Author: admin

  • মটর শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন চয়ন ইসলাম ও এ্যাড. লাবলু।

    মটর শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন চয়ন ইসলাম ও এ্যাড. লাবলু।

    করোনা মহামারীতে সর্বাত্মক লকডাউনে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের কর্মহীন ৫’শ শ্রমিকের মাঝে সাবেক এমপি চয়ন ইসলাম ও মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ নূরজাহান ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে বেকার মটর শ্রমিকদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবন, গুঁড়োদুধ, সেমাই, পোলার চাল, চিনি, আলু, সাবান ও পেয়াজ বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন মটর শ্রমিকদের হাতে ঈদ উপহার তুলে দেন এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ. লীগ নেতা সাবেক কাউন্সিলর কোরবান আলী, বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি আমিরুল ইসলাম সাগর, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফারুক সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাসেত, কৃষক লীগ নেতা মঞ্জু, ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা হিল্লোল চৌধুরী প্রদীপ, আহাদ খান রাসেল, ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম, ইউনিয়ন আ.লীগ নেতা নাসির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন, রানা, রবিন প্রমুখ।

    এ বিষয়ে জননেতা চয়ন ইসলাম ও জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘করোনা ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনা বাস্তবায়নে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের বেকার শ্রমিকদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এ ক্ষুদ্র প্রয়াস। যে কোন দুর্যোগে শাহজাদপুরের গরীব দুঃখী শ্রমজীবী মানুষের সাথেপাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ‘

    অন্যদিকে, চলমান সংকটে বেকার হয়ে পড়া মটর শ্রমিকেরা ঈদ উপহার পেয়ে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • তাড়াশের ২টি ইউনিয়নে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    তাড়াশের ২টি ইউনিয়নে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে তালম ও দেশীগ্রাম ইউনিয়নের উদ্যোগে হতদরিদ্র ও দৃঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১১ মে মঙ্গলবার সকালে উপজেলার তালম ইউনিয়ন পরিষদ ও দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ অর্থ বিতরণ করা হয়। সরকারী বরাদ্দ থেকে হতদরিদ্র পরিবার ও দুঃস্থদের মাঝে তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জি আর থেকে ৫শ জনকে ৫শ টাকা ও ভিজিএফ’র বরাদ্দ থেকে ১ হাজার ৩শ ৭৫জনকে নগদ অর্থ ৪শ ৫০টাকা করে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান,ইউপি সচিব আলাউদ্দিন, ইউপি মহিলা সংরক্ষিত আসনের সদস্য হাসিনা খাতুন,আছিয়া খাতুন,মালতী রানী, ওয়ার্ড সদস্য ইসহাক হোসেন,গোলাম মোস্তফা,আবু তালেব, হাবিবুর রহমান হিরন প্রমুখ।

    অপর দিকে দেশীগ্রাম গুড়পীপুল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দস সরকার ৫শ জনকে ৫শ টাকা ও ভিজিএফ’র বরাদ্দ থেকে ১ হাজার ৩শ ৪০জনকে নগদ অর্থ ৪শ ৫০টাকা করে বিতরণ করেন। । এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা একটি বাড়ী একটি খামার কর্মকর্তা মোফাখখার হোসেন, ইউপি সচিব ফরিদুল ইসলাম,ইউপি মহিলা সংরক্ষিত আসনের সদস্য কনিকা রানী, ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ,শহিদৃল ইসলাম প্রমুখ।

  • স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ঈদ উপহার বিতারন-ভোরের কণ্ঠ।

    স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ঈদ উপহার বিতারন-ভোরের কণ্ঠ।

    গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায়দের সহায়তা করছেন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পলাশবাড়ীতে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দেন সংগঠনের সভাপতি মোঃ সাগর সরকার মিনু সহ সদস্যরা।

    এতে রয়েছে সেমাই, চিনি,দুধ, লাইফবয় সবান, কাপড় কাঁচা সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
    সংগঠনের সদসরা জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন আবুল কালাম আজাদ।

    তাই মহামরি করোনা সক্রমণ রোধে সরকারের লকডাউন এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের সদস্যদের দেওয়া নিজস্ব অর্থায়নে কয়েকজন হতদরিদ্র  অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    তবে সমাজের ভিত্তবানদের সহযোগীতায় অসহায়দের মাঝে আরও ব্যাপক পরিসরে খাদ্য সহায়তা তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে।

  • মহামারির মধ্যেও এমপি স্বপন ঈদ উপহার নিয়ে ছুটে এসেছে লাখো মানুষের পাশে-ভোরের কণ্ঠ ।

    মহামারির মধ্যেও এমপি স্বপন ঈদ উপহার নিয়ে ছুটে এসেছে লাখো মানুষের পাশে-ভোরের কণ্ঠ ।

    সোমবার (১০ মে) সকালে সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলোস্থ ঈদগাহ মাঠ ও দ্বারিয়াপুর হাফিজের গ্যারেজ সংলগ্ন ২ স্থানে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁত শ্রমিক, রিক্সা শ্রমিকসহ ৩ হাজার গরীব দুঃখী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি। তিনি এ সময় বলেন ‘গতবারের ন্যায় এবারের ঈদও পার করতে হচ্ছে করোনা মহামারির মধ্যে।

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঐকান্তিক প্রচেষ্টায় আমরা অনেকটাই এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে নিয়ন্ত্রণে রেখেছি। আসুন আমরা সবাই মিলে আর কিছুদিন সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি। অযথা ঘোরাঘুরি বা শপিং করতে গিয়ে ঈদের আনন্দ যেন আমাদের প্রিয়জন হারানোর বেদনায় পরিণত না হয়, সেদিকে সবাই লক্ষ্য রেখে ঈদ উদযাপন করি। ঈদ উপলক্ষে গত ৩ দিনে সরকারিভাবে শাহজাদপুর উপজেলার ১ টি পৌরসভাসহ ১৩ ইউনিয়নে মোট ৯০ হাজার ৮শ ১৯ জন মানুষকে মাথা পিছু ভিজিএফ ৪৫০ টাকা জিআর এর ৫০০ টাকা নগদ দেয়া হয়েছে । অতীতের মতো শাহজাদপুরের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

    দুই স্থানে নগদ অর্থ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আল মাহমুদ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, যু্গ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখসহ দলীয় নেতৃবৃন্দ।

    এর আগে, রোববার (৯ মে) দুপুরে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় হাজার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। সব মিলিয়ে প্রায় লাখো মানুষের পাশে দাঁড়ালেন হেভিওয়েট এই জননেতা।

  • আওয়ামীলীগ সরকার জনগনের কল্যাণে কাজ করে:এমপি মুকুল-ভোরের কণ্ঠ।

    আওয়ামীলীগ সরকার জনগনের কল্যাণে কাজ করে:এমপি মুকুল-ভোরের কণ্ঠ।

    প্রতিদিনের ন্যায় আজও জনগনের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতর করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

    আজ সোমবার (১০ মে) দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর, উত্তর জয়নগর, চরপাতা, মেদুয়া, হাজিপুর ও সৈয়দপুর ইউনিয়নসহ বোরহানউদ্দিন পৌরসভায় নিজস্ব অর্থায়নে আওয়ামীলীগ দলীয় নেতা কর্মী ও জনগনের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    এসময় এমপি আলী আজম মুকুল বলেন, বিপদে বন্ধুর পরিচয়। করোণা দুর্যোগে স্বল্প আয়ের মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে অর্থ সংকটে ছিলেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি দলীয় নেতাকর্মী ও জনগণের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে, যারা জনগণের বিপদে পাশে না থেকে ঘরে বসে সমালোচনা করছে। তিনি আরো বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য কাজ করছেন তাদের সমালোচনা না করে জনগণের সাহায্যে আপনারাও হাত বাড়িয়ে দিন। এমপি আলী আজম মুকুলের ঈদ উপহার ও প্রধান মন্ত্রীর দেওয়া নগদ অর্থ পেয়ে খুশি আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা ও সকল সাধারণ জনগন।
    এ সময় প্রধান অতিথিথর বক্তৃতায় এমপি মুকুল বলেন, যে কোন দুর্যোগ আথলীগ সরকার জনগনের পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। আওয়ামীলীগ সরকার জনগনের কল্যাণে কাজ করেন। আর বিএনপি-জামায়েত ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত থাকেন।করোনা কালীন সময় জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ দেশ এবং বিদেশে খুবই প্রশংসিত। জীবনের ঝুুুকি নিয়ে প্রধানমন্ত্রীথর নির্দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

    এ সময় তিনি সকলকে নিরাপদ ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান।পৃথক পৃথক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন জাহাঙ্গীর, আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট কিরণ তালুকদার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন লিটনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

  • কলাপাড়ায় রাতের আধারে রাস্তার গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তোরা-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় রাতের আধারে রাস্তার গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তোরা-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে রাতের আধারে রাস্তার পাশের গাছ কেঁটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মে) আনুমানিক রাত বারোটার দিকে স্থানীয় লোন্দা গ্রামের মৃত্যু রাজ্জাক মৃধার ছেলে তুহিন মৃধা তার লোকজন নিয়ে এ গাছ কেটেছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

    সরেজমিনে জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট হতে কলেজ বাজার যাওয়ার রাস্তার দু-পাশে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ রয়েছে। গাছগুলো ইউনিয়ন পরিষদের আওতাধীন থাকলেও স্থানীয় যার যার সীমানার গাছ তারাই দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে আসছে। ঘটনার রাতে স্থানীয় হানিফ পঞ্চায়েত বাড়ির সামনের তিনটি বড় বড় সাইজের মেহগনি গাছ তুহিন মৃধা তার লোকজন নিয়ে রাতের আধারে কেঁটে নেয়। জানা যায়, ঐ গাছগুলো হানিফ পঞ্চায়েতের মা মোসা. চান বরু গত ২০ থেকে ২৫ বছর আগে লাগিয়েছিল। রাতের আধারে লোকজনের অগোচরে ঐ গাছগুলো কেঁটে নেয়ায় স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। হানিফ পঞ্চায়েতের মা ষাটোর্ধ চান বরু বলেন, আজ হতে ২০-২৫ বছর আগে এ গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছিলাম। কিন্তু এগুলো এভাবে রাতের আধারে কেঁটে নেয়ায় খুব কষ্ট পেয়েছি। এগুলোতে আমাদের হক রয়েছে। কিন্তু তুহিন মৃধা গায়ের জোরে সেগুলো কেঁটে নিয়েছে। আমরা তার ভয়েও কিছু বলতে পারছি না।

    তুহিন মৃধার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মসজিদের জন্য ইউপি চেয়ারম্যানের সম্মতিতে গাছগুলো কেঁটেছি। তিনি সংবাদকর্মীদের এনিয়ে নিউজ না করে চা খাওয়ার জন্য টাকা দিতে আগ্রহ প্রকাশ করেন।

    এবিষয়ে ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার বলেন, অন্যের বাড়ির সামনের গাছ তাদের অনুমতি ছাড়া তুহিন মৃধাকে আমি কাঁটতে বলিনি। এখন যাদের বাড়ির সামনের গাছ তাদের ওর বিরুদ্ধে মামলা করতে বলেন।

     

  • ঈদকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা তানোর থানা-ভোরের কণ্ঠ।

    ঈদকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা তানোর থানা-ভোরের কণ্ঠ।

    রাজশাহী(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরীর নির্দেশ এবং রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের (বিপিএম) (বার) দিকনির্দেশনায় ঈদকে ঘিরে তানোর থানা পুলিশ জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে ব্যাপক নিরাপত্তায় ঢেকেছেন তানোর থানা। এতে পুলিশের মাদকবিরোধী অভিযানে জনমনে ব্যাপক সস্তি বিরাজ করছে।

    তানোর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে অন্যদের কাছে অনুকরণীয় বা মডেল হয়ে উঠেছে। তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য আইনে মামলা ও বিপুল আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এদিকে পুলিশের অধিকাংশ মাদকবিরোধী অভিযান সফল হওয়ায় মাদকদ্রব্যর ব্যবহার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব তানোর থানায় যোগদান করার পরপরই তিনি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিয়ে ও নিজে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। আর পুলিশের মাদকবিরোধী জোরদার অভিযানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের তটস্থ অবস্থা।

    দীর্ঘদিন পর মাদকের প্রায় সব ঘাঁটি তছনছ, এখন এরা পালাতে পারলে বাঁচে। তানোরে মাদক বিক্রেতা, সেবী ও যোগানদাতাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক ওসি রাকিব।। এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে পরম স্বস্তি এসেছে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে। বিদ্যমান আইনের মাধ্যমে প্রশাসন সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে ও সাধারণের সহযোগীতা পেলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তার বাস্তব প্রমাণ দিচ্ছে তানোর থানা পুলিশ। ওসি রাকিব মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তার অধিনস্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সমাজে শান্তি–শৃংঋলা স্বভাবিক রাখতে মাদকসেবী ও বিক্রেতাদের রাজনৈতিক পরিচয় যায় হোক তাঁদের আইনের আওতায় নিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। থানা পুলিশ এলাকার জনসাধারণের সহযোগীতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় মাদকের ঘাঁটিগুলোতে হানা দিয়ে মাদকসেবী ও বিক্রেতাদের হাতেনাতে আটক করে কখানো ভ্রাম্যমান আদালত এবং কখানো আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে।

    ফলে এরা সহজে জামিন পাবার সুযোগও পাচ্ছে না।এভাবে মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করার বিষয়টি রাজশাহীতে মডেলে পরিণত করা গেছে।রাজশাহীর বিভিন্ন থানায় এমন অভিযান শুরু হয়েছে। তানোরে এক সময় চোলাইমদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ছেয়ে গিয়েছিলো এলাকা। উপজেলা মাসিক আইনশৃংঋলা বিষয়ক সভায় মাদকের থাবা কি করে নিয়ন্ত্রণ করা যায় তা ছিল বড় পয়েন্ট। উপজেলা ও পুলিশ প্রশাসনও মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলো। ওদিকে মাদক নিয়ন্ত্রণ দফতরের ভূমিকা ছিলো ‘ঠুঁটো জগন্নাথেরথ মতো। কিন্তু পুলিশের মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকসম্রাট ও মাদকসম্রাজ্ঞীসহ একাধিক মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করায় মাদকদ্রব্য অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ক্রেতা-বিক্রেতা ও মাদকসেবীদের উপদ্রব কমেছে। ফলে এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

    অপরদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে এলাকার সুশিল সমাজসহ অভিবাবকদের মধ্যে পরম স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এই অভিযান অব্যাহত রাখার দাবী করেছেন। এদিকে করোনা প্রতিরোধে পুলিশের প্রচার-প্রচারণা ও মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, খাবার ইত্যাদি বিতরণ এবং ঈদ সামনে রেখে রমজান মাসব্যাপী পুলিশের নিরাপত্তা মহড়া সর্ব মহলের প্রশংসা কুড়িয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব বলেন, সমাজে সকল অপরাধের মূলে রয়েছে মাদক। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তারা জিরো ট্রলারেন্স অবস্থানে রয়েছেন। তিনি বলেন, পুলিশের জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান আগামি দিনেও অব্যাহত থাকবে।

  • রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন-ভোরের কণ্ঠ।

    রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন-ভোরের কণ্ঠ।

    করোনা ভাইরাস ( কোভিড-১৯) মহামারী প্রাদূর্ভাব জনিত কারণে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার ৯টি উপজেলায় ৪৫০জন কর্মহীন অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা বিতরন করা হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী বাঘা উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৫০ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে ।

    সোমবার সকাল ১১টায় বাঘা আনসার- ভিডিপির অফিসের সামনে বাঘা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণের শুভ উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
    এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা প্রশিক্ষক রাজন কুমার, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারসহ আরও অনেকে ।

    এসময় বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির যে অবদান সেটা আসলে অনস্বীকার্য । তারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে ও স্বেচ্ছায় জনগণের সেবা করে এবং আমাদের অনেক কাজে সহযোগিতা করে থাকেন ।

    বাঘা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাস বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা সারা দেশের ন্যায় আমাদের বাঘা উপজেলায় ৫০ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরন করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা পেলে আমরা আবার ত্রান বিতরণ করবো ।

  • কাজিপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে পৌর মেয়রের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

    কোরবান আলীঃ কাজিপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগচ্ শিরোনামে  গত ৭ মে দৈনিক সরেজমিন বার্তায়  প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত  সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর পৌরসভার মেয়র  ও উপজেলা আওয়ামীলীগ সাংঠনিক সম্পাদক মোঃ আব্দুল  হান্নান তালুকদার ।

    সোমবার ১০মে দুপুরে কাজিপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর সহ সকল কাউন্সিলরবৃন্দ।

    সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সংবাদটিতে উপজেলা চেয়ারম্যান  খলিলুর রহমান সিরাজীকে  জড়িয়ে একটি মহল মিথ্যা তথ্য পরিবেশন করে সে ও তার পরিবারের সন্মানহানী, রাজনীতির ক্যারিয়ার নস্ট,সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার  অপচেষ্টা চালানো হয়েছে। যা আদৌ সত্য নয়।

    সংবাদটিতে উল্লেখ করা হয়েছে কাজিপুরে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি গ্ৰুপ করা হয়েছে, সেটা আদৌ সত্য নয়। কাজিপুরের জনগণ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন মোহাম্মদ নাসিম পরিবারের জৈষ্ঠ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরের একমাত্র অভিভাবক। এখানে রাজনীতি বা উন্নয়ন সব ক্ষেত্রে তাঁর নির্দেশনা শেষ কথা।

    উপজেলা আওয়ামী লীগ অন্তত সুসংগঠিত, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্ম রয়েছে।  খলিলুর রহমান একজন দক্ষ আওয়ামী সংগঠক,সে মুজিব  আর্দশের সৈনিক।

    মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্তের বিষয়টি ও মিথ্যা এবং বানোয়াট। এছাড়াও তাকে শিক্ষক হিসেবে উল্লেখ করে নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি সরকারি বিধি অনুযায়ী  চাকরি ছেড়ে দিয়ে নির্বাচন করেছেন এতে নিয়মের কোন ব্যতায় ঘটেনি৷  সংবাদ টিতে টেন্ডারবাজী, সন্ত্রাসী, বালু মহালের দখলদার, কাবিটার অর্থ আত্মসাত, মাদক বানিজ্য, বিভিন্ন স্থানে কাল্পনিক সম্পদের বর্ণনা দেয়া হয়েছে, বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

    আমি খুব কাছে থেকে তাকে দেখেছি, সে কোন ভাবেই এ রকম কাজ করতে পারে না।তার বিরুধ্দে আনিত অভিযোগ ও  প্রকাশিত সংবাদটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।

  • রামগতি-কমলনগর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বীথিকা-ভোরের কণ্ঠ।

    রামগতি-কমলনগর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বীথিকা-ভোরের কণ্ঠ।

    লক্ষীপরের রামগতি-কমলনগর  বাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদ- উল- ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবু’র সহধর্মিনী, রামগতি-কমলনগরের গণমানুষের নেত্রী,মানবতার নেত্রী জনাবা বীথিকা বিনতে হোসাইন।

    ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে  (লক্ষীপুর ৪ আসন) রামগতি-কমলনগর বাসীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারকচ্।

    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।করোনা মহামারীর কারনে এবারের ঈদ-উল ফিতর একেবারে ভিন্নভাবে উদযাপিত করতে যাচ্ছি আমরা। কেউ কারো বাড়ীতের যাবেনা ঈদের দাওয়াত খেতে ।

    নিজেরা ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।
    তাই আমি সকলকে অনুরোধ করব সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য।

    তিনি আরও বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্নসংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির ।

    থ তিনি বলেন, ‘এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    তিনি আরো বলেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।ঈদ-উল-ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ— এ প্রত্যাশা করি ।থ
    তিনি বলেন, ‘বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধরনের মানুষ মিলেমিশে বসবাস করছে ।

    তিনি আরও বলেন ,‘ইসলাম শান্তি ও কল্যাণের  হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,  সহাবস্থান, পরমসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। থতিনি আরও বলেন, ‘ সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ।

    ইসলামের মর্মার্থ ও অন্তনিহত তাৎপর্য মানবত দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি।

    জনাবা বীথিকা বিনতে হোসাইন অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেচ্ছাসেবক দলের কেথন্দ্রীয় সম্মনিত সদস্য( সহ সভােয়পতি পদ মর্যাদা)।

    তিনি ইতিমধ্য লক্ষীপুর ৪ আসন তথা রামগতি-কমলনগরের মধ্য সর্বস্তরের মানুষের মাঝে স্হান করে নিয়েছেন।তাকে নিয়ে রামগতি-কমলনগর বাসী আশার আলো দেখছেন।

    সর্বাপরি:সবাইর দোয়া কামনা করেন বীথিকা ]বিনতে হোসাইন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্ততা ও শফিউল বারী বাবুর রুহের আত্নার মাগফিরাত কামনা করেন