Author: admin

  • পটুয়াখালীর কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার।

    পটুয়াখালীর কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার।

    সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল ০৭ জুন রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। পরে রাকিবের দেয়া তথ্য মতে মঙ্গলবার সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, সোমবার রাত এগারোটার দিকে উপজেলার ধানখালীর ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় স্থানীয় মটোরসাইকেল চালক রুমান শিকদার। এ সময় তার মটোরসাইকেলর গতি রোধ করে তাকে হাতুরি পেটা করে মটোরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

    কলাপাড়া থনার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, এরা দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘন্টার ব্যবধানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

  • সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্য আটক।

    সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ সদস্য আটক।

    সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুলিশ কিলারেন্স,পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও পুলিশ ভেরিফিকেশনে সাধারন মানুষের নিকট থেকে অসাধু উপায়ে টাকা গ্রহনের অপরাধে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশের সদস্যরা।

    পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সিরাজগঞ্জ জেলায় যােগদানের পর হতে থানা/ফাড়ি/ডিবি/ডিএসবিসহ পুলিশের সকল ইউনিটে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে মােটিভেশনের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছেন।

    এরই ধারাবাহিকতায় জেলা বিশেষ শাখা (ডিএসবি) দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপাের্ট, ড্রাইভিং লাইসেন্স ও চাকুরীর ভেরিফিকেশনসহ অন্যান্য তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। কিন্তু কতিপয় কিছু প্রতারক চক্র ও পাসপাের্ট দালালরা পুলিশ ভেরিফিকেশন করে দেওয়ার কথা বলে সাধারণ সেবা গ্রহিতার নিকট থেকে অসাধু উপায়ে পুলিশের নামে টাকা হাতিয়ে নিচ্ছেন।

    উপরোক্ত তথ্যের ভিত্তিতে জেলা বিশেষ শাখা ও জেলা গােয়েন্দা শাখাকে যৌথভাবে গােয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রতারক চক্র ও পাসপাের্ট দালালদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করা হয়। জেলা বিশেষ শাখা ও জেলা গােয়েন্দা শাখা যৌথভাবে দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করে আসছিল।

    গত ০৭/০৬/২০২১ খ্রিঃ দুপুর ১৪.০০ ঘটিকার সময় গােপন সংবাদের ভিত্তিতে জেলা বিশেষ শাখা ও জেলা গােয়েন্দা শাখা শহরের বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করে মোঃ ইজ্জত আলীর ছেলে মােঃ মােক্তার রহমান সুমন (৩২), মোঃ আসলাম উদ্দিন সরকারের ছেলে মােঃ শাকিল সরকার (৩৬), মৃত তারা মিয়ার ছেলে মােঃ সােহেল (২৯), মোঃ খলিলুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম(৩৩) ও কাউছার(২৪), আব্দুল হাইয়ের ছেলে বাবলু শেখ(৪০) সর্বসাং দিয়ার ধানগড়া সিরাজি রোড,বড়হামকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মােঃ সুমন (৩৮) হতে আটক করা হয়।

    আটককৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যােগসাজসে পাসপাের্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দালালী ও প্রতারণা চক্রের মাধ্যমে এই কাজ করে আসছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, নকল সীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাম ঠিকানা বিহীন
    চারিত্রিক/নাগরিক সনদপত্র, বিভিন্ন গ্রাহকের পাসপাের্ট ডেলিভারী শ্লীপ ও পাসপাের্টসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দন্ড বিধি আইনের ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারা তৎসহ বাংলাদেশ পাসপাের্ট অধ্যাদেশ-১৯৭৩ এর ১১(১)(ঘ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রতারণা চক্রের সাথে আর কে কে জড়িত আছে তা তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আজ মঙ্গলবার (০৮ জুন) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এ সংক্রান্তে সংবাদ সম্মেলন করেন।

    এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান।

    বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান।

    বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র ইকোফিস-২ প্রকল্পের আওতায় একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

    পরিচ্ছন্নতা অভিযানকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকের ঝাউবন এলাকা এবং পশ্চিমে শুটকি পল্লী পর্যন্ত প্রায় দুই কিঃমিঃ এলাকার সকল অপচনশীল বজর্য অপসারণ করা হয়। পরে কুয়াকাটা প্রেসক্লাবে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্র দূষন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

    এসময় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ল্ড ফিস এর পটুয়াখালী জেলায় কর্মরত ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক মোঃ জামাল উদ্দিন ও সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারী মোঃ আনোয়ার  হোসেন আনু প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, নদীর দূষিত পানি ও কলকারখানার বর্জ সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে। এতে সমুদ্রের পানি দূষিত হচ্ছে। মানুষের ব্যবহৃত প্লাস্টিকসহ বিভিন্ন পদার্থ সমুদ্রে ফেলা হচ্ছে। এর ফলে সমুদ্রের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। মারা যাচ্ছে সমুদ্রের নানা প্রজাতির সামুদ্রিক প্রানী ও জীব বৈচিত্র। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে। তাই সমুদ্রের পানি দূষণ রোধে এবং সমুদ্রর জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।

  • করোনা ভাইরাস সংক্রমণ রোধে নলডাঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা।

    করোনা ভাইরাস সংক্রমণ রোধে নলডাঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা।

    নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(৮ জুন)বিকেল সাড়ে পাঁচটায় নলডাঙ্গা থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নলডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর যথাক্রমে মাহাবুর ইসলাম, জামাল হোসেন, মাহমুদুল হাসান ফকির মুক্তা, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন।

    বক্তারা সকলে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আক্রমনের শিকার থেকে বাঁচতে মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করে, মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে, সবাইকে সচেতন থাকার আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় পৌরসভার সকল কাউন্সিলর ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে ইউপি সচিব ও কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জে ইউপি সচিব ও কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

    ২০২০-২০২১ অর্থ বছরে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ইউপি সচিব ও হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটরগণদের অভ্যান্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

    মঙ্গলবার ( ৮ জুন) জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সকাল ৯টা হতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহায়ক এল,জি, এস ,পি-৩ মোঃ আখতারুজ্জামান,সহকারী পরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জ মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী পরিচালক স্থানীয় সরকার মোঃ মঈন উদ্দিন। উক্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১০৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আর্থিক বিধি বিধান বিষয় গুলো আছে সেইদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবং আর্থিক বিষয়ে নিজেকে সচ্ছ থাকতে হবে।

    প্রতিটি অফিস আদালতে সাধারন মানুষদেরকে সেবা প্রদান করতে হবে। কাউকে কোন প্রকার হয়রানি করা যাবেনা এবং অফিস কে ও নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে হবে। এই দিনব্যাপী কর্মশালায় সকলকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

  • অনলাইনে ভূমি উন্নয়ন কর ও রেজিষ্ট্রেশন বিষয়ে অবহিতকরনে মতবিনিময় সভা।

    অনলাইনে ভূমি উন্নয়ন কর ও রেজিষ্ট্রেশন বিষয়ে অবহিতকরনে মতবিনিময় সভা।

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে ভুমি উন্নয়ন কর ও রেজিষ্টেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুৃষ্ঠিত হয়েছে।

    সরকার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে ভুমি মালিকদের রেজিষ্টেশন কার্যক্রম শুরু করেছে উপজেলা ভূমি অফিস। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা হল রুমে সাংবাদিকদের নিয়ে এই অবহিত করণ সভা অনুৃষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ। এসময় উপজেলার প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

    সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ বলেন, সরকার আনলাইনে রেজিষ্টশনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা ব্যবস্থাকে ডিজিটাল করতে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। এতে করে করে ভূমি মালিকগণ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে না গিয়েই, অর্থাৎ ঘরে বসে র্স্মাট ফোন অথবা কম্পিউটার/ ল্যাপটপে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারবেন। এতে করে ভুমি মালিকগণের জমির উন্নয়ন কর বা জমির খাজনা দিতে সহজ হবে।

    এ লক্ষ্যে উপজেলার সব ইউনিয়ন এবং পৌর এলাকার মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে।

    রেজিষ্ট্রেশনের জন্য প্রত্যেক ভুমি মালিকগণকে তার মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র,পূর্ববর্তী দাখিলার কপি এবং প্রয়োজনে খতিয়ানের কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌর ভূমি অফিসে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য জমি মালিকদের আহ্বান জানিয়েছেন

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ। আগামী ৩০ জুন থেকে পুর্বের প্রচলিত পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না বলেও জানিয়েছেন উপজেলা তিনি।

    তিনি সকল ভুমি মালিকগণকে অনলাইনে রেজিষ্ট্রেশনে অংশ গ্রহন করতে আহব্বান জানিয়েছেন।এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভূমি মালিকগণ পৌর ভূমি অফিসসহ উপজেলার সাতটি ইউনিয়নে ভূমি অফিসে রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছেন।

  • তাল গাছের কাঁচতে তাল পেড়ে শেষ-এগুলো কাদের দখলে জনগণ জানতে চায়?

    তাল গাছের কাঁচতে তাল পেড়ে শেষ-এগুলো কাদের দখলে জনগণ জানতে চায়?

    সিরাজগঞ্জের তাড়াশে তাল গাছের তাল কাচাতেই পেরে শেষ করা হচ্ছে।কাদের দখলে এই তাল গাছ গুলা জনগন জানতে চায়? তাড়াশ হতে ভুইয়াগাতী ১৫ কিলোমিটার সড়ক ঐতিহাসিক তাল সড়ক নামে পরিচিত। এই সড়কে তাল গাছ রোপন করেছিলেন ১৯৭৫ সালে মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান। তাল গাছের সারিতে এই সড়কের সৌন্দর্য মানুষের চোখে পড়ার মতো বটে। প্রতি বছরই এই সকল গাছের তাল শুরুতেই ডাব তাল হিসেবে পেরে শেষ করে দেই এলাকার যুবক ছেলেরা। সরেজমিনে দেখা যায় প্রতিদিনই প্রায় তাল পারার ধুম। মনে হয় তাল পাড়ার মহা উৎসব শুরু হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে জোড় যার মুল্লক তার। এখন এলাকার এক শ্রেণীর তাল খেকো যুবকরা তাল পারতে মরিয়া হয়ে উঠেছে। সেই সাথে এ বছর যুক্ত হয়েছে মৌসুমী ডাব তাল বিক্রেতারা। বাজারে ডাব তালের বেশ চাহিদা রয়েছে।

    উচু তাল গাছে বাশ লাগিয়ে গাছে উঠছে আবার অনেকে বাশ ছাড়াই গাছে উঠে ডাব তালের বাধা কেটে দড়ির সাহায্য মাটিতে নামিয়ে আনছে। মাটিতে দাড়িয়ে থেকে ওই তাল সংগ্রহ করছে আর এক জন।  সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ওই ডাব তাল পারার উৎসব। সেই সাথে এক শ্রেণী ডাবতাল বিক্রেতাগণ রাতের আধারে তাল পেরে শহরের মহাজনদের নিকট বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকার জনগন সরকারের কাছে এর প্রতিকারের দাবি জানিয়েছেন।

    ভাদাশ গ্রামের প্রবিন ব্যক্তি আকবর আলী দুঃখ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান আব্দুর রহমানের আহবানে আমরাই তাল গাছ রোপন করেছিলাম। আর ওই তাল যখন গাছ থেকে পারে তখন খুব কষ্ঠ হয়।

    বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া বলেন,আমি বয়ঃবৃদ্ধ মানুষ আমার কথা আর কেউ শোনেনা।যত দিন আমার শরীর ভাল ছিল আমি প্রশাসনের তোয়াক্কা করিনি। আমি আমার সন্তানের মত তাল গাছকে রক্ষা করার চেষ্ঠা করেছি। এই সরকারী গাছ গুলো রক্ষা করার দায়িত্ব উপজেলা প্রশাসনের।

    এ ব্যাপারে উজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি জানান, রাস্তা ও তাল গাছ গুলো জেলা পরিষদের হলেও আমি তাল গুলো রক্ষা করার চেষ্ঠা করব।

     

  • লক্ষ্মীপুর রামগতিতে পাঁকা সড়ক ভেঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ । 

    লক্ষ্মীপুর রামগতিতে পাঁকা সড়ক ভেঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ । 

    লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে ঘুর্নিঝড় ইয়াসের প্রভাব ও মেঘনার অস্বাভিক জোয়ারের ফলে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি কালভার্ড সহ পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে মেঘনা উপকূলীয় অঞ্চলে গ্রামীণ জনপদে পাঁকা সড়ক ভেঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ চরমে।

    সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরসেকান্তর-মুন্সিরহাট সড়ক, রামগতি বাজার-আলেকজান্ডার সড়ক,বিবিরহাট-রামদয়াল সড়ক ও বিবিরহাট মাজার রোড সহ মোট ৮ টি পাকা সড়কের ১১ কিলোমিটার ও ৪ টি কালভার্ট ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে সংশ্লিষ্ট দপ্তর।

    অন্যদিকে কমলনগর উপজেলার চরফলকন, সাহেবেরহাট, পাঠারিরহাট, চরমার্টিন, চরলরেন্স ও চরকালকিনি ইউনিয়নের গ্রামীণ জনপদের পাকা রাস্তা ও কালভার্টগুলো অতিরিক্ত জোয়ারের প্রভাবে ভেঙে গেছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, তোরাবগন্জ -মতিরহাট সড়ক, বলিরপোল সড়ক, নটমার্টিন সড়ক সহ মোট ১২ টি পাকা রাস্তার ১০ কিলোমিটার এলাকা ও ৪ টি কালভার্ট ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন কমলনগর উপজেলা এলজিইডি অফিস। এই সড়কগুলোর উপর  জোয়ারের পানি প্রবেশ করে কার্পেটিং উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এসব সড়কে চলাচলকারী হাজার-হাজার মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

    চরমার্টিন শান্তিরহাট এলাকার আনিছুর রহমান, বলিরপোলের আবুল বাসার জানান, কয়েকদিন আগে চলাচল উপযোগী হওয়া এসব সড়কগুলোর উপর জোয়ারের পানি প্রবেশ করে এখন ভেঙে গেছে।

    কমলনগর উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানাযায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কমলনগরে ৪ টি কালভার্ট, ১২ টি পাকা সড়কের ১০ কিলোমিটার রাস্তা ও ব্রীজ  ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

    এদিকে রামগতির চরসেকান্তর -জনতা বাজার সড়কটির সংষ্কার কাজ (কার্পেটিং) শেষ হয়েছে মাত্র এক সাপ্তাহ আগে। এরই মধ্যে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানি উঠে সড়কটির কার্পেটিং উঠে গেছে। গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে ওই সড়কে চলাচলকারী প্রায় ২০ হাজার মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ করে জনগুরুত্বপূর্ণ সড়কটির এমন অবস্থা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে এ সড়কে চলাচলকারী হাজারো মানুষ। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের প্রায় সবকটি গ্রামেই প্রবেশ করেছে জোয়ারের পানি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে একাধিক গ্রামে। যানবাহন চলাচল করতে না পারায় ব্যাপক জনদুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

    চরসেকান্তর এলাকার মনির হাওলাদার, নুরুল ইসলাম ও ইরফান সহ কয়েকজন জানান, কয়েকদিন আগে যানচলাচলের উপযোগী করা সড়কটিতে জোয়ারের পানি প্রবেশ করায় এখন তা ভেঙে গেছে। রামগতি উপজেলার চরগাজী,বড়খেরী, চরআলেকজান্ডার, চররমিজ ও চরআলগী ইউনিয়নের প্রায় সবকটি গ্রামেই প্রবেশ করেছে মেঘনানদীর জোয়ারের পানি। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এলজিইডির নির্মাণকৃত বেশ কয়েকটি পাকা সড়ক ও কালভার্ট। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে সড়কগুলো দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।

    রামগতি উপজেলা এলজিইডির উপ-সহকারী মোঃ আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রামগতিতে ৪ টি কালভার্ট,৮ টি পাকা সড়কের ১১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্য রামগতি-আলেকজান্ডার সড়ক ও চরসেকান্তর-জনতাবাজার সড়ক অন্যতম।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামগতি উপজেলা নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন মাসুম ও কমলনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্টের তালিকা প্রনয়ণ করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

    জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়ে রাস্তঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এবিষয়ে তালিকা প্রনয়ণের কাজ চলমান। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন তারা।

  • কলাপাড়ায় বেগম সাহান আরা আবদুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী পালন।

    কলাপাড়ায় বেগম সাহান আরা আবদুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী পালন।

    পটুয়াখালীর কলাপাড়ায় জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এর সহধর্মিনী,মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার আছর নামাজবাদ আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পূর্বে আলোচনা সভায় কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগথর সভাপতি ইয়ামিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ-সভাপতি শহিদুল ইসলাম ইসলাম বিশ্বাস, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জুরুল আলম সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ শিকদার প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাম বিশ্বাস।

    এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদথর পেশ ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।

  • ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তাড়াশ পৌরসভা জেলা পর্যায়ে খেলার প্রস্তুতি সম্পন্ন।

    ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তাড়াশ পৌরসভা জেলা পর্যায়ে খেলার প্রস্তুতি সম্পন্ন।

    সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   ফাইনাল খেলায় (অনূর্ধ্ব-১৭) ২০২১ শরিবার  ০৫ জুন বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিতে ফাইনাল খেলায় তাড়াশ পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

    চ্যাম্পিয়ন দল হিসেবে  ০৭ জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহনের প্রস্তুতি নেওয়া  হয়। নেশা মুক্ত সমাজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায় খেলায় উপজেলার সক ক’টি  ইউনিয়ন থেকে বাচাই করে খেলোয়ার নির্বাচন করা হয়েচে।

    এ প্রস্তুতি পর্বে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,তাড়াশ পৌর সচিব আশরাফুল আলম ভুুইয়া প্রমুখ । জানা যায় ৭জুন সিরাজগঞ্জ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২১ খেলায় তাড়াশ উপজেলা বনাব শাহজাদপুর উপজেলা অংশগ্রহন করবেন।