Author: admin

  • ফুলবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    ফুলবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ এসএম সাইন হিরা (৪৫) ও রায়হান হাকিম (৪৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

    মঙ্গলবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের দুজনকে আটক করা হয়।আটক এসএম সাইন হিরা, ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামের মাহবুব আলীর ছেলে ও রায়হান হাকিম, হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মন্ডলের ছেলে।

    এই ঘটনায় বুধবার(৯ জুন) ফুলবাড়ী থানার এসআই আরিফুজ্জামান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহমুদুল হাছান ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া নিমতলা মোড় এলাকায় এসএম সাইন হিরার বাড়ী তল্লাশী করে ২৩পিস ইয়াবা ট্যাবলেট ও দুই দশমিক ৫ গ্রাম হিরোইন উদ্ধার করে এসএম সাইন হিরাকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এসএম হিরার দেয়া তথ্য অনুযায়ী ওই মাদকের সরবরাহকারী হায়হানকে তার বাড়ী থেকে আটক করা হয়।

  • উল্লাপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে ৫ সন্তানের জননীর মৃত্যু।

    উল্লাপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে ৫ সন্তানের জননীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৯জুন)অবৈধ বিদ্যুৎ সংযোগের তার স্পর্শে জানারা বেগম(৪৮) নামের ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের শহিদুল ইসলাম প্রামাণিকের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী। তিনি মাঠে ঘাস কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক আলাল হোসেন জানান, এলংজানি মিস্ত্রিপাড়া গ্রামের কৃষক শহীদ ইসলাম সরকার তার মাঠে ধান মাড়াইয়ের স্থান তৈরি করে সেখানে মটরে বিদ্যুৎ সংযোগ দেয়। সংযোগের তারটি তার নিজ বাড়ি থেকে মাটির উপর দিয়ে নিয়ে এসে মাড়াই মটরে যুক্ত করে। সংযোগ তারে ছিদ্র ছিল। জাহানারা মাঠে ঘাষ কাটার সময় অসাবধানতা বশতঃ তারের ছিদ্র স্থানে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করেছে।

  • কলাপাড়ায় অবৈধ ঘাটে টাকা আদায়;সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ।

    কলাপাড়ায় অবৈধ ঘাটে টাকা আদায়;সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ।

    পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে খেয়াঘাট সৃষ্টি করে ইজারা আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগী জাহিদুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছে।

    এ ব্যপারে সত্যতা যাচাইয়ের পর ৪০৭ নাম্বার স্বারকে একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন ধানখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হামিদুল হক বাচ্চু।

    দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সরকারী ইজারাকৃত উত্তর লালুয়া মধুপাড়া নামক খেয়া ঘাট দিয়ে পণ্য পারাপার না করে নিকটবর্তী ধোলাই বাজার সংলগ্ন এলাকা দিয়ে ঘাট পরিচালনা করা হয়েছে। সরকারি রাজস্ব না দিয়ে অবৈধ এই খেয়া ঘাট পরিচলনা করছেন প্রভাবশালী আতাহার তালুকদার, বাদল হাওলাদারসহ আরো বেশ কয়েকজন। এসব প্রভাবশালী ব্যক্তিরা জমির ভাড়া হিসেবে সাধারণের কাছ থেকে অর্থ আদায় করছেন।

    এছাড়া অবৈধভাবে ঘাট সৃষ্টি করে ভাড়া আদায়ের ফলে ভবিষ্যতে ওই ঘাট ইজারা নিতে কেউ আগ্রহী হবেন না বলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এবিষয়ে অভিযুক্ত আতাহার তালুকদার বলেন,আমার রেকর্ডীয় জমিতে ঘাট তৈরি করে মালামাল পারাপার করি। সরকারি ভাবে কোন অনুমতি নেয়নি। পায়রা বন্দর কৃর্তপক্ষের কাছে মাল পারাপারের লিখিত দরখাস্ত দিয়েছি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি তদন্ত প্রতিবেদন পেয়েছি। শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়া হবে।

     

  • কামারখন্দে এনডিপি’র লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা।

    কামারখন্দে এনডিপি’র লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা।

    সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ জুন) এনডিপির বাগবাড়ী শাখায় সংস্থার পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডাঃ মোঃ আখতারুজ্জামান ভুঁইয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডাঃ মোঃ হারুন অর রশিদ, কামারখন্দ উপজেলার ভেটেরিনারি সার্জন কৃষিবিদ ডাঃ ফরহাদ হোসেন চৌধুরী।

    সভায় সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন। এসময় প্রধান অতিথি এনডিপির চলমান প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং পূর্বের ন্যায় প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

    অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম এবং প্রকল্পের সাথে সম্পকিত উপকারভোগী ও প্রকল্পের অন্যান্য সহকর্মীবৃন্দ।

    উল্লেখ্য এসডিসি অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে পরিচালিত লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রামে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার জেলার ১১টি উপজেলায় এনডিপির ২৯টি শাখায় এই প্রকল্পের মাধ্যমে খামারীদের উত্তম পদ্ধতিতে প্রাণি লালন-পালনের উপর প্রশিক্ষণ প্রদান, গবাদি প্রাণির ভ্যাক্সিনেশন ক্যাম্প আয়োজন, গবাদি প্রাণির অসুস্থতা ও মৃত্যুর হার সম্পর্কিত ডাটাবেজ তৈরী, গবাদি প্রাণি লালন-পালনে লাভক্ষতি নির্ণয়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা আনয়ন, খামারীদের বিভিন্ন আর্থিক সেবা প্রদান ও আর্থিক ঝুঁকি হ্রাসে খামারীদের ক্রয় সক্ষম সুরক্ষা সেবা প্রণয়ন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন হবে।

  • ভাতিজা বউকে ধর্ষণের ঘটনা ১০ দিন পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    ভাতিজা বউকে ধর্ষণের ঘটনা ১০ দিন পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে লম্পট চাচা শ্বশুরের বিরুদ্ধে ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগ পাওয়া উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাচা শ্বশুড়ের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।। তবে মামলা দায়েরের ১০ দিন পার হলেও আসামিকে গ্রেথফতার করা সম্ভব হয়নি।

    লম্পট চাচা শ্বশুর জেলার বালিয়াকান্দির বহরপুর ইউপি’র মাতাল খালি গ্রামের আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস আলী ফকির।

    ধর্ষিত গৃহবধূ জানান, তারা খুব হতদরিদ্র মানুষ । এ সুযোগে চাচা শ্বশুর ইউনুস ফকির গত ২৭ মে দুপুরে আমাদের বাড়িতে এসে আমার দিকে কু-দৃষ্টিতে তাকিয়ে বলেন,তোর স্বাস্থ্য আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে চিকিৎসা দরকার। আমি কবিরাজি চিকিৎসা জানি আমি তোকে গাছের ওষুধ দেবো এই বলে আমাকে বাড়ির পেছনের ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে আস্তে করে বলেন তোর একটা ছবি সহ তোর ও স্বামীর নাম খাতায় লিখে নিয়ে আয়।একটা ওষুধ দিবো তুই ভালো হয়ে যাবি । লম্পট চাচা শ্বশুরের কথা সরল মনে বিশ্বাথস করে কাগজে নিজের ও স্বামীর নাম লিখে ঘাস ক্ষেতে যাই ।

    এসময় ওই কাগজ দেবার সঙ্গে সঙ্গে লম্পট চাচা শ্বশুর আমার মুখ চেপে ধরে ঘাস ক্ষেতে শুয়াইয়ে ফেলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে । পরে বাড়ি ফিরে ঘটনার দিনই থাথনায় মামথলা দায়ের করি ।

    এ বিষয়ে বালিয়াকান্দি থাথনার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই ইউনুস আলী ফকির আথত্মগোপনে করে পালিয়ে রয়েছে। এ জন্য তাকে গ্রেথফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেথফতার চেষ্টার অভিযান অব্যাহত রয়েছে।

  • দিনাজপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন শামিম পরিষদের মতবিনিময়।

    দিনাজপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন শামিম পরিষদের মতবিনিময়।

    দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম পরিষদের সাথে চেম্বার অব কমার্স এর ফুলবাড়ী উপজেলার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাভলী ফুড অব ইন্ডষ্ট্রির চেয়ারম্যান,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: খুরশিদ আলম মতি।

    সভায় রাহবার কবির পিয়াল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অন্যতম সদস্য বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: আতাউর রহমান মিল্টন।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র লাভলী ফুড অব ইন্ডষ্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক এবং চেম্বার অব কমার্স এর সদস্য,বিশিষ্ট্র ব্যাবসায়ী আলহাজ্ব মো: মাহমুদ আলম লিটন,আমিন আটো রাইস মিল এর সত্বাধীকারী, চেম্বার অব কমার্স এর সদস্য,বিশিষ্ট্র ব্যাবসায়ী মো: রুহুল আমিন,গুপ্তা ফ্লাইউড এর ব্যাবস্থাপনা পরিচালক চেম্বার অব কমার্স এর সদস্য,বিশিষ্ট্র ব্যাবসায়ী রাজু প্রসাদ গুপ্ত,দিনাজপুর চেম্বার অব কমার্স এর বর্তমান সভাপতি মো: সুজাউর রব-চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী, দিনাজপুর জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো: মোসাদ্দেক হোসেন, দিনাজপুর জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও প্যানেল লিডার মো: রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম,এফবিসিসি আই এর সদস্য মো: জার্জিস আনাম প্রমুখ।

    এ সময় রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম প্যানেলের সকল সদস্যসহ ফুলবাড়ীর বিশিষ্ট্র ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।

    সভার শুরুতেই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম প্যানেলের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম প্যানেলের সদস্যগণ আসন্ন চেম্বার অব কমার্স এর নির্বাচনে উপস্থিত সদস্যদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

  • রায়গঞ্জে টায়ার পোড়ানো কালো ধূয়া ও দুর্গন্ধে পরিবেশ দুষনের অভিযোগ।

    রায়গঞ্জে টায়ার পোড়ানো কালো ধূয়া ও দুর্গন্ধে পরিবেশ দুষনের অভিযোগ।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বাঁকাই গ্রামে যানবহনের টায়ার পুড়িয়ে গ্রীন ওয়েল ও কালি তৈরির কারখানার সন্ধান। কারখানার কালো ধোঁয়া আর টায়ার পোড়ানোর দুর্গন্ধে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে।

    জানাযায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে সোহানুর রহমান সোহান গ্রীণ ওয়েল প্রোডাক্টাস নামের একটি কারখানা গড়ে তোলে। এই কারখানার পরিবেশ দূষনের অভিযোগে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের বেশ কয়েকজন মিডিয়া কর্মীরা সরেজমিনে কারখানাটি পরির্দশনে যান।

    এ সময় কারখানার ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপনের কাছে কারখানার পরিবেশ ছাড়-পত্রের কাগজ পত্র সহ অন্যান্য কাগজ পত্র দেখতে চাওয়া হয়। এসময় তিনি বলেন, এখানে কোন প্রকার কাগজপত্র নেই।

     

    কারখানার সমস্থ কাগজপত্র ঢাকা হেড অফিসে রয়েছে। উক্ত কারখানাটি সরেজমিনে ঘুড়ে দেখা যায়, আবাদী কৃষি জমির পাশের্ব কারখানাটি স্থাপন করায়, কারখানার বর্জ্য নির্গত হয়ে আবাদী জমিতে প্রবেশ করে জমির ফসল নষ্ট হচ্ছে।

    এছাড়াও কারখানার কালো ধোঁয়া ও টায়ার পোড়ানো দুর্গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। আর এই পরিবেশ দূষনের কারনে গ্রামের বিভিন্ন বয়সের শ্রেনী-পেশার মানুষ নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।

    খোঁজ নিয়ে আরো জানাযায়, ৬টি শর্তাবলীর মাধ্যমে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান উক্ত কারখানাটি পরিচালনা করার জন্য একটি ছাড়পত্র প্রদান করেন। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে কারখানাটি পরিচালিত হচ্ছে।

    শর্তাবলীর মধ্যে রয়েছেঃ
    (১) কারখানা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষন আইন ও বিধি যথাযথভাবে অনুসরন করতে হবে।
    (২) পরিবেশ অধিদপ্তর হতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
    (৩) কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৪) উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এবং অগ্নিকান্ড কিংবা অন্যকোন দুর্ঘটানার সময় জরুরী নির্গমন ব্যবস্থা থাকতে হবে।
    (৫) বায়ু ও শব্দ দূষণ করা যাবে না।
    (৬) কারখানায় সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় বাহিরে নির্গমন করা যাবে না। উল্লেখিত যে কোন শর্ত লংঘন করলে যথোপযুক্ত কর্তৃপক্ষ কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে বলে উক্ত ছাড়পত্রে উল্লেখ রয়েছে।

    অথচ এই গ্রীণ ওয়েল কারখানাটিতে শর্তাবলীর সব গুলো শর্ত ভঙ্গ করে আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে যানবহনের নানা ধরনের টায়ার পুড়িয়ে দৃর্গন্ধ আর কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ দূষণ করে চলেছে।

    কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপÍর থেকে এই পরিবেশ দূষণকারী কারখানাটির বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।

    এ বিষয়ে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত কারখানাটিকে ট্রেড লাইসেন্স ও ৬টি শর্ত সম্বলিত একটি ছাড়পত্র দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার জন্য। এরপর তিনি আর কিছু জানেন না।

    এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব সোহেল বলেন, আমি কারখানাটিতে গিয়ে ছিলাম। কারখানাটিতে টায়ার পোড়ানো দূর্গন্ধে ও কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে বলে তিনি মিডিয়া কর্মীদেরকে জানান। কারখানাটি বন্ধ হোক তিনি এটা চান না, তবে পরিবেশ নিয়ন্ত্রণ করা না হলে এলাকায় নানামুখী সমস্যা দেখা দিবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল আলম ও সহকারি কমিশনার ভূমি সুবীর কুমার দাশের সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের কে ফোনে পাওয়া যাইনি।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারি আক্তারুজ্জামান টুকুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন ছুটিতে আছি। অফিস না খুললে তিনি কোন তথ্য দিতে পারবেন না বলে জানান।

    এ বিষয়ে কারখানার মালিক সোহানুর রহমান সোহানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাগজ পত্র দেখাতে বাধ্য নই।কারখানাটির পরিবেশ দূষণ থেকে এলাকাবাসী বাঁচতে চায়।

  • কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা।

    কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা।

    সৈয়দ মোঃ রাসেল ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুরের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়।

    তবে এসময় কোন রেনু ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে এসব জব্দকৃত চিংড়ি রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোষ্টাগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোষ্টগার্ডের সদস্যরা।

    নিজামপুর কোষ্টাগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

  • বগুড়া আদমদীঘিতে ভন্ড মছাফির সেজে ২ প্রতারক টাকা নিয়ে উধাও। 

    বগুড়া আদমদীঘিতে ভন্ড মছাফির সেজে ২ প্রতারক টাকা নিয়ে উধাও। 

    হুমায়ুন আহমেদ,ষ্টাফ রিপোটারঃ ভন্ড মুছাফির সেজে বাড়ীতে প্রবেশ করে বিভিন্ন কবিরাজি কথার ছলে পানি পড়া খাইয়ে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক।

    এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ দুপুরে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ছোট জিনইর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    জানা যায়,  আজ বুধবার দুপুর সাড়ে১২ টার দিকে হঠাৎ দুই ব্যক্তি গায়ে জুব্বা, পাঞ্জাবী, মাথায় টুপি, সুন্নতি লেবাস পড়িয়ে মুছাফির সেজে বগুড়ার আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামে আনু মন্ডলের বাড়িতে আসে। ঠিক দুপুর বেলা বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে আনু মন্ডলের স্ত্রী পারভীন বেগমকে বিভিন্ন কবিরাজি কথা বলে তাকে ফাঁদে ফেলে

    এক পর্যায়ে তাকে পানি পড়া খাওয়ান। পানি পড়া খাওয়ানোর কিছুক্ষণ পর পারভীন বেগম নিজেই ঘরে গচ্ছিত ৬৫ হাজার টাকা কাউকে না জানিয়ে তাদের হাতে তুলে দেন। এর কিছু পর পারভীন বেগম অজ্ঞান হয়ে পড়ে। আর এই সুযোগে ওই দুই প্রতারক আনু মন্ডলের ধান বিক্রয়ের ৬৫ হাজার টাকা নিয়ে তড়িঘড়ি করে চম্পট দেয়।

    তবে ওই দুই প্রতারকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদমদীঘি থানায় কোন মামলা দায়ের হয়নি।

  • নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯-১৫ জুন পর্যন্ত  সর্বাত্বক লকডাউন। 

    নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯-১৫ জুন পর্যন্ত  সর্বাত্বক লকডাউন। 

    হুমায়ুন আহমেদ,ষ্টাফ রিপোটারঃ আগামীকাল বুধবার ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্বক লক ডাউন । সোমবার রাত ১১টায় করোনা পরিস্থিতি নিয়ে জরুরী জুম মিটিংয়ে আলোচনা সভা শেষে সব থেকে বেশী করোনা আক্রান্ত এলাকা হিসেবে নাটোর পৌরসভার ৯টা ওয়ার্ড এবং সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে এই লক ডাউন ঘোষণা করা হয়।

    জেলা প্রশাসনের উদ্যোগে জুম মিটিংয়ে নাটোরের ৪জন সংসদ সদস্য সহ নাটোরের পুলিশ সুপার লিটন কামার সাহা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ,পৌর মেয়রগণ ছাড়াও সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । সভায় করোনার ব্যাপক বিস্তার নিয়ে আলোচনা হয়। বক্তাগণ বলেন দিনকে দিন করোনার সংক্রমন ব্রদ্ধি পাচ্ছে। গতকাল আক্রান্তের পরিমাণ ছিল ৬৭.৪ পার্সেন ।

    অপরদিকে এস্টোজেন পরীক্ষার মাধ্যমে কোন উপসর্গ ছাড়াই ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন আকান্ত হিসেবে শানাক্ত হন। ফলে সামাজিক মেলামেশার মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সব থেকে বেশী করোনা আকান্ত এলাকা হিসেবে নাটোর ও সিংড়া পৌরসভায় সর্বাত্বক লক ডাউনের ঘোষণা দেওয়া হয়। সর্বাত্বক লক ডাউন চলাকালে কাচাবাজার ও নিত্যব্যবহার্য ও কৃষি পণ্য ছাড়া সব কিছুই বন্ধ থাকবে।