Author: admin

  • কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন শামসুজ্জামান বাহার।

    কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন শামসুজ্জামান বাহার।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী মে মাসের শেষ দিকে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামীলীগের ৩ জন নেতা নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন।

    তারমধ্যে দলের সিনিয়র নেতাকর্মী ও তৃণমূলের সমর্থক এবং প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অনুরোধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী মাঠে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যুক্তরাজ্য শাখা আওয়ামীলীগের অন্যতম নেতা বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহার।

    উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় শামসুজ্জামান বাহারের ব্যাপক পরিচিতি রয়েছে। তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক প্রয়াত এম.এ রকিব কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। যার জন্য এবারের উপজেলা পরিষদের নির্বাচনে অত্যন্ত সজ্জন ব্যক্তি সাবেক ছাত্রনেতা শামছুজ্জামান বাহারকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব-সমাজ ও প্রবাসীরা অনুরোধ জানিয়ে আসছিলেন শামসুজ্জামান বাহারের অনুসারী নেতাকর্মীরা জানিয়েছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শামসুজ্জামান বাহার।

    মনোনয়ন না পেলেও আওয়ামীলীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমেদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে শামসুজ্জামান বাহার আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে মাঠে নৌকার পক্ষে জোরালো ভাবে কাজ করেছিলেন। যেহেতু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলগত ভাবে নির্বাচন করবে না, যার কারনে শামসুজ্জামান বাহার কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার প্রয়াত পিতার জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং গোটা উপজেলা জুড়ে তার ব্যাপক পরিচিতি থাকায় আওয়ামীলীগের বড় অংশের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য দল এবং সাধারণ ভোটার থেকে শুরু করে প্রবাসীদের অকুন্ঠ সমর্থন পাবেন তিনি।

    ইতিমধ্যে শামসুজ্জামান বাহার যুক্তরাজ্য থেকে দেশে এসে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন ও
    সহযোগিতা চেয়ে করছেন মতবিনিময়, উঠান বৈঠক সহ নির্বাচনী পরিকল্পনা। যেখানে তিনি যাচ্ছেন সেখানে আওয়ামীলীগের সিনিয়র পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বীয়ান ও যুবসমাজদের সরব উপস্থিতি রয়েছে। দীর্ঘদিন থেকে শামসুজ্জামান বাহার যুক্তরাজ্যে থাকলেও সব-সময় কানাইঘাটের মানুষের সাথে এবং দলের নেতাকর্মীদের সাথে রেখেছেন সু-সম্পর্ক।

    এলাকার আর্থসামাজিক উন্নয়নে তার অবদান রয়েছে। প্রয়াত পিতার এম.এ রকিবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে চমক দেখাতে পারেন শামসুজ্জামান বাহার বলে অনেকে মনে করেন। নির্বাচন নিয়ে শামসুজ্জামান বাহারের সাথে কথা হলে তিনি বলেন, দলের নেতাকর্মী থেকে শুরু
    করে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও অকুন্ঠ সমর্থন কারনে কানাইঘাট উপজেলাকে যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষি, প্রযুক্তি নির্বর একটি সমৃদ্ধ জনপদে
    পরিণত করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। যেখানে যাচ্ছেন মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন।

    দলের নেতাকর্মীরা তার সাথে রয়েছেন, তার প্রয়াত পিতা কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম এম.এ রকিবের হাত ধরে কানাইঘাটের রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছিল। এখনও কানাইঘাটের সর্বস্তরের মানুষ তার পিতাকে স্মরণ রেখেছেন তার কর্মের কারনে। পিতার মতো কানাইঘাটে মানুষের কল্যাণে কাজ করার জন্য উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

  • রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    রাণীশংকৈলে বিজিবির ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ে গরীব, দুঃস্থ ও অসহায় দুইশত ২৫ জনের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    রবিবার বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাশিপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।
    এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
    খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চৌরাচালান এসব বন্ধে গ্রামবাসীকে বিজিবি’র সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
    উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ওই এলাকার অসহায় মানুষ। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিরা।
  • গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে দারুল ক্বিরাআতের পুরস্কার বিতরণ।

    গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে দারুল ক্বিরাআতের পুরস্কার বিতরণ।

    নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান উপলক্ষে মুসলিম শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে “আল খলিল কুরআন শিক্ষা বোর্ড” কর্তৃক অনুমোদিত দারুল ক্বিরাআতের একটি শাখা শ্রীমঙ্গলের গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে বিশুদ্ধ কুরআন শিক্ষা আয়োজন করা হয়েছে।
    রবিবার ০৭ এপ্রিল ২০২৪ ইং, যোহরের নামাজের পর গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের কমিটির উদ্যোগে দারুল ক্বিরাআতের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।
    এ সময় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও উক্ত মসজিদের অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মোঃ আরিফুর ইসলাম রহমত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মোঃ রোকন উদ্দিন, আয়ারল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ জুয়েল ভূইয়া, উক্ত মসজিদের সভাপতি মোঃ খলিল মিয়া, দুবাই প্রবাসী (সংযুক্ত আরব আমিরাত) বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলাল ভূইয়া, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মাওলানা মুফতি হাফিজ মোঃ আজিজুর রহমান শরিফ, হাফিজ মোঃ রিয়াজ উদ্দিন, হাফিজ মোঃ আদনান আহমদ, হাফিজ মোঃ মাহবুবুর রহমান শাফে, মোঃ আব্দুর নুর, মোঃ হানিফ মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ আবু তাহের-সহ মসজিদ কমিটির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রমুখ।
    অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী মুসলেহ উদ্দিন চৌধুরী।
  • মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।

    মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন।
    রবিবার (০৭ এপ্রিল) সন্ধায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন।
    এসময় তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হাই প্রোফাইল আমার নাই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি।  আমি সার্বজনীন জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কারো হক মেরে খাওয়ার চিন্তা নাই। আমি এই এলাকার সাধারণ মানুষদের মাঝ থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এলাকার উন্নয়ন করতে চাই।
    এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হারুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  • রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন।

    রাণীশংকৈলে এক কৃষকের ভুলে পুড়ল অন্য কৃষকের স্বপ্ন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    গম কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট ডাটা জৈব সার তৈরির জন্য আগুন দিয়েছিলেন কৃষক কলিমুদ্দিন। চৈত্র মাসের প্রখর রোদ ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গম খেতে। এতে এক কৃষকের প্রায় ৮ বিঘা জমির গম খেত পুড়ে ভস্মীভূত হয়েছে।
    রবিবার (৭ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে। গমখেতের পাশাপাশি ভুট্টা খেতেরও ক্ষতি করেছে ওই আগুন।
    প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আবু সালেহ বাবলু বলেন, গম কেটে নেওয়ার পর ওই জমিতে ধান খেত রোপণের জন্য গমের উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিয়েছিল পাশের গ্রাম কাদিহাট এলাকার কৃষক কলিমুদ্দিন।
    কিন্তু সেই আগুনের লেলিহান শিখা পাশের গম খেতে ছড়িয়ে পড়ে। মাঠে থাকা লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সাবলু নামের এক কৃষকের ৮ বিঘা জমি পুড়ে গেছে। এতে প্রায় তার তিন লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। স্বপ্ন পুড়ছে সেই কৃষক পরিবারের।
    ক্ষতিগ্রস্ত গমচাষি সাবুল হক বলেন, ‘অনেক আশা করেছিলাম গম কেটে বিক্রি করে ঈদে ছেলে মেয়েদের কাপড়-চোপড় কিনে দেব। কিন্তু আগুন সব ধ্বংস করে দিল। কলিমুদ্দিনের কাছে আমরা ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ না দিলে মামলা করব।’
    এদিকে এ ঘটনার পর থেকে কৃষক সাবুলকে স্হানীয় ইউপি সদস্যের জিন্মায়  রাখা হয়েছে।
    স্থানীয়রা জানায়, এই গরমে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব। অসচেতনতার কারণেই আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে গেছে। যত্রতত্র এভাবে আগুন দেওয়া বন্ধে স্থানীয় কৃষি অফিস ও ফায়ার সার্ভিসের উদ্যোগ গ্রহণ করা উচিত।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘গম খেতে উচ্ছিষ্ট ডাটাতে আগুন দিলে পাশের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যেন কৃষকেরা না করে সে ব্যাপারে আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি।’
  • ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ।

    ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্য শস্যের চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পৌরসভা  কর্তৃপক্ষের বিরুদ্ধে।
    এসময় স্থানীয় সংবাদকর্মীরা চাল বিতরণের ছবি ধারণ করতে গেলে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা মেজাজ হারিয়ে সাংবাদিকদের লাঞ্চিত করেন।
    সরজমিনে গিয়ে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল বিতরণ করেছেন পৌর কর্তৃপক্ষ। এমন অভিযোগ কার্ডধারীদের।
    সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া গরিব অসহায়দের না দিয়ে ভিজিএফের কার্ড দেওয়া হয়েছে বিত্তবানদেরও। এমন অভিযোগ চাল নিতে আসা সুবিধাভোগীদের।
    এমন খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছবি ধারণ  করতে গেলে মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ছেলে বাধন ইসলাম সংবাদ কর্মীদের ক্যামেরা-মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেস্টা করেন। এবং ভিডিও ডিলিট করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি দেন।
    পরে ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে মেয়র তেরে এসে হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে লাঞ্চিতের স্বীকার হন সিএনএন এর সংবাদকর্মী আব্দুল আওয়াল। এসময় পরিবেশ উত্তপ্ত হলে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে সংবাদকর্মীরা ফিরে গেলে আবারো চাল বিতরণ করা হয় সুবিধাভোগিদের।
    তবে মেয়রের এমন উগ্র আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। তারা বলছেন, মেয়রের এমন আচরণ মোটেও আশা করা যায় না। তিনি মেয়র গুন্ডা নন। কেউ গোন্ডগোল সৃষ্টি করলে তিনি তা সমাধান করবে। তা না করে মেয়র নিজেই মারামারিতে অংশ নিচ্ছেন।
    তারা আরো বলেন, চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিৎ ছিলো। কিন্তু তিনি যেভাবে সংবাদকর্মীদের সাথে আচরণ করলো এটাতে পৌরবাসী হতাশ।আর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, চাল ওজনের কম দেওয়ার অভিযোগ পেয়েছি।
    এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, ওজনে কম দেয়ার অভিযোগ শুনে দ্রুত পৌরসভায় ছুটে আসি। পরে ১০ কেজি পুরন করে তালিকাভুক্তদের চাল বিতরণ করা হয় বলে দাবি তার।
    পৌরসভা সুত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১জন ভিজিএফ কার্ডধারীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়।
  • শ্রীমঙ্গলে ইসলামের সৌন্দর্য বিষয়ক সেমিনার ও ইফতার মহফিল।

    শ্রীমঙ্গলে ইসলামের সৌন্দর্য বিষয়ক সেমিনার ও ইফতার মহফিল।

    নিজস্ব প্রতিবেদকঃ
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামের সৌন্দর্য বিষয়ক সেমিনার ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার ০৬ এপ্রিল ২০২৪ ইং, শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ সৈয়দ ফসিউর রহমান সুপার মার্কেটের (২য় তলায়) ইসলামের সৌন্দর্য বিষয়ক সেমিনার ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন, তালহা বিন উবাইদিল্লাহ (রাঃ) হিফজুল কুরআন শিক্ষা কেন্দ্র, রামপুর, কমলগঞ্জ।
    এ সময় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মোঃ খন্দকার আনোয়ার মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক মোঃ মুনিরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এম এ রহীম নোমানী, ডা: মোঃ নাজেম আল কোরেশী রাফাত, মাওলানা ক্বারী কবি আব্দুল মুমিন, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন-সহ প্রমুখ।
  • মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মালামাল সহ দুই যুবক আটক। 

    মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মালামাল সহ দুই যুবক আটক। 

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুন্ঠিত মালামাল সহ দুইজন ছিনতাইকারী যুবককে আটক করেছে পুলিশ।
    জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ডাক্তার বাড়ি গেইট রাস্তা উপর হতে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় স্থানীয় লোকজন সহযোগিতা মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ বাছির মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২৩), ও একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে
    মোঃ উজ্জ্বল মিয়া (২০) কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
    এ সময় আটককৃতদের তল্লাশি করে একটি সুইচ গিয়ার (চাকু)  ও লুণ্ঠিত নগদ ১ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার হওয়া ছুরি ও মালামাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
    এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে  ৪/৫ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০১৯ এর মামলা (১১) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক ২ জন আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
  • নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।

    নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।

    নিজস্ব প্রতিবেদকঃ
    শ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
    শনিবার ০৬ এপ্রিল ২০২৪ ইং, (২৬ রমজান) দুপুর ২টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে ও নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য মোঃ ফখরুল আহমেদ, মোঃ জাফর আহমেদ।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, ক্বারী মাওলানা মোঃ নোমান আহমেদ। অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য মাওলানা এম এ রহিম নোমানী।
    উক্ত অনুষ্ঠানে নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক শতাধিক গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
  • মাধবপুরে মাটি উত্তোলন ও রাস্তা দখল রাখার অভিযোগে দুই জনকে জরিমান।

    মাধবপুরে মাটি উত্তোলন ও রাস্তা দখল রাখার অভিযোগে দুই জনকে জরিমান।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  
    হবিগঞ্জের মাধবপুরে বহরা ইউনিয়নের পৃথক দুইটি স্থানে অবৈধভাবে ফসলি মাটি ও বালু উত্তোলন এবং সরকারি রাস্তা দখল করে ইট বালু দোকানে মালামাল রাখার অভিযোগে দুই জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
    শনিবার (০৬ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি মাটি ও বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী
    ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গ্রামের চোরাব আলীর ছেলে হৃদয় আহমেদ (২১)কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
     মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব অভিযান চালিয়ে উপজেলার মনতলা স্টেশন বাজারে ব্যস্ত সরকারী সড়কের অংশ দখল করে দোকানের মালামাল, ইট,বালু রাখায় এবং জনস্বার্থের ক্ষতি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ অনুযায়ী বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আক্তার হোসেন সেলিম নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনকে এক লক্ষ টাকা জরিমানা ও অপর এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে মোট দুই জনকে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    এসময় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ূন কবিরসহ পুলিশের একটি দল ও আনছার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ ফসলি জমির মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।