Author: admin
-
হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়ে ধ্রমজালের সৃষ্টি।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪২) নামে এক যুবদলের নেতার মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে শুরু হয়েছে ধ্রমজালের সৃষ্টি। পুলিশের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই যুবদল নেতা মারা যান।সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, মূলত মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না কী কারণে তার মৃত্যু হয়েছে।আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর একমাত্র ছেলে। তিনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।আকরাম আলীর চাচাতো ভাই সেখ সাদী বলেন, ‘আমার চাচাতো ভাইকে গত রবিবার রাতে সন্দেহমূলকভাবে তুলে নিয়ে আসে। রাত ১১টার দিকে আমরা দেখা করতে গেলে অল্প সময়ের জন্য দেখা হয়। আমি তাকে কিছু ওষুধ দিয়ে যাই। তিনি ডায়াবেটিসের রোগী। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।তবে আকরাম আলীর নামে কোনো মাদক মামলা ছিল না। এমনকি তিনি মাদক সেবনও করতেন না বলে দাবি করেন তার চাচাতো ভাই সেখ সাদী -
মাধবপুরে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ রেখে তৈরি করা হচ্ছে বাড়ি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে শিক্ষকদের তিন মাসের বেতন ভাতা না দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর পঁচিশ জন শিক্ষক ও কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় তহবিলের আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত তিন মাস যাবত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস দেওয়া হচ্ছে না।অথচ বিদ্যালয়ের ফান্ডের টাকা দিয়ে এরচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকের জন্য বিলাসবহুল পাঁচ বেডরুম বিশিষ্ট বাড়ি নির্মাণ করা হচ্ছে কোন ধরনের টেন্ডার ছাড়াই। শ্রেণী শিক্ষকদের হিসাবমতে চলতি বছরের জানুয়ারি মাসে তারা শিক্ষার্থীদের নিকট থেকে বেতন বাবদ প্রায় ২৮ লক্ষ টাকা আদায় করে বিদ্যালয়ের তহবিলে জমা করেছেন।এছাড়াও ২০২৩ সালের বকেয়া আরও ছয় লাখ টাকা বিদ্যালয়ের তহবিলে জমা করা হয়েছে। অথচ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে নিয়মবহির্ভূত ভাবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকের বাসার নামে বিলাসবহুল প্রসাদ নির্মাণে ব্যাস্ত পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।প্রধান শিক্ষক জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ শিক্ষকের বেতন পরিশোধ করা হয়েছে দাবি করলেও শিক্ষকরা তা অস্বীকার করেছেন। সরেজমিনে জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের জন্য ছয় কক্ষ ও দুই ওয়াশরুম বিশিষ্ট একটি বাড়ির ছাদ ডালাইসহ আশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে।বিদ্যালয়ের ভেতর থেকে ইটের শুড়কি ট্রাক্টর দিয়ে বিদ্যালয়ের সভাপতির বাড়ির সামনে নিয়ে ফেলা হচ্ছে। এব্যাপারে জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর পরিচালনা কমিটির একাধিক সদস্যের সাথে যোগাযোগ করলে, তারা জানান, সভাপতি ও প্রধান শিক্ষক নিজেদের ইচ্ছেমতো স্কুল চালাচ্ছে। আমরা এই বিষয়ে কিছু জানি না।একজন সদস্য জানান, আমি কোন মিটিংয়ে যাই না। কারণ সেখানে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখে মেজাজ ঠিক থাকে না। প্রধান শিক্ষক মো: নূরুল্লা ভূইয়া জানান, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী যে খাতে আয় সে খাতে ব্যয় করতে হবে। যে কারণে তহবিল সংকটের কারণে বেতন ভাতা দেওয়া যাচ্ছে না।তবে জানুয়ারি পর্যন্ত বেতন পেয়েছে বেশিরভাগ শিক্ষক। সভাপতির বাড়ির সামনে ইটের সুরকি নিয়ে ফেলার বিষয়ে তিনি বলেন এগুলো কিছু স্কুলের মাঠে ফেলা ও অতিরিক্ত কিছু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।সেই হিসেবে সভাপতি ক্রয় করে নিয়েছেন হয়তো। তবে কত টাকা দিয়ে ক্রয় করেছেন প্রধান শিক্ষক তা বলতে পারেন নাই তিনি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: নাসির উদ্দীন খান বলেন, শিক্ষকদের জানুয়ারি পর্যন্ত বেতন দেওয়া হয়েছে।তাদের অভিযোগ ভিত্তিহীন।স্কুলের ইটের সুরকি এক হাজার টাকা দিয়ে ট্রাক্টর ড্রাইভার এর নিকট থেকে ক্রয় করেছি। তবে বিক্রয়ের জন্য কোন রেজুলেশন করে কমিটির কোন সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। প্রধান শিক্ষকের জন্য বাসভবন নির্মাণের জন্য কোন টেন্ডার হয়নি এবং কোন বাজেট হয়নি।একটি কমিটির মাধ্যমে যখন যা প্রয়োজন খরচ করা হচ্ছে বলে তিনি জানান। এমনকি ভবন নির্মাণে এখন পর্যন্ত কত খরচ হয়েছে তিনি বলতে পারেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান,” এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। একজন তদন্ত কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। -
ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান।
ঠাকুরগাঁও প্রতিনিধি:জাকজমকপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৮ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের ঢল নামে।জেলা পরিষদের আয়োজনে যোগদান অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর।এর আগে জেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ আপেল। পরে তাকে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। -
নওগাঁর বিভিন্ন বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার বিভিন্ন বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলে পুলিশ সুপার মোহাম্মদ রাশি দুল হক পিপিএম।এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা সহ শহরের নিরাপত্তাজনিত সামগ্রিক বিষয় পরিদর্শন করেন।
ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এক নাগাড়ে দাঁড়িয়ে থেকে তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে; জনগণ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার ভেতরে ঈদের কেনাকাটা ও চলাচল করতে পারে। এক্ষেত্রে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সহকর্মীদের সাথে পুলিশ সুপার মহোদয় রাস্তায় ইফতার করেন। এছাড়াও সম্মানিত জনসাধারণের ভেতরে ইফতার বিতরণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-
ঠাকুরগাঁওয়ে শীতকালীন উচ্চ মুল্যের সবজি ও বীজ উৎপাদনে প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে শীতকালীন উচ্চ মুল্যের সবজী ও বীজ উৎপাদনে প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮এপ্রিল) ঠাকুরগাঁও বারি কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে শহরের কলেজপাড়া কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।অনুষ্ঠানে বক্তারা বলেন, মিষ্টি মরিচ কয়েক বছর আগে শুধু রেস্তোরাঁ ও উচ্চ বিত্তদের পছন্দের তালিকায় ছিলো। বর্তমানে এর ফলন ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি মরিচ-১ ও বারি মিষ্টি মরিচ-২ নামে ২টি ওপি জাত উদ্ভাবন করেছে। যা উচ্চ ফলনশীল, উৎপাদন খরচ কম ও লাভজনক। বারি মিষ্টি মরিচ-১ এর ফলে গড় ওজন ৮০-৯০ গ্রাম এবং ৭০-৮০ দিনে ফল সংগ্রহ শুরু হয়। এটি অপরিপক্ক অবস্থায় সবুজ কিন্তু পরিপক্ক হলে হলুদ বর্ণের হয়।ফলের গড় ওজন ৮০-৯০ গ্রাম। যাতে মিষ্টি মরিচ দীর্ঘ দিন ধরে (৫০-৬০ দিন) সংগ্রহ করা যায়। ফলন ১৫-২০ টন হেক্টর। হাইব্রিড জাতের উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষক লাভবান হতে পারছে না। পক্ষান্তরে বারি জাতের খরচ কম হওয়ায় চাষাবাদ লাভজনক। পাইকারী বাজারে প্রতি কেজি ১৫০টাকা হিসেবে প্রতি হেক্টরে বিক্রয় মুল্য ২২ লাখ ৫৫ হাজার টাকা।পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার কৃষকদের সঙ্গে নিয়ে ফসলের মাঠে যান। এবং বিভিন্ন পরামর্শ দেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর তথ্য মতে ২০২১ অর্থ বছরে দেশের ৫৪ একর জমি হতে ১৭৭ টন মিষ্টি মরিচ উৎপাদন হয়। যা গেল বছর ছিলো ১৩.৪ একর হতে ৩৯ টন। ২০২০ সালে একর প্রতি ফলন ২.৯ টন হতে ২০২১ সালে একর প্রতি ফলন ৩.২৬ টনে উন্নীত হয়। বর্তমানে ফলন একর প্রতি ১৫-২০ টন। -
রামপালে ছাত্রলীগ সভাপতির বাবার ইন্তেকাল-দাফন সম্পন্ন।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃবাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামপাল প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান’র পিতা দ্বীন মোহাম্মদ মোছাল্লী(৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।”আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।গতকাল রবিবার রাত ১০.৪৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মরহুমের জানাজা সোমবার (৮ এপ্রিল) দুপুর ২.১৫ টায় শ্রীফলতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।হাফিজুর রহমান’র পিতার মৃত্যুর সংবাদ শুনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) তার বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মুঠোফোনে হাফিজুর রহমান’র পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।মরহুমের জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন। -
মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলা আহত ৩।
মাধবপুর হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর চৌধুরীকে ধরতে গিয়ে এক এএসআই সহ ৩ পুলিশ আহত হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দপেুর গ্রামে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এ এসআই নূরুল ইসলাম, কনষ্টেবল আরিফ শেখ, কনষ্টেবল সোহাগ মিয়া। মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী চেক ডিজঅনার মামলায় আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে ৪ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়। পুলিশের গ্রেপ্তার এড়াতে আলমগীর চৌধুরী পলাতক ছিল।রোববার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আলমগীর চৌধুরী গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আলমগীর চৌধুরীর হুকুম দেয় পুলিশের ওপর আক্রমন চালিয়ে তাকে ছিনিয়ে নিতে। তার হুকুম পেয়ে তার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে একটি গাড়িতে তুলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করে।পুলিশের ওপর হামলার ঘটনায় আলমগীর চৌধুরীকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। -
ভাইস-চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মহারাজের ঈদের অগ্রীম শুভেচ্ছা।
বরগুনা প্রতিনিধিঃবামনা উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ জাকারিয়া হোসেন মহারাজ ( ভাই ) শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি বামনা উপজেলা বাসীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। তিনি আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জণ তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।আমি এই কামনা করি। সেই সাথে আসন্ন বামনা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি যেন আপনাদের পাশে থেকে সামাজিক মূলক উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে পারি, এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক! -
উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়ার ও সলঙ্গার স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম(শফি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন(সুমী),উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক প্রমুখ।
এ সময় কৃষি কর্মকর্তা মোছাঃ সুবর্ণা ইয়াসমিন জানান, এ বছর উফশি আউশ জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় উপজেলার ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার ৫ কেজি করে উফসি আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে।
-
রাজধানীর রংধনু আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ উদ্ধার।
ডেস্ক নিউজঃ
রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানের রহমানের মেয়ে মোছাঃ সামিয়া রহমান সৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর হোটেল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে সামিয়া রহমান সৃষ্টি নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সাথে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেন। ইফতারির সময় হোটেল কতৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। তবে কোন সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হোটেলের রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।