Author: admin

  • কলাপাড়ার মুসুল্লিরা বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ার মুসুল্লিরা বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদ-উল-ফিতর। বৃহস্পতিবার সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে ১৩ গ্রামের এ পরিবারগুলোর শিশু-কিশোরসহ এসব মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ার আরও ১২ টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপির অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

  • সাংবাদিক স্মৃতি রাণির পরিবারের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    সাংবাদিক স্মৃতি রাণির পরিবারের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

    ঢাকা আরিচা মহাসড়কে সাভার উলাইল নামা গেন্ডায় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব(গর্ভঃ রেজিঃএস – ৪৪৮৯) এর মহিলা বিষয়ক সম্পাদক ঢাকা বিভাগ,বাংলাদেশ জাতির পিতা পরিষদের সহ প্রচার সম্পাদক ( ঢাকা মহানগর উত্তর ) মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি, ডেইলি টাইম ডেস্ক, ভোরের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার , এবং রুপান্তর টিভির ক্রাইম রিপোর্টার সাংবাদিক স্মৃতি রাণির পারিবারের উদ্যোগে ২৫ জন দরিদ্র অসহায় গরিব ব্যক্তিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

     

    আজ ২৯ শে রমজান ( ১৩ মে ) বৃহস্পতিবার সকালে তার বাসা বাড়িতে এই ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পালন করে। এমনকি ঈদ বস্ত্র বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সাংবাদিক স্মৃতি রানি বলেন আমি বাংলাদেশের মহামারি এই করোনার পরিস্থিতিতে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, দানে ধন কমে না আমি সমাজের বিত্তবানদের বলবো আপনারা আপনাদের সাধ্যমত দেশের সংকটপন্ন অবস্থায় গরিব অসহায় হতো- দরিদ্রদের সহযোগিতা করুন।

    সকলের সুস্থতা কামনা করি ঈদ বয়ে নিয়ে আনুক সকলের জীবনে আনন্দের উচ্ছাস দূর হয়ে যাক করোনার হত্ববিহুল থাবা। আসুন একে পাশে থেকে সবাইকে সহযোগিতা করি সুখি সুন্দর জিবন গড়ি।

  • মজু চৌধুরীর হাট ফেরীতে পা ধরানোর জায়গা নেই, তবুও যেতে হবে বাড়িতে-ভোরের কণ্ঠ।

    মজু চৌধুরীর হাট ফেরীতে পা ধরানোর জায়গা নেই, তবুও যেতে হবে বাড়িতে-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন মজু চৌধুরী হাট ফেরীতে পা ফেলার জায়গা নেই, তারপরেও ঠাসাসাঠি করে উঠে পড়েছে ঘরমুখো মানুষ, করোনা বা লকডাউন কোন কিছুই তাদের সামনে বাধা হয়ে আসতে পারছে না। যতই কষ্ঠ হোক যেতে হবে বাড়ি, আর ঈদ পালন করতে হবে প্রিয়জনদের সাথে। তাইতো জীবনের ঝুঁকি নিয়েও ফেরীর বাহিরের ঢাকনা ধরে ঝুলে পড়েছে ভোলা-বরিশালগামী যাত্রীরা।

    বুধবার (১২মে) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরীঘাটে গিয়ে এ চিত্র দেখা গেছে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘাট থেকে কলমীলতা নামে একটি ফেরী ভোলার ইলিশাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

    ঘাটে দেখা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপে ঘাটে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে। ফেরী ঘাটে নোঙ্গর করার সাথে সাথে যাত্রীরা ফেরীতে উঠে জায়গা দখল করে নেয়। ফলে ফেরীতে নির্দিষ্ট পরিমাণ পণ্যবাহী যানবাহন বহন করতে পারছে না।

    এছাড়া ফেরীঘাটে ঢাকা-চট্রগ্রাম থেকে আসা ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী বাসিন্দাদের ভিড় জমে আছে। কেউ কেউ ফেরীতে ঠায় না পেয়ে বিকল্পভাবে ট্রলার, স্পিডবোর্ড বা ইঞ্জিনচালিত নৌকাতে করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় কয়েকটি গ্রুপ মাত্রারিক্ত ভাড়া নিয়ে অবৈধভাবে যাত্রী পার করছে। তবে গণপরিবহণ এবং নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় চরম ক্ষোভ প্রকাশ করছে যাত্রীরা। এতে অতিরিক্ত ভাড়া এবং সময় ব্যয় করে তারা বাড়ি ফিরছেন বলে জানান।

    খোঁজ নিয়ে জানা গেছে, মেঘনা নদী সংলগ্ন কাছিয়ার খালে চররমনী মোহন ইউপি চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল শেল্টারে অস্থায়ী ঘাট বসিয়ে অনুমোদহীন নৌ-যান দিয়ে যাত্রী পারাপার করছে তার ছেলে ও আত্মীয়রা।

    অন্যদিকে মজুচৌধুরীরহাটের দক্ষিণে বুড়ির ঘাটে আরেকটি অস্থায়ী ঘাট বসিয়েছে ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন সজীব। যদিও নদীতে কোষ্টগার্ডসহ প্রশাসন টহল দিচ্ছে বলে জানা গেছে। তারপরেও যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শুধুমাত্র প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।

  • হাজী আব্দুস সাত্তার নিজস্ব অর্থায়নে ১২’শ কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরন।

    হাজী আব্দুস সাত্তার নিজস্ব অর্থায়নে ১২’শ কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরন।

    হাজী আব্দুস সাত্তার নিজস্ব অর্থায়নে ১২’শ কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরন।

    করোনাভাইরাস নিপাত যাক, সবার মাঝে ফিরে আসুক অনাবিল আনন্দ, তৈরী হোক পারস্পরিক ভালোবাসার বন্ধন, সকলের জন্য ও ঈদ মোবারক জানান – মানবতার সৈনিক, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌরকাউন্সিলর, সততা ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার।

    বৃহস্পতিবার(১৩ মে) দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতিসাহেবের ঘাট এলাকা সততা ব্যবসায়ী সমবায় সমিতির প্রাঙ্গণে – স্বাস্হ্য বিধিমেনে- ১২’শ গরীব,দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিজ হাতে বিতরন করেন -হাজী আব্দুস সাত্তার। ঈদ উপহারের মধ্যে ছিলো – সেমাই, চিনি, গুড়োদুধ সহ শাড়ী লুঙি। এ উপহার পেয়ে খুশি মনে বাড়ী ফিরছেন -গরীব,দুঃস্থ,অসহায় ও কর্মহীন মানুষেরা।

  • কাজিপুরে ১’শ ৪০ জন জেলের মাঝে চাল বিতরণ-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে ১’শ ৪০ জন জেলের মাঝে চাল বিতরণ-ভোরের কণ্ঠ।

    পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের ১৪০জন করোনাকালে কর্মহীন হতদরিদ্র জেলেদের  মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত  ভিজিএফ’র ৮০ কেজি করে চাল বিতরণ করা   হয়েছে। বুধবার  (১২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু বিতরণ কার্যক্রমের উদ্বোধন  করেন।

    চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু বলেন, “আমার ইউনিয়নের  জেলেদের  মাঝে ঈদের সামনে এই চাল বিতরণ করতে পেরে ভালো লাগছে। একটু হলেও তাদের ঈদ আনন্দটা বাড়বে।এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি সকল বরাদ্দ সুষ্ঠ ব্যবহার শতভাগ  নিশ্চিত করার চেষ্টা করি।

    স্বচ্ছতা   রক্ষায় আমি নিজে উপস্থিত থেকে এই চাল বিতরণ করছি।” এসময় ট্যাগ অফিসার হিসেবে কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিৎ রায়, ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব কবির তালুকদার, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ইউপিসদস্য আমিনুল ইসলাম,আব্দুস সালাম,জাহিদ সহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • বগুড়ার-২ শিবগঞ্জ আসনের এমপি জিন্নাহর ঈদ শুভেচ্ছা-ভোরের কণ্ঠ।

    বগুড়ার-২ শিবগঞ্জ আসনের এমপি জিন্নাহর ঈদ শুভেচ্ছা-ভোরের কণ্ঠ।

    বগুড়া-২ শিবগঞ্জ-৩৭ আসনের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। এসময় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে খুশীর সওগাত নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমাদের প্রিয়ধর্মীয় অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। মাহে রমজানের সিয়াম সাধনা ও ঈদুল ফিতর আমাদের সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করে।

    এসময় এমপি জিন্নাহ্ বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবজাতি। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হবে।

    আমরা সবাই যেন সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করি, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট সারাদেশবাসীর জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ যেন মানুষের জীবন থেকে দূরীভূত মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে রক্ষা করেন।
    পরিশেষে তিনি আবারও শিবগঞ্জ আসনের সর্বস্তরের জনগণকে জাতীয় পার্টির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তোলার আহবান জানান।

  • নলডাঙ্গায় ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব ৫’র সদস্যরা -ভোরের কণ্ঠ।

    নলডাঙ্গায় ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব ৫’র সদস্যরা -ভোরের কণ্ঠ।

    নাটোরের নলডাঙ্গায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৫’র সদস্যরা। মাদক ব্যবসায়ী কাজে ব্যবহার কৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    বুধবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পিপরুলের হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন হোসেন(৩৩) পারভবানীপুর গ্রামের জিন্নত আলীর ছেলে আরজান হোসেন (৩২), নাটোরের গ্রামের নললডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে বুলবুল প্রামানিক (২৬) এবং বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দিন দেওয়ানের ছেলে সবুজ ইসলাম (২০)।

    র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিপিসি -২ নাটোর র‍্যাব ক্যাম্পের একটি টিম,নলডাঙ্গার পাটুল হাপানিয়া বাজারে অভিযান চালায় । এসময় ২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ সুজন, আরজান, বুলবুল ও সবুজকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

     

  • সাভার উলাইল কর্ণপাড়া ভ্রাতৃত্বের বন্ধন সংগঠনের ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    সাভার উলাইল কর্ণপাড়া ভ্রাতৃত্বের বন্ধন সংগঠনের ঈদ উপহার বিতরণ-ভোরের কণ্ঠ।

    ঢাকা আরিচা মহাসড়কে উলাইল কর্ণপাড়া আজ ২৮ শে রমজান বুধবার ( ১২ মে ) বিকাল ৫ ঘটিকার সময় ভ্রাতৃত্বের বন্ধন সংগঠনের উদ্যোগে ২০ জনের মাঝে ঈদের খাদ্য দ্রব বিতরণ করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – শিক্ষানুবিশ আসাদুল ইসলাম জিহাদ, প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ আহসান উল্লাহ লাবু, প্রধান উপদেষ্টা – হাজী মোবারক হোসেন খোকন, উপদেষ্টা – মোঃ ওমর ফারুক, উপদেষ্টা – আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মুন্সি, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,উপদেষ্টা – মোঃ শাহাদাৎ হোসেন বাবু, দপ্তর সম্পাদক ইউছুব রেজা, সহ – দপ্তর রকি, বিশেষ সদস্য মোছাঃ সুমাইয়া আক্তার। এমনকি ভ্রাতৃত্বের বন্ধন এর অন্যান্য সদস্যবৃন্দ।

    উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে ভ্রাতৃত্বের বন্ধন কমিটির সদস্যরা বলেন – ঈদ মানে খুশী ও আনন্দ উল্লাস। ঈদের আনন্দে সকলের সাথে আনন্দ উপভোগ করতে আমাদের সাধ্য অনুযায়ী ঈদের খাদ্য – দ্রব উপহার দিয়ে গরিব দুঃখী মেহনতি পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চাই। বর্তমানে দেশের চলমান অবস্থায় মহামারি পরিস্থিতিতে ত্রাণসহ সকল বিষয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।

  • উল্লাপাড়ায় অন্যকে ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে পরিকল্পনাকারী ২ যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় অন্যকে ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে পরিকল্পনাকারী ২ যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্যকে ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে পরিকল্পনাকারী দুই যুবককে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের আলিফ ও সোহাগের সাথে একই গ্রামের আলমগীর হোসেনের বিরোধ চলে আসছিলো। আলিফ ও সোহাগ দুজন মিলে আলমগীর হোসেনকে ককটেল দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়র তাদের তৈরি করা ২১ টি ককটেল নিয়ে মঙ্গলবার গভীর রাতে পরিকল্পনাকারী ওই দুইজন আলমগীর হোসেনের বাড়ীতে রেখে আসার জন্য যাচ্ছিল। এ সময় গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে আলিফ ও সোহাগকে ককটেলসহ আটক করে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ টি তাজা ককটেল উদ্ধারসহ পরিকল্পনাকারী আলিফ ও সোহাগ নামের দুই যুবকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃতরা হলেন মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামের মঈনুল হোসেনে ছেলে আলিফ হোসেন একই গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে সোহাগ হোসেন।

    উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, ২১টি ককটেলসহ আলিফ ও সোহাগ নামের দুই যুবকে গ্রেফতারর করা হয়েছে। এরা দু‌ইজন অনেক পূর্ব থেকেই ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। ককটেল তৈরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

  • নাটোরর নলডাঙ্গায় শ্যামনগরের দোকান চুরি-ভোরের কণ্ঠ।

    নাটোরর নলডাঙ্গায় শ্যামনগরের দোকান চুরি-ভোরের কণ্ঠ।

    রাসেল হোসেনঃ নাটোরের নলডাঙ্গার পিপরুলের শ্যামনগরে একটি দোকানে বুধবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের দরজা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে গেছে বলে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন।

    চুরি হওয়া ওই দোকানের মালিক আব্দুল রাজ্জাক,বাঁশভাগের মোঃ শাহাদৎ সরদারের ছেলে।

    আব্দুল রাজ্জাক (৩৮) জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে আমার ছেলে এসে দেখে দোকানের দরজা ভাঙা। চোরেরা দোকানে থাকা নগদ কিছু টাকাসহ প্রায় সবকিছু চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন,তার ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চোরের আতষ্ক বিরাজ করছে।

    বাজার কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,এটি একটি কনফেকশনারী আইটেমের দোকান। নাইট গার্ড সম্ভবত ঘুমিয়ে ছিল। ঘটনাস্থলটি আমি পরির্দশন করেছি এবং প্রসাশনকে অবগত করা হয়েছে।

    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা শিকার করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।