Author: admin

  • ফুলবাড়ীতে তিন হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরশনে খাল সংস্করণ উদ্বোধন।

    ফুলবাড়ীতে তিন হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরশনে খাল সংস্করণ উদ্বোধন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে খায়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের দির্ঘ দিনের তিন হাজার বিঘা জমির জলাবদ্ধাতা নিরোশনে বারাইপাড়া গ্রামে খননকৃত খালটি সংস্করনের কাজ উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পানি নিস্কাশনের খালটি পাকা ও সংস্করন কাজের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ রায়হানুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, সংস্কার কাজের ঠিকাদার আবুল হাছান মোল্ল্যা ও আতিয়ার রহমান মিন্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

    উপজেলা প্রকৌশলীর কার্য্যলয় সুত্রে জানা গেছে স্থানীয় সরকার উন্নায়ন প্রকপ্ল (ইউজিডিপি) এর আওতায় ৪২ লাখ টাকা ব্যায়ে খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের তিন হাজার বিঘা জমির সৃষ্ট জলাবদ্ধতা নিরোশনে খননকৃত খালটি পাকা ও সংস্করনের কাজ শুরু করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর, মহদিপুর, মহেষপুর ও দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই, বারাইপাড়া গ্রামের প্রায় তিন হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারনে দির্ঘদিন ধরে অনাবাদি হয়ে পড়লে, ২০২০ সালের ২৪ অক্টোবর তৎকালিন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম এর উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সার্বিক সহযোগীতায় বারাইপাড়া গ্রামে পানি নিশস্কাশনের খাল খনন করে তিন হাজার বিঘা জলাবদ্ধতা নিরোশন করা হয়। এরপর থেকে ওই জমি গুলোতে আবারো চাষাবাদ শুরু হয়েছে। এই পানি নিস্কাশনের খালটি দির্ঘস্থায়ী করতে খননকৃত খালটি সংস্কার ও পাকা করণ করা হচ্ছে।

  • দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ-ভোরের কণ্ঠ।

    দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ-ভোরের কণ্ঠ।

    দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বৈরি আবহাওয়ার কারণে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ দুটি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

    বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। নদীতেও সৃষ্টি হয়েছে বড়-বড় ঢেউয়ের। এর ফলে দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

    লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশে সোমবার (২৪ মে) থেকে সারাদেশের মতো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু একদিন না যেতেই বৈরি আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে লঞ্চ সেবা।

  • তাড়াশে মাছ চাষী সমিতির পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতি গঠন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে মাছ চাষী সমিতির পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতি গঠন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  তেপাই পুকুরের মাছ চাষী সমিতির সদস্যগন পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন করে সভাপতি গঠন করেছেন ।

    জানা যায় ওই পুকুরের সদস্যগন  ৬ মে ২০২১ তারিখে সকল সদস্যদের উপস্থিতিতে মিটিং করে পূর্বের সভাপতি খাইরুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। খাইরুল ইসলাম গত ২০১১ সালে পুকুরের সভাপতির দায়িত্ব নিয়ে এ যাবত পালন করে আসছিলেন।

    দীর্ঘ ১০বছর দায়িত্ব পালনকালে সে সমিতির বিভিন্ন দূণর্ীতি,অনিয়ম করেছে। তাই এক তৃতীয়াংশ সদস্যর মতামতে ৮মে ২০২১ সালে আবারো মিটিংয়ে নতুন করে আব্দুল খালেক কে সভাপতি বানিয়ে মাছ চাষী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সমিতির এক সদস্য বলেন,সে দীর্ঘদিন হলে সমিতির কোন হিসাব নিকাশ দেয়না ও মিটিং ডাকে না । তার ইচছা মতো সমিতি চালায়।

    এ বিষয়ে পূর্বের সভাপতি খাইরুল ইসলাম বলেন, আমার নামে যে রেজুলেশন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের পুকুরে নিজেরাই মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করলে আব্দুল খালেক, সোহরাব হোসেন ও আব্দুস সালাম অন্যের মাধ্যমে সাব লিজ দিয়ে টাকা নিবে বলে জানায়। এ নিয়ে তর্ক বিতর্ক হলে তারা যোগ সাজসে নিজেরাই মিটিং করেছে মনে হয়। এই মিটিংয়ে আমাকে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে ডাকে নাই।

    এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, কাস্তা গ্রামের তেপাই পুকুরের সভাপতি খাইরুল ইসলাম। তবে এ বিষয়ে যদি কোন পরিবর্তন হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • নাগরপুরে বোর ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    নাগরপুরে বোর ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন-ভোরের কণ্ঠ।

    বাঁচাও কৃষক বাঁচাও দেশ শেখ হাসিনার বাংলাদেশথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অভ্যন্তরীণ বোর ধান ও চাল সংগ্রহ ২০২১ মৌসুমের সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. আইয়ুব রায়হান, সহকারী কৃষি অফিসার মো. ইমরান শাকিল, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মো. হুমায়ুন কবীর, উপজেলা হিসাব রক্ষক অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক মো. আ. হালিম সহ মিল মালিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর বোর ধান ২১৮৫ মে. টন ও চাল ৯৪ মে. টন সংগ্রহের লক্ষমাত্রা নিধার্রন করা হয়েছে।

  • বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার-ভোরের কণ্ঠ।

    বগুড়ার শিবগঞ্জে নিজের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট শ্বশুর মিলন মিয়াকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।এ ঘটনায় পুত্রবধু সোমবার রাতে শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে লম্পট শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দ্বায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর পশ্চিম পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে নান্নু মিয়া দিনমজুরের কাজ করেন। গত ৯ মে সকালে নান্নু তার স্ত্রীকে ঘরে রেখে ভোরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে যায়। দুপুরে খাবার সময় হলে পুত্রবধূর ঘরে শ্বাশুড়ি খাবার পৌছে দেয়। খাবার খেয়ে সে তার নিজ শ্বয়ন কক্ষে শুয়ে পড়েন।

    ঘুমন্ত পুত্রবধূকে ঘরে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।এ সময় পুত্রবধূর ঘুম ভেঙ্গে যায় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় পুত্রবধূর আত্মচিৎকার করলে লম্পট শ্বশুর তার মুখ চেপে ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে দ্রুত পালিয়ে যায়।

    এ ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় লম্পট শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নং-২৭তারিখ-২৪ মে/২০২১ খ্রিঃ।

    এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আসামী শ্বশুর মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার মোতালেব মুন্সি।

    রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার মোতালেব মুন্সি।

    রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারো নির্বাচিত হলেন গোয়ালন্দ ঘাট থানার এ এস আই মোঃ মোতালেব মুন্সি ।

    মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠানে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এই নির্বাচিত এ,এস,আইকে পুরস্কার হিসাবে নগদ অর্থ প্রদান করেন। জানা যায়, এ,এস,আই মোঃ মোতালেব মুন্সি চতুর্থ বারের মতো রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। তিনি গত মার্চ -এপ্রিল মাসে ওয়ারেন্ট ভুক্ত জিআর ১১ সিআর ১ সাজাপ্রাপ্ত ৪ মামলায় মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেন। ২৫ মে মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা পুলিশ লাইনের ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

    সভায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোঃ সালাউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান,সহ জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জ গন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন।

    এএসআই মোঃ মোতালেব মুন্সি জানান, আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যার যে ভাবে আমাদের সম্মানিত করেছেন তার জন্য স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    গোয়ালন্দের সচেতন সমাজ বলেন এএসআই মোতালেব মুন্সি একজন সৎ কর্মঠ্য ও দুরন্ত সাহসী পুলিশ অফিসার।

  • কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের ভলান্টিয়ারদের উত্তেজনা নিরসন-ভোরের কণ্ঠ।

    কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের ভলান্টিয়ারদের উত্তেজনা নিরসন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের কাজিপুরে ১২ টি ইউনিয়নের এমএইচভিদের নিয়ে সৃষ্ট উত্তেজনার নিরসন হয়েছে। রবিবার (২২মে) বিকেলে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩৪৬ এমএইচভি সম্মানীভাতা ৫% কর্তনের বিপরীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছিলেন।

    সোমবার (২৪ মে) দুপুরের পর থেকে ভাতা নিতে শুরু করেছেন।  কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর কাজের গতি আনতে এমএইচভিদের ২০১৯ সালে নিয়োগ দেয়া হয়।

    নিয়োগকালিন শর্ত মোতাবেক এই স্বেচ্ছাসেবকগণ একটি নির্দিষ্ট আ্যাপস ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত ৩৬ প্রকারের কাজ করার কথা। প্রতিটি কাজে আলাদাভাবে সম্মানীভাতা পাবেন।

    এদিকে এমএইচভিগণ জানান, নিয়োগের পর থেকে অ্যাপস ঠিকমতো সচল থাকে না।  এই অযুহাতে অনেকেই নিয়মিত ক্লিনিকে যান না। কিন্তু তাদের প্রাপ্ত  ভাতাদি ঠিকই তুলে নেন।

    সম্প্রতি এমএইচভিদের গত পাঁচ মাসের সম্মানীভাতার চেক স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল সরকারি নির্দেশনা মোতাবেক ও অন্যান্য উপজেলার সাথে মিল রেখে আয়কর কেটে প্রত্যেকের প্রাপ্ত মোট ভাতার শতকরা ৫% হারে রেখে বিল দেবার ঘোষণা দেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভলান্টিয়ারগণ। এক পর্যায়ে তারা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ঘেরাও করে রেখে চিৎকার শুরু করেন। এরপর তারা মিছিল  নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যান।

    কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী তাদের নিয়মানুযায়ী সম্মানী ভাতা নেবার পরামর্শ দিলে তারা চলে যান। সোমবার (২৪ মে) দুপুরে সরেজমিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা গেছে অধিকাংশ ভলান্টিয়ার কর্তন মেনে নিয়ে সম্মানীভাতা নিচ্ছেন। এসময় হাটশিরা কমিউনিটি ক্লিনিকের ভলান্টিয়ার মিলন মিয়া জানান, আমরা জানতাম না এটি সরকারী নির্দেশনা। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, ‘এদের অনেকে ঠিকমতো কাজই করে না। নিয়ম অনুযায়ী তাদের এ্যাপসের মাধ্যমে কাজ করে বিল নেওয়ার কথা কিন্তু তারা করেন না। কেউ কেউ এলাকার বাইরেও থাকেন বলে জানতে পেরেছি। তদুপরি নির্দেশ না মেনে হট্টগোল করেছে যা অত্যন্ত দুঃখজনক। তবে এখন কোন সমস্যা নেই।

     

  • সিরাজগঞ্জে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু-ভোরের কণ্ঠ।

    নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদ উপজেলায় বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শাহজাদপুরে কায়েমপুর ও গালা ইউনিয়নের চিথুলিয়া ও দুগলি গ্রামে ও উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামে সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।

    এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনে মেয়ে ও গয়হাট্রা সালেহা ইসাহাক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোছাঃ মোহনা খাতুন(১৬)’র মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান সোমবার বিকেলে পরিবারের সাথে মোহনা বাড়ির পাশে মাঠে ধান শুকানোর কাজ করতেছিলো। হঠাৎ ঝড় বৃষ্টি সময় কৃষ্টপুর এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়।এ সময় মোহনার মৃত্যু হয়।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ জানান উপজেলায় বজ্রপাতে একজন স্কুল ছাত্রীর মারা যাওয়ার খবর পেয়েছি।মেয়েটির পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

    অপর দিকে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম আলী ব্যাপারীর ছেলে ৯ম শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হুসাইন(১৫), কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের সোলাইমান হোসেনের স্ত্রী সাকেরা বেগম(৬০) ও আজগর আলীর ছেলে মোঃ হাসেম আলী(২৬)বজ্রপাতে নিহত হয়েছে।

    এ ঘটনা নিশ্চিত করে কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাসেবুল হক হাসান জানান সোমবার বিকেলে হাসেম ও নাজমুল চিথুলিয়া গ্রামে মাঠে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন। সাকেরা বেগম মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে নিহত হয়েছে।

    শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুজ্জোহা জানান উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

  • সিরাজগঞ্জে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ও বিজনেস এডভাইজারী কমিটির সভা।

    সিরাজগঞ্জে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ও বিজনেস এডভাইজারী কমিটির সভা।

    সিরাজগঞ্জ সদর উপজেলার ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৪ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হলরুমে -সদর উপজেলার বিজনেস এডভাইজরি কমিটি’র সভাপতি আবু এহিয়া খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট ইফফাত আরা রাখী, ফিল্ড অর্গানাইজার ঝরণা আক্তার, মাইগ্রেশন ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, বিজনেস এডভাইজরি কমিটির উপদেষ্টা আসলাম পারভেজ,সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মাইগ্রেশন ফোরামের কার্যকরী সদস্য সাংবাদিক আজিজুর রহমান মুন্না, সাংবাদিক রফিউল আলম বাবুল তালুকদার, ছালাউর রহমান, ছাঈদা খাতুন, শাহাদত হোসেন প্রমুখ।

    উক্ত সভায় বক্তাগণ বলেন করোনাকালিন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে,সাবান/ডিটারজেন পাউডার দিয়ে ঘন ঘন হাত ধৌত করতে হবে। এখনও যারা করোনাভাইরাস রোধে টিকা গ্রহণ করেননি, তাদের সবাইকে টিকা নেওয়ার জন্য আহবান করা হয়। এবং

    বিদেশ যাওয়ার পূর্বে নিয়ম মেনে যেতে হবে। পাসপোর্ট, ভিসা করে দক্ষ হয়ে বৈধভাবে যেতে হবে ।এবং বিদেশ যাওয়ার পূর্বে এবং ফেরতগামী প্রবাসীদের ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের অফিসে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে যোগাযোগ করার আহবান করা হয়। করোনাকালে বিদেশ ফেরতগামীদের সনাক্ত করে তাদের তালিকা করে পাসপোর্ট ও ভিসার ফটোকপি সংগ্রহ করতে হবে। এবং তাদেরকে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন অফিসে আসার আহবান করতে হবে বলে জানান তারা।

  • ৭ সপ্তাহ পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু-ভোরের কণ্ঠ।

    ৭ সপ্তাহ পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু-ভোরের কণ্ঠ।

    ৭ সপ্তাহ বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের পথ দৌলতদিয়া- পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল থেকে এ নৌপথে ৩৪টি লঞ্চ চলাচল করছে বলে নিশ্চিত করছেন দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মিলন।

    জানা গেছে, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন এই দুই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে লঞ্চ মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সরকারি নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছে লঞ্চ শ্রমিক-মালিকরা।

    ঈদ যাত্রায় এই দুই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পাবনা জেলার যাত্রীদের নৌপথ পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন সরকারি নির্দেশনায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় এ নৌপথ ব্যবহাকারী যাত্রীরা সহজেই লঞ্চযোগে পারাপার হতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মিলন বলেন, সরকারি নির্দেশনা অনুয়ায়ী পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।দৌলতদিয়া-পাটুরিয়া২২টি ও আরিচা-কাজিরহাটে ১২টি লঞ্চ চলাচল করছে।