Author: admin

  • রোজিনার নিঃর্শত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে মহাস্থান প্রেসক্লাবের বিবৃতি।

    রোজিনার নিঃর্শত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে মহাস্থান প্রেসক্লাবের বিবৃতি।

    প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃর্শত মুক্তি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মহাস্থান প্রেসক্লাব থেকে অগ্নিঝড়া বিবৃতি দেয়া হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়।

    বুধবার (১৯মে) সকালে এক জরুরী কার্যনির্বাহী সভায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু ও সাধারণ সম্পাদক এসআই সুমন বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। মুক্ত ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর চরম আঘাত মন্তব্য করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও হেনস্তা করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে।আমরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির ও  ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।

    একই সময় বিবৃতিতে সাধারণ সম্পাাদক এসআই সুমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ইআরএফ সদস্য রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনা অত্যন্ত অমানবিক দুঃখজনক।প্রজাতন্ত্রের কতিপয় কর্মকর্তা কর্মচারীর এধরনের আচরণ জনগণের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত এবং গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা করা হয়েছে।

    যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন বলেন,সিএমজেএফ মনে করে, এটি কোনো বিছিন্ন ঘটনা নয়। বিভিন্ন সময়ে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন নিয়ে আমলাদের বিরুদ্ধে গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনের কারণে দুর্নীতিবাজ আমলাদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এটি। তিনিও অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়ে রোজিনার নির্যাতনের ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে প্রয়োজনে বিচারের দাবিতে রাজপথে নামা হবে।

    একই দাবিতে মত পোষন করেন, মহাস্থান প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নুরনবী রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সোহাগ মাহবুব, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, নির্বাহী সদস্য সোহেল রানা, অধ্যক্ষ ইকবাল হোসেন, রহেদুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, সদস্য সাফায়াত সজল, গোলজার রহমান, আব্দুল বারী, তাহেরা জামান লিপি, আবু বক্কর সিদ্দিক বাদশা প্রমূখ।

  • রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহজাদপুর গণমাধ্যম কর্মীদের মানববন্ধন।

    রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহজাদপুর গণমাধ্যম কর্মীদের মানববন্ধন।

    প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তার, হেনস্তা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সকাল ১১ টার সময় প্রেসক্লাব চত্বরে বিমল কুমাড় কুন্ডুর সভাপতিত্বে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে।

    মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে নাটকীয় মামলা দিয়ে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

    অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
    শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আবুল কাশেম(দৈনিক নয়া দিগন্ত), হাসানুজ্জামান তুহিন(দৈনিক প্রতিদিনের সংবাদ), ওমর ফারুক(এশিয়ান টিভি),আল আমিন হোসেন(দৈনিক দিনকাল),এমএ জাফর লিটন(দৈনিক যায়যায়দিন)।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ হুমাইয়ুন পারভেজ সাব্বির(দৈনিক জনকন্ঠ), কোরবান আলী লাবলু(দৈনিক সমকাল), মুস্তাক আহমেদ(সাপ্তাহিক প্রান্তিক সংবাদ),জহুরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ),মামুন রানা(দৈনিক বাংলাদেশ সময়),মো: মুমীদুজ্জামান জাহান(দৈনিক দেশ রূপান্তর),মনিরুল গণি চৌধুরি শুভ্র (অভিযাত্রা),মাসুদ মোর্শারফ(দৈনিক আজকালের খবর),জাকারিয়া মাহমুদ(মাই টিভি),নয়ন আলী(দৈনিক সময়ের আলো),ফারুক হাসান কাহার(ডেইলি বাংলাদেশ),আমিনুল ইসলাম(দৈনিক খোলা কাগজ),আবুল হাসনাত টিটো(দৈনিক এশিয়ার বাণী),জেলক হোসেন (দৈনিক ভোরের ডাক),আরিফ হোসেন(দৈনিক ডেলটা টাইমস),নূপুর কুমার রায়(জাগরণী টিভি), মির্জা হুমাইয়ুন(দৈনিক তৃতীয় মাত্রা), বাবুল হোসেন ( আনন্দ টিভি), সাংবাদিক সোনা মিয়া, এইচএম আলাউদ্দিন প্রমুখ।

    মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

  • রাজবাড়ীর গোয়ালন্দে বালির ভিতর পুতে রাখা নয়ন হত্যার প্রধান আসামী গ্রেপ্তার।

    রাজবাড়ীর গোয়ালন্দে বালির ভিতর পুতে রাখা নয়ন হত্যার প্রধান আসামী গ্রেপ্তার।

    রাজবাড়ীতে গোয়ালন্দে নিখোঁজ হবার (৩ ) দিন পর গত (১১ মে) মঙ্গলবার দুপুরে বালির ভিতর পুতে রাখা নাসির ইসলাম নয়ন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহত নাসির ইসলাম নয়ন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার শাহজাহান শেখের ছেলে। পাশ্ববর্তী মঙ্গলপুর গ্রামের মশিউর রহমান নামে এক ব্যাক্তির নির্মানাধীন বাড়ির পিছনে বালির নিচে নয়নের লাশ পুতে রেখেছিল ঘাতক।

    ঘটনার ৫ দিন পর গত(১৬ মে) রবিবার পুলিশ এ হত্যাকান্ডের একমাত্র ঘাতক মানিক হোসেন ওরফে আজমীরক(১৮)কে গ্রেফতার করে।সে উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গীর হিরু শেখের ছেলে।সে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

    এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুরাদ হোসেন জানান,মানিক হোসেন ওরফে আজমীরকে চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট এলাকায় তার নানা বাড়ি হতে গ্রেফতার করা হয়। সোমবার রাজবাড়ীর চীফ জুডিশিয়াল আদালতের বিচারক সুধাংশু শেখরের আদালতে সে হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    মানিকের উদ্ধৃতি দিয়ে এসআই মুরাদ জানান, নয়নের সাথে মানিকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনার রাতে তারা একসাথে বসে তারি খায়।এরপর তাদের মধ্যে মাতলামি ভাব আসলে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হাতের কাছে থাকা হাতুরি দিয়ে মানিক নয়নের মাথার পিছন দিকে সজোরে আঘাত করে।

    এতে সে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর মারা যায়। এরপর লাশ গোপন করার জন্য সে একটি কোদাল জেগার করে মশিউর রহমানের বাড়ির পিছনে বালির নিচে পুঁতে রাখে।এ হত্যাকাণ্ডের সাথে সে ছাড়া আর কেউ জড়িত ছিল না বলে আদালতকে জানায়।

  • সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদে উল্লাপাড়ায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন।

    সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদে উল্লাপাড়ায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন।

    প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এসময় বর্তমান স্বাস্থ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর লাগামহীন দুর্নীতি ও রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও যুগান্তর প্রতিনিধি গোলাম মোস্তফা, সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু, ইত্তেফাক প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি আব্দুস ছাত্তার, দৈনিক করতোয়া প্রতিনিধি নজরুল ইসলাম, জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, মাইটিভির প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, ভোরের ডাক প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, আমার সংবাদ প্রতিনিধি সাহেব আলী, মানবজমিন প্রতিনিধি রাজু আহমেদ সাহানপ্রমুখ।

    বক্তারা এসময় রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান।

    এছাড়া উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে।

  • ২০ বৎসর হলো পলাতক যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    ২০ বৎসর হলো পলাতক যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

    নওগাঁর বদলগাছীতে ২০ বৎসর হলো পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদেক আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার সময় দিনাজপুর বিরামপুর এলাকা থেকে ২০ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, সাদেক আলী উপজেলার চাঁপাডাল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরূদ্ধে গত ৭ অক্টোবর/২১ ইং সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা হয়। বিজ্ঞ আদালত তার অনুপস্থিতিতে যাবজীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত বছর স্বশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। উল্লেখিত আসামি মামলার পর থেকে ১০ বছর নেপালে এবং ১০ বছর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পলাতক ছিল।

    পরবর্তীতে নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম এর তত্ত্বাবধানে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম এর প্রচেষ্টায় এসআই আব্দুল আজিজ, এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর বিরামপুর উপজেলার মিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

    বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম (আতিক) জানান, আসামি সাদেক আলী দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় সড়াতৈল-আমডাঙ্গা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় সড়াতৈল-আমডাঙ্গা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ার সড়াতৈল-আমডাঙ্গা আঞ্চলিক সড়কের এখন বেহাল অবস্থা। বৃষ্টি হলেই এই সড়কের সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের পাশে আধা কিলোমিটার অংশ এক হাঁটু পানিতে ডুবে যায়। কাঁচা এই সড়কে তখন চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। পানি বের হবার কোন ব্যবস্থা না থাকায় বেশ কয়েকদিন স্থায়ী থাকে জলাবদ্ধতা। বৃষ্টি বেশিদিন থাকলে কয়েক মাস জলাবদ্ধ থাকে এই আঞ্চলিক সড়ক। ফলে সড়াতৈল এলাকার লোকজনকে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে এই রাস্তায় চলাচলে।

    স্থানীয়রা অভিযোগ করেন, উক্ত রাস্তাটি সংস্কারের জন্য বড়হর ইউপি চেয়ারম্যানের কাছে অনেকবার আবেদন জানালেও তা কোন কাজে আসেনি। দুথবছর আগে সড়াতৈল গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে এই রাস্তায় কিছুটা মাটি ফেলেছিলেন। কিন্তু পরবর্তী বছরের বন্যায় সেসব মাটি দুয়ে মুছে গেছে। ফলে এই রাস্তাটি আবারো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে প্রায় চার মাস রাস্তাটির সড়ালৈ মুসলিম উচ্চ বিদ্যালয় ও সড়াতৈল মাদ্রাসার পাশে অর্ধ কিলোমিটার অংশ হাঁটু পানিতে ডুবে থাকে। রাস্তার মাঝে সৃষ্টি হয় অসংখ্য গর্তের। এসময় কোন প্রকার যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে মানুষের চলাচল দুরুহ হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়ে উল্লিখিত দুথটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সড়াতৈল বাজারে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকে। বৃষ্টির দিনে চরম দুভোর্গ সইতে হয় পথচারীদেরকে।

    সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার জানান, বিশেষ করে বর্ষা বৃষ্টির দিনে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশু কিশোর শিক্ষার্থীদেরকে এক হাঁটু পানি মারিয়ে এই রাস্তায় চলতে চরম দুভোর্গ পোহাতে হয়। অনেক দিনই শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই পুস্তক কাপড় চোপড় ভিজিয়ে ফেলে। সড়াতৈল বাজারের দোকানীদেরকে ভ্যান রিকশায় মালামাল পরিবহন করতে নিদারুণ কষ্ট সইতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নুর সঙ্গে যোগাযোগ করলে তিনি সড়াতৈল আমডাঙ্গা আঞ্চলিক সড়কের দুদর্শার কথা স্বীকার করে জানান, ইউনিয়ন পরিষদ তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তবে আগামী অর্থবছরে এই রাস্তাটি প্রয়োজনীয় উঁচু করে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় জিহাদি বইসহ জামায়াত শিবিরের ৪ নেতা আটক-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় জিহাদি বইসহ জামায়াত শিবিরের ৪ নেতা আটক-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপুসংখ্যক জিহাদি বইসহ জামায়াত শিবিরের ৪ নেতাকে আটক করছে মডেল থানা পুলিশ।

    সোমবার রাতে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় মোঃ আব্দুল বারিকের ভাড়া করা বাসায় জামায়াত শিবির দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে পুলিশ ।এ সময় তাদের নিকট থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌর ছাত্রশিবিরের আমির শ্রীকোলা গ্রামের আঃ জলিলের ছেলে মোঃ নাজমুল হুদা(২১),ছাত্রশিবিরের সেক্রেটারি পুকুরপাড় গ্রামের আহম্মদ আলীর ছেলে মোঃ রিয়াজ উদ্দিন(২২),উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ফলিয়া গ্রামের সোরমান আলীর ছেলে মোঃ আঃ বারিক(৩২) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলা মানবাধিকার বিষয়ক সম্পাদক দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ তারিকুল ইসলাম(২২)।

    মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মোঃ নূর আলম সিদ্দিকি উল্লাপাড়া মডেল থানায় আয়োজিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    এ সময় তিনি আরোও জানান সংঘবদ্ধ কিছু অসম্প্রদায়ী গোষ্ঠী বর্তমান প্রেক্ষাপটে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে স্বচ্চার রয়েছে।পুলিশ প্রশাসন ওই গোষ্ঠীর উপর করা নজর রেখেছে। তিনি অসম্প্রদায়িক গোষ্ঠীর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা রক্ষার্থে সাংবাদিক ও জনসাধারনের সহযোগিতা কামনা করেন।

    এ সময় সহকারী পুলিশ সুপার(উল্লাপাড়া সার্কেল)মোঃ মাহফুজ হোসেন,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাস ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য সম্প্রতি উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৯ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছেন।

  • কাজিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত-ভোরের কণ্ঠ।   

    কাজিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত-ভোরের কণ্ঠ।  

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ সোমবার (১৭ মে)। ১৯৮১ সালের এদিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।

    দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সিরাজগঞ্জের কাজিপুরে গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশ আ.লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে ।

    সোমবার (১৭ মে) দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে বেলা সাড়ে এগারটায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।

    এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রেফাজ উদ্দিন মাস্টার। সভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিরোধী শক্তি ২১ বার হত্যাচেষ্টা করে ব্যর্থ হয়েছে। আল্লাহ উনাকে এই দেশের উন্নয়নের জন্যেই নেক হায়াত দান করেছেন। তাইতো তার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়ক ধরে।থ

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এরপর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ।

    উল্লেখ যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।

  • লক্ষ্মীপুরে রাতের  অন্ধকারে নিশংস সন্ত্রাসী হামলা আহত ১-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুরে রাতের  অন্ধকারে নিশংস সন্ত্রাসী হামলা আহত ১-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর জেলার কমলনগরে বয়স্ক লোকের উপর রাতের অন্ধকারে নিশংস সন্ত্রাসী  হামলা। ঘটনাটি ঘটে ১৫ মে রাত ৯টার সময় উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডে ইসলাম পাড়া মৌলভী বাড়ি সংলগ্ন  ইসমাইল এর দোকানের সামনে এই ঘটনা ঘটে।  এসময় নুর নবী( বলু) (৫৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে কামাল মাঝীসহ তার লোকজন। আহত নুরনবীর চিৎকারে আশ-পাশের্বর লোকজন তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    খোঁজ নিয়ে জানাযায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল মাঝী ও গত দুইবারের নির্বাচিত আলমগির  হোসেন মেন্বার পদে মনোনয়ন  সংগহ করে। তার পরথেকে দু-দলের সমর্থক দের মাঝে বাকবিতান্ডা চলমান রয়েছে তার সুত্রধরে এই নিশংস হামলা বলে অনেকে জানান।

    আহত নুরনবী ভলু মেন্বার প্রার্থী আলমগির এর মামাত ভাই।আহত নুর নবী বলেন, এশার নামাজের পর আমি দোকানে চা খেতে যাওয়ার পথে এলাকার আলী উল্লার ছেলে- কামাল মাঝি, নুরুল আমিনের ছেলে সাদ্দাম ও,মামুন, তাজল হকের ছেলে মতিন মাঝি ও তার ছেলে  নুরুল হুদা, খলিলের ছেলে মহিন,সহ সংঘবদ্ধ প্রায় ৮/১০ জনের সন্ত্রাসী  দল কিছু বুঝে উঠার আগে আমাকে কুপিয়ে জখম করে প্রাণে হত্যার চেষ্টা চালায়।

    এর আগেও কামালমাঝী তার সন্ত্রাসী  বাহিনী নিয়ে হানিফ নামে আমাদের এক কর্মীকে মারধর করে।

    এই ঘটনায় কমলনগর থানায় অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে কমলনগর থানার পুলিশের উপপরিদর্শক ( এস আই) আনিছুর রহমান জানান,গঠনাটির অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

     

  • পলাশবাড়ীতে সাংবাদিকের উপর হামলা ১৭মে প্রতিবাদ সভা ও মানববন্ধন।

    পলাশবাড়ীতে সাংবাদিকের উপর হামলা ১৭মে প্রতিবাদ সভা ও মানববন্ধন।

    কেউ অপরাধি হয়ে জন্ম নেয় না বরং জন্মের পর কিছু পরসম্পদ লোভী মানুষের ক্ষোভে পরে হতে হয় মাদক কারবারি ও ডাকাত এরপর এসব অর্থশালী ব্যক্তিদের ক্ষমতার জোড়ে দিনে দিনে একজন ভালো মানুষ কোন প্রকার অপরাধ না করেও হয়ে যায় চিহিৃন্ত দাগী অপরাধি। এভাবে অন্যায় প্রতিবাদ করে অবশেষে অপরাধি হিসাবে চিহিৃন্ত করা হয় সমাজে। এরপর সেই ব্যক্তি বার বার অপরাধি হিসাবে তুলে ধরে সমাজের কাছে আইনের কাছে হেও করা হয় বার বার। শত অপরাধের শিকার হলেও তারা পায় না কোন বিচার আচার। আর বছরের পর বছর অপরাধ না করেও বার বার অপরাধি। এমন একটি ঘটনার সন্ধান পাওয়া গেলো গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকায় ।

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার নুরপুর মৌজায় ২ পৃথক দাগে প্রায় কয়েক কোটি টাকার সম্পদ ৪৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘ হলো পৌর এলাকার হরিণবাড়ী গ্রামের বাসিন্দা সাংবাদিক শাহজাহান আলী ভুলু ও ডিমল্যান্ড পার্ক মালিক নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রভাষক রশিদুনবী চান মিয়ার মধ্যে দ্বন্দ কোলহ চলমান রয়েছে। জমি জমা সংক্রান্ত বিষয়ে এঘটনায় উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দেওয়া রয়েছে বলে দাবী করেছে উভয় পক্ষ।

    গতকাল ১৬ মে রাত ১ টার সময় নুরপুর মৌজায় অবস্থিত দ্বিতীয় বসতবাড়ীতে সাংবাদিক শাহজাহান ভুলুর উপর নেক্কার জনক হামলা করে রক্তাক্ত হাড় কাটা জখম করে গুরুতর আহত করে। এবং তার সেই বসতবাড়ীতে হামলা করে ভাংচুর চালায় হামলাকারীরা । আহত সাংবাদিক শাহজাহান ভুলু দাবী করেন অবসরপ্রাপ্ত প্রভাষক রশিদুনবী চান মিয়ার হুকুমে তার ছেলে ও সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী রাতের আধারে এ হামলা চালায়।বর্তমান সময়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    এবিষয়ে অভিযুক্ত রশিদুনবী চান মিয়া নিকট জানতে চাইলে, তিনি দাবী করেন আহত শাহজাহান ভুলুর ও তার লোকজন নুনিয়াগাড়ী মৌজায় প্রফেসার পাড়াস্থ বাসভবনে হামলা করে ভাংচুর করেছে। তিনি শাহজাহান আলী ভুলুর উপর হামলার বিষয়টি অস্বীকার করেন। এবং শাহজাহান আলী ভুলু কে মাদক কারবারি, ডাকাত, সন্ত্রাসী হিসাবে দাবী করেন। তিনি বলেন, গতরাতে আমার বসতবাড়ীতে হামলা করেছে এবং ভাংচুর চালিয়েছে। তিনি বলেন, এবিষয়ে আমার ছেলে বলতে পারবে। তবে তার ছেলে নিজের কাজে ব্যস্ত দাবী করে কোন মন্তব্য প্রদান করেনি।

    এরপর বাসার নিচে প্রথম গেট পেরিয়ে ভিতরের দ্বিতীয় গেটের সামনে ফুলের টব এলামেলো ও ছড়িয়ে ছিটিয়ে ভাঙ্গাচুরা অবস্থায় পরে থাকে । এর ভাঙ্গা টব গুলোর মাঝে একটি ভারতীয় ফেন্সিডিলের খালি বোতল পরে থাকতে দেখা যায়। এবং তিনতলা বাড়ীটির একটি জানালার কাচ ভাঙ্গা দেখা যায়। এসব ভাঙ্গাচুরা মালামালের মাঝে ভারতীয় ফেন্সিডিল দেখে গণমাধ্যমকর্মীদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এরপর এ ঘটনায় সত্যতা খুজতে পাশাপাশি বাসা বাড়ীতে বসবাসকারী মানুষ জন রশিদুনবী চান মিয়ার বাসায় মামলার কথা কেউ বলতে না পারলেও সাংবাদিক শাহজাহান ভুলুর বতসবাড়ীতে রাতে হামলার ঘটনা ঘটেছে তবে তারা বাহিরে বের না হওয়ার কারণে হামলাকারীরা কে তা বলতে পারেনি।

    এদিকে স্থানীয় সূত্রে স্থানীয় একাধিক ব্যক্তির ও সাংবাদিক শাহজাহান আলী ভুলুর একাধিক সহকর্মীদের নিকট নিকট জানা যায়, সাংবাদিক শাহজাহান আলী ভুলুর আগে কি ছিলো তার কোন সতত্যা যদিও নেই কিন্তু তিনি যেন মাদকসেবী নন তা তারা নিশ্চয়তা প্রদান করেন। তারা আরো দাবী করেন সাংবাদিক শাহজাহান আলী ভুলু সে নিজে পান সিগারেট পর্যন্ত খায় না তাকে মাদকসেবী হিসাবে দাবী করা এটা পূর্ব শত্রুতার অংশ । আর কেউ কারো বাসায় হামলা করতে গিয়ে ভাংচুর করা জিনিস পত্রের উপরে ফেন্সিডিল সেবন করে খালি বোতল ফেলে যাবে না। এ চিত্রই প্রমাণ করে রশিদুনবী চান মিথ্যা অভিযোগ করে সাংবাদিক শাহজাহান ভুলুকে ফাসাতে মিথ্যা ভাংচুরের অভিযোগ তুলেছেন। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রকৃত অপরাধিদের শাস্তির দাবী জানিয়েছেন তারা। এদিকে নিজস্বার্থ উদ্ধারে একটি চক্রের চকান্তের শিকার একটি পরিবারকে সমাজে অপরাধি হিসাবে চিহিৃন্ত করার পিছনে জড়িত চক্রটির শাস্তি হওয়া প্রয়োজন।

    তবে এবিষয়ে পলাশবাড়ী থানার অফিরার ইনচার্জ মাসুদুর রহমান জানান,এ পর্যন্ত রশিদুনবী চান মিয়া তাহার বসতবাড়ীতে হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে সাংবাদিক শাহজাহান আলী ভুলুর পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন হলো উভয় পরিবারের মধ্যে দ্বন্দ কোলহ লেগে আছে। জমাজমা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে যাওয়া জন্য আমরা উভয় পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এরপরে আদালতে না গিয়ে যদি শাহজাহান আলী ভুলু জোড়পূর্বক কারো জমি দখল করে রাখে সেটা তো খারাপ। এবিষয়ে নিয়ে যদি ফৌজদারি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    এদিকে এঘটনায় পলাশবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীদের মাঝে চরমক্ষোভ বিরাজ করছে। এমতবস্থায় সাংবাদিক শাহজাহান আলী ভুলুর উপরে নেক্কারজনক হামলা করে রক্তাক্ত ও গুরুতর আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীকাল ১৭ মে সোমবার সকাল ১১ প্রতিবাদ সভা ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। পলাশবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন বলেন, সাংবাদিক শাহজাহান আলী ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের একজন সদস্য সে যদি কোন অন্যায় বা অপরাধ করে থাকে তাহলে আইনগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো। কিন্তু হামলাকারীরা নিজেরা আইন হাতে তুলে নিবে তা কি হয়। এভাবে একজন গণমাধ্যমকর্মীর উপর হামলা করে গুরুতর আহত করবে সেটা গণমাধ্যমকর্মীদের মুখ বুঝে সইবে না।সেকারণে পলাশবাড়ী প্রেসক্লাবের সকল সদস্যগণ হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানায়।