Author: admin

  • রায়গঞ্জে ধামাইনগর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আহসান হাবিব সোহেল।

    রায়গঞ্জে ধামাইনগর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আহসান হাবিব সোহেল।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামাইনগর ইউনিয়নে নৌকার মাঝি হয়ে সাধারণ মানুষের সেবা করতে চান ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল।

    ইতিমধ্যেই তিনি বিভিন্ন পাড়া, মহল্লা, হাট-বাজারে, গ্রাম-গঞ্জের বিভিন্ন চা-স্টলে দিন-রাত গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। পোস্টার,ব্যানার, ফেসটুন এর মাধ্যমে প্রচার-প্রচারণায় রয়েছেন সবার চেয়ে
    এক ধাপ এগিয়ে।

    আহসান হাবিব সোহেল মহামারি করোনার শুরু থেকেই ইউনিয়নের নিম্ন আয়ের মানুষেরা যখন, চোখে অভাবের অন্ধকার দেখছিল ঠিক তখনই তাদের পাশে আলোর দিশারী হয়ে দাড়িয়েছেন বিভিন্ন সাহায্য-সহযোগিতা নিয়ে। পেশাগত দায়িত্বের পাশাপাশি ইউনিয়নের খেটে খাওয়া মানুষের সুখে দুখে আছেন সংঙ্গী-সাথী হয়ে।

    তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের সকল প্রকার উন্নয়ন কাজে তিনি একজন অংশীদার হয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে জনমনে স্থান করে নিয়েছেন।

    চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সোহেল ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এবং তরুন যুব সমাজের কাছে একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দিন-রাত সকল শ্রেণী-পেশার মানুষের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, আমি ইউনিয়নবাসীর শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই।

    এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সোহেল বলেন,বাংলাদেশ আ:লীগের সভাপতি ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
    শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেন। তাহলে আমি আমাদের (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সেই সাথে ধামাইনগর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।

  • উল্লাপাড়ায় ঔষধ তৈরির কারখানা হামিম ইউনানী ল্যাবরেটারিজের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় ঔষধ তৈরির কারখানা হামিম ইউনানী ল্যাবরেটারিজের ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি ঔষধ কোম্পানি হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের বিরুদ্ধে জীবন বিধ্বংসী হারবাল ঔষধ তৈরি ও পরীক্ষা ছাড়াই মানব দেহে প্রয়োগের অপরাধে উল্লাপাড়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় নীলা আক্তার নামের এক মহিলা বাদী হয়ে ৮ জন কর্মকর্তাকে আসামী করে এ মামলা দায়ের করেন।

    মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিতে ওয়ার্কার পদে চাকুরি করে আসছিল নীলা। কোম্পানির মালিক ডায়াবেটিক রোগের জন্য নতুন উৎপাদিত ডাইজিক কেয়ার নামে একটি ঔষধ উৎপাদন করতে চলেছেন।

    ডাইজিক কেয়ার নামের উৎপাদিত ঔষধের (ক্যাপসুল) কিছু স্যাম্পল কোম্পানির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশে হেকিম আলামিন ওয়ার্কার নীলাকে প্রদান করেন এবং বিভিন্ন ডায়াবেটিক রোগিদের মধ্যে বিতরণ ও প্রয়োগ করে ফলাফল জানানোর নির্দেশ দেন।

    তিনি সরল মনে উৎপাদিত ঔষধ গ্রহন করে তার বাড়ী কয়ড়া নিয়ে যান। নীলার স্বামী নাজমুল হুদা ও শ্বশুর আসাব আলী তারা উভয়ে ডায়াবেটিক রোগী হওয়ায় তাদের দুথজনকেই উক্ত ঔষধ সেবন করান। সেবনের কিছু সময় পড়েই তার স্বামী ও শ্বশুর উভয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে চিকিৎসকের পরামর্শে স্বামী ও শ্বশুরকে নিয়ে নীলা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    কর্তব্যরত চিকিৎসকের নিবির পরিচর্চায় ৪৮ ঘন্টা পর উভয়ে জ্ঞান ফিরে পান। পরীক্ষা করে তাদের শরীরে জীবন বিধ্বংসী ডিএম, এইচটিএন, হারবাল পয়জন শনাক্ত করেন চিকিৎসকরা। বর্তমানে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা।এই কোম্পানীর বিরুদ্ধে যৌন উত্তেজক ট্যাবলেট প্রস্তুত করে বাজারে বিপননের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের অভিযোগ রয়েছে।

    কোম্পানিটি উল্লাপাড়ার পৌর শহরের প্রান কেন্দ্র গ্যাসলাইন হাট সংলগ্ন এলাকায় অবস্থিত। সেক্সরের ঔষধ তৈরির কারখানা করে রাতারাতি কোটি প্রতি হয়ে গেছে। কোম্পানির মালিক স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি, অনেক সাংবাদিককে ও উপর মহল ম্যানেস করে দীর্ঘ দিন এই অবৈধ ঔষধ তৈরি করে ঢাকা,নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, খুলনা চিটাগং সহ দেশের বিভিন্ন এলাকায় শোরুম করে বিক্রয় করে আসছে।

    গেল বছর অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান মোবাইল কোটের মাধ্যমে কারখানাটি ঘেরাও করলে তাকে বিভিন্ন অজুহাতে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এটি নিয়ে আলোচনা হয়। এই কার খানায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। অদৃশ্য শক্তির কারনে কোম্পানি’র মালিক বার বার পার পেয়ে য়ায়।

    জানা গেছে এই কোম্পানি থেকে অনেকই মাসহারা পান।এই দুরদর্শিতার কারনে আবার শুরু করে দিয়েছে হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন উৎপাদিত ডাইজিক কেয়ার নামের ক্যাপসুল।

    যা খেয়ে অসুস্থ হয়ে পরছে অনেকে। এই ট্যাবলেটে শরীরে জীবন বিধ্বংসী পয়জন শনাক্ত হওয়ার অপরাধে বাদী নীলা আক্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ৮ জন কর্মকর্তাকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযুক্ত আসামীরা হলেন- হামিম ইউনানী ল্যাবরেটরিজ লিঃ ঐষধ প্রস্ততকারী কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল গণি মন্ডল (৫৮), হেকিম মোঃ আলামিন (৪০), ম্যানেজার মোঃ আজিম (৩৫), পরীক্ষক মোঃ মাসুম (৩৬), মেশিন অপারেটর শিবলী মন্ডল (৩৭), সহকারি ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর (৪৫), মোঃ সুমন মন্ডল (৪০), কোম্পানির তত্ত্বাবধায়ক মোছাঃ রোজিনা বেগম।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারি কর্মকর্তা গাজীউল হক জানান, ঔষধ কোম্পানিটির বিরুদ্ধে মামলা হওয়ায় বর্তমানে কোম্পানিটি বন্ধ রেখে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার সকাল ১১টার সময় ট্রাক চাপায় রওশানারা বেগম(৫০) নামের এক নারী মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে।

    নিহত ওই নারী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান আলী জানান সোমবার (৭ জুন) সকাল ১১ টার দিকে নিহত মোটরসাইকেল যোগে বগুড়া থেকে তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। মমতা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এসে পৌছা মাত্র মোটরসাইকেলটিকে পিছন থেকে অজ্ঞাত নামের একটি ট্টাক ধাক্কা দেয়।এ ঘটনায় নারী আরহী ছিটকে পাঁকা সড়কের উপর পরে যায়।পরে আরকটি অজ্ঞাত নামের ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ফরিদুল ইসলাম(১৪) ও রফিকুল ইসলাম(৪৩) নামের দুই জন মারা গেছে।

    রোববার(৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় বৃষ্টির সময় উপজেলার উধুনিয়া ও সলঙ্গা ইউনিয়নের পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন উপজেলার আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৪) ও আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(৪৩)।

    এ ঘটনা নিশ্চিত করে উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।সে আগদিঘল গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাজ বাদ দিয়ে বাড়ি আসার পথে গ্রামের কেন্দ্রীয় করস্থান সংলগ্ন এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

    অপর দিকে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এ তথ্য নিশ্চত করে জানান নিহত রফিকুল ইসলাম এক জন হাঁস খামারি। খামারের হাঁস ধরাইল বিলে মধ্যে ছেড়ে দেওয়া ছিলো।বৃষ্টি ও বৃষ্টির গর্জন দেখে বিল থেকে হাঁস উঠিয়ে আনার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু।

    শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ফসলি মাঠে ধান কাটতে গিয়ে আজ রবিবার বিকেল পাঁচটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে ।

    জানা গেছে, উপজেলার কায়েপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা ( ২৪ ) এবং নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত ভোলা পন্ডিতের ছেলে আলহাজ্ব পন্ডিত বিকেল ৫ টায় বজ্রপাতে নিহত হয় ।

    নিহত জুয়েল এ সময় কোনাবাড়ি ফসলি মাঠে ধান কাটার জন্য অবস্থান করছিল এবং বাতিয়া গ্রামের আলহাজ্ব পন্ডিৎ বাতিয়া মাঠে খড় শুকানোর সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মাঠ থেকে চলে আসার পথে বজ্রপাতের ঘটনা ঘটে।এ ঘটনায় তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • তাড়াশে বঙ্গবন্ধু জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    তাড়াশে বঙ্গবন্ধু জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   (অনূর্ধ্ব-১৭) ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শরিবার  ০৫ জুন বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার েেমেজবাউল করিমের সভাপতিতে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়। নেশা মুক্ত সমাজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ওবায়দুল্লাহ, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,তাড়াশ পৌর সচিব আশরাফুল আলম ভুুইয়া, প্রকল্প বাস্তকায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।

    ফাইনাল ম্যাচে ১নং তালম ইউনিয়ন পরিষদ  বনাম তাড়াশ পৌর সভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটিকে ঘিরে মাঠে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ছিল।

    তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ধারা ভাষ্যর দায়িত্ব পালন করেন। তাড়াশ পৌর সভা একাদশ টিম ১ নং তালম ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আগামী ৭জুন তাড়াশ পৌর সভা জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   (অনূর্ধ্ব-১৭) ২০২১ খেলায় অংশগ্রহন করবেন।

  • নাটোরের নলডাঙ্গায় পৌরসভায় প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ।

    নাটোরের নলডাঙ্গায় পৌরসভায় প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ।

    নাটোরেরর নলডাঙ্গা পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে উপ-বরাদ্দকৃত ত্রাণ (চাউল) মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আক্রমনের ফলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রবিবার (৬ জুন) সকাল সাড়ে দশটায় মানবিক সহায়তা ও উপহার সামগ্রী  বিতরণ করেন,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির।

    এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলরবৃন্দ যথাক্রমে বক্কর হোসেন, আজাহার আলী মিন্টু,মহসিন আলী,শরিফুল ইসলাম পিয়াস, মাহাবুর ইসলাম, ফরহাদ হোসেন, জামাল হোসেন, মাহমুদুল হাসান ফকির মুক্তা, সঞ্জয় ভট্টাচার্য, হাওয়া বেগম,সামছুন্নাহার, ডলি বেগম উপস্থিত ছিলেন।

    এ সময় পৌরসভার কর্মহীন অসহায় চারশত পরিবারের মধ্যে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়।

  • বগুড়ায় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট আলমের মা আলেছা বেগম গ্রেপ্তার।

    বগুড়ায় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট আলমের মা আলেছা বেগম গ্রেপ্তার।

    বগুড়ার মহাস্থানে ৬৬ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট আলমের মা আলেছা বেগম (৬০)কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।

    শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এএসআই ইসরাফিল ও এস আই বিরঙ্গ সহ সঙ্গীয় ফোর্স গড়মহাস্থান মালখালী এলাকায় একাধিক মাদক মামলার আসামী আলমের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িতে ফেন্সিডিল না পাওয়া গেলেও পাশে তার মায়ের বাড়িতে অনুরূপ অভিযান চালায় পুলিশ।

    এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে প্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যায় মাদক সম্রাট আলম। পরে তার মায়ের হেফাজতে রাখা ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার মাকে গ্রেপ্তার করা হয়।ধৃত আলেছা বেগম মহাস্থান গ্রামের লালু মিয়ার স্ত্রী।
    এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আলেছা বেগম তার ছেলে মাদক সম্রাট নামে খ্যাত আলম(৪২) ও তার স্ত্রী তুহিন বেগম(৩৭) তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছ।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
    পলাতক আসামীদের গ্রেফতারে মাঠে নামেছে পুলিশ।

    উল্লেখ্য,কুখ্যাত মাদক সম্রাট আলম শিবগঞ্জ থানার মাদকের শীর্ষ তালিকাভুক্ত আসামী। একটি স্বনির্ভর সূত্র জানায়, মাদকের জরুরী অবস্থাকালীন তাঁকে ক্রসফায়ার দিতে পুলিশের সর্বোচ্চ মহল তাকে হন্য হয়ে খুঁজতে ছিল। এমতাবস্থায় আলম গা ঢাকা দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর এলাকায় এসে আবারও মাদকের আখড়া গড়ে তোলে।

    এলাকাবাসী আক্ষেপ করে বলেন, আলমের মাদক বিক্রি ও গ্রেফতার এটা নতুন কিছু নয়। এটি তার কাছে ডাল ভাতের মত। হাতেনাতে মাদকসহ আটক হয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও মাদকে জড়িয়ে পড়ে।

  • সরকারি সম্পত্তির উপর তৈরি করা ঘর গুড়িয়ে দিল ভূমি অফিস -মানবেতর জীবনযাপন।

    সরকারি সম্পত্তির উপর তৈরি করা ঘর গুড়িয়ে দিল ভূমি অফিস -মানবেতর জীবনযাপন।

    লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের এমলিতলার মৃত আখতারুজ্জামানের ছেলে বেলাল হোসেন জমি কিনে দখলে যেতে পারছেন না বলে জানা গেছে। সরকারি সম্পত্তির উপর তৈরি ঘর গুড়িয়ে দিল ভূমি অফিস।

    চরমনসা গ্রামের বেল্লালের বাড়ির দিনমজুর বেল্লাল হোসেন ৩১ শতাংশ নাল জমি ৪ লাখ ৫০ হাজার টাকা  দামে স্থানীয় সাইফুল ইসলামের সাথে ১ লাখ ৫০ হাজার টাকায় বায়না করলে জমির মালিক সাইফুল ইসলাম বেলালকে দখলে যেতে বলেন। বাকি টাকার মধ্যে ১লাখ ৫০ হাজার টাকা ৬ মাস মাস পরে ও বাকি ১ লাখ ৫০ হাজার টাকা জমি রেজিস্ট্রি করার সময় পরিশোধ করবেন বেলাল।

    জমি দখলে গিয়ে বসত ঘর তোলার সময় স্থানীয় তহশীলদার এসে বাধা দেয় ও উক্ত জমি সরকারি বলে বেলালকে দখল ছেড়ে যেতে নির্দেশ দেয়। ঘটনাটি সাইফুল ইসলামকে জানালে তিনি উক্ত জমি তার বাবার নিজস্ব সম্পত্তি বলে বেলালকে দখলে থাকতে বলেন। সাইফুল এও বলেন যদি বেলাল দখল ছেড়ে যায় তাহলে তাকে জমি বা টাকা কোনটাই দেয়া হবে না। এমনটি স্থানীয় নাসির মিয়া, বাচ্চু মিয়া ও মসজিদের ইমামও জানিয়েছেন।

    এদিকে স্থানীয় তহশীলদার, ইউনিয়ন পরিষদ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিক্রেতা সাইফুল ইসলামের উপস্থিতিতে দখল না ছেড়ে দেয়ায় নিবার্হী কর্মকর্তা (ভূমি) ভেকো দিয়ে বেলালের বসতঘর গুড়িয়ে দেয়। তখন সাইফুল বেলালকে অন্যত্র জমি দেয়ার আশ্বাস দিলেও অদ্যবধি জমি না দেয়ায় বোনের বাড়ীতে থেকে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর বেলাল।

    বেলাল কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদকে বলেন-আমি জমি কিনতে পাঁচ লাখ ৭০ হাজার টাকা খরচ করেছি। কিন্তু জমি সরকারি হওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। আমার দুই ছেলে রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। আমি অসহায় অবস্থায় জীবনযাপন করছি।’

    এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন-ওখানে একটা সিন্ডিকেট কাজ করে। ওটা আমার বাবা হাবিবুর রহমানের খরিদকৃত সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলমান।’

    স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আমিন মাঝি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-বেলাল যে জমি কিনেছে ওটা সরকারি হওয়ায় এসিল্যান্ড দখল উচ্ছেদ করেছে। বেলালের একটা দোচালা টিনের ঘর ছিলো ওটা ভেকো দিয়ে গুড়িয়ে দিয়েছে। ‘

  • বেলকুচিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান।

    বেলকুচিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান।

    সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ৫ (জুন) শনিবার দুপুরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

    বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হীরা মিয়া প্রমুখ।

    উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ হীরা মিয়া জানান, প্রদর্শনীতে ২০টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রত্যকটি স্টল মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।