Author: admin

  • বদলগাছীতে গৃহবধূর গোসলের ভিডিও ভাইরালের অভিযোগে এক নারী আটক।

    বদলগাছীতে গৃহবধূর গোসলের ভিডিও ভাইরালের অভিযোগে এক নারী আটক।

    নওগাঁর বদলগাছিতে এক গৃহবধূর গোসলের ছবি গোপনে মোবাইল ফোনে তুলে ব্ল্যাকমেল করে তাকে এডিট করে ভিডিওচিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার অভিযোগ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অবশেষে মামলা হয়েছে।

    অভিযুক্ত জয় হোসেন ও শিউলি খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে বুধবার বিকেলে মামলা করেন ভুক্তভোগী গৃহবূধু। মামলার প্রেক্ষিতে পুলিশ শিউলি খাতুন (৩৬) নামে ওই গৃহবূধুর প্রতিবেশিকে বৃহসপতিবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অপর একজন পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি।

    মামলা সূত্রে জানা যায়,আট বছর আগে গৃহবধূর বিয়ে হয়। এ দম্পতির সাত বছরের একটি মেয়ে আছে। গত বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে ওই যুবক গৃহবধূর অশ্লীল ছবি তোলেন। পরে ছবি থেকে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন।

    একপর্যায়ে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। তখন যুবকের পরিবারকে বিষয়টি জানানো হয়। এতে যুবক ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী শিউলি খাতুন নামের নারীর মাধ্যমে স্থানীয়দের মোবাইলে গৃহবধূর অশ্লীল ছবির ভিডিও ছড়িয়ে দেন। এর পর সেই ছবি থেকে ইডিট করে ভিডিও প্রকাশের পর গৃহবধূকে তার স্বামী গত বৃহস্পতিবার (২০ মে ) তালাক দেয়। এর এরপর গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ায় ( বৃহস্পতিবার ) বিকেলে মামলা থানায় দায়ের হয়।

    ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর ভাতিজা জয় গোসলের ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিল। ৮ মাস আগে ওই ভাতিজা বিয়ে করে। তারপরও সে আমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চায়। এতে রাজি না হওয়ায় ছবি থেকে ভিডিও করে ছড়িয়ে দেয়।

    প্রথম ভিডিও প্রতিবেশী শিউলির মাধ্যমে ছড়ানো হয় বলে জানতে পেরেছি। পরে ভিডিওর বিষয়ে জানাজানি হলে আমার স্বামী আমাকে তালাক দেন। ‘কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই। পরিবারের কাছে আমাকে ছোট হতে হচ্ছে লজ্জায়। বিনা অপরাধে সম্মান, স্বামী, সংসার সবকিছু আমি হারালাম।থ মামলা করার পর প্রতিবেশি শিউলি খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত জয়কে গ্রেফতার করতে ত্যপর পুলিশ। আমি জড়িতদের কঠিন শাস্তি চাই।
    তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত প্রদক্ষেপ গ্রহন করায় ধন্যবাদ জানাই। তার ভাতিজা আমার সর্বনাশ করলো উল্টো আমাকেই বিনা অপরাধে পর করে দিলো।

    এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ঐ গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে অভিযুক্ত শিউলি খাতুন কে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত শিউলি খাতুনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • তাড়াশে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন-ভোরের কণ্ঠ।

    তাড়াশে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশন করছে প্রেমিকা সাবানা খাতুন।। ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামে।

    সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে ২ সন্তানের জনক আনোয়ার হোসেন কাউরাইল বাজারে দর্জির দোকানে কাজ করার সুবাদে কাউরাইল গ্রামের হোসেন আলীর মেয়ে ২ সন্তানের জননী সাবানা খাতুন (৩২) সাথে ৫বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে থেকেই বিয়ের প্রলোভনে আনোয়ার হোসেন সাবানার সাথে মধ্যে শারিরিক সম্পর্কে জড়িয়ে পরে।

    বিয়ের দাবীতে অবস্থানরত সাবানা খাতুন অভিযোগ করে বলেন, ৫বছর যাবৎ আনোয়ার বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। বিয়ের কথা বলা সে পালিয়েছে। স্ত্রীর স্বীকৃতি না পেলে এই বাড়িতে আত্বহত্য করব।

    সাবানার ছোটভাই ফজলুল হক জানান, প্রতিদিনের মত মঙ্গলবার আমার বোন কাউরাইল বাজারে আনোয়ার হোসেনের দর্জির দোকানে কাজ করতে যায়। সন্ধা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমরা তার খোঁজ করেতে থাকি পরে জানতে পারি আনোয়ারের বাড়িতে বিয়ের দাবিতে সে অবস্থান করছে। তারা প্রভাবশালী হওয়ায় আমার বোনকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে মারপিট ও নির্যাতন করছে। আনোয়ারে ছোটভাই আনিছ বারবার পুলিশের ভয় দেখাচ্ছে। তিনি আরো বলেন ইজ্জতের মূল্য তো আর টাকা দিয়ে পূরণ হয় না।

    এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ বলেন,ঘটনার সত্যতা জানা ও মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়েছে।

  • উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকা কলেজ ছাত্রী সোমবার থেকে প্রেমিক রানার বাড়িতে অনশন করছে। প্রেমিক রানা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং প্রেমিকা ঘোনা কুচিয়ামারা কলেজের ছাত্রী ও একই গ্রামের আব্দুর কাদেরের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায় অনেক দিন পূর্বে থেকে মেয়েটির সাথে রানার প্রেমের সম্পর্ক চলে আসছে। রবিবার রাতে প্রেমের টানে প্রেমিক রানা প্রেমিকার সাথে তাদের বাড়িতে দেখা করতে আসে।বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে রানাকে আটকের চেষ্টা করে।এ সময় প্রেমিক রানা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনা গ্রামের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলেজ ছাত্রী অন্য কোন উপায় খুঁজে না পেয়ে প্রতিবেশি প্রেমিক রানার বাড়িতে বিয়ের দাবী নিয়ে অনশন শুরু করে।

    প্রেমিকা কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান প্রতিবেশি রানার সাথে স্কুল জীবন থেকে তার প্রেমের সম্পর্ক। কলেজ জীবনে গিয়ে রানা বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন বিয়ের কথা বল্লে অস্বীকৃতি জানিয় তালবাহানা শুরু করে। অন্য  কোন উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে উঠে পড়েছে।বিয়ে না হওয়া পর্যন্ত সে ওই বাড়ি থেকে অন্য কোথায় যাবে না। এ সময় বিষ/গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছে অনশনরত ওই কলেজ ছাত্রী। সে আরো জানায় বাড়িতে অবস্থান করার প্রথম দু’দিন রানা বাড়িতে ছিলো।বিয়ে পড়িয়ে দেয়ার কথা বলে রানাকে কৌশলে অন্যত্রে সড়িয়ে দিয়েছে তার পরিবারের লোকজন।

    বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা ঘটনা নিশ্চিত করে জানান প্রেমিক প্রেমিকা উভয় গ্রামের একই পাড়ার প্রতিবেশি।ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ওই গ্রামের সমাজপতিরা বিষয়টির সুরাহা করতে পড়েনি। মিমাংশার পরিবেশও তৈরি করতে পারেনি।কোন উপায় খুঁজে না পেয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল কাদের উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছে।আমি আইনের পক্ষে।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি’র পিডি’র মৃত্যু।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি’র পিডি’র মৃত্যু।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পাবনা বিএডিসিথর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়া (৪৪) মৃত্যু হয়েছে । এই ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) ও গাড়িচালক সাইদুল (৩৫)।

    প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকা গামী একটি নিশান ব্র্যান্ডের সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

    দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে এবং খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসিথর নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়াকে মৃত ঘোষনা করেন। এবং আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের দুজনকে খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    এই বিষয়ে বিএডিসিথর সহকারি প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকার মতিঝিলে কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি।

    এই বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসিথর নির্বাহী পরিচালকের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে আসা হয়েছে হয়েছে। লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে যানবাহনে চাদাবাজির অভিযোগে গ্রেপ্তার-১।

    ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে যানবাহনে চাদাবাজির অভিযোগে গ্রেপ্তার-১।

    সাভারে পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহন থেকে চাদা আদায়ের ঘটনায় এক চাদাবাজকে গ্রেপ্তার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে চাদাবাজির নগদ দুই হাজার দুইশ বিশ টাকা উদ্ধার করা হয়েছে।

    বুধবার ( ২৬ মে ) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ডেইরি গেইটের সামনে যানবাহনে চাদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ পরিচয়ে চাদাবাজি করা ওই যুবকের নাম ইলিয়াস শেখ ( ৩২ ) সে ফরিদপুর জেলার সদরপুর থানার চরবিস্নপুর গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে।

    সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন, ইলিয়াস শেখ নামের ওই যুবক হাইওয়ে থানার পাশেই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিগেট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে হাইওয়ে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো। বিষয়টি গাড়ি চালকদের সন্দেহ হলে তারা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

  • রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসেযাত্রীদের ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ।

    রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসেযাত্রীদের ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ।

     

    সরকারি নির্দেশনা অনুযায়ী ৬০% বেশি ভাড়া আদায় করার কথা থাকলেও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দূরপাল্লার বাসে ৯০ থেকে ১০০% বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বুধবার (২৬ মে) সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে পরিবহন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছুটা সত্যতা মিলেছে কাউন্টার মাস্টারদের কাছ থেকে।

    এ বিষয়ে রাজবাড়ী পরিবহন ও বিআরটিসি পরিবহনের কাউন্টার মাস্টার মো. আকবর আলী বলেন, কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসগুলায় আগে ভাড়া নেয়া হতো ২৭০ থেকে ২৮০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা এবং বিআরটিসি পরিবহনে পাংশা থেকে বরিশাল আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৬০০ টাকা। পাংশা থেকে রংপুর নেয়া হতো ৬০০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে এক হাজার টাকা। তিনি আরো বলেন, পরিবহনের দুটি আসন মিলে একটি আসন করায় অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।

    এছাড়াও লালন পরিবহনে আগে কুমারখালী থেকে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা। রাবেয়া পরিবহনে কুমারখালী থেকে আগে নেয়া হতো ৩৫০ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা ‍এবং সৌহাদ্য পরিবহনে আগে নেয়া হতো ৩৩৩ টাকা, বর্তমানে নেয়া হচ্ছে ৫৫০ টাকা।

    এ বিষয়ে রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

  • উল্লাপাড়ায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে-ভোরের কণ্ঠ।

    উল্লাপাড়ায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাপের কামড়ে তামিম হোসেন(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার সলংগা ইউনিয়নের দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের আব্দুল মমিনের ছেলে।

    সলংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন ও নিহতের পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার(২৫ মে)সন্ধার সময় বৃষ্টির মধ্যে পাশের পুকুর গোসল করতে যায়।গোসল শেষ অন্ধকারে চাপা গলি পথ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় তাকে বিষধর সাপ কামড়ায়। ছেলেটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় এক ওঝাঁকে ডেকে ঝাড় ফুক দেওয়ানো হলেও ছেলেটির অবস্থা আরো খারাপ হতে থাকে। রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পথেই সে মারা যায়।

  • ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ঔষুধ কারখানার মালিককে জেল জরিমানা।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ঔষুধ কারখানার মালিককে জেল জরিমানা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ড্রাগসন ফার্মাসিউটিক্যালস নামের অনুমোদন বিহীন একটি গবাদিপশুর ঔষুদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলার পৌরশহরের শ্রীকোলা দক্ষিণ পাড়া গ্রামে অনুমোদন ছাড়াই দির্ঘদিন যাবত ড্রাগসন ফার্মাসিউটিক্যালস নামের একটি ঔষুধ কোম্পানি গবাদিপশুর ঔষুধ তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৫ মে) বিকেলে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ মাঈন উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

    এ সময় ঔষুধ কোম্পানির মালিক ওয়াহেদ আলী, ডিরেক্টর রুবেল হোসেন, সেলসম্যান আব্দুল্লাকে আটক করেন এবং অনুমোদনহীন ৭’শ বোতল ঔষুধ জব্দ করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।সেই সাথে কোম্পানির মালিক ওয়াহেদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত ঔষুধ উল্লাপাড়া উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ শামীম আখতারের জিম্মায় রেখেছেন পরে ধবংশের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
    এ সময় উপস্থিতছিলে উল্লাপাড়া উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ শামীম আখতার,র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়া র‍্যাব -১২’র এ এসপি মুস্তাফিজ।

  • তাড়াশের নাদোসৈয়দপুরে ছেলে-মায়ের ঘর পুড়িয়ে দিল-ভোরের কণ্ঠ।

    তাড়াশের নাদোসৈয়দপুরে ছেলে-মায়ের ঘর পুড়িয়ে দিল-ভোরের কণ্ঠ।

    সিরাজগঞ্জের তাড়াশে  নিজের ছেলে হয়ে মায়ের ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। ২৪ মে সোমবার সন্ধ্যায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের নদীপাড়া চাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে বিধবা মা রেহানা বেগম মৃত ইব্রাহীমের স্ত্রী একটা  টিনের ঘরে বসবাস করতেন। বড় ছেলে আব্দুল মালেক পাশেই একটা ঘরে ও ছোট ছেলে নিজাম উদ্দিন অন্য এক গ্রামে বাস করেন।

    তার বড় ছেলে আব্দুল মালেক ,মালেকের স্ত্রী নাছিমা খাতুন ও নাতনী একই গ্রামের হাফিজুরের স্ত্রী নাইমা খাতুন  বিধমা মার এক টুকরো ভিটে মাটি নিজ নামে লিখে নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে জ্বালা যন্ত্রনা করে আসছিল।

    এক পর্যায়ে ৩/৪দিন আগে তার মাকে পরিবারের সকলে মিলে নির্যাতন করলে ছোট ছেলে নিজাম উদ্দিন তার মাকে নিজ বাসস্থানে নিয়ে যান। এদিকে সন্ধ্যায় সুযোগ বুঝে আব্দুল মালেক, তার স্ত্রী নাছিমা খাতুন ও মেয়ে একই গ্রামের হাফিজুরের স্ত্রী নাইমা খাতুন বিধবা মা রেহানা বেগমের ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহর্তেই আগুনের অগ্নি শিখা দম দম করে উঠলে পার্শবর্তী  লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। ওই সময় আকাশে বৃষ্টি থাকায় ও জনগনের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও পার্শ্ববতী ঘর গুলোর কিছুটা ক্ষতি হয়। নইলে এলাকা জুড়ে এক বিশাল ক্ষতি হওয়ায় সম্ভবনা ছিলো।

    আগুন পুড়ে বিধবা মা’র ধান,চাল,আসবাবপত্র ও নগদ ১ লাখ ১২হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে বিধবা মা রেহানা বেগম তাড়াশ থানায় অভিযোগ করেছেন ।

    বিধবা মা রেহানা বেগম বলেন, ছেলে, ছেলের বউ ও নাতনী’র অত্যাচারে আমার ছোট ছেলের বাড়িতে গেছি। কিছুক্ষণ পর শুনি  আমার একমাত্র থাকার ঘর আগুনে পুড়ে ছাই করে গেছে । আমার কুলখানীর জন্য নগদ ১ লাখ ১২হাজার টাকা রেখে দিছিলাম তাও পুড়ে ছাই হয়ে গেছে। আমি এর বিচার চাই।

    প্রতিবেশী ঘরের বাসিন্দা মৃত মুছা প্রামানিকের স্ত্রী জয়নব খাতুন বলেন, ওরা মা ছেলে মারামারি করবি করুক। মায়ের ঘরে আগুন দিবি দিক কিন্তু আমার ঘরের যে ক্ষতি হলো তার দায়ভার কে নিবে। আমি এদের বিচার চাই।

    এ বিষয়ে আব্দুল মালেকের সাক্ষাত না পাওয়ায় তার স্ত্রী নাছিমা খাতুন বলেন, আমার শ্বাশুরীর ঘর পুড়ে গেছে এটা সত্য কথা তবে আমরা আগুন দেয নাই। আমার ঘর আর আমার শ্বাশুরীর ঘর এক সাথে লাগানো আছে। তার ঘরে আগুন দিলে তো আমার ঘর পুড়ে যাবে। তাই কোন বিবেকবান মানুষ আগুন দিবে না। তবে কি ভাবে আগুন লাগছে আমরা জানি না।

    এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে শুনেছি । সেখানে গিয়ে উভয়কে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবো।

     

  • অসহায় দরিদ্র মানুষের বন্ধু এমপি ওমর ফারুক চৌধুরী-ভোরের কণ্ঠ।

    অসহায় দরিদ্র মানুষের বন্ধু এমপি ওমর ফারুক চৌধুরী-ভোরের কণ্ঠ।

    বর্তমান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে তানোর গোদাগাড়ী উপজেলা বাসীকে রক্ষা করতে নিজের জীবনের তোয়াক্কা না করে দিন রাত তার নেতাকর্মীদের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দিতে পৌঁছে দিচ্ছেন এমপি ওমর ফারুক চৌধুরী।

    জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপেও তানোর গোদাগাড়ী উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে তার অনুসারী নেতাকর্মীদের দিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী বিতরণ করাচ্ছেন।

    আর এইসব ত্রাণ সামগ্রী অত্যন্ত গোপনে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়নার মাধ্যমে বিতরণ করানো হচ্ছে। দুই উপজেলার খেটে খাওয়া ভ্যান, রিক্সা চালক ও মাইক্রো চালক সহ চা দোকানী মুদি ব্যবসায়ী এবং নাপিতদের মাঝে এসব খাদ্য ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
    এছাড়াও অসহায় দরিদ্র দিনমজুরি খেটে খাওয়া পরিবারের মাঝে দেয়া হচ্ছে চাল ডাল আটা সাবান তেল আলু সহ বিভিন্ন রোকমের ত্রাণ সামগ্রীর সাথে নগদ অর্থ।

    এমনকি যারা ত্রাণ সামগ্রী পাচ্ছে না বৈষম্যর শিকার হচ্ছেন তাদের জন্য এমপির পক্ষ থেকে খোলা হয়েছে হটলাইন। যারা ত্রাণ সামগ্রী পাচ্ছে না তারা এমপি ও তার প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না ও জাহাঙ্গীর আলমের হটলাইনে ফোন আথবা এসএমএস করা মাত্র ত্রাণ সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও প্রতিদিন ত্রাণ সামগ্রী সঠিক ভাবে বিতরণ হচ্ছে কি না তা মনিটরিং করতে নেতাকর্মী ও প্রশাসনের উপর নির্দেশ দিয়েছেন এমপি ওমর ফারুক চৌধুরী।