Author: admin

  • রাজারহাটে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    রাজারহাটে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু-ভোরের কণ্ঠ।

    কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাব্বী(১১) নামের ৭ম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশু নিজে গলায় ওড়না পিঁচিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে ফাঁসে ঝুলিয়ে দিয়েছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনার।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত রাব্বি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ছুটু মৌজার হারেছ আলীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোদ্দারে ব্রীজের পশ্চিম পাশে ক্যানেলের উপরে গাছের সাথে গলায় ওড়না পেঁছানো ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে তার বাবাকে খবর দেয়। মোবাইল ফোনে তার ছেলের মৃত্যুর খবর জানতে পেরে বাবা ঘটনাস্থলে ছুটে যায়। তার আত্মচিৎকারে পথচারীসহ বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে।

    খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে রাজারহাট ফোর কানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল। হত্যার শিকার ওই ছেলের মাতা রেবা বেগম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বাপ-ছেলে হাঁসের পাল নিয়ে ক্যানেলে যায়। সেখানে ছেলেকে রেখে এসে বাড়িতে খড় শুকানোর কাজ করে। কে বা কারা ফোন করে ছেলে মারা যাওয়ার বিষয়ে জানালে সে ছুটে যায়। প্রত্যক্ষদর্শী সাহেব আলী, ইউপি সদস্য মোসলেম উদ্দিনসহ অনেকে বলেন, লাশের গলায় লাল ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। লাশটি মাটিতে হাঁটু গেড়ে ছিল। পাশে অর্ধেক খাওয়া অবস্থায় ভাত-তরকারী পড়ে ছিল।

    ক্যানেলের ওপরদিকে শ্রমিকরা ধান কাটছিল। কিন্তু ঘটনার পর আর কেউ ঘটনাস্থলের আশপাশে ছিল না। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

    রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, প্রাথমিক তদন্তে লাশের গলায় ফাঁস ছিল। এ বিষয়ে ইউডি মামলা দায়ের হয়েছে। আজকাল ক্যারাইম পেট্রোল, সিআইডি, ইউটিউব দেখে ছোট ছোট শিশুরাও অনেক অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তেমনটি হতে পারে। তবে ময়নাতদন্ত রির্পোট এলেই সব বের হয়ে আসবে।

  • সড়কের উপর ধান মাড়াই,ঝুকি নিয়ে চলাচল, ঘটছে দুর্ঘটনা-ভোরের কণ্ঠ।

    সড়কের উপর ধান মাড়াই,ঝুকি নিয়ে চলাচল, ঘটছে দুর্ঘটনা-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর মহাসড়কটি এখন কৃষকদের ধান-ভূট্টা মাড়াই ও খড় শুকানোর চাতালে পরিণত হয়েছে। সড়কের ওপর ধান ও খড়ের পালা। সারাক্ষণ চলছে ধান ও ভুট্টার মাড়াইয়ের কাজ। সড়ক জুড়ে শুকানো হচ্ছে ভূট্টা, ধান ও খড়।

    এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা ও হতাহতের ঘটনা। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে টেম্পো, অটো রিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীরা।

    স্থানীয়দের অভিযোগ,প্রতি বছর ভূট্টা ও বোরো মৌসুম সড়কটি দখলে থাকে সড়কের আশপাশের গ্রামের কৃষকদের । সড়কটির ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটারের মধ্যে গত বছর ১৫ থেকে ২০ জন দুর্ঘটনায় হতাহতের শিকার হয়েছেন। এ বছর ১৭টি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

    সরেজমিন, ফুলবাড়ী থেকে মধ্যপাড়া পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার সড়ক জুড়ে দলদলিয়া ডাঙ্গাপাড়া, মহেষপুর, তেতুলিয়া, চিলাপাড়া, ভাগলপুর, ভালকা জয়পুর, মহিষবাতান, রসুলপুরসহ প্রায় ১০ গ্রামের কৃষকেরা পুরো সড়কটি দখলে নিয়ে মাঠ থেকে ধান কেটে মহাসড়কের ওপর পালা করে যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন। ধান মাড়াই শেষে সড়ক জুড়ে ধান ও খড় শুকানো হচ্ছে। এতে বিশাল প্রশস্তের মহাসড়কটি এখন সরু সড়কে পরিণত হওয়ায় সেই সরু সড়কের ফাঁক ফোঁকড় দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছোটবড় যানবাহন। তবে করোনা ভাইরাসের প্রভাবে বড় যাত্রীবাহী যানবাহন চলাচল সীমিত হওয়ায় এই হতাহতের সংখ্যা অনেক কম।

    কয়েকজন কৃষক বলেন আগের মতো আর ফাঁকা জায়গায় না থাকায় কাছেই বড় সড়ক রয়েছে তাই ধান ফেলে না রেখে সড়কে মাড়াই করে শুকিয়ে নিচ্ছেন।

    মোটরসাইকেল আরোহি ও ট্রাকচালকের সঙ্গে কথা বললে তারা জানান, সড়কটিতে ধান কাটা মাড়াই মৌসুমে ধান মাড়াই ও খড় শুখানোর কারনে  প্রচুর ঝুঁকিয়ে নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মাঝে মধ্যে ছোট-বড়ো দুর্ঘটনা ঘটছে।

    বিষয়টি নিয়ে কথা বললে বড়পুকুরিয়া পুলিশ ফাড়ি ইনচার্জ মো: সুলতান মাহমুদ বলেন, বার বার নিষেধ করার পরেও তারা কথা মানছেন না, তবে বিষয়টি নিয়ে শিঘ্রই আবারো ব্যাবস্থা নেয়া হবে।

     

  • রায়গঞ্জের তিনটি ইউনিয়নে ১৫’শ পরিবারের মাঝে সহায়তা প্রদান-ভোরের কণ্ঠ।

    রায়গঞ্জের তিনটি ইউনিয়নে ১৫’শ পরিবারের মাঝে সহায়তা প্রদান-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছাসহ তিনটি ইউনিয়নের হতদরিদ্র ১৫’শ পরিবারের মাঝে মানবিক সহায়তা (জিআর) প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৬ মে ২০২১ইং) সকালে রায়গঞ্জ উপজেলার নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নে ১৫থশ পরিবারের মাঝে ৫থশ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
    রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ঈদ উপলক্ষে ও করোনাকালে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৫থশ পরিবারের মাঝে জিআর প্রদান করা হয়েছে।

    মানবিক সহায়তা প্রদানকালে নলকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর জব্বার সরকার, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা লোকমান হোসেন, ইউপি সচিব আরিফুল ইসলাম, পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, সচিব রেজাউল করিম, ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন সচিব হাফিজুর রহমান সহ ইউপি সদস্য, ইউপি সদস্যা, ট্যাগ অফিসার, সহকারী ট্যাগ অফিসারগণ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • পলাশবাড়ীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল-ভোরের কণ্ঠ।

    পলাশবাড়ীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল-ভোরের কণ্ঠ।

    জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে ৬ মে বৃস্হপতিবার পলাশবাড়ী অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাদক শাহ জালাল সরকার খোকন, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মাহামুদুল হক মামুন,সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেব হাক্কানি,সদস্য সচিব ইমতিয়াজ আহম্মেদ রনি,শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাস,সদস্য সচিব ফরহাদ আলী, সদস্য সিফাত,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক রবিউল লিয়াকত, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন,

    পলাশবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিন মন্ডল, সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক নেতা, আলমগীর কবির শামিম, আশরাফুল, আরিফ,পাপুল সরকার,বারী,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী শামিম রেজা,সামাউন আনোয়ার, ইমরান, মেহেদী, নাজমুল থানা যুবদল নেতা, মামুনুর রশিদ মামুন, নাজমুল হানিফ পৌর যুবদল নেতা ফুয়াদ কবির ফুহাদ, আল আমিন সরকার,থানা ছাত্রদল নেতা আরিফ, জাকির, পৌর ছাত্রদল নেতা আকাশ কবির সহ অংগঠনের নেতাকর্মীগণ।

    শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় নেতাকর্মীরা দোয়া পরিচালনা করা হয়।

  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন সাংসদ রত্না আহমেদ-ভোরের কণ্ঠ।

    প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন সাংসদ রত্না আহমেদ-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃনাটোরের নলডাঙ্গার ১নং ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা কালিন ও ঈদ সহায়তার আড়াই লাখ টাকা ৫০০ জনের মধ্যে ৫০০ টাকা হারে তুলে দেন, নাটোর – নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না আহমেদ।

    বৃহস্পতিবার(৬ ই মে) সকাল সাড়ে দশটায় ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন,কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লাসহ প্রমূখ।

    রত্না আহমেদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া চান, এবং চলমান বৈশ্বিক মহামারী থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরে,আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।

  • কাজিপুরে করোনাকালে অসহায়দের পাশে আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে করোনাকালে অসহায়দের পাশে আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক-ভোরের কণ্ঠ।

    করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।  ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা ও বস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরাণপুর গ্রামের সন্তান সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি , কাজিপুর চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের ২৩২টি পরিবার ৪র্থ বার পেল শাড়ী, লুংগী ওখাদ্য সামগ্রী।  এ সহায়তার মধ্যে রয়েছে চাল, লবণ, আলু, পিয়াজ, ডাল, লুঙ্গি ও শাড়ি কাপড়। বৃহঃপ্রতিবার ৫মে দুপুরে পরানপুর বাজারে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, থানা অীফসার ইনচার্জ পঞ্চনন্দ, বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ ও উপস্থাপক ড. সাজিদ সাজ্জাদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন রাজ, কৃষকলীগ সভাপতি শাহা আলম, ইসমাঈল হোসেন, ইউসুফ উদ্দিনসহ গ্রামের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় আঃ রাজ্জাক বলেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার প্রিয় এলাকা সোনমুখী ইউনিয়নের পরানপুর, রশিকপুর, হরিনাথপুর, রৌহাবাড়ী ও স্থলবাড়ী গ্রামে সর্বমোট ২৩২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
    এছাড়াও পরানপুর মাদ্রাসায় ৫ হাজার টাকা ২০ কেজি চাউলসহ ০৪টি মাদ্রাসায় ৩৫ জন ছাত্রের পাঞ্জাবির কাপড় ও ২০০ কেজি চাল বিতরণ করা হয়। আগামীতে এলাকার সার্বিক উন্নয়ন ও হতদরিদ্র পরিবারের জন্য আরও বেশি অবদান রাখার চেষ্টা করব। উল্লেখ্য যে আব্দুর রাজ্জাক এলাকার সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছেন।

  • নাগরপুরে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী  বিতরণ-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় রোজগার বন্ধ হয়ে যাওয়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা হল রুমে নাগরপুর উপজেলা প্রশাসন এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, নাগরপুর থানার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।

  • জনসাধারণের সাথে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    জনসাধারণের সাথে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে নলডাঙ্গা থানা নাটোর এর আয়োজনে নাটোর জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তোলা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপি মহোদয় কর্তৃক গৃহীত নানা উদ্যোগের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ মে)বেলা ১১ টায় বাসুদেবপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন,নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ মোহসিন এ সময় তিনি তার বক্তব্যে পিতা-মাতাদের তাদের সন্তানদের প্রতি নজর রাখতে ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণের অনুরোধ করেন এবং সকল ধরনের তথ্য দিয়ে পুলিশদের সহযোগিতা করার আহবান করেন।

    উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম ফকরুদ্দীন ফুটু,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান লিটন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর সেলিম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন সহ প্রমূখ।

  • ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী ও ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী ও ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    আজ বৃহস্পতিবার  (৬ মে) ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শেখ শওকত হোসেন নিলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বর্তমান মহামারী করোনাভাইরাস এর কারণে সকল স্বাস্থ্যবিধি মেনে কাপড় বিতরণ করেন,মোঃ শরিফুল ইসলাম মুন্সি,সভাপতি ন্যাশনাল পিপলস পার্টি লালমনিরহাট জেলা শাখা।

    এসময় আরো উপস্থিত থাকেন, রবি কুমার হুই,সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ তুষভান্ডার ইউনিয়ন শাখা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

    লালমনিরহাট ২ আসন তথা (আদিতমারি- কালিগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচনের ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ও ন্যাশনাল পিপলস পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম মুন্সী বলেন,তার পার্টি থেকে লালমনিরহাট জেলার ন্যায় সারাদেশে সকল দুস্থদের মাঝে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শেখ শওকত হোসেন নিলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কাপড় বিতরণ করেন সারাদেশের নেতাকর্মী ও নেতৃবৃন্দ।

    তিনি বলেন, “আপনাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর দরিদ্র নিম্নবিত্ত মানুষের সহায়তায় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি।”

    তিনি আরো বলেন, বর্তমান করোনা ভাইরাস মহামারী থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন থাকতে হবে। সকল স্বাস্থ্যবিধি মেনে,সরকার দেওয়া ঘোষিত নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

    পরিশেষে তিনি, শেখ শওকত হোসেন নিলুর বিদায়ী আত্মার মাগফেরাত এবং বর্তমান চেয়্যারম্যান শেখ সালাউদ্দিন সালুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

  • উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুর রউফ গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুর রউফ গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুর রউফকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সে উল্লাপাড়া সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুজাবত হোসেনের ছেলে ও রাজমান ডিগ্রি কলেজের প্রভাষক।

    বিএনপি নেতা আব্দুর রউফ দীর্ঘদিন সদর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।তিনি বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য। মঙ্গলবার (৫ মে) পৌরশহরের কাঁচা বাজার(কলাতলা)থেকে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

    এ বিষয় নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাস জানান মঙ্গলবার রাতে নাশকাতার অভিযোগে পৌরশহরের কাঁচা বাজার এলাকায় থেকে টহলরত পুলিশ বিএনপি নেতা আব্দুর রউফকে আটক করেন।তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতা ও ভাংচুরের মামলা রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।