Author: admin

  • দুর্বৃত্তদের আগুনের পুড়লো বসতঘর ও কুরআন শরীফ-ভোরের কণ্ঠ।

    দুর্বৃত্তদের আগুনের পুড়লো বসতঘর ও কুরআন শরীফ-ভোরের কণ্ঠ।

    কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের লাগানো আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় মো.মাও আব্দুল কাদিরের বসত ঘরে রাতের আধাঁরে দুর্বৃত্তরা কোরেসিন ছিটিয়ে আগুন লাগিয়ে চলে যায়। পাশের বাড়ির রফিকুল ইসলাম ঘরের বাইরে বের হলে ঘরে আগুন লাগা দেখতে পেয়ে চিৎকার দিলে আশে পাশের মানুষজন জড়ো হয়।পরে পুকুর ও সার্বমারসিবল ওয়াটার পাম্পের পানি দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে সক্ষম হয়।

    ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আউজিয়া দক্ষিণ পাড়া গ্রামে। দুর্বৃত্তদের লাগানো আগুনে ঘরে থাকা আসবাবপত্র, সেচের মেশিন,ধান,নতুন ঘর তৈরি করার জন্য ২৫ কেভি কাঠ পুড়ে যায়। দুর্বৃত্তদের আগুনে ঘরে থাকা কুরআন শরীফ ও পুড়ে ছাই হয়ে গেছে।

    প্রতক্ষদর্শী সাহাব উদ্দিন জানান, আব্দুল কাদিরের বাড়িতে রাতে কে বা কারা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে আমরা আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করি।

    আব্দুর কাদিরের মেয়ের জামাতা মোঃ রুকন উদ্দিন জানান, পাশের বাড়ির সাথে ঝগড়াতে আমার শ্বশুর বাড়ির লোকজনের নামে মামলা হয় এতে বাড়িতে কেউ থাকেনা। এই সুযোগে রাতের আধাঁরে দুর্বৃত্তরা আমার শ্বশুর বাড়ির বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ঘরে আগুন দিয়েছে তাদের বিচার দাবি করছি।

  • সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা-ভোরের কণ্ঠ।

    সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা-ভোরের কণ্ঠ।

    বিভিন্ন সংবাদ পত্ররে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন জাহানারা খাতুন (৩৯)। তিনি বেলকুচি উপজেলার গাড়ামাসী জাকাতপাড়া গ্রামের তাঁত শ্রমিক মহির উদ্দিনের স্ত্রী।

    গত (১০ মে) বিভিন্ন সংবাদ পত্ররে ‘বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না জাহানারা খাতুন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের। তার পক্ষ থেকে বেলকুচি উপজেলা আ’লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রবিবার জাহানারার বাড়িতে এসে অপারেশনের জন্য ২৫ হাজার টাকা তুলে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল সরকার, দলের নেতা সেহাগ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জাহানারা সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • রাজবাড়ীর গোয়ালন্দে স্বামীর উপর অভিমানে গৃহবধুর আত্মহত্যা-ভোরের কণ্ঠ।

    রাজবাড়ীর গোয়ালন্দে স্বামীর উপর অভিমানে গৃহবধুর আত্মহত্যা-ভোরের কণ্ঠ।

    রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াসমিন(১৮)নামের এক গৃহবধূ স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।নিহত গৃহবধূ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের হৃদয় ব্যাপারির স্ত্রী।

    রবিবার(১৬ মে) সকাল ৬ টার সময় স্বামীর বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয় ব্যাপারি মাজেদ আলী ব্যাপারির ছেলে।

    জানা যায়,নিহত গৃহবধূ ইয়াসমিন ও হৃদয় এক বছর আগে ঢাকায় একই গার্মেন্টস ফ্যাক্টারীতে চাকুরী করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা দুজন দুজনকে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর হৃদয় তার স্ত্রী ইয়াসমিনকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে।লক্ষ্মীপুরে ইয়াসমিনের বাবার বাড়ি।

    বিয়ের বয়স এক বছর হওয়ার পরেও স্ত্রীকে বাবার বাড়ি যেতে দেন না স্বামী। এ নিয়ে স্বামীস্ত্রী’র মধ্যে ক’দিন যাবৎ মানঅভিমান চলছিলো। বাবার বাড়ি যেতে না দেওয়াকে কেন্দ্র করে গলায় ওরনা পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রতিবেশি সূত্রে জানা যায়।
    প্রতিবেশী সূত্রে আরো জানা যায়,শনিবার বিকালে গৃহবধূ ইয়াসমিন ভালোই হাঁসিখুশিতে ছিল।বাবার বাড়ির লোকজনের সাথে মোবাইলে কথা বলতেও দেখা গেছে।

    এ ব্যাপারের হৃদয়ের মা জানান পুত্রবধূর সাথে আমাদের সুসম্পর্ক ছিলো।আগের দিন সবার সাথে হাঁসিমুখে কথা বলেছে।ঈদের দিন সবার সাথে আনন্দে ঈদ করেছে। বৌমা হঠাৎ আত্মহত্যা করেছে এটা আমাদের কাছে অভাবনীয়।

    এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক মাছরুল আলম জানান, আপাতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই আত্মহত্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

  • লক্ষ্মীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    লক্ষীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ১৪ মে বিকেলে পুর্ব চন্ডিপুর ঠাকুর বাড়ির পুকুর পাড় থেকে হিন্দু সম্প্রদায়ের ঠাকুর বিমলেন্দ্র চক্রবর্তি প্রকাশ মন্টু ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করার সময় তার পড়নে লুঙ্গিতে মোড়ানো একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ নিহতের ভাইয়ের পুত্র রঞ্জন চক্রবর্তির আবেদনের প্রেক্ষিতে ইউডি মামলা রুজু করে শনিবার সকালে লাশ ময়না তদন্ত  করতে জেলার সদর মর্গে প্রেরন করেছে।

    স্থানীয় সুত্রে জানায়,রামগঞ্জ উপজেলার পুর্ব চন্ডিপুর গ্রামের ঠাকুর বাড়ির ওয়াকর্ফ সম্পত্তিতে মন্টু ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা বসবাস করতো। স্থানীয় একটি দুস্ট চক্র তাদের ওই বাড়ির থেকে উচ্ছেদ করতে বসতঘরে অগ্নিসংযোগ ও দফায় দফা মারধর করে। এতে অতিষ্ঠ হয়ে মন্টু ঠাকুরের স্ত্রী-সন্তান,ভাই এবং ভাইয়ের স্ত্রী এলাকা ছেড়ে অন্যত্বে বসবাস করছে। গ্রামের ঝুমুর সহ কয়েকজন বলেন,বিগত এক বছর যাবত মন্টু ঠাকুর বাড়িতে একা বসবাস করছে। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় দীঘিতে গোসল করে বাড়িতে ফিরে এবং বেলা ১টার দিকে বাড়ির পশ্চিমে পুকুর পাশে কাঠাল গাছে লাশ ঝুলতে দেখা যায়।

    গ্রামবাসীরা জানান,ঠাকুর বাড়ির ওয়াকর্ফ সম্পত্তি নিয়ে স্থানীয় আব্দুর রশিদ মোল্লাসহ কয়েকজনের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত মামলা চলে আসছে। লাশ উদ্ধার করার সময় উপস্থিত থাকায় রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বলেন,আমরা কিছু আলামত জব্দ করেছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,পুলিশ লাশ উদ্ধার করার পর বার বার খবর দেওয়ার পরেও নিহতের সন্ত্রান উপস্থিত হয়নি। লাশ ময়ন্ত তদন্ত করতে লক্ষীপুর জেলার  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     

  • ঈদে বাড়ি আসা ঘরমূখো মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা-দৌলতদিয়া ফেরীঘাটে যানজট।

    ঈদে বাড়ি আসা ঘরমূখো মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা-দৌলতদিয়া ফেরীঘাটে যানজট।

    ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রবিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়। এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা।

    জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেঁষাঘেঁষি করে পার হচ্ছে যাত্রী ও যানবাহন।

    আলম মিয়া নামে ‍এক যাত্রী জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। রবিবার থেকে অফিস খোলা। তাই ঢাকায় যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন মাহিন্দ্রা ও অটোরিকসায়।

    আরেক যাত্রী হান্নান শেখ জানান, চাপ বাড়ার আগে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু ঘাটে মানুষের চাপ রয়েছে।

    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ আরো বাড়বে বলে ধারণা করছি। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

  • ঈদের আমেজে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নবাবগঞ্জ জাতীয় উদ্যানে মানুষের ঢল।

    ঈদের আমেজে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নবাবগঞ্জ জাতীয় উদ্যানে মানুষের ঢল।

    দিনাজপুরের নবাবগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে জাতীয় উদ্যানে হাজার হাজার দর্শণার্থীদের সমাগম। সামাজিক দুরত্ব উপেক্ষা করে স্বাস্থ্য ঝুকিতে ফেলছে স্থানীয় একটি মহল।

    কোভিড ১৯ এর বিস্তার রোধে সারা দেশে যখন পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে সেখানে জাতীয় উদ্যান আশুড়ার বিলে স্বাস্থ্য বিধি না মেনে ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো মানুষের সমাগম ঘটেছে। চলছে অবৈধ লটারীও।

    সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদের দিন সকাল ১০টার পর থেকে মটর সাইকেল, মাইক্রোবাস, অটোটেম্পু প্রাইভেট কার, ভ্যানযোগে আশুড়ার বিলের কাঠের ব্রীজ দেখতে আসতে শুরু করে হাজার হাজার দর্শনার্থী। জনসাধারনের সমাগমে রাস্তাগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেশির ভাগ মানুষের মুখে ছিলনা কোন মাস্ক। স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে চলতে দেখা যায় দর্শনার্থীদের। এ দিকে দর্শনার্থীদের আকৃষ্ট করতে আশুড়ার বিলপাড়ে বসানো হয়েছে মনোহারী ও খাবারের দোকান, বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা, যানবহন রাখার জন্য বড় মাপের স্থাপন করা হয়েছে।

    স্থানীয় সাংবাদিক ইয়ামীন সরকার জানান- একটি মহল স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে লোক সমাগমের আয়োজন করেছে। প্রত্যেক যানবহন থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ১’শ টাকা পর্যন্ত এবং প্রতিটি দোকান টোল আদায় করে লক্ষ লক্ষ টাকা আয় করেছে ঐ মহলটি।

    উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী জানান- বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লোকের সমাগম করোনার মারাত্বক ঝুঁকিতে ফেলতে পারে উপজেলার জনসাধারনকে।

    নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান- সরকারি নির্দেশ মোতাবেক নবাবগঞ্জ জাতীয় উদ্যান বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে বাঁশ টাঙ্গানো ছিল যা ভেঙ্গে দর্শনাথীরা প্রবেশ করেছে।

    বিরামপুর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান- জাতীয় উদ্যানের প্রবেশ দ্বারগুলি বন্ধ থাকার পরেও জাতীয় উদ্যানের সীমানা বেষ্টনী না থাকায় বিভিন্ন রাস্তা দিয়ে জন সাধারণ জাতীয় উদ্যানে প্রবেশ করেছে। দোকান ও গ্যারেজের বিষয়ে তিনি জানান- একটি মহল বনবিভাগের অনুমতি ছাড়া জোর করে গ্যারেজ ও দোকান বসিয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান- জাতীয় উদ্যান বন্ধ রাখার জন্য বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • রাজবাড়ীতে গোয়ালন্দে জমিজমার বিরোধের জেরে চাচাতো ভাইকে খুন।

    রাজবাড়ীতে গোয়ালন্দে জমিজমার বিরোধের জেরে চাচাতো ভাইকে খুন।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজের দক্ষিণ-পূর্ব দিকের বিশ্বনাথপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাই-ভাইয়ের মধ্যে গোলমাল এর সৃষ্টি হয়। উক্ত গোলমালকে কেন্দ্র করে আসলাম ও পলাশ নামে দুই ভাইয়ের মধ্যে ভীষণ মারামারির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ( ১৫ মে) সকাল পৌনে ৯টার দিকে ।

    জানা যায়, উক্ত মারামারির ঘটনায় আসলামের ছেলে তুষার খলিফাকে (১৮) তার চাচা পলাশ খলিফা ও তার ছেলে বাধন খলিফা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে । এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তুষার খলিফাকে স্থানীয় লোকজন ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    স্থানীয়রা জানান, নিহত তুষার খলিফার পিতা আসলাম ও চাচা পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলছিল।তুষারের বড় চাচী লাবনী বেগম বলেন বাঁধন আগে থেকেই উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। এই বাঁধন আমার ছেলে সাকিবকে প্রায় এক বছর আগে ছুরি দিয়ে আঘাত করছিল । শনিবার সকালে আমার ভাতিজি তুষারকে হত্যা করল ছুরির আঘাতে। আমরা এ তার বিচার চাই। আমরা বাঁধন এর ফাঁসি চাই।

    এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন জানান, নিহত তুষারের হত্যাকারী হিসাবে তার চাষী ফেরদৌসী বেগম ও চাচাতো ভাই বাধন খলিফা কে আটক করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

  • তাড়াশে পাকা রাস্তা উদ্বোধন, ঈদ  শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    তাড়াশে পাকা রাস্তা উদ্বোধন, ঈদ  শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে। ১৫মে শনিবার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী সবুজপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ কবীর চৌধুরীর সভাপতিত্বে পাকা রাস্তা উদ্বোধন, ঈদ  শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ এলজিইডি’র অর্থায়নে ইউনিয়নের আক্কেলঘাট থেকে বিন্নাবাড়ী পর্যন্ত ১হাজার ৫শ মিটার পাকা রাস্তার কাজ করেন সানি সিনহা এন্টারপ্রাইজের প্রোপাইটার ও জাতীয় চারনেতা পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক সেরাজ সরকার।

    এ পাকা রাস্তা উদ্বোধন,ঈদ শুভেচ্ছা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসন খান,প্রভাষক মর্জিনা ইসলাম ,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, অত্র ইউপি চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ,সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক,তাড়াশ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এ আলোচনা সভায় সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য   অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি’র কাছে রাস্তা ঘাট উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নের জোর দাবি করেন।

  • বগুড়ায় ঈদে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ২ জনের মৃত্যু।

    বগুড়ায় ঈদে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ২ জনের মৃত্যু।

    শনিবার মুসলিম উম্মাদের ছিল প্রিয়ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনে সড়কে দূরপাল্লার যানবাহন না চলায় সড়ক গুলো অনেকটা ফাঁকা থাকে।এরই মধ্যে রাস্তা ফাঁকা পেয়ে ঈদের আনন্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷

    ঘটনাটি ঘটে বগুড়ার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিলন দাস (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয় রবিন (২৮)।
    মিলন দাস বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার বাসিন্দার। তার পিতার নাম শ্রী সখা দাস। প্রতক্ষ্যদর্শীরা জনান, শুক্রবার (১৪ মে) মিলন দাস ও বন্ধু রবিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে মহাস্থানগড়ের দিকে বেড়াতে যাচ্ছিলেন।

    এসময় উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে বারপুর এসওএস শিশু পল্লী এলাকার সন্নিটে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।স্থানীয়া মৃত্যুর কারণ হিসেবে মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোকে দায়ী করেন।

    এঘটনায় ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিয়া জানান, আমরা দূর্ঘটনা সম্পর্কে জেনেছি। তবে ঠিক কার সঙ্গে কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।
    অপর দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নুরুন্নবী (২৩) নামে এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে।

    নিহত নূরুন্নবী সে উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকার আশরাফ আলীর পুত্র এবং বগুড়া আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

    জানা যায়, মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মাঝিড়া বন্দর বারনিঘাটা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল চালক নুরুন্নবীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

    এঘটনায় বগুড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-হাসান জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ক্যাম্পে হেফাজতে রয়েছে। দূর্ঘটনার কারণে তদন্তপূর্বক নিশ্চিত করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • দৌলতখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    দৌলতখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই-ভোরের কণ্ঠ।

    ভোলার দৌলতখান পৌর-শহরের উত্তর মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

    শুক্রবার (১৪ মে) রাত সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে ক্ষতিগ্রস্ত রিপন নামে এক ব্যবসায়ী জানান, হাসপাতালের সামনে অলি স্টোর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

    স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে তবে দৌলতখান বিদ্যুৎ অফিসে একাধিকার ফোন করা হলেও তারা বিদ্যুৎ বন্ধ করেন নি। এতে দৌলতখান ফায়ার সার্ভিসহ স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রনে বিপাকে পড়ে।

    পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা টানা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে নেভাতে পাশের একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফাস্টফুডের দোকান, দুটি মুদি দোকান,সহ প্রায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়।

    অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা বারবার মুর্ছা যাচ্ছেন। কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দেবো তাই বুঝতে পারছি না।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়।