Author: admin

  • গোয়ালন্দে হতদরিদ্রদের মাঝে রাসেল মাহমুদের ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    গোয়ালন্দে হতদরিদ্রদের মাঝে রাসেল মাহমুদের ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ রাসেল মাহমুদ (১২মে) বুধবার দুপুরে নিজ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মেহনতী অর্ধশতাধিক মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে লুঙ্গি বিতরণ করেন।

    করোনাভাইরাসে সরকার ঘোষিত লকডাউনে কারনে অনেকেই বেকার হয়ে পড়েছেন। ‍এ সময় গোয়ালন্দের একজন মানবিক মানুষ শেখ রাসেল মাহমুদ রোজার ঈদকে সামনে রেখে ঈদ উপহার সবার বাড়ি বাড়ি যেয়ে বিতরণ করছেন। উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ছলিম শেখের সুযোগ্য সন্তান শেখ রাসেল মাহামুদ। আগামীতে উজানচর ইউনিয়ন নির্বাচনে তিনি ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। সেই লক্ষ্য বাস্তবায়নের ‍উদ্দেশ্যে তিনি অসহায় মেহনতী মানুষের মাঝে লুঙ্গি বিতরণ করেন।

    এ সময় রাসেল মাহমুদের জন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আমাদের এই ঈদের উপহার দেয়ায় আমরা খুশি এবং আল্লাহ তা’আলা যেন রাসেলের মনের আশা পূরণ করেন। উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ রাসেল মাহমুদ বলেন, সবাইর মাঝে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে ও ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার এই ঈদ উপহার দেওয়া।

    তিনি আরো বলেন করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে এবং সরকারী নির্দেশনা মেনে চলতে বলেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ঈদ মোবারক।

  • ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানের প্রতি ড.সাজ্জাদের আহ্বান-ভোরের কণ্ঠ।

    ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানের প্রতি ড.সাজ্জাদের আহ্বান-ভোরের কণ্ঠ।

    পবিত্র ঈদুল ফিতরে অসহায়, ছিন্নমূল,গরীব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানোর প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট রাজনৈতিক ড. সাজ্জাদ হায়দার লিটনের নিজ উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের শত শত অসহায় নারী পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (১১ মে) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়াস্থ ড. সাজ্জাদ হায়দার লিটনের গ্রামের বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় শত শত আমজনতার হাতে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন ক্লিন ইমেজের তরুণ জননেতা ড. সাজ্জাদ হায়দার ।

    এ উপলক্ষে সেখানে উপস্থিতদের উদ্দেশ্যে
    ড. সাজ্জাদ হায়দার লিটন বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য, অর্থ, পোশাক, ঈদ উপহার প্রদানসহ বিভিন্নভাবে পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে যুবলীগ। এরই ধারাবাহিকতায় আমার নিজস্ব তহবিল থেকে ঈদ উপহার হিসেবে গরীব দুঃখী মানুষের মাঝে নগদ এ অর্থসহায়তা প্রদান করা হলো। করোনার এ দুর্যোগ মুহুর্তে অসহায় ছিন্নমূলদের দুঃখ-কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সুহৃদয়বান ব্যক্তিদের আহবান জানাচ্ছি।’

    এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা পেয়ে এলাকার শত শত গরীব দুঃখীরা জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, যে কোন দুর্যোগ-দুর্ভোগে শাহজাদপুরের অসহায় মানুষের পাশে সহমর্তিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের মুখে হাঁসি ফুঁটিয়ে আসছেন জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন।

  • ফুলবাড়ীতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে আনসার ভিডিপি’র দুস্থ্য সদস্যদের মাঝে ঈদ উপহার স্বরুপ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ভিডিপি’র দুস্থ্য সদস্যদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা: কানিজ আফরোজ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিন,উপজেলা প্রশিক্ষক সুশান্ত চন্দ্র সরকার,উপজেলা প্রশিক্ষিকা মোছা: তাে হরা বেগম,উপজেলা কম্পানি কমান্ডার নুরি আক্তার প্রমুখ।।

    স্বাস্থ্য বিধি মেনে বুধবার ১০টার সময় উপজেলা চত্বরে ২৫ জন নারী ও ২৫ পুরুষ মিলে মোট পঞ্চাশজন সদস্যকে এসব উপহার সামগ্রী দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য ।
    উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিন বলেন, আমাদের ডিজি স্যারের পক্ষ থেকে দেয়া দুস্থ্য সদস্যদের জন্য ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। যেন তারা ভালভাবে ঈদ উদযাপন করতে পরেন।

  • সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত। এ ঘটনায় আহত ২-ভোরের কণ্ঠ।

    সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত। এ ঘটনায় আহত ২-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

    বুধবার (১২ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রীজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত ব্যক্তি হলেন, উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের মৃত হবিবর ছেলে, মোঃ নূর নবী (৩৫)। আহতরা হলেন-টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব (২৪) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনির মৃত শাহজাহান আলীর ছেলে আলতাফ হোসেন (৪২)।

    হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বরমুখী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল মহাসড়কের সলঙ্গা থানার নলকায় পৌছলে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। আহত হয় মোটর সাইকেলের দুই যাত্রী।

    পুলিশ আহতদের উদ্ধার করে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে।

  • ফুলবাড়ীতে ট্রাকের পিছনে মাইক্রোথর ধাক্কা আহত ১০ জন-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে ট্রাকের পিছনে মাইক্রোথর ধাক্কা আহত ১০ জন-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে দুর্ঘটনায় চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৬জন গুরুতর হওয়ায় তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় শাপলা চত্বর সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন মাইক্রো চালক পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ফেরদৌস আলী (২৮), তার স্ত্রী হাসনা বানু (২৫), যাত্রী চিরিরবন্দর উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ইসলাম (২৭), পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কালুপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৬০), একই উপজেলার আমবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রোকন (২২) ও দ-পানি গ্রামের দন্ডপানি গ্রামের সালাম সরকারের ছেলে তুষার (৩০)।

    স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, সকালে ফুলবাড়ী ঢাকা মোড় এলাকায় মেইন সড়কের পাশে একটি ট্রাক দাড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে আসা ঢাকা (মেট্রো-চ,৫৬-৩৬-৫৩)একটি মাইক্রোবাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে স্বজোরে ধাক্কা দেয়।

    এতে চালকসহ মাইক্রোবাসের ১০জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ছয় জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং বাকিরা প্রাথমিকচিকিৎসা নিয়ে চলে যান।

    দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থানায় হেফাজতে রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে ১’শ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ।

    শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে ১’শ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ।

    করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া সিরাজগঞ্জের  শাহজাদপুরে পারকোলা যুব সমাজের উদ্যোগে অসহায় ১’শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপনীয়তা রক্ষা করে প্রতি বছরেই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান পাড়কোলা যুব সমাজ। যুবকদের এমন উদ্যোগে ভূয়সী প্রশংসার করেন গ্রামের মানুষজন।

    নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পাড়কোলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের পরিচালক মোঃ মুকুল হোসেন, গ্রাম ডাক্তার শাহাদাত হোসেন মাসুদ, মোঃ দুলাল হোসেন, আলমগীর হোসেন শেখ,আব্দুল মমিন জোয়াদ্দার, মঞ্জুর আহমেদ (মহর), মোঃ সেলিম রেজা, খোকন, সেকেন্দার,হেলাল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গণেশ, মোঃ মোতাহার হোসেন, হেলাল, নাজমুল, শাহাদাত সহ গ্রামের যুব সমাজের একাংশ।

    মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফুল ইসলাম জানান, করোনার প্রকোপে লকডাউনের ফলে গ্রামের কর্মহীন হয়ে পড়া এমনও অসহায় মানুষ আছেন যারা মুখ ফুটে কিছু বলতেও পারছেন না কেবল চক্ষু লজ্জায়। সেইসমস্ত অসহায় মানুষদের মাঝেই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যুব সমাজ পাশে থাকবে ইনশাআল্লাহ।

    অন্যদিকে, চলমান সংকটে এমন ঈদ উপহার সামগ্রী পেয়ে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কর্মহীন অসহায় মানুষেরা।

  • রাজবাড়ীতে গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে পন্টুন ছিঁড়ে প্রাইভেট কার পদ্মা নদীতে।

    রাজবাড়ীতে গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে পন্টুন ছিঁড়ে প্রাইভেট কার পদ্মা নদীতে।

    রাজবাড়ীর গোয়ালন্দে হঠাৎ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে একটি প্রাইভেট কার ডুবে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ৫ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে

    প্রাইভেট কার টিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ করেছন। ডবুরিরা প্রাইভেট কার টিকে উদ্ধার করেছেন। এ পর্যন্ত জীবিত অথবা মৃত কোন মানুষ উদ্ধার হয়নি।

    দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ বলেন, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী প্রাইভেট কার টি উঠতে যায়। এ সময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের তার ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি পদ্মা নদীতে চলে যায়। এ সময় প্রাইভেট কার টি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই প্রাইভেট কার পেছনের দিকে গেলে সঙ্গে সঙ্গে পন্টুন থেকে সেটি নদীতে চলে যায়।

    তিনি আরও বলেন, প্রাইভেট কার টিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।

  • উল্লাপাড়ায় ক্যাফে প্লাস রেস্টুরেন্টের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় ক্যাফে প্লাস রেস্টুরেন্টের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যাফে প্লাস রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১মে) বিকেলে উপজেলার পৌরশহরের ঝিকিড়া মহল্লায় নতুন আঙ্গিকে “ক্যাফে প্লাসচ্ নামের একটি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

    উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু, সাংবাদিক সাহারুল হক সাচ্চু, মোঃ সাহেব আলী, আল মাহমুদ, রেজাউল করিম বাচ্চু, শিশির আলম, আল আমিন, এস এম মঈনুল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। ক্যাফে প্লাস উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, ঝিকিড়া উত্তরপাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামীম রেজা।

  • ঈদ বস্ত্র বিতরণ করেন সাংবাদিক ঐক্যজোট সভাপতি শাহবাজ জামান-ভোরের কণ্ঠ।

    ঈদ বস্ত্র বিতরণ করেন সাংবাদিক ঐক্যজোট সভাপতি শাহবাজ জামান-ভোরের কণ্ঠ।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের
    মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন সাংবাদিক ঐক্যজোট সভাপতি বিশিষ্ট সাংবাদিক (দৈনিক দিগন্তর পত্রিকার সম্পাদক) জনাব শাহবাজ জামান।
    ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদচ্ এই বারতাকে সামনে রেখে আজ সোমবার (১০ মে) দুপরে রাজধানীর বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় ভবঘুরেদের খুজে খুজে তিনি নতুন এই পেশাক উপহার দেন।

    সাংবাদিক ঐক্যজোট এর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুরে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কালে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম কি।

    ঈদ বস্ত্র বিতরণ কালে সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য সাংবাদিক জনাব আজিজুর রহমান আজিজ এবং আফজাল আহমেদ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

  • মিথ্যা সংবাদের প্রতিবাদে কাজিপুরে ইউনিয়ন আঃলীগের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ। 

    মিথ্যা সংবাদের প্রতিবাদে কাজিপুরে ইউনিয়ন আঃলীগের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ। 

    কাজিপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগ শিরোনামে গত ৭ মে দৈনিক সরেজমিন বার্তায়  প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত  সংবাদটি আমাদের  দূষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর উপজেলার সকল  ইউনিয়ন  আওয়ামীলীগের সকল  সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। মঙ্গলবার ১১মে দুপুরে কাজিপুর উপজেলা আঃলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ওসাধারণ  সম্পাদক বৃন্দ।

    সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, সংবাদটিতে উপজেলা চেয়ারম্যান  খলিলুর রহমান সিরাজীকে  জড়িয়ে একটি মহল মিথ্যা তথ্য পরিবেশন করে সে ও তার পরিবারের সন্মানহানী, রাজনীতির ক্যারিয়ার নষ্ট,সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার  অপচেষ্টা চালানো হয়েছে। যা আদৌ সত্য নয়। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে কাজিপুরে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি গ্ৰুপ করা হয়েছে, সেটা আদৌ সত্য নয়।কাজিপুরের জনগণ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন মোহাম্মদ নাসিম পরিবারের জৈষ্ঠ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরের একমাত্র অভিভাবক।

    এখানে রাজনীতি বা উন্নয়ন সব ক্ষেত্রে তাঁর নির্দেশনা শেষ কথা। উপজেলা আওয়ামী লীগ অন্তত সুসংগঠিত, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্ম রয়েছে।  খলিলুর রহমান একজন দক্ষ আওয়ামী পরীক্ষিত  সংগঠক,সে মুজিব  আর্দশের সৈনিক।  মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্তের বিষয়টি ও মিথ্যা এবং বানোয়াট। এছাড়াও তাকে শিক্ষক হিসেবে উল্লেখ করে নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে।

    তিনি সরকারি বিধি অনুযায়ী  চাকরি ছেড়ে দিয়ে নির্বাচন করেছেন এতে নিয়মের কোন ব্যতায় ঘটেনি৷  সংবাদ টিতে টেন্ডারবাজী, সন্ত্রাসী, বালু মহালের দখলদার, কাবিটার অর্থ আত্মসাত, মাদক বানিজ্য, বিভিন্ন স্থানে কাল্পনিক সম্পদের বর্ণনা দেয়া হয়েছে, বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা দৃঢ়ভাবে এই ষড়যন্ত্র কে প্রতিহত করব। আমরা খুব কাছে থেকে তাকে দেখেছি, সে কোন ভাবেই এ রকম কাজ করতে পারে না।তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও  প্রকাশিত সংবাদটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এবং যে কোন মূল্যে এই ষড়যন্ত্র কারিদের প্রতিহত করব।