Author: admin

  • লক্ষ্মীপুরে রামগঞ্জ পল্লীবিদ্যুৎ কর্মীকে পরিকল্পিত হত্যার দাবীতে সংবাদ সম্মেলন।

    লক্ষ্মীপুরে রামগঞ্জ পল্লীবিদ্যুৎ কর্মীকে পরিকল্পিত হত্যার দাবীতে সংবাদ সম্মেলন।

    লক্ষ্মীপুরের রামগঞ্জে এক পল্লীবিদ্যুৎ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত পল্লীবিদ্যুৎ কর্মীর স্বজনদের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এ বিষয়ে রবিবার (১৩ জুন) সাংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা ।

    গত বুধবার ( ০৯ জুন) সকালে ইমরান হোসেন (৩০) নামের এক পল্লীবিদ্যুৎ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনাপুর থেকে পানিওয়ালা যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ সাব ষ্টেশন অফিসে। নিহত ইমরান হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নাসির কোট গ্রামের মুন্সি বাড়ির শাহজাহান মুন্সির ছেলে।

    নিহতের বাবা শাহজাহান মুন্সি সাংবাদ সম্মেলনে বলেন, গত বুধবার সকালে পল্লীবিদ্যুৎ অফিস থেকে ফোন দিয়ে বলা হয়েছে আমার ছেলে খুবই অসুস্থ্য। তাড়াতাড়ি রামগঞ্জে আসার জন্য। কি অসুস্থ্য জিজ্ঞাসা করলে তারা বলে আগে আসেন তারপর বলব। এই বলে ফোন কেটে দেয়।
    আমরা পরিবারের লোকজন মিলে তাড়াতাড়ি রামগঞ্জে আসলে ওনারা থানায় যেতে বলেন গিয়ে দেখি আমার ছেলের লাশ। এ সময় তারা বলেন আমার ছেলে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের দাবি এটি আত্মহত্যা নয় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

    নিহতের বোন সালমা আক্তার বলেন, আমার ভাই পল্লীবিদ্যুৎ এর লাইন ম্যান হিসাবে কাজ করত। কিন্তু তাকে সাব ষ্টেশনে কাজ করতে বলেন তার উচ্চপদস্থ কর্মকর্তা।এ বিষয়ে আমার অপারকতা প্রকাশ করলে কর্মকর্তা সাথে ঝগড়ার সৃষ্টি হয়। আমার ভাই এ বিষয় আমাদের ফোনে সব খুলে বলেছে এবং এই চাকুরী আর করবে না বলে জানিয়েছে। এ কথাও বলেছে যে উচ্চপদস্থ্য কর্মকর্তার আচার ব্যবহার ভালো লাগে না।এহেনবস্থায় আমার ভাই আত্মহত্যা করতে পারে না। এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে। পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএমও আমাদের কোনো সঠিক তথ্য দিচ্ছে না। যদি এটি আত্মহত্যা হয় তবে কেন? ইমরানের মুখের এক পাশ কালো হয়ে গেল?বুকের এক পাশে কেন কালো হয়ে গেল? শরীরের পরা জামাকাপড়ে মাটি থাকবে কেন? আমরা প্রশাসনের কাছে এই মৃত্যুর সঠিক তদন্ত চাই। আমার ভাইয়ের হত্যাকারী রামগঞ্জ পল্লীবিদ্যুৎ এ কর্মরত ডিজিএম নুরুল আলম ভূঁইয়া, এজিএম কিষোর চন্দ্র পাল ও সহকারী ইন্জিনিয়ার বিজয় কুমার দাসের বিচার চাই।

    পল্লীবিদ্যুতের ডিজিএম নুরুল আলম ভূঁইয়া বলেন,নিহতের লাশের ময়নাতদন্ত হয়েছে রিপোর্ট আসলে বুঝা যাবে। যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে তার পরিবারের সাথে আমরাও চেষ্টা করবো যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

    এই বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস জানান,আমরা লাশ উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছি ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

  • জমির ন্যায্য মুল্যের দাবীতে কালীগঞ্জে কৃষকদের মানববন্ধন।

    জমির ন্যায্য মুল্যের দাবীতে কালীগঞ্জে কৃষকদের মানববন্ধন।

    ইনস্টিটিউট অব লাইভষ্টক সায়েন্স এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য অধিগ্রহনকুত ভুমির মালিকরা ন্যায্য মূল্যের দাবীতে মানব বন্ধন করেছে।

    রবিবার,(১৩ জুন)দূপুরে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের পাশে কালীগঞ্জ উপজেলার হর বাণীনগর মৌজার অধিগ্রহন করা ভূমিতে ক্ষতিগ্রস্থ ১১টি কৃষক পরিবার মানববন্ধন করেছে। তাদের দাবী, প্রায় ৫ একর ভুমি গত ২০২০ সালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ‘ ইনস্টিটিউট অব লাইভষ্টক এন্ড টেকনোলজিথ স্থাপনের জন্য সরকার ভুমি মালিকদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে নোটিশ দেয়া হয়।

    অধিগ্রহনকৃত ভুমির প্রচলিত বাজার মূল্যের ৩ গুন মূল্য দেয়ার কথা থাকলেও তাথ মানা হয়নি বলে কৃষকদের দাবী। কিন্তু,গত ০১-০২-২০২১ তারিখের ভুমি মালিকদের দেয়া নোটিশে দেখা যায়, অধিগ্রহনকৃত ৪ একর ৯৫ শতাঃশ ভুমির মধ্যে ৩ একর ৭৩ শতাংশ ভুমির মূল্য বর্তমান বাজারমূল্য তোয়াক্কা না করে মনগড়া একটি মূল্য নির্ধারন করে নোটিশ দিয়েছে কৃষকদেরকে।

    লালমনিরহাট জেলা রেজিস্ট্রার কর্তৃক ২০১৭-২০১৮সালের শতক প্রতি মূল্য নির্ধারিত তালিকা মোতাবেক ভূমির মূল্য নির্ধারণ করা হয়েছে। যাহা বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম। ফলে, তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হের শিকার হবে।

    এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকরা গত ১০-০৬-২০২১ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে তাদের দাবীসমুহ উল্লেখ করে লিখিত ক্ষতিপূরন দাবী জানিয়েছেন।

    এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবুজাফর সাংবাদিদের জানান, ‘ভুমি অধিগ্রহন যথানিয়মে করা হয়েছে। মূল নির্ধারণী তালিকা মোতাবেক ভুমির মূল্য ধার্য করা হয়েছে এবং অনেকে তাদের ভুমির টাকা নেয়ার জন্য আবেদন জমা দিয়েছে।

  • ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ।

    ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ।

    হাসপাতালে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নবজাতকদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রোববার বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী দুইজন নবজাতকের মায়েদের হাতে তুলেদেন এবং তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো একটি মশারী এবং নবজাতকের পরিধানের জন্য কিছু কাপড়।

    উপহার বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান।

    বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আখতারুজ্জামান, কমপ্লেক্সের উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিয়া আলম,মেডিকেল অফিসার মো: নূর-ই-আলম খুশরোজ আহম্মেদ,ডেন্টাল সার্জন ডা.মো: সাজেদুর রহমান প্রমুখ।

    বিতরণ অনুষ্ঠানে কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান বলেন, বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতালে গর্ভবতি মায়েদের সিজারের পরিবর্তে স্বাভাবিক সন্তান প্রসবে প্রধান্য দেয়া হচ্ছে।

    গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব বলতে নরমাল ডেলিভারিকেই বুঝায়। আগে সন্তান জন্মদানের জন্য নরমাল ডেলিভারিই ছিল স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে সন্তান জন্মদান বহুগুণে বেড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ফলে একজন মা সারাজীবন ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে জীবন পার করতে হয়, যা স্বাভাবিক জীবনের পরিপন্থী। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার।

    গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবরকম ব্যবস্থা রয়েছে। গর্ভবতি মায়েদের সার্বক্ষণিক দেখাশুনা করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৬জন মিডওয়াইফ নার্সসহ কয়েকজন সিনিয়র নার্স রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমনকি যদি কনো গর্ভবতি মায়ের স্বাভাবিক গর্ভপাতের সময় কোনো সমস্যা হয় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠাতে এ্যম্বুলেন্স পর্যন্ত ফ্রি ব্যাবস্থা রয়েছে। বর্তমানে প্রতিমাসে ৫০-৬০জন গর্ভবতি মায়েদের স্বাভাবিক প্রসব করা হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। পরবর্তিতে যাতে শতাঅধিক স্বাভাবিক প্রসব হয় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

  • কাজিপুরে হাজারো নেতাকর্মীর ভালবাসায় নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন।

    কাজিপুরে হাজারো নেতাকর্মীর ভালবাসায় নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের কাজিপুরে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকের শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী।

    রোববার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের ও কাজিপুর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    রোববার (১৩জুন )সকাল ১১ টার দিকে কাজিপুর উপজেলা পরিষদের মাঠে মরহুম মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে-আয়োজিত স্মরণ সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবার নিহত সকল শহীদ জাতীয়নেতা ও মরহুম মোহাম্মদ নাসিম স্বরনে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া, মোনজাত, আলোচনা শেষে দুপুরে ভোজের মাধ্যমে স্মরণসভাটির সমাপনী করা হয়।

    উক্ত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, নাসিমপূত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,

    জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্বা এ্যাডঃ কে, এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমূখ।

    এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসূফ সূর্য্য। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ও সঞ্চালনায় ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

    স্মরণসভায় সিরাজগঞ্জ জেলা, পার্শ্ববর্তীজেলা বগুড়া, জামালপুর জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী,সর্মথক ও ভক্তরা মৃত্যু বার্ষিকীতে যোগদান করেন।

  • রাজবাড়ীর দৌলতদিয়ায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ী আটক।

    রাজবাড়ীর দৌলতদিয়ায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ী আটক।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ায় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ শাপলা খাতুন (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত-তমছের খাঁর মেয়ে শাপলা খাতুন। কনা হিজড়া নামে পরিচিত।

    থানা সূত্রে জানা যায় আটককৃতর রান্নাঘরে গাছের শুকনা পাতার স্তূপের মধ্যে রাখা বড় সাদা পলিথিনে মোড়ানো ৮৭ হাজার ৫’শ টাকা মূল্যের সাড়ে ৩ গাঁজা উদ্ধার করা হয়।

    গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃত শাপলার বসত বাড়িতে গাঁজা রেখে ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার(১২ জুন)রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার বাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলহাজতে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় প্রয়াত নেতা নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল ।

    উল্লাপাড়ায় প্রয়াত নেতা নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে রোববার (১৩ জুন) উপজেলা আওয়ামী লীগ দলীয় কাযার্লয়ে নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, কালোব্যাচ ধারণ, কোরআনখানী, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

  • সাভার উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে জলাবদ্ধতা দূরিকরণ।

    সাভার উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে জলাবদ্ধতা দূরিকরণ।

    ঢাকা সাভার উপজেলায় প্রশাসন জলাবদ্ধতা দূরিকরণের ধারাবাহিক অংশ হিসেবে বৈরাগির খাল দখল ও দূষণের বিরুদ্ধে এক শ্বাসরোদ্ধকর উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডা. মোঃ এনামুর রহমান এমপির নেতৃত্বে এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি সহ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম সমন্বয়ে উপজেলা প্রশাসন খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

    দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডা. মোঃ এনামুর রহমান গণমাধ্যমকে জানান – আজ আমরা সাভার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বৈরাগির খাল পুনরোদ্ধারে কার্যক্রম চালাচ্ছি। আপনারা জানেন যে- সাভার পৌর সভার ৬ নং ওয়ার্ডের পানি নিষ্কাশনের ক্ষেত্রে এই বৈরাগির খালের গুরুত্ব অপরিসীম। এই এলাকার পানি এই খালটি দিয়ে বংশী নদীতে গিয়ে পড়ে। আমি নিজেও বিগত ৪০ বছর ধরে দেখছি যে – এই খাল দিয়ে বংশী নদীতে পানি প্রবাহিত হয়। এই খালটি এত বড় ছিলো যে এক সময় এই খাল দিয়ে বড় বড় মালবাহী নৌকা চলাচল করতো, এখানে ভিড়তো। কিন্তু দখলের কারণে সেই বৈরাগীর খাল আজ শীর্ণ এক নালায় পরিনত হয়েছে।

    সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান – সাভারে প্রায় হাজারের মতো মানুষ উপজেলার বিভিন্ন প্রাকৃতিক খালগুলো দখল করে এক প্রকার অবিবেচকের মতো বাড়ি – ঘর নির্মাণ করেছে। কেউ কেউ আবার খালকে আন্ডার গ্রাউন্ড ড্রেইন বানিয়ে খালের প্রবাহ রুদ্ধ করেছে। আমি আগে ও বলেছি এই ধরনের অবৈধ কাজ যারা করেছে। আমি মনে করি তারা দেশ- দ্রোহী, রাষ্ট্র দ্রোহী এবং তাদের মধ্যে বিন্দু মাত্র দেশ প্রেম নাই। আমরা এ বিষয়ে একটা টিম ওর্য়াক চালিয়ে যাচ্ছি।

    অভিযানের ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান – ঈদের একদিন পরেই আমাদের মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান স্যারের নেতৃত্বে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব মহোদয়ের উপস্থিতিতে। সাধারণ মানুষের অংশ গ্রহণে পৌর সভার বেদখল হয়ে যাওয়া একটি খাল আমরা পুনরোদ্ধার করেছিলাম। আজ আমাদের এই টিমের এটি দ্বিতীয় অভিযান। ৬ নং ওর্য়াড এলাকা এবং সাভার পৌর আমরা মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তার সুফল আমরা পাবো আশা করি।

    কাতলাপুর ফুলবাগান এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের সামনে বৈরাগীর খালের বেদখল হয়ে যাওয়া একটি অংশে দখলদারদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে খাল পুনরুদ্ধার করা হয়। এসময় সেখানে উপিস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউল্লাহ সুজন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • তাড়াশে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

    তাড়াশে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রয়াত আলহাজ্ব মোঃ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ জুন রবিবার সকাল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক স্বাস্থ্য,ডাক,তার,টেলি যোগাযোগ,গ্রহায়ন,গণপূর্ত, স্বরাষ্ট্র মন্ত্রী ও ১৪ দলের মুখ পাত্র আলহাজ্ব মোঃ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আলহাজ্ব মোঃ নাসিমের জীবন দর্শে তার কর্ম জীবনের,রাজনৈতিক জীবনের ও ব্যক্তি জীবনের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা করেন। উত্তর বঙ্গের রাজনৈতিক জগতের প্রাণ প্রিয় মানুষটির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ,উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামালীগের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা নাসরিন লাভলী ,জেলা পরিষদের সদস্য প্রভাষক মোফাজ্জাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম,সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা ,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীর বীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগের সাবেক তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তাপস।

  • লক্ষীপুরে পাঁকা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে।

    লক্ষীপুরে পাঁকা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে।

    লক্ষ্মীপুরের রামগঞ্জ সিটি প্লাজা সংলগ্ন চৌরাস্তা থেকে ডাগগাতলি বাজার পর্যন্ত, ১০ কিলোমিটারের সড়কটির কার্পেটিং উঠে গেছে অনেক আগেই। কোথাও কোথাও খোয়া-বালুর আস্তর পর্যন্ত নেই। সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দুই পাশ ভেঙে সঙ্কুচিত হয়ে গেছে রাস্তা। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেহাল এ রাস্তা চাঁদপুর থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর। দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসমের যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে ।

    সুত্র জানায়, চাঁদপুর থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধটিতে যানবাহন চলাচলের জন্য এলজিইডির তত্ত্বাবধানে ২০০৫ সালে কার্পেটিং করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। একসময় এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল, বাইসাইকেল, চার্জারভ্যান ও ভটভটি মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত। নিরাপদ ও ঝুঁকিমুক্ত হওয়ায় লক্ষ্মীপুরে অল্প সময়ে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করতেন বেশির ভাগ পথচারী। এখন রাস্তাটি এতই খারাপ একদিকে খানা খন্দে পরিনত অন্যদিকে রাস্তা কেটে বহু পাকা স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় যে কোন সময় বেঁড়ি বাঁধে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিশাল বিশাল গর্তের কারনে রাস্তাটি ভেঙে সঙ্কুচিত ও দুর্বল হয়ে পড়ায় বর্ষা মৌসুমে খালের পানি বাঁধে এসে আঘাত হানলে এলাকাবাসীর নির্ঘুম রাত কাটে। এ সময় বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় রাত জেগে পাহারা দিতে হয় তাদের।

    স্থানীয় অটোরিকশা চালক কামাল হোসেন বলেন, মালবাহী ট্রাক্টর ও বেশি ওজনের ট্রাক চলাচলের কারণে সড়কের করুন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়ে অধিকাংশ যাত্রী। এছাড়া মাঝে-মধ্যে তাদের যানবাহনেও বিপত্তি ঘটে। সড়কের খানা-খন্দের কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে তিনগুণ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে যানবাহন বিকল হয়ে পড়ে।

    লামচরের বাসিন্দা ডা: ইমরান হোসেন সোহেল জানান, বর্তমানে রাস্তাটি অত্র এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে যায়। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই সড়ক দিয়ে চলাচল করতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে যানবাহনে চলতে মানুষের কষ্ট চোখে দেখলে খুবই কষ্ট হয়।

    রামগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বেঁড়ী বাধ এবং রাস্তাটি সংস্কার মানে একটি মেঘা প্রজেক্ট। এ কাজের সাথে পৌরসভা, এলজিএডি, পানি উন্নয়নর্বোড সংশ্লিষ্ট। এতে খরছ হবে প্রায় দশ কোটি টাকা। বেঁড়ী বাঁধ কেটে অনেকগুলো পাকা স্থাপনা করা হয়েছে। বন্যানিয়ন্ত্রক বেঁড়ী বাঁধ দখলকারী সকল পাকা স্থাপনা উচ্চেদ করতে হবে। এমপি মহোদ্বয় এ বেপারে খুবই আন্তরিক। তিনি বার বার তাগিদ দেওয়ায় আমি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরন করেছি।

    লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান জানান, গত আড়াই বছরে নতুন এবং সংস্কারসহ ১৭০টি রাস্তার কাজসহ ব্যপক উন্নয়ন হয়েছে। ওয়াপদা সড়কটি প্রক্রিয়াধীন।

     

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    “কলাপাড়ার লালুয়ায় গ্রাম পুলিশ বশার গাজীর দাপটে অতিষ্ট এলাকাবাসী শিরোনামে ৪ জুন ২০২১খ্রিঃ আঞ্চলিক পত্রিকা দৈনিক বরিশাল বানী, বরিশাল বানী অনলাইান নিউজ পোর্টাল ও বিভিন্ন অনলাইান নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি

    আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত পক্ষে গত ২৭ মে ৪৭/৫ নং পোল্ডারের স্লুইজগেট খুলে লবন পানি উঠিয়ে স্বপন গাজী ও তার দলবলসহ বেন্তিজাল পেতে মাছ ধরলে এ ব্যাপারে আমি গ্রাম পুলিশ হিসেবে লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩০ মে সন্ধ্যা ৭ টায় মাগরিবের নামাজ শেষে মুক্তিযোদ্ধা বাজারে যাবার পথে ৪৭/৫ নং পোল্ডারের স্লুইজগেটের রাস্তার উপরে পেয়ে স্বপন গাজীসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসীরা আমাকে খুন জখমের ও বিভিন্ন মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর হুমকি দেয়। তখন আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে। এ ব্যাপারে আমি কলাপাড়া থানায় সাধারণ ডায়রী করি যার নাম্বার ৩৮১।

    উপরোক্ত ঘটনা ধামাচাপা দেয়া ও প্রতিশোধ গ্রহনের জন্য স্বপন গাজী মিথ্যা ৫(পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১ জুন কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি বশার গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করে।

    স্বপন গাজীর দায়েরকৃত মামলা ও বিভিন্ন মহলে দেয়া অভিযোগের ঘটনা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও এলাকায় আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করিয়াছেন।

    আমি বশার গাজী “কলাপাড়ার লালুয়ায় গ্রাম পুলিশ বশার গাজীর দাপটে অতিষ্ট এলাকাবাসীচ্ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

    মো. আবুল বশার গাজী
    পিতা মো. মোস্তফা গাজী
    গ্রাম পুলিশ, ৮ নং ওয়ার্ড লালুয়া ইউনিয়ন
    কলাপাড়া, পটুয়াখালী।