Author: admin

  • নাগরপুরে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন করলেন মজিবুল ইসলাম-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন করলেন মজিবুল ইসলাম-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে সাংসদ আহসানুল ইসলাম টিটুর সার্বিক সহযোগীতায় ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    শনিবার (৮মে) সকালে উপজেলার ভাদ্রা দপ্তিয়ার মামুদনগর বেকড়া ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। সাংসদ আহসানুল ইসলাম টিটুর পক্ষ থেকে ছোট ভাই মো. মজিবুল ইসলাম পান্না এ ত্রাণ বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, মামুদনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম খান শাকিল, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো.সজীব মিয়া, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব ।

    এ সময় মজিবুল ইসলাম পান্না বলেন, করোনা ভাইরাসের মধ্যে আপনারা সর্তক হয়ে চলাফেরা করবেন । সবাই মাস্ক ব্যবহার ও সামজিক দূরত্ব মেনে চলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে আপনাদের টিকা দিয়েছে আপনারা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণ করবেন।

    ঈদ উপলক্ষে আমি শুধু আপনারদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসছি। আপনাদের কোন কিছুর দরকার হলে আমাদের ইউনিয়ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবেন।

  • রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ গুরুতর আহত ১২-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ গুরুতর আহত ১২-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎ পোল বাহী ট্রাক চাপায় ভ্যাচলকসহ ২ জন মারা গেছে।

    শনিবার (৮মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ে এই মর্মান্তিক সড়ক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়া গ্রামের ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৫),একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৪)।
    আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলিলুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়।এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
    এর পর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়।
    কিছু দুর যাওয়ার পর একটি পেট্রোল পাম্পে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়।

     

  • কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়নে ১৫’শ হতদরিদ্রের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরণ।

    কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়নে ১৫’শ হতদরিদ্রের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরণ।

    কোরবান আলীঃ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রালয়ের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় কাজিপুরের মাইজবাড়ী ইউনিয়নের ১৫ শ হতদরিদ্র পরিবার ৪৫০ টাকা হারে নগদ বিতরণ করা হয়েছে।

    শনিবার ৮মে দিনভর ইউনিয়ন পরিষদ থেকে এ টাকা বিতরণ করা হয়।

    বিতরণ কালে অএ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শওকত হোসেন জানান, সরকারি সকল বরাদ্দ সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে তাঁর পরিষদ দৃষ্টান্ত হতে পারে। হতদরিদ্র, অসহায় ও অসচ্ছল পরিবারের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিকভাবে  বিভিন্ন সময় সাধ্যানুযায়ী সহায়তা করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আঃলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন,ইউপি সদস্য মোকলেছুর রহমানসহ আরও অনেকে।

  • লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ-ভোরের কণ্ঠ। 

    লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ-ভোরের কণ্ঠ। 

    লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হতদরিদ্র,অসহায়,দুস্থ, প্রতিবন্ধী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর, জনাব নুরুল ইসলাম পাটোয়ারী, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, লক্ষ্মীপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপপরিচালক, স্থানীয় সরকার, লক্ষ্মীপুর।

    এছাড়াও উপস্থিত ছিলেন কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য বিতরণকৃত ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি,১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।এছাড়া লক্ষ্মীপুর জেলা কারাগারে দুস্থ কারাবন্দিদের মাঝে ৭০ টি শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

  • তাড়াশে ১৪’শ ৭৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    তাড়াশে ১৪’শ ৭৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে সগুনা ইউনিয়নের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৮ মে শনিবার সকালে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ টাকা বিতরণ করা হয়।

    সরকারী বরাদ্দ (জিআর) থেকে ১ হাজার ৪শ ৭৫ জন হতদরিদ্র পরিবার ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ ৪’শ ৫০টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী। তিনি সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনার তফবিল থেকে দেয়া নগদ অর্থ করোনায় বেকার ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ কবীর চৌধুরী, ট্র্যাগ অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা রায়হান সরকার, ইউপি মহিলা সংরক্ষিত আসনের সদস্য জবেদা খাতুন,মাজেদা খাতুন,সানোয়ারা খাতুন, ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম,আছালত সরকার, খয়বর হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত মোল্লা প্রমুখ।

  • ভোলায় ছিনতাই কাজে বাঁধা দেওয়ায় রিকশা চালকের গলায় ছুরিকাঘাত-ভোরের কণ্ঠ।

    ভোলায় ছিনতাই কাজে বাঁধা দেওয়ায় রিকশা চালকের গলায় ছুরিকাঘাত-ভোরের কণ্ঠ।

    ভোলার দৌলতখানে ছিনতাই কাজে বাঁধা দেওয়ায় শান্ত (১৬) নামের এক রিকশা চালকের গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, অভাবের সংসারে কিশোর শান্তর উপার্জনের ওপরই জ্বলে তাদের চুলা। সামনে ঈদ পরিবারের কথা চিন্তা করে প্রতিদিনের মত শুক্রবার (৭মে) রাত আনুমানিক ৮টার দিকে রিক্সা চালক কিশোর শান্ত উপজেলার বাংলাবাজার থেকে দৌলতখানে ফেরার সময় হালিমা খাতুন কলেজ সংলগ্ন এলাকায় পৌছিলে একদল ছিনতাইকারীর কবলে পরে। ছিনতাইকারীরা তার অটোরিকশা আটকিয়ে ছিনতাই করতে ধাস্তাধস্তি করে এসময় শান্ত তাদের বাঁধা দিলে ছিনতাইকারীরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

    এসময় শান্তর আত্মচিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপালে নেয়।আহত কিশোর সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রফিক ইসলামের ছেলে।

    ভোলায় দিন দিন ছিনতাই ও চুরির ঘটনা অস্বাভাবিক ভাবে বাড়ছে। গতকাল দুপুরে ভোলা যুগির ঘোল এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে প্রতিবন্ধী মিজানুর রহমান সে তার বোরাক রেখে রুগি নিয়ে এ্যাপোলোতে ভর্তি করে নামাজ পড়তে গেলে, তাৎক্ষণিক বোরাকটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

    এ বিষয়ে ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ছিনতাই ও চুরি কাজে জড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং চুরি ও ছিনতাই তৎপরতা ঠেকাতে এলাকাবাসী ভোলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সিরাজগঞ্জ পুলিশ সুপারের আয়োজনে এতিমদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জ পুলিশ সুপারের আয়োজনে এতিমদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জ জেলা পুলিশের সুপারের আয়োজনে জাতীয় দূর্যোগ করোনা ভাইরাস মোকাবিলায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তরপাড়া চৌরাস্তা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০জন ছাত্রকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পায়জামা স্বাস্থ্য বিধি মেনে ইফতার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৭ মে) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড উক্ত ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী, আরআই পুলিশ লাইনস্ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পলাশবাড়ীতে ছাত্রলীগের আয়োজনে করোনা থেকে পরিত্রাণ পেতে দোয়া ও ইফতার।

    পলাশবাড়ীতে ছাত্রলীগের আয়োজনে করোনা থেকে পরিত্রাণ পেতে দোয়া ও ইফতার।

    শুক্রবার ৭ মে বিকালে পলাশবাড়ীএসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মাদ আসিফ,

    প্রধান সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর-প্রশাসক আবু বক্কর প্রধান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন।

    এছাড়াও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,উজ্জ্বল সরকার,যুগ্ন-সাধারন সম্পাদক রাফউজ্জামান শাকিল, মুরাদ সরকার মিকাত গঠনিক সম্পাদক,নজরুল ইসলামসহ ছাত্রলীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

    পরিশেষে বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের চলমান সময় স্রষ্টার করুণাসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন আর রশীদ সুমন।

  • সাভারে হাবিব এন্টারপ্রাইজের অর্থায়নে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    সাভারে হাবিব এন্টারপ্রাইজের অর্থায়নে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    ঢাকা আরিচা মহাসড়কে সাভার থানা রোডে তালবাগে ব্যবসায়ী রাকিবুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে নিজ বাসভবনে আজ শুক্রবার ( ৭ মে ) ২৪ পবিত্র মাহে রমজানের উপলক্ষে গরীব অসহায় ও কর্মহীন রোজাদার ৫০ জন মুসলিমদের মাঝে নিজ অর্থায়নে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করেন।

    এই সময় উপস্থিত ছিলেন হাবিব এন্টারপ্রাইজ এর ম্যানেজার মোঃ হাসিব মিয়া এবং টাঙ্গাইল মেডিসিন গ্যালারীর ডা: মোঃ সুমন আল মামুন খান, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ জাতির পিতা পরিষদ ( ঢাকা মহানগর উত্তর ) এর সহ – প্রচার সম্পাদিকা ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক স্মৃতি রানি, এমনকি তালবাগ এলাকার গণ্যমান্য ও ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী গণ।

    উক্ত বিতরণ অনুষ্ঠানে উপকার ভোগিরা বলেন যে- এই করোনাকালীন সময়ে ঈদ উপহার পেয়ে যথেষ্ট উপকার ও খুশি হয়েছেন। এসময় দেশের করোনা ভাইরাস মোকাবেলায় মুনাজাত করা হয়।

    ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কালে ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন যে- এই সিয়াম সাধনার মাসে আমি তালবাগ এলাকায় আমার সামর্থ অনুযায়ী কিছু রোজাদার ব্যক্তিকে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে আমি খুব আনন্দিত এবং আমি যেন এই ইফতার ও বস্ত্র বিতরণ ধারাবাহিকতা ভাবে ধরে রাখতে পারি এবং পরবর্তীকালে আরো জনসেবামূলক কাজ করতে পারি এজন্য আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

  • কাজিপুরে স্বপ্ন চূড়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে স্বপ্ন চূড়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    বিশুদ্ধ ওমান সন্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে উদ্বোধন করা হলো স্বপ্ন চূড়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টে।এ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৭ মে বিকেলে কাজিপুরের ঐতিহ্যবাহি মেঘাই পুরাতন বাজারে এই ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট শুভ উদ্বোধন করেন  কাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু,সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব,ইউনিয়ন আঃলীগের সেক্রেটারি আব্দুল মতিন মাস্টার।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা এস এম শাহ আলম কাজল।

    অ এ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের প্রোঃজহুরুল ইসলাম, পরিচালক রাসেল রানা।পরিচালক বলেন,আগামী ইদুল ফিদরইদের দিন থেকে উন্নতমানের বিশুদ্ধ নানা রকমের খাবার ও নাস্তা শুলোভ মূল্যে পরিবেশন করা হবে।আলোচনা পর মাওলানা রাশেদুল ইসলামের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।