Author: admin

  • মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরে জু’আা নামাজ শেষে মসজিদে বিশেষ দোয়া।

    মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুরে জু’আা নামাজ শেষে মসজিদে বিশেষ দোয়া।

    কোরবান আলীঃ  সিরাজগঞ্জের  কাজিপুর  উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে  সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য  জননেতা মরহুম আলহাজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১১ জুন  শুক্রবার জুমা নামাজ শেষে   উপজেলার যমুনা পশ্চিম অঞ্চলে ৬ ইউনিয়নে  প্রতিটি মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগের   উদ্যোগে দোয়া অংশ নেয় ইউনিয়ন আঃলীগসহ সাধারণ মানুষ।

    উপজেলা নেতৃবৃন্দ কোন কোন মসজিদে নামাজ ও দোয়া অংশ নেয় এবং মোহাম্মদ নাসিমের স্মৃতি চারণ করেন।মাইজবাড়ি ইউনিয়নে ঢেকুরিয়া জামে মসজিদে দোয়া অংশ নেয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম,সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল, ইউনিয়নআঃলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ আরও অনেকে।  গান্ধাইল ইউনিয়ন মসজিদে দোয়া অংশ উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ। 

    শুভগাছা ইউনিয়নের মসজিদে দোয়া অংশ নেয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চালিতাডাংগা  ইউনিয়নে মসজিদে দোয়াঅংশ নেয় উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার এবং মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া জামে  মসজিদে দোয়া অংশ নেয় ইউনিয়ন আঃলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, কাজিপুর ইউনিয়নের মেঘাই মসজিদে অংশ নেয় ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মাস্টার।

    সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামে,পরানপুর গ্রামে জামে মসজিদে দোয়া অংশ নেয় ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সহসভাপতি আব্দুর রাজ্জাক সরকার।

    উল্লেখ যে মোহাম্মদ নাসিম গত ২০২০ সালের ১৩ই জুন মৃত্যুরবণ করেন।

     

  • কাজিপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    কাজিপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজাসহ দুদু মন্ডল ও মজনু মিয়া নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুিরয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে দুদু মন্ডল (৪২), একই এলাকার বিলচতল গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মজনু মিয়া(৪০)।

    কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার এ ঘটনা নিশ্চিত করে জানান বৃহস্পতিবার রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া গ্রামের কার্তিক রবিদাসের বাড়ির পুর্ব পাশে কাচা রাস্তার উপর গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় বিক্রির জন্য আনা ১০০গ্রাম গাঁজা তাদের নিকট থেকে উদ্ধার করা হয়।

    কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার আরোও জানান, আজ শুক্রবার(১১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • সিরাজগঞ্জ তাড়াশে স্কুল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ।

    সিরাজগঞ্জ তাড়াশে স্কুল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ’র সভাপতিত্বে উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয়ের ৫০জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড,ঢাকা আবু হেনা মোঃ রহমাতুল মুনিম’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭টি উচ্চ বিদ্যালয়ের ৫০জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন সহ অনেকে।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন-নবী।

  • উল্লাপাড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে শামচুল আলম(৪৬)নামের এক বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিক উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় উল্লাপাড়া রেলস্টেশনের পূর্বপাশে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চিলাহাটি যাওয়া পথে ট্রেনের চাকার নিচে পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

    জানা যায় প্রতিদিনের ন্যায় নিহত শ্রবন প্রতিবন্ধী শ্রমিক শামচুল আলম আজকেও বিএডিসি’র কাজের উদ্দেশ্যে অফিসে যাচ্ছিলো। ঘটনাস্থল বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঢাক-চিলাহাটিগামী দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত শামচুল আলমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রজাতির পেঁচা উদ্ধার।

    দিনাজপুরের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রজাতির পেঁচা উদ্ধার।

    ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ঝড়ের কবলে পড়া বিলুপ্ত প্রজাতির একটি পেঁচা উদ্ধার করা হয়ছে। বুধবার বিকেলে পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে পেঁচাটি উদ্ধার করা হয়।

    গ্রামবাসী সুত্রে জানা গেছে,ঝড়বৃষ্টিতে কঁাটাবাড়ী গ্রামের বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ও শাহ্ মখদুম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাটের বাড়ির উঠানে পড়ে, এরপর অসুস্থ পেঁচাটির ওপর এক ঝঁাক কাক আক্রমণ করে। সম্রাট খেতে পেয়ে পেঁচাটিকে উদ্ধার করতে এগিয়ে গেলে,এসময় তিনিও কাকের আক্রমণের শিকার হন এবং পেঁচাটিকে উদ্ধার করেন।

    পেঁচা উদ্ধারকারী ছাত্রলীগ নেতা সম্রাট বলেন, কাকের চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি একটি অসুস্থ পেঁচাকে আক্রমণ করেছে এক ঝঁাক কাক। তাৎক্ষণিক সেখান থেকে পেঁচাটি উদ্ধার করতে এগিয়ে গেলে। কাকেরা আমার ওপরেও হামলা করে। পরে পেঁচাটি উদ্ধার করে খঁাচায় রেখেছি।’

    যোগাযোগ করা হলে সামাজিক বনবিভাগ মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, ‘খাদ্য অভাবে হয়তো পেঁচাটি শহরে এসে ঝড়বৃষ্টির শিকার হয়েছে। তবে যিনি উদ্ধার করেছেন তিনি এখনো আমাদের কিছুই জানান’নি। বনবিভাগ থেকে লোক পাঠানো হচ্ছে পেঁচাটি উদ্ধার করতে। পেঁচাটি উদ্ধার করে চিকিৎসা দেওয়া হবে এবং সুস্থ্য হলে অবমুক্ত করা হবে।

     

  • কাজিপুরে পুলিশের হাতে ইয়াবাসহ এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক।

    কাজিপুরে পুলিশের হাতে ইয়াবাসহ এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক।

    কোরবান আলীঃ সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা সহ হাবিবুর রহমান নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফায়ায় স্টেশন অফিসের সামনে অভিযান পরিচালনা করে   ইয়াবাসহ ওই মাদক কারবারীকে আটক করেছে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ।

    কাজিপুর থানাসূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নির্দেশে এস আই শাহিন মাহমুদের নেতৃত্বে  বৃহঃ প্রতিবার (১০ জুন)  পৌর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে  অভিযান চালিয়ে বেড়িপোটল চরপাড়া গ্রামের মূত জালালের পুত্র হবিবর রহমানকে  আটক করে।

    এসময় তার নিকট থেকে ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।  কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান,মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

     

     

  • তাড়াশে র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযনে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    তাড়াশে র‍্যাব-১২’র মাদক বিরোধী অভিযনে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের তাড়াশে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২’র  মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ সহ  ২ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে।

    ৯ জুন বুধবার সন্ধ্যায় র‍্যাব-১২ এর ভার প্রাপ্ত কম্পানী কমান্ডার মি. জন রানা এর নেতৃত্বে একটি  চৌকষ দল অভিযান চালিয়ে তাড়াশের  মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর সততা ইট ভাটার রাস্তার পাশ থেকে ৮.৮ লিটার চোলাই মদ ও ২টি মোবাইল সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের,মোঃ ভুট্টু মিয়া (৪২) ও কামারখন্দ উপজেলার পাইকোষা গ্রামের মোঃ  আব্দুস সামাদ (৫৬)।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২’র কম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মি. জন রানা বলেন,আসামীদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রজাতির পেঁচা উদ্ধার।

    দিনাজপুরের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রজাতির পেঁচা উদ্ধার।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ঝড়ের কবলে পড়া বিলুপ্ত প্রজাতির একটি পেঁচা উদ্ধার করা হয়ছে। বুধবার বিকেলে পৌর এলাকার কঁাটাবাড়ী গ্রামে পেঁচাটি উদ্ধার করা হয়।

    গ্রামবাসী সুত্রে জানা গেছে,ঝড়বৃষ্টিতে কঁাটাবাড়ী গ্রামের বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ও শাহ্ মখদুম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাটের বাড়ির উঠানে পড়ে, এরপর অসুস্থ পেঁচাটির ওপর এক ঝঁাক কাক আক্রমণ করে। সম্রাট খেতে পেয়ে পেঁচাটিকে উদ্ধার করতে এগিয়ে গেলে,এসময় তিনিও কাকের আক্রমণের শিকার হন এবং পেঁচাটিকে উদ্ধার করেন।

    পেঁচা উদ্ধারকারী ছাত্রলীগ নেতা সম্রাট বলেন, কাকের চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি একটি অসুস্থ পেঁচাকে আক্রমণ করেছে এক ঝঁাক কাক। তাৎক্ষণিক সেখান থেকে পেঁচাটি উদ্ধার করতে এগিয়ে গেলে। কাকেরা আমার ওপরেও হামলা করে। পরে পেঁচাটি উদ্ধার করে খঁাচায় রেখেছি।’

    যোগাযোগ করা হলে সামাজিক বনবিভাগ মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, ‘খাদ্য অভাবে হয়তো পেঁচাটি শহরে এসে ঝড়বৃষ্টির শিকার হয়েছে। তবে যিনি উদ্ধার করেছেন তিনি এখনো আমাদের কিছুই জানান’নি। বনবিভাগ থেকে লোক পাঠানো হচ্ছে পেঁচাটি উদ্ধার করতে। পেঁচাটি উদ্ধার করে চিকিৎসা দেওয়া হবে এবং সুস্থ্য হলে অবমুক্ত করা হবে।

  • উল্লাপাড়ায় র‍্যাব-১২’র অভিযানে হেরোইসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় র‍্যাব-১২’র অভিযানে হেরোইসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ সবুজ মিয়া ও হিরো মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া পূর্বপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে হিরো মিয়া(৩০),রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা মধ্যেপাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে সবুজ মিয়া(২৪)।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৮ জুন) বিকেল সাড়ে ৫ টার সময় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামার বাজার আল হাসান কলরব টেইলার্সের সামনে হেরোইন কেনাবেচার সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এ সময় তাদের নিকট থেকে হেরোইন, মোবাইল ফোন ও ৯’শ টাকা জব্দ করা হয়।

    এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা।

    প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরোও জানান এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। আটককৃতদের নিকট থেকে উদ্ধার হওয়া আলামতসহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • দৌলতদিয়া যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার,এ ঘটনায় নারী পাচারকাী আটক।

    দৌলতদিয়া যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার,এ ঘটনায় নারী পাচারকাী আটক।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর গেটে থেকে এক তরুণীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

    মঙ্গলবার এ ঘটনায় মানবপাচার মামলার প্রধান আসামী মনির হোসেন(২৫)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।সে পঞ্চগড়ের রাজমহল গ্রামের জালাল মোল্লার ছেলে মনির হোসেন।

    মামলা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত তরুণী চলতি বছর স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার মা ক’বছর আগে বাবার সাথে ডির্ভোস হয়। বাবা পুনরায় বিয়ে করেন।তার সৎ মা বিভিন্ন সময় নির্যাতন করতেন। মনিরের বাড়ি তার পূর্ব পরিচিত। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারিক সমস্যার জন্য মনির তাকে চাকুরী দেয়ার আগ্রহ প্রকাশ করেন।তাকে পোশাক কারখানায় ভালো বেতনে চাকুরীর দিবেন। সোমবার (৭ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে তরুনী বাসে রওয়ানা করে পরদিন মঙ্গলবার (৮জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় পৌছে মনিরকে ফোন করলে তাকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসতে বলে।

    বিকেল ৪টার দিকে সে ফেরিতে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌছে ফোন করলে মনির পঞ্চগড় সদর উপজেলার বাদুমৃধা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মাসুমকে (৩০) সাথে করে ঘাটে যায়। পরবর্তীতে তারা ঘাট এলাকায় ঘোরাফেরার পর রাতে গার্মেন্সের কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে যায়।

    ভুক্তভোগী জানান, যৌনপল্লির প্রবেশ পথের এক স্থানে তাকে বসিয়ে রেখে দুইজন ফোনে অজ্ঞাত ব্যক্তিকে ডেকে আনে। তাকে বসিয়ে রেখে দূরে গিয়ে কথা বলতে থাকে এতে তরুণীর মনে সন্দেহ নেয়।

    পরেক্ষণ যৌনপল্লীর ভিতরে নিয়ে যায়। বিভিন্ন বয়সী মেয়ে ও পুরুষের আনাগোনায় আরো সন্দেহ দেয়।তাকে দাঁড় করিয়ে মনির ও মাসুম অজ্ঞাত ব্যক্তির থেকে টাকা নেন। তখন স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন এটা যৌনপল্লি। তারা অজ্ঞাত ব্যক্তিকে সাথে করে জোরপূর্বক ভিতরে নেওয়ার চেষ্টা করলে চিৎকার দেন।

    এসময় স্থানীয় লোকজন মনিরকে আটক করে বাকি দুইজন পালিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ মনিরকে আটক ও তরুনীকে থানায় নিয়ে আসে। রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মানবপাচার আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

    গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃত আসামীকে বুধবার আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছ।