Author: admin

  • লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ মেলার উদ্ধোধনী অনুষ্ঠান ( ৫ জুন) শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে উপজেলা প্রাণি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ।

    দিনব্যাপী প্রদর্শনী মেলাতে প্রায় ৩৫টি স্টল অংশগ্রহণ করে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়েছে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আইয়ুব মিঞা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ যোবায়ের হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, এবং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ আরো অনেকে ।

  • রাজবাড়ীর গোয়ালন্দে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।

    রাজবাড়ীর গোয়ালন্দে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।

    গরু খামারিদের অধিক লাভের আশায় অসদুপায় অবলম্বন না করার আহ্বান জানিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো হৃষ্টপুষ্ট গরুথর প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২১। স্বাস্থ্যবান ওই গরুর মেলায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামের গরু খামারিদের অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়।মেলাতে বড় বড় ছাগল নিয়েও অংশগ্রহণ করে খামারিরা।

    শনিবার (৫ই জুন) গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ গরুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    উপজেলার নির্বাহি কর্মকর্তা আজিজুল হক এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম , উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল,উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি শহীংদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম,প্রাণিসম্পদ সার্জন ডাক্তার মোঃ মিজানুর রহমান,এ আই টেকনিশিয়ান ইকবাল খান দোলন প্রমুখ ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম বলেন ,‘নির্বোধ অসহায় প্রাণী গুলোর খাবার যেন শতভাগ ভেজাল মুক্ত হয় সেদিকে প্রত্যেকের নজর রাখা যেমন জরুরি, তেমনী তাদের যত্নেও প্রত্যেককে সজাগ থাকতে হবে।

    দেশের মানুষের প্রয়োজন মেটাতে উৎপাদিত গরুর মাংস যেন নিরাপদ ও ভেজালমুক্ত হয় তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের নিরাপদ খাদ্যের জন্যে গরুর -খাদ্য ও নিরাপদ হওয়া উচিত। বিদেশ থেকে আমদানি নয়, দেশে গরুর -মাংসের চাহিদাপূরণে ও মাংসের দাম নাগালের মধ্যে রাখতে সংশ্লিষ্টদের এগিয়ে আসেত হবে।থ

    গরু প্রদর্শনীতে গরু মোটা তাজা করণে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সুফল প্রাপ্তির বিষয়ে গরু খামারিদের সর্তক থাকার আহ্বান জানানো হয় গরু প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২১পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে , স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান ও বেলচা পুরস্কার হিসাবে উপহার প্রদান করেন।

    উক্ত গরুর প্রদর্শনীতে ষাঁড় গরু ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন আব্দুর রাজ্জাক রাজা। তিনি বলেন বেকারদের উদ্দেশ্যে আপনারা বেকার না থেকে উদ্যোক্তা হন খামারি হন ভবিষ্যৎ ভালো হবে।

    গরু প্রদর্শনীতে গাভী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন কুদ্দুস ফকির, ছাগল ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন আব্দুর রব, বাছুর ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন বেলায়েত হোসেন।

  • সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে ভ্যানগাড়ি বিতরন।

    সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে ভ্যানগাড়ি বিতরন।

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সুফলভোগী ২৫ জন জেলেকে প্রশিক্ষণ শেষে উপকরণ ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

    শনিবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎসচাষ (রাজস্ব) এর প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ সদর উপজেলার সুফলভোগী ১৫ জন এবং বেলকুচি উপজেলার ১০ জন মৎস্যজীবিদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী , সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মোজাম্মেল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার, রায়গঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান ।

    সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রায়গঞ্জ, সিরাজগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) মোঃ হাফিজুর রহমান, বেলকুচি, সিরাজগঞ্জের উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামিম রেজা।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী ।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তাদ্বয়, অন্যান্য স্টাফ সহ সুফলভোগী মৎস্যজীবীগণ।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৃথক পৃথক ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ১৪দিন এই ক্যাম্পেইন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

    শনিবার (৫ জুন)দুপুর ১২টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

    এতে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান উজ্জ্বলসহ স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, উপজেলার প্রায় ১৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস ২৯ দিনের ১ হাজার ৫’শ শিশু এবং ১ থেকে ৫ বছরের ১২ হাজার শিশু।

    এর আগে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে সকাল ৯টায় স্থানীয় ঢাকা মোড়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, স্যানেটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম, টিকাদান সুপারভাইজার শেখ সোহরব আলী হিরা প্রমুখ।

    পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরএলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৭’শ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

     

  • শাহজাদপুরে প্রভাবশালী মহলের ইন্ধনে কৃষি জমি খনন ও ভরাটের অভিযোগ।

    শাহজাদপুরে প্রভাবশালী মহলের ইন্ধনে কৃষি জমি খনন ও ভরাটের অভিযোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের ২ টি ইরিগেশন প্রজেক্টের প্রায় ২৫ বিঘা কৃষি জমির প্রকৃত মালিক কৃষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক মাটি কেটে বালু ফেলে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।

    অবৈধভাবে অন্যের কৃষি জমি থেকে মাটি কাটা ও বালু দিয়ে ভরাট করা বন্ধের দাবীতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা কৃষি বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ কৃষকেরা। এ ঘটনা জানতে পেরে প্রভাবশালী মহল কর্তৃক অভিযোগকারীদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকিও দেয়া হচ্ছে অভিযোগকারী কৃষকদের।

    শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে উপজেলার নুকালী গ্রামের আশরাফুল ইসলাম নান্নু, হাজী মোঃ শাহ আলম, জয়নাল আবেদিন, নাজমুল হুদাসহ বেশ কয়েকজন কৃষকের অভিযোগ,তাদের দুই ইরিগেশন প্রজেক্টের প্রায় ২৫ বিঘা ফসলী জমিতে ধান উৎপাদন করে নিজেদের রুটিরুজি নিশ্চিতের পাশাপাশি বাড়তি ধান বিক্রি করে দেশের খাদ্য ঘাটতি পূরণে সহযোগীতা করে আসছে। কিন্তু এলাকার কিছু চিহ্নিত প্রভাবশালী মহল তাদের না জানিয়েই গায়ের জোরে গত ৫ দিন ধরে তাদের ফসলী জমি থেকে মাটি কাটছে ও বালু ফেলে ভরাট করছে।

    এতে তাদের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে ও ভবিষ্যতে পরিবার পরিজনের রুটিরুজি নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাদের কৃষি জমিতে বালু ফেলা হোক এটা তারা চান না। তারা তাদের জমিতে ফসল ফলাতে চান।

    এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সালাম বলেন, ‘কৃষকদের অভিযোগ পেয়েছি। তাদের কৃষি জমি রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।থ

    অন্যদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, ‘কৃষকদের জমি জোর করে ভরাটের কোন সুযোগ নেই। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মেলা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মেলা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে।

    (৫ জুন) শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ  দপ্তর ও ভেটেরিনারী  হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় ওই হাসপাতাল চত্বরে  প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ’র  সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার  ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ সোহেল আলম খান, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র  সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।

    প্রদর্শণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারী  সার্জন ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম । এই মেলাতে প্রায় ৪২টি স্টলে বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দেখানো হয়। গাভী ,ছাগল,ভেড়া ও হাঁস মুরগী পালনে পৃথক পৃথক ভাবে সাফল্যকারীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।

    এতে ১ম সাফল্যকারীকে ৪ হাজার টাকা করে ৪ জনকে ,২য় সাফল্যকারীকে  ৩ হাজার ৫শ টাকা করে ৪জনকে ও ৩য় সাফল্যকারীকে ২ হাজার ৫শ টাকা করে ৪জনকে  চেক প্রদান করা হয়।

  • ফুলবাড়ী প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী।

    ফুলবাড়ী প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী।

    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

    এতে ভেটেরিনারি সার্জন ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।

    এছাড়াও বক্তব্য রাখেন ডেইরি এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম, ভেটেরিনারি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল, খামারী মতিবুল ইসলাম প্রমুখ।

    শেষে প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেওয়া খামারীদের মাঝ থেকে তিনজন বিজয়ীর হাতে চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি খামারী তাদের গরু-ছাগলসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শনে স্টলে অংশে নেন।

  • রায়গঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

    রায়গঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ তৌহিদুল ইসলাম(৩০) ও রফিকুল ইসলাম(৩৭) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মি.জন রানা।

    বিজ্ঞপ্তিতে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র একটি অভিযানিক দল রায়গঞ্জ উপজেলার গাদাইপুর সিমলা জোড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে নয় কেজি গাঁজা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন লালমনিরহাট হাতীবান্ধার বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তৌহিদুল ইসলাম(৩০) একই এলাকার পূর্ব আমজন পূর্বপাড়া গ্রামের খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম(৩৭)।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের করে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে গোয়ালন্দ সেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল।

    ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে গোয়ালন্দ সেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল।

    ২০২১-২০২২ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ৪ জুন বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    মিছিল সমাপ্ত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রবীণ রাজনীতিবীদ ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
    উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধার নেতৃত্বে

    স্বাস্থ্য বিধি মেনে উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজ্জাক, নয়ন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহাগ মিয়া,সেখ শাহীন ও ফরিদুজ্জামান ফরিদ সহ চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের কর্মী বৃন্দ।

    আনন্দ মিছিলে নেতৃবৃন্দ বলেন ২০২১-২০২২ইং অর্থবছরের বাজেট অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী বাজেট হিসেবে আখ্যায়িত করেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেট যুগান্তকারী পদক্ষেপ। এ বাজেট গরীব ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের বাজেট।

    এসময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
    উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা বলেন, শেখ শেখ শেখ মুজিব,
    লও লও লও সালাম।

  • বেলকুচিতে স্কুল ছাত্রের আত্মহত্যা! সংবাদ সংগ্রহে সাংবাদিক হামলার শিকার।

    বেলকুচিতে স্কুল ছাত্রের আত্মহত্যা! সংবাদ সংগ্রহে সাংবাদিক হামলার শিকার।

    সিরাজগঞ্জের বেলকুচির চন্দনগাঁতীতে গলায় ফাস দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্র চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের ছেলে মুরছালিন। মুরছালিন সোহাগপুর শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা সাংবাদিকদের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলাও করে তারা।

    স্থানীয়রা জানায় শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের শাহ আলমের বড় ছেলে মুরছালিন গলায় দড়ি পেচিয়ে নিজের শয়ন কক্ষে ঝুলতে থাকে। এ সময় তার মা দেখায় ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির সবাইকে নিয়ে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    আত্মহত্যার সংবাদ সংগ্রহ করতে গেলে ৭১ টিভির বেলকুচি উপজেলা সংবাদদাতা উজ্জ্বল অধিকারী ও জাতীয় দৈনিক ইনকিলাব বেলকুচি উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু উপর হামলা করে নিহত মুরছালিনের চাচা নয়ন, সাংবাদিকরা তাদের নিউজ সংগ্রহের জন্য ভিডিও ও ছবি তুলতে নিলে হামলা চালিয়ে মোবাইল মাটিতে ফেলে দেয়। ভিডিও করতে নিলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ অশালীন কথা বার্তা বলেন পরে ডিএসবি আব্দুর রশিদ গিয়ে নিয়ন্ত্রনে আনে।

    এলাকাবাসী আরো জানান তিন দিন আগে তার মা মোবাইলে গেম খেলা নিষেধ করা ও মোবাইল কেড়ে নিলে ভাত খাওয়া বন্ধ করে দেয় মুরছালিন। পরে মার সাথে মনমালিন্য হয়। আর এরপর শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটায়।

    সহকারী পুলিশ সুপার বেলকুচি উপজেলা সার্কেল সিদ্দিক আহমদ জানান, শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামে এক স্কুল ছাত্র মুরছালিন গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন এ নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি তাই পরিবারের কাছেই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।তবে সংবাদ সংগ্রহের সময় হামলার ঘটনা দু:খজনক বলেও জানান তিনি।