালন করে চলেছে। ফসলি জমির টপ সয়েল বিনাশের কারনে ফসলি জমির ফসল উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে বাংগাখাঁ  ইউনিয়নের প্রায় সকল এলাকায় জমি থেকে প্রায় ২-১০ ফুট গভীর কূপ খনন করে মাটি সংগ্রহ করা হচ্ছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া এই মাটি গ্রামীণ সড়কের উপর দিয়ে পরিবহণ করার ফলে সড়কে মাটি স্তর জমার কারণে সামান্য বৃষ্টিতে সড়কগুলো মারাত্মক পিচ্ছিল হয়ে ঝুকিপূর্ণ হয়ে ওঠছে।

     

  • উল্লাপাড়ায় আউসের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় আউসের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘আমরা উল্লাপাড়ার সন্তান (আউস)এর উদ্যোগে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    ২ এপ্রিল রোববার সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৭৫ জন দুস্থ অসহায় মানুষের হাতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। আউসের সভাপতি আলহাজ্জ ইঞ্জি: এস, এম আব্দুর রহমান মুক্তার সভাপতিত্ব করেন।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আউসের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এ খাবার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক সহকারী পরিচালক ডাঃ সুকুমার সুর রায়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও আউসের সাধারন সম্পাদক ডাঃ শামসুল আলম স্বপন, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শেখ এম, এ মতিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ, এই স্বেচ্ছাসেবী সংগঠন মহামারী করোনা ভাইরাসের প্রথম থেকে এলাকার দুস্থ ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন।

  • রায়গঞ্জ ধানগড়া ইউনিয়নকে রোল মডেল করতে চান ইলিয়াস-ভোরের কণ্ঠ।

    রায়গঞ্জ ধানগড়া ইউনিয়নকে রোল মডেল করতে চান ইলিয়াস-ভোরের কণ্ঠ।

    মাননীয় প্রধানমন্ত্রীর ইস্তেহার ছিলো গ্রাম হবে শহর তার ধারাবাহিক বজায় রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানগড়া ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইলিয়াস হোসেন সরকার।

    এলাকায় অনেক অসমাপ্ত কাজ সম্পন্ন করে উপজেলার মধ্যে ধানগড়া ইউনিয়নকে শ্রেষ্ঠত্বের দ্বার প্রান্তে নিয়ে মডেল ইউনিয়ন ঘোষনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী প্রচার প্রচারনায় এক ধাপ এগিয়ে রয়েছেন তিনি।

    তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রোহা গ্রামের মৃত আবু সাইদ সরকার এর সু-যোগ্য পুত্র।

    ১৯৯৮ সালে ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।মাদকবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সর্বাঙ্গে। মাদকমুক্ত গড়তে ইউনিয়নের আলোকিত মানুষদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন তিনি।

    এ আন্দোলনের মাধ্যমে অনেকটায় কমে এসেছিলো মাদক ও চোরাকারবারির দৌরাত্ম। তারপর শিল্প ও বানিজ্যে বিষায়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সভাপতি বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবকলীগ রায়গঞ্জ উপজেলা শাখা ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন জনগন তাকে খুব ভলোবাসেন, সেই ভালোবাসায় বৃদ্ধ মান রেখে আগামীতে ধানগড়া ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান পদপার্থী হয়ে সকল জনগণের দোয়া ভালোবাসা প্রত্যাশী চাই।

  • কলাপাড়ায় দুস্থদের মাঝে নৌ-বাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় দুস্থদের মাঝে নৌ-বাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য প্রদান করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

    ১ মে শনিবার দুপুরের দিকে শের-ই-বাংলা নৌ-ঘাঁটি এলাকা থেকে লালুয়া ইউনিয়নের দু:স্থ ও অসহায় ২০০টি পরিবারে মাঝে এ সকল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
    খুলনা নেভাল এরিয়ার কমান্ডার’র পক্ষ হতে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বানৌজা শের-ই-বাংলাথর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শিমসন বিপ্লব দাস।

    এ সকল ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলাবুট, লবন ও আটা। নৌ-বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, লালুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হবে।

  • লক্ষীপুরে সিন্ডিকেট বহাল; সোশ্যাল মিডিয়ায় তরমুজ না কেনার ঘোষণা-ভোরের কণ্ঠ।

    লক্ষীপুরে সিন্ডিকেট বহাল; সোশ্যাল মিডিয়ায় তরমুজ না কেনার ঘোষণা-ভোরের কণ্ঠ।

    মাত্রা অতিরিক্ত গরম এবং রমজান উপলক্ষে তরমুজের চাহিদা থাকায় এটাকে পুঁজি করে লক্ষীপুর জেলায় কিছু অসাধু তরমুজ ব্যাবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেটের মাধ্যমে তরমুজের দাম বাড়িয়েছে দ্বিগুন, বিপাকে সাধারণ মানুষ, বিশেষ করে তরমুজের এত আকাশচুম্বী দাম হওয়ায় নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের তরমুজ কেনার ইচ্ছা থাকলেও তা ক্রয় করা যেনো তাদের সাধ্যের বাইরে।

    তবে ইতিমধ্যে তরমুজের অতিরিক্ত দাম ও অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে এবং তরমুজ না কেনার ঘোষণা ঝড় উঠেছে লক্ষীপুরে সোশ্যাল মিডিয়ায়। লক্ষীপুর তরমুজের অতিরিক্ত দাম বৃদ্ধি এবং কেজি হিসেবে তরমুজ বিক্রি করায় সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (সোশ্যাল মিডিয়ায়) তরমুজ না কেনার ঘোষণা দিয়েছেন অনেকে। গত কয়েকদিন ধরে লক্ষীপুরে বিভিন্ন জনের ফেসবুক ওয়ালে তরমুজ না কেনার ঘোষণা দিয়ে এসব প্রতিবাদী পোস্ট করতে দেখা গেছে।

    জানা যায়,প্রচন্ড তাপদাহ এবং পবিত্র রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু খুচরা তরমুজ বিক্রেতারা ৭০ টাকা থেকে ৮০ টাকা দরে তরমুজ বিক্রি করে আসছে। এ নিয়ে লক্ষীপুরের স্থানীয় পত্র-পত্রিকায় কয়েকটি সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন মাঠে নামলেও সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রশাসনের চোখকে আরাল করে নীরবেই তরমুজের সিন্ডিকেট ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

    প্রশাসন যখন মাঠে নামে তখন তারা জানান, কেজিতে নয়, তারা পিস হিসেবে তরমুজ বিক্রি করে থাকেন। কিন্তু যখন প্রশাসন চলে যায়, তখন তারা সে পূর্বের মতোই ৭০/৮০ টাকা দরে কেজি বিক্রি করতে দেখাযায়। অনেকে কেজি দরে বিক্রি না করলেও একটি তরমুজ কেজির হিসাব করে যত টাকা মূল্য আসে, সেই মূল্য অনুযায়ীই দাম চেয়ে তারা ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য আদায় করছেন। পুরো রমজানের শুরু থেকে এসব ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ ক্রয় করলেও তারা কেজি হিসেবে চড়া দামে তরমুজ বিক্রি করে আসছে।

    এজন্য এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে অনেককে প্রতিবাদী হয়ে এবছর তরমুজ না কিনার ঘোষণা দিয়ে একাধিক ব্যক্তিকে যার যার ফেসবুকে পোস্ট করতে দেখা যায়।

     

  • তানোরে ভারত ফেরত একটি পরিবারকে লক ডাউন-ভোরের কণ্ঠ।

    তানোরে ভারত ফেরত একটি পরিবারকে লক ডাউন-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর তানোরে ভারত ফেরত একটি পরিবারকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। এমন লক ডাউনের ঘটনাটি ঘটেছে, তানোর পৌর এলাকার ৩নং চাপড়া গ্রামে।

    জানা গেছে, চাপড়া গ্রামের মৃত অম্বিকা অধিকারীর ছেলে দীলিপ অধিকারী প্রায় ১মাস আগে তার অসুস্থ মেয়ে দিয়া অধিকারীর হার্ডের চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান। কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় তার মেয়ের হার্ডের অপারেশন করতে বিলম্ব হওয়ায় অর্থিক সংকটের জন্য দীর্ঘদিন ভারতে থাকা সম্ভব না হওয়ায় দীলিপ অধিকারী সবরকম পরিক্ষা নীরিক্ষা করে তার মেয়েকে নিয়ে বাংলাদেশে ফেরত আসেন।

    এতে করে ভারত ফেরত কথা শুনে তানোর থানার পুলিশ সঙ্গে সঙ্গে পরিবারটির বাড়িতে গিয়ে পুরো পরিবারকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে তাঁদের বাড়িটি লক ডাউন ঘোষণা করা হয়।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের দীলিপ অধিকারী তার মেয়েকে ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরে আশার কথা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বাড়িটি লক ডাউন ঘোষণা করা হয়েছে।

  • কামারখন্দ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত দলের সদস্য আটক-ভোরের কণ্ঠ ।

    কামারখন্দ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত দলের সদস্য আটক-ভোরের কণ্ঠ ।

    সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলাশ ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার নান্দিনামধু গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার নয়ন, নাইমুল ইসলাম, সুমন ও শাহজাদপুর উপজেলার আরিফুল ইসলাম।

    এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, শুক্রবার (৩০ এপ্রিল) মধ্য রাতে জামতৈল-কড্ডা সড়কে পুলিশ টহল দেওয়ার সময় ৪ যুবকের চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। তাদের বহন করা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ডাকাত দলের সদস্যদের নিকট থেকে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ডাকাত দলের সদস্যরা জানান, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ৩ অটোভ্যান চোর আটক-ভোরের কণ্ঠ ।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ৩ অটোভ্যান চোর আটক-ভোরের কণ্ঠ ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ অটোভ্যান চোরকে আটক করেছে স্থানীয় জনসাধারন।

    জানা যায় উপজেলার সলপ ইউনিয়নের সলপ গ্রামের মৃত জহুরুল ইসলাম (রাজার) ছেলে মোঃ মাজিদুল ইসলাম অটোভনে ঘাস নিয়ে বাড়িতে রেখে এসেই দেখে তার অটোভ্যানটি চুরি হয়ে গেছে।

    চোর চক্রের সদস্য উপজেলার রাধানগর গ্রামের হাচেন প্রামাণিকের ছেলে মোঃ রাসেল হোসেন(২০),চড়িয়া চকপাড়া গ্রামের শুকারের ছেলে স্বপন মিয়া(২৩), সিরাজগঞ্জ সদর ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সুজন আলী(২১) শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় উল্লেখিত এলাকা থেকে অটোভ্যানটি চুরি করে সলপ স্টেশনের দিকে নিয়ে আসে।এসময় স্থানীয় লোকজন তাদের গতিবিধি ভালো না দেখে জিজ্ঞাসা করে।
    জিজ্ঞাসাবাদের একপর্যায় তাদের আটক করে ভদ্রকোল বঙ্গবন্ধু আদর্শ ক্লাবে আটক করেন।
    এ সময় তাদের নিকট থেকে একটি চাকু ও তিনটি মোবাইফোন উদ্ধার করা হয়।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রফিব জানান উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ স্টেশনে জনতা তিন অটোভ্যান চোরকে আটক করে।মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে আটককৃত তিন চোর ও একটি চাকু,দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।চুরি হওয়া অটোভ্যানটি মালিক মাজিদুলের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারের আটককৃতদের বিরুদ্ধে চিনতাই মামলা রজু করা হয়েছে।

  • বগুড়ায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ; ২দিন পর লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    বগুড়ায় নামাজ পড়তে গিয়ে নিখোঁজ; ২দিন পর লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    বগুড়ায় তারাবি নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির ২ দিন পর ধানক্ষেত থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহতের নাম মশিউর রহমান সোনা মিয়া (২৬)।

    শনিবার (১মে) সকাল ৯টায় বারপুর দক্ষিণপাড়ার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
    নিহত সোনা মিয়া বগুড়া সদর উপজেলার বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার পুত্র। সে পেশায় একজন দলিল লেখক ছিলেন।

    পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর সোনা মিয়া অন্যান্য দিনের ন্যায় রাতে বাড়ির পাশে মসজিদে তারাবি নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়। এদিকে রাতে তারাবি নামাজ শেষ হলেও যথা সময়ে সোনা মিয়া বাড়িতে ফেরেনি। সে রাতে না ফেরায় পরিবারের লোকজন চিন্তায় মসজিদসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায় না।

    পরের দিন শুক্রবার সোনা মিয়ার স্ত্রী সোনিয়া সদর থানায় এ সংক্রান্ত একটি জিডি দায়ের করেন। এরপর এলাকায় মাইকিং করলেও সোনা মিয়া নিখোঁজই রয়ে যায়। এরই ধারাবাহিকতায় শনিবার (১মে) সকালে নিহতের বাড়ির পাশে একটি মাঠের ধানক্ষেত থেকে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পঁচা দূর্গন্ধের তালাশ করতে গিয়ে এলাকাবাসী ওই লাশ দেখতে পায়।

    একপর্যায়ে নিখোঁজ সোনা মিয়ার লাশ বলে তার পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এরপর এলাকাবাসী বগুড়া সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সোনা মিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

    বগুড়া সদর থানার (তদন্ত) ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক ভাবে হত্যাকান্ড ধারণা করা হলেও তাকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

    তবে ময়না তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলা হচ্ছে। তাদের পূর্বে কোন শত্রুতার জের আছে কিনা এবিষয় মাথায় রেখে কাজ করা হচ্ছে।