Author: admin

  • কাজিপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে মা’দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে মা’দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-ভোরের কণ্ঠ।

    র্বিশ্ব মা দিবস ২০২১উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুড়িজন দুস্থ মাদের  মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করা হয়েছে।

    রবিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় বক্তরা বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিটি মা স্বচেতন থেকে ছেলে মেয়ের প্রতি যত্নবান হবেন।

    উপজেলা প্রশাসন কাজিপুর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,  সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।

  • কুয়াকাটায় বেলাভূমিতে আটকে পড়া মৃত ডলফিন উদ্ধার-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটায় বেলাভূমিতে আটকে পড়া মৃত ডলফিন উদ্ধার-ভোরের কণ্ঠ।

    কুয়াকাটা সমুদ্র সৈকতে আবরো ১০ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন ভেসে এসেছে । রোববার লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পেয়ে মৎস্য বিভাগকে খবর দেয় স্থানীয়রা।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মৃত ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে জড়িয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও কুয়াকাটার সৈকতে ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি । তবে কি কারনে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। এবিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনুপ সাহাকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কি কারনে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোষ্টমর্টেম করার চেষ্টা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

  • মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কোরবান আলীঃ কাজিপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগচ্ শিরোনামে  গত ৭ মে দৈনিক সরেজমিন বার্তায়  প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত  সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

    রোববার ৯ মে সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা  আঃলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সংবাদটিতে আমাকে জড়িয়ে একটি মহল মিথ্যা তথ্য পরিবেশন করে আমার ও পরিবারের সন্মানহানীর অপচেষ্টা চালানো হয়েছে। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে কাজিপুরে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি গ্ৰুপ করা হয়েছে, সেটা আদৌ সত্য নয়। কাজিপুরের জনগণ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন মোহাম্মদ নাসিম পরিবারের জৈষ্ঠ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরের একমাত্র অভিভাবক। এখানে রাজনীতি বা উন্নয়ন সব ক্ষেত্রে তাঁর নির্দেশনা শেষ কথা। উপজেলা আওয়ামী লীগ অন্তত সুসংগঠিত, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্ম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্তের বিষয়টি মিথ্যা এবং বানোয়াট। এছাড়াও আমাকে শিক্ষক হিসেবে উল্লেখ করে নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে। সংবাদ টিতে টেন্ডারবাজী, সন্ত্রাসী, বালু মহালের দখলদার, কাবিটার অর্থ আত্মসাত, মাদক বানিজ্য, বিভিন্ন স্থানে কাল্পনিক সম্পদের বর্ণনা দেয়া হয়েছে, বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকাশিত সংবাদটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।

     

  • সিরাগঞ্জের তাড়াশে মিডিয়া কর্মীদের মাঝে মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাগঞ্জের তাড়াশে মিডিয়া কর্মীদের মাঝে মাস্ক বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে মিডিয়া কর্মীদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। ৯ মে রবিবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মাস্ক বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে মিডিয়া কর্মীরা কোভিট ১৯ প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করছে। সম্মুখ যোদ্ধা হিসেবে মিডিয়া কমর্ীদের ভমিকা পালনের জন্য গন উন্নয়ন কেন্দ্র (জি ইউ কে) তাড়াশ প্রজেক্ট অফিস মিডিয়া কমর্ীদের হাতে ১ হাজার সার্জিক্যাল মাস্ক তুলে দেন প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমান।

    এ মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক মির্জা, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, গন উন্নয়ন কেন্দ্র’র কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর তাসলিমা নাসরিন প্রমুখ।

     

  • উন্মুক্ত লটারিতে নেই কৃষকের উপস্থিতি দায়সারার মতো কৃষকের ভাগ্য নির্ধারন-ভোরের কণ্ঠ।

    উন্মুক্ত লটারিতে নেই কৃষকের উপস্থিতি দায়সারার মতো কৃষকের ভাগ্য নির্ধারন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে কোন প্রকার প্রচার-প্রচারণা ও কৃষকের উপস্থিতি ছাড়াই দায়সারা গোছে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে উপজেলার ১ হাজার কৃষকের ভাগ্য।

    রবিবার ৯ মে সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আগ্রহী ৪ হাজার ৩৭২ জন কৃষকের তালিকা থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়।
    ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
    ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

    উন্মুক্ত লটারি উপলক্ষে করা হয়নি কোন প্রকার প্রচার-প্রচারণা। আয়োজিত লটারিতে ছিল না কোন কৃষকের উপস্থিতি।

    অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত অতিথিরা থাকলেও কৃষকদের জন্য আসনে শুধুমাত্র সাংবাদিকদের উপস্থিতি ছিল। কোন প্রকার বক্তব্য না রেখেই সরাসরি লটারি অনুষ্ঠিত হয়। এছাড়াও গত বছরের পুরোনো ব্যানারেই কাগজ সাটিয়ে তারিখ ও সাল পরিবর্তন করে দায়সারা গোছে করা হয়েছে উন্মুক্ত লটারি।

    এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান বলেন, আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি কিন্তু কোন কৃষক কেনো যে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আসলেন না তা আমরা বুঝতে পারছিনা। তাই কৃষকের উপস্থিতি ছাড়াই লটারি করা হয়েছে। উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৪ হাজার ৩৭২ জনের আবেদনের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কৃষকের কাছ থেকে দুই মেট্রিকটন করে মোট এক হাজার ৯৯৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

    এবিষয়ে উন্মুক্ত লটারিতে উপস্থিত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, উন্মুক্ত লটারি অনুষ্ঠানে আমি উপস্থিত আছি। এখানে কারচুপির কোন সুযোগ নাই।

  • নলডাঙ্গায় প্রপান ফিলিং স্টেশনের উদ্যোগে ত্রান বিতরন-ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় প্রপান ফিলিং স্টেশনের উদ্যোগে ত্রান বিতরন-ভোরের কণ্ঠ।

    নাটোরের নলডাঙ্গার প্রপান ফিলিং স্টেশনের মালিক এস এম জাহিদুল ইসলামের উদ্যোগে রবিবার সকালে উপজেলার পশ্চিম মাধনগরের দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।

    করোনা ভাইরাস এর সংক্রমন ও প্রাদুর্ভাব মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া,দিনমজুর, অসহায় ও ছিন্নমূল প্রতিটি পরিবারের মাঝে চাল ৫ কেজি,ডাল ১ কেজি,আলু,২ কেজি,ময়দা ২ কেজিসহ-মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে। তিনি জানান সরকার দরিদ্র মানুষের কথা বিবেচনায় সরকারী ভাবেও ত্রান বিতরণ করা হচ্ছে।

    এসময় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা,অনুষ্টানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,মাধনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম হোসেন ডলার, ইউ,পি আওয়ামীলীগের সদস্য শহিদুল ইসলাম মামুন,কাজী ফরিদুল ইসলাম মেম্বার,মামুন মৃধাসহ অনেক।

  • নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ ও ইফতার-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ ও ইফতার-ভোরের কণ্ঠ।

    টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার পাটি করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বস্ত্র বিতরণ করা হয়।

    একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।

    সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের প্রভাষক মো. আলী আক্তার, সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবদুর রহমান, মো. মিজানুর রহমান শাহিন ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুক্তার আহম্মেদ সহ সংস্থার সকল সদস্য বৃন্দ।

    বিতরণ কালে বক্তরা করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সকলকে মাস্ক পড়ে সর্তক থাকা সহ সামাজিক দুরত্ব বজায় রাখার আহব্বান জানান। বিকেলে সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • বগুড়ার গোকুলে পূর্বশত্রুতার জেরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই-ভোরের কণ্ঠ।

    বগুড়ার গোকুলে পূর্বশত্রুতার জেরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই-ভোরের কণ্ঠ।

    বগুড়া সদরের গোকুলে পূর্বশত্রুতার জেরে স্বর্ণ ব্যবসায়ী সোহেল রানা লিটন(৩৫)কে কুপিয়ে আহত স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া সদরে নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী চকপাড়া গ্রামের মৃত আফছার আলী প্রোং এর পুত্র মহাস্থানে আশিক জুয়েলার্সের স্বত্বাধিকারী সোহেল রহমান লিটন (৩৫)। শুক্রবার রাত আনুমানিক ১২ টায় মহাস্থান তাঁর জুয়েলারি ব্যবসয়া প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে গোকুল মেধ এলাকার সকাল- সন্ধ্যা ক্লাবের সামনে পূর্বশত্রুতার জেরে আগে থেকেই ওৎ পেতে থাকা তেলিহারা উত্তরপাড়া গ্রামের মৃত বুলু মিয়ার পুত্র তারেক রহমান সুমনের নেতৃত্বে ৩/৪ জন অজ্ঞাতনাম ব্যক্তিরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর ওপর হামলা চালায়।

    এসময় তাঁদের হাতে থাকা ধারালো দা ও রড দিয়ে লিটনের ডান পায়ে কোপ ও এলোপাথারী ভাবে মারপিট করে তাঁর কাছে থাকা প্রায় দেড় লক্ষ টাকা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় লিটন পরিচিত একজনের কণ্ঠ চিনতে পেয়ে প্রাণ বাঁচাতে চিৎকার করে।

    তাঁর চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বগুড়ার মহাম্মাদ আলী হাসপাতালে নিয়ে তাঁর পায়ে প্রায় ৮টি সেলাই দিয়ে করোনা মুহূর্তে ভর্তি না করে বাড়িতে নেওয়া হয়।

    ভুক্তভোগীর বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • উল্লাপাড়ার পঞ্চক্রোশীতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ার পঞ্চক্রোশীতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিক নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র,দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ কার্ডধারীদের বাড়িতে গিয়ে পৌছে দিলেন সুযোগ্য ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

    শনিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা রবিউল করিম,জাতীয় সাংসদ ও পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জাহিদুজ্জামান (কাকন),ইউপি সদস্য বৃন্দসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান ২০২০-২০২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নে ভিজিএফ এর আওতায় ২৬’শ ২২ জনকে ৪’শ ৫০ টাকা করে ১১ লক্ষ ৭৯ হাজার ৯’শ টাকা ও জিআরের আওতায় ৫’শ জনকে ৫’শ টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা সর্বমোট ১৪ লক্ষ ২৯ হাজার ৯’শ টাকা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নগদ অর্থ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

    উদ্বোধনের প্রথম দিনে ইউনিয়নের ৭ টি গ্রামের প্রায় ৬ শতাধিক হতদরিদ্র,দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ ও জি আর কার্ডধারীদের গ্রামের বাড়িতে গিয়ে এ সকল উপহার নগদ অর্থ বিতরণ করেন তিনি। বাকী কার্ডধারীদের পর্যায়ক্রমে তাদের গ্রামের বাড়ি গিয়ে উপহারের টাকা পৌছে দেয়া হবে।এ সময় তিনি অসহায় মানুষের নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন।

     

  • পুলিশ হেফাজতে কলেজ ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    পুলিশ হেফাজতে কলেজ ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা গ্রামের কলেজছাত্র আবু সালেক বিশ্বাস (২৭)কে পুলিশ হেফাজতে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন করেছে।

    শনিবার (৮মে) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজাদপুর উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের বাড়াবিল নতুনবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এ মানববন্ধন চলাকালে কায়েমপুর ইউনিয়নের সদস্য সাবেক মেম্বার খোকা বিশ্বাসের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন, মো: রশিদ প্রামাণিক, মো: ওহেদ প্রামাণিক, মো: আতাহার প্রামাণিক, মো: আব্দুল মতিন বিশ্বাস, মো: ফরজ আলী বিশ্বাস, রহম বিশ্বাস,পল্লী চিকিৎসক মো: করিম মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সকালে খারুয়াজংলা গ্রাামের মৃত মজিবুর রহমানের স্ত্রী ফিরোজা বেগমের(৪৫) সাথে পারিবারিক কলোহের জের ধরে শাহজাদপুর থানার এসআই সাদেক ওই গ্রামের কয়েকজনকে আটক করে। এরমধ্যে ওই গ্রামের নজরুল বিশ্বাসের স্ত্রী মোছা: কুলসান খাতুন(৩০) নামের নিরাপরাধ এক নারীকেও পুলিশ আটক করে।

    এ সময় শাহজাদপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র আবু সালেক বিশ্বাস এর প্রতিবাদ করে ও ওই নারীকে ছেড়ে দিতে পুলিশের কাছে অনুরোধ করে। এতে এসআই সাদেক ক্ষুব্ধ হয়ে আবু সালেকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এসআই সাদেক কুলসান খাতুনকে ছেড়ে দিয়ে আবু সালেক বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে ব্যাপক নির্যাতন ও মারধর করে। শুধু তাই নয় ফিরোজা বেগমের দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামী দেখিয়ে আবু সালেককে পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

    এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসি এ দিন এ ঘটনার প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশ করে।
    এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই সাদেক বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে আরো ফোর্স চেয়ে পাঠায়। আমি ওই সময় ডিউটিতে থাকায় ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাই। থানায় নিয়ে কাউকে নির্যাতন করা হয়নি। তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আবু সালেক বিশ্বাস খারুয়াজংলা গ্রামের মৃত মজিবুর রহমানের বিধবা স্ত্রী ফিরোজা বেগমের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরো বলেন, আবু সালেক বিশ্বাস আজ শনিবার আদালত থেকে জামিনে মুক্ত হয়েই বিধবা ফিরোজা বেগমের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফিরোজা বেগম এ দিন দুপুরে থানায় হাজির হয়ে এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।

    তিনি নির্যাতনের বিষয়ে বলেন থানায় এনে কাউকে নির্যাতন করা হয়নি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।