ঢাকা আরিচা মহাসড়কে সাভার থানার জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আজ ৫ ই মে রোজ বুধবার ২২শে রমজান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন- সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডা: মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ – সভাপতি মোঃ মঞ্জু ভান্ডারী। আরো উপস্থিত ছিলেন সাভার থানার জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব মল্লিক। উক্ত আয়োজনে সাভার থানার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা।
আরো উপস্থিত ছিলেন সুমন উদ্দিন হাওলাদার সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন যুবলীগ, সাভার থানার জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোঃ সুফিয়ান পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ হাফিজুর রহমান কার্যকরী সদস্য। আরো উপস্থিত ছিলেন সাভার থানার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্ধ ও সদস্যগণ।
সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার মাহফিলে মহামারী করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে সুরক্ষা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদ এর রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন উক্ত মাহফিলে।
নাটোরের নলডাঙ্গায় উপজেলা স্কাউটস ও উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার এতিম ও অসহায় ২০ জন শিশুকে উপহার হিসেবে জামা,পাঞ্জাবি,ও শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মে) সকাল ১১ টায় উপজেলা চত্বরে অসহায় শিশুদের মাঝে উপহার বিতরণ করেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি আব্দুল্লাহ আল- মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহ-ধর্মিণী ডাঃ তাসমিয়া শিরিন, উপজেলা স্কাউটস এর সম্পাদক মামুনুর রশীদ, জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক কাহারুল ইসলাম জয়,নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রোভার রবিউল ইসলাম,রোভার মেট হুমায়ুন রশিদ, শহীদ নজমুল হক কলেজের সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান,পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের সিনিয়র রোভার মেট কাজি একলাছসহ প্রমূখ।
উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলার ধনকোড়া গ্রামের তিন এতিম শিশুর বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন তাঁর সহ ধর্মিণীডাঃ তাসমিয়া শিরিন সহ স্কাউটস নেতৃবৃন্দ।
করোনায় কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে বুধবার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সলপ ইউনিয়নের সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।
উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া জানান, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঈদুল ফিতরের আগে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া হয়। উল্লাপাড়ায় এই উপহার কার্যক্রমের আওতায় মোট ২ কোটি ২১ লাখ ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৪৪ হাজার পরিবার এ অর্থ পাবেন।
দেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে ভোলার দৌলতখানে বুধবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দৌলতখানের পাতারখাল মাছঘাট এলাকায় জেলেদের সাথে মৎস্য বিভাগের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সচেতনতামুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ.ম ফারুক , সাংবাদিক কাজি জামাল . রোমানুল ইসলাম সোহেব . মোঃ ছিদ্দিক সহ প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত জেলার জড়ি ও টুইস্টিং মিলের ২৬০ জন শ্রমিক এবং অন্যান্য শ্রেণী পেশার আরো ৫০ জন সহ মোট ৩১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (৫ মে ২০২১) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ উপহার প্রদান করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, নেজারত ডেপুটি কালেক্টর, সিরাজগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মহিপুরের ধুলাসার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের নামে অর্থ বরাদ্ধ করে পারিবারিক গোরস্থান নির্মাণের অভিযোগ উঠেছে। জনশ্রুতি রয়েছে তিনি ব্যাপক টাকা খরচ করে বিতর্কির্ত নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বার্চিত হয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আশ্রয়ন প্রকল্প-২ আওতাভুক্ত ভূমিহীন ও গৃহহীনদের ঘর বিতরণ থেকে শুরু করে জেলেদের নামে বরাদ্ধকৃত চাল, টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ প্রত্যেকটি ক্ষেত্রে অনিয়ম করেছেন। এ বিষয়ে দফায় দফায় অভিযোগ উঠলেও উপজেলা প্রশাসনের নিরবতার কারণে বার বার পার পেয়ে যাচ্ছেন। অজ্ঞাত কারণে উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৯নং ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ জলিল আকন ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ২য় পর্যায় নগদ অর্থের বিপরীতে ১ লক্ষ ৯২ হাজার পাঁচশত ও ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় ২য় পর্যায় নগদ অর্থের বিপরীতে ৩ লক্ষ ৬৮ হাজার টাকাসহ সর্বমোট ৫ লক্ষ ৬০ হাজার পাঁচশত টাকায় প্রকল্প বাস্তবায়নে দু’টি এজেন্ডা দেন। গত ১১ মার্চ পরিষদের সভার মাধ্যমে চাপলী বাজার জামে মসজিদের পশ্চিম পাশের্ব কবরস্থানের বাউন্ডারী নির্মাণ একটি প্রকল্প দেখানো হয়। সেখানে চেয়ারম্যান আঃ জলিল আকন নিজে সভাপিত হয়ে পঁাচ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে মসজিদের গোরস্থান নির্মাণ না করে নিজের পারিবারিক কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। কমিটিতে চেয়ারম্যান নিজে সভাপতি এবং তার অনুসারী ৩ জনকে সদস্য করা হয়। ওই কমিটিতে নামে মাত্র চাপলী বাজার জামে মসজিদের ইমাম মোঃ জাকারিয়াকে রাখা হলেও এ বিষয়ে তিনি কিছুই জানানো হয়নি। অবশ্য এর প্রমাণও পাওয়া গেছে, কমিটির রেজুলেশনের খাতায় সকলের পিতার নাম থাকলেও ইমাম জাকারিয়ার পিতার নাম উল্লেখ নেই। এবিষয়ে ইমাম মো. জাকারিয়া বলেন, ‘প্রকল্পের বিষয় আমি কিছুই জানি না। আমাকে কোন দিন ডাকা হয়নি’।
এ ব্যাপারে মস্জিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এসএম আহসান বলেন, চেয়ারম্যান আঃ জলিল আকনকে বলা হয়েছে মস্জিদের পাশের্ব জনসাধারণের জন্য কবরস্থান করা হবে ভালো, তবে তদারকীতে মস্জিদ কমিটির লোক রাখা হউক। কিন্তু সে তা না করে তার খেয়াল খুশি মত সরকারী অর্থের বরাদ্ধের টাকা দিয়ে তার নিজের পারিবারিক গোরস্থান নির্মার্ণের কাজ শুরু করেছে। তিনি এর আগেও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে এসএম আহসান অভিযোগ করেন।
মসজিদ কমিটির সভাপতি মোঃ আজাহার খলিফা বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন কমিটিতে যারাই থাকুকনা কেন মস্জিদ সংশ্লিষ্ট কাজ হলে মস্জিদ কমটির সদস্য তথা মুসুল্লীরা বিষয়টি জানার কথা। সেখানে সভাপতি ছাড়া কোন সদস্যই কিছু জানেন না’।
সরেজমিনে গিয়ে জনা গেছে, ২০১৪ সালে বর্তমান চেয়ারম্যান আঃ জলিল আকন ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তখন স্থানীয় সাংসদ পানী সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সহযোগিতায় মস্জিদ খালিদ জামিল (চাপলী বাজার কেন্দ্রীয় জামে মস্জিদ) নির্মাণ কাজের প্রকল্প তৈরী করেন। সেখানেও তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হয়ে সাত সদস্যর একটি কমিটি গঠন করে মস্জিদ উন্নয়নে নির্মাণ কাজ শুরু করেন। সেখানে দেখা যায়, আল ফোরকান ফাউন্ডেশনের ৩৪ লক্ষ ও স্থানীয় অনুদান সহ ৪১ লক্ষ ২২ হাজার পনের টাকা ব্যয় নির্মাণ কাজ করা হয়। যেখানে নামে ভৌতিক ভাউচার তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রমাণ বিদ্যমান। একটি তুলাগাছ (শিমুল গাছ) বাবদ ৩৫ হাজার তিন’শ চুরাশি টাকা দেখানো হয়েছে অথচ তুলাগাছটি কেনা হয়নি। পাউবো বেড়িবঁাধ থেকে মসজিদের উন্নয়নের স্বার্থে কেটে আনা হয়েছিলো। এভাবে অফিসিয়াল আপ্যায়ন, ষ্টেশনারী সব মালামালের আলাদা আলাদা বিল ভাউচার থাকা সত্ত্বেও বিবিধ ভাউচার তৈরী করে টাকা আত্মসাতের একাধিক প্রমাণ মিলেছে।
কবরস্থান বিষয় জানতে চাইলে চেয়ারম্যান আঃ জলিল আকন বলেন, মসজিদের পাশের্ব কবরস্থান করার কথা থাকলেও মস্জিদ কমিটির সমন্বয়হীনতার কারণে তা করা যায়নি। তাই বরাদ্ধকৃত অর্থ উত্তোলন করিনি। এখন আমর নিজের অর্থায়নে পারিবারিক কবরস্থান নির্মাণ করছি।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির বলেন, ‘প্রকল্প অনুমোদনের জন্য আমরা জেলায় পাঠিয়েছি এখনও প্রক্রিয়াধীন। তবে কাজ করলে প্রকল্প যেখানে সেখানেই করতে হবে, অন্য কোথাও করলে বিল হবে না। বিশেষ করে প্রকল্প সংশোধন করার প্রয়োজন হলে তাও করা যাবে।
সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনস্বার্থে বিভিন্ন স্থানে এলজিএসপি ৩ প্রকল্প’র অর্থে উন্নয়নের কাজ করা হয়েছে।
৫ মে বুধবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এলজিএসপি’র ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দ থেকে নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের বিভিন্ন কর্মসূচি ও গ্রামের যুব সমাজের বিনোদনে ,সরকারী বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য ১টি উম্মোক্ত মঞ্চ, নাদোসৈয়দপুর বাজারের পশ্চিম পাশের্ব জনস্বার্থে বিশেষ করে নদী মাতৃক ব্যবসায়ীদের সুবিধার্থে ও বাজারের উন্নয়ন কল্পে নদীর কিনার থেকে পাকা রাস্তা পর্যন্ত ১টি ঘাট নির্মাণ, নাদোসৈয়দপুর বাজার সংলগ্ন চাদের মোড়ে আরেকটি ঘাট ,এছাড়াও হামকুড়িয়াতে ১টি কালভার্টসহ আরও ২ কালভার্ট,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণসহ উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন, আমার নিজের সংসার ও ইউনিয়ন পরিষদকে ভিন্ন মনে করি না। সংসারের উন্নয়নে কর্তা দায়িত্ব পালন করে যেমন ভাবে সংসার পরিচালন করেন ঠিক তেমনি ভাবে আমি ইউনিয়নের মনিব হিসেবে এই মাগুড়া বিনোদ ইউনিয়ন সাজানোর চেষ্টা করছি। আগামী নির্বাচনে মাগুড়া ইউনিয়ন বাসী যদি আমাকে এই সংসার পরিচালনার ভার দেন তাহলে এই ইউনিয়নকে উপজেলার মধ্যে তথা জেলার মধ্যে ১টা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
পবিত্র মাহে রমজান ও বৈশাখের শেষভাগে তাপদাহ বাড়তে শুরু করেছে। মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় উঁকি দিলেও পরক্ষনই প্রখর রোদে তাপদাহর তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যদিও দিন বড় ও রাত ছোট হচ্ছে তবুও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসুল্লিরা প্রচন্ড গরম উপেক্ষা করে সারাদিন মাঠে কাজ করে রোজা রাখছেন। প্রভুর সান্নিধ্যে এক জন দিমমজুর শরীরের ঘাম ঝড়িয়ে মাঠে কাজ করে এবং এক জন শ্রমিক হাড়ভাঙ্গা পরিশ্রম করে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও রোজাদার ব্যক্তি বছরে একটি মাস সিয়াম সাধনা করে।
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কাজিপাড়া গ্রামের দিনমজুর বিশু প্রামাণিক জানান প্রথম ১০/১২ রোজায় শরীরের দুর্বলতা অনুভব হয় না। এ সময় শরীরে শক্তি পরিমান বেশি থাকে এবং রোদের তাপ কম থাকায় কষ্ট কম হয়। এখন গরম বেশি ক্রমেই শরীর দূর্বল হয়ে পড়ায় দিনমজুরদের রোজা রেখে কাজ করা কষ্ট হচ্ছে। কষ্ট হলেও নিয়মিত রোজা রাখি।
দহকুলা গ্রামের দিনমজুর লোকমান হোসেন জানান রোজা রেখে প্রচন্ড গরমে ধান কাটা খুব কষ্টের কাজ।বেলা গরিয়ে যাওয়ার পর খিদে ও পিপাসায় রোজাদার দিনমজুর শারীরিক ও মানষিক ভাবে দুর্বল হয়ে পরে। একটু গরম লাঘবের জন্য খাল/নদী/ পুকুরের ঠান্ডা পানিতে একাধিক বার গোসল করেন। রোজাদার দিনমজুর এ মাসে সকাল থেকে টানা বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত মাঠে কাজ করে ৪’শ টাকা মজুরি পাই।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির জন্য তথা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ পূর্বজামানার ন্যায় এখনও মুড়ি বা পান্তা ভাত দিয়ে ইফতার করে। এতেই তারা সিক্ত। অর্থাৎ আঙ্গুর ফল টক গল্পের মতো। করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউনে এ শ্রেণি পেশার মানুষের অর্থনৈতিক সমস্যাটাই বড় হয়ে দাঁড়িয়েছে।সামনে ঈদ মাঠে কাজ করে যে পয়সা রোজগার করে বাজার অনুপাতে খাওয়া দাওয়া শেষে ছেলে মেয়ের জন্য ঈদের জামা কাপড় কেনার পয়সা থাকে না। আমাদের মতো গরীব মানুষের জীবনটাই কষ্টের।
উপজেলার কাজিপাড়া গ্রামের নিঃসন্তান বিধবা সুফিয়া বেগম ভোরের কন্ঠ পত্রিকার প্রতিবেদককে জানান সারাদিন প্রচন্ড গরমে রোজা রেখে অন্যের বাড়িতে কাজ করেছি।চেয়ে আনা মুড়ি ও পান্তা ভাতে রান্না করা কচুর শাক মিশিয়ে ইফতার করছি। সোহ্ রীর সময় মাঠ থেকে তুলে আনা কচুর শাক ও একপট চাউল রান্না করে খেয়ে অর্ধেক ভাতে পানি দিয়ে পান্ত করে রেখেছিলাম।চোখের পানি ফেলে কান্না বিজরিত কণ্ঠে তিনি বলেন বয়স হয়ে গেছে আগের মত কাজ করতে পারি না। আমাদের মতো দুখি মানুষের কষ্ট কেউ বোঝে না।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান ওই বিধবা নারীর কথা সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আমাকে জানায়নি। গণমাধ্যম কর্মিদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুততম সময়ের মধ্যে ওই বিধবা নারীর জন্য প্রয়োনীয় সহযোগিতার ব্যবস্থা করবো।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ অসহায় ছিন্নমুল মানুষের মাঝে তৈরি খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। ৪ মে মঙ্গলবার বিকেলে দৈনিক সিরাজগজ্ঞ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন খানের উদ্যোগে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে ২ শতাধিক তৈরি খাবারের প্যাকেট বিতরণ করা হয়।এতে খাবার প্যাকেটে ছিল, ভুনা খিচুড়ি, ডিম ও খেজুর।
ইফতারি বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস পিপিএম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, সাংবাদিক মোঃ সাহারুল হক সাচ্ছু, মোঃ সাহেব আলী, আল মাহমুদ, মোঃ রায়হান আলী, আবু বকর সিদ্দিক বাবু, এনডিপি’র এরিয়া ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা ও উল্লাপাড়া শাখা ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন।