Author: admin

  • কালীগঞ্জে রাস্তায় সর্বক্ষণ জলাবদ্ধতায় এলাবাসী রাস্তা কেটে বাঁধ নির্মাণ।

    কালীগঞ্জে রাস্তায় সর্বক্ষণ জলাবদ্ধতায় এলাবাসী রাস্তা কেটে বাঁধ নির্মাণ।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়ন এ ৪ ও ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী সীমানা তথা প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত মহিলা আসন) ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কাকিনা ইউ পি জনাবা ফুলজান নেছা ও পার্শ্ববর্তী আঃ মতিন (অটো চালক) দুই বাড়ীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কাকিনা চাপারতল থেকে পাঁচমাথা বাজার হয়ে সুকানদিঘী যাতায়াতের এ রাস্তাটি যদিও পাঁকা হয়েছে, কিন্তু পাঁচমাথা বাজারের ঠিক মধ্যবর্তী থেকে পূর্ব দিকে আনুমানিক ৩ থেকে ৪শ মিটার রাস্তাটি কাচা রয়ে যায়। এ রাস্তার দুপাশে দুই বাড়ীর লোকজন আইল বেঁধে রাখেন যাতে উক্ত রাস্তাটিতে বৃষ্টির পানি নেমে যেতে না পারে।

    একটু বৃষ্টি হলেই এ রাস্তাটিতে হাটু পানি অবদি জলাবদ্ধতা সৃষ্টি হয় যা উক্ত বাজারের মানুষের জন্য একটি দুর্ভোগের মহা কারণ।

    এ রাস্তা দিয়ে বাজারের মানুষজন নামুড়ী বাজার হয়ে জেলা সদর লালমনিরহাট ও শিয়ালখাওয়া বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

    যাতায়াতে সৃষ্টি জলাবদ্ধতার কারণে মানুষকে পারি দিতে হয় বিপদ সিমার মধ্য দিয়ে।

    দীর্ঘ দিন ধরে রাস্তাটি অবহেলিত হয়ে পরে রয়েছে যা পরেনি কোন উর্ধতন কর্মকর্তার চোখে। একটু বৃষ্টি হলেই এলাকার মানুষ মনের ক্ষোভে ঐ রাস্তায় ধানের চারা লাগানো শুরু করে। এবং চলাচলে বিভিন্ন ধরনের বিঘ্ন ঘটার কারণে আজ ১৬ ই জুন সকালে এলাকাবাসী মিলে রাস্তাটির দুই ধার কেটে নালা তৈরী করেছেন এবং উক্ত নালা হতে মাটি তুলে সরু একটি রাস্তায় পরিনত করেছেন যাতে শুধু মানুষ পায়ে হেটে চলাচল করতে সক্ষম।

    উক্ত রাস্তাটি দিয়ে কোন রিক্সা ভ্যান চলাচল অসম্ভব হয়ে পরেছে, পূর্বে এ রাস্তাটি নিয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট বা নিউজ প্রকাশ হলেও হয়নি রাস্তাটির উন্নয়নমূলক কোন কাজ।

    এলাকাবাসীর দাবী উক্ত রাস্তাটি সংস্কার হলে হয়তো তাদের দুর্ভোগের দিন শেষ হতো। এলাকার সকলেই মিলে এল জি ই ডি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন, যেন উক্ত রাস্তাটির অসমাপ্ত কাঁচা অংশটুকু পাঁকা করে এলাকার জনদুর্ভোগ থেকে মুক্তি দেন।

  • উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    উল্লাপাড়ার গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতারসহ ২টি গরু উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান পরিচালনা করে গরু চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    উপজেলার পৌরশহরের এনায়েতপুর গ্রামের মোতাহার হোসেন উল্লাপাড়া মডেল থানায় গত ১০ জুন ৪৫/৩৮০ ধারায় সন্দেহভাজন অজ্ঞাত নামাদের বিবাদী করে একটি চুরির মামলা দায়ের করেন।

    গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পৌরশহরের ঘোষগাঁতী গ্রামে একটি মেসে ও এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্য মতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ গাড়ীর ড্রাইভার লিটন হোসেনকে আটক করা হয়। পরে ঢাকার গাবতলীতপ অভিযান পরিচালনা করে চুরি চক্রের আরো ২ সদস্যকে আটকসহ দুইটি গরু উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পৌরশহরের ভট্রকাওয়াক গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে দয়াল (৪৫), সড়াতৈল গ্রামের মন্টুর ছেলে মোজাহার (৩৪), শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর নতুনপাড়া গ্রামের মুত আমজাদ হোসেনের ছেলে হাজী জিল্লুর রহমান কসাই ( ৫৩),কায়েমপুর গ্রামের জামাল হোসেনের ছেলে লিটন হোসেন (২৩), জগন্নাতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে খলিল (৩৫), বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত আব্দুস সোবহান আকন্দের ছেলে আমিনুল ইসলাম (৫৫), চরমেটুয়ানি গ্রামের হোসেন মন্ডলের ছেলে বাবু মন্ডল (২৫), এনায়েতপুর থানার রুপনাই গ্রামের মোতাহার হোসেন সরকারের ছেলে ঝন্টু (৫০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপগঞ্জ নয়াপাড়া গ্রামের হাজিবুর রাহমানের ছেলে নাজমুল হোসেন (৩৫), নাটোর থানার তেবাড়িয়াহাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে বাবলু মিয়া (৩৮)

    এ বিষয়ে নিশ্চিত উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান,গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি চক্রের সকল সদস্যকে আটক করে আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার(১৬ জুন) সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

     

  • এক ব্যবসায়ী ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে তাড়াশ পুলিশ।

    এক ব্যবসায়ী ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে তাড়াশ পুলিশ।

    সিরাজগঞ্জের তাড়াশে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জুন বুধবার সকালে এলাকার লোকজন মরদেহটি পরে থাকতে দেখে পুলিশ প্রশাসনকে জানালে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তিটি উপজলোর তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুল মতিন (৪০)। সে গুল্টা বাজারে ইলেকট্রোনিক্স মেকারের কাজ করতো।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, গুল্টা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছোট ছেলেরা বল খেলতে ছিলো। বল স্কুলের ছাদের উপরে গেলে ছেলেরা বল আনতে গিয়ে একটি মানুষ টয়লেটের প্রাচীরের  মধ্যে পরে থাকতে দেখে তারা বাজারে উপস্থিত লোকজনদের বলে। পরে লোকজন সেখানে গিয়ে দেখে  স্কুলের শিক্ষকদের বসার রুমের সাথে টয়লেটের পাশে পরে আছে। সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানায়।

    তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। স্কুলে শিক্ষকদের বসার রুম খুলে টয়লেটে গিয়ে মরা দেহটি পুলিশ দেখে তদন্ত করতে থাকে। পরে উল্লাপাড়া তাড়াশ অঞ্চলের সার্কেল এসপি মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজশাহী অঞ্চলের সিআইডি ব্রাঞ্চে জানালে তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

     মৃত আব্দুল মতিনের স্ত্রী শেফালী খাতুন বলেন,  সোমবারে সে বগুড়া মোকাম থেকে এসে মঙ্গলবারে দোকানে গিয়ে সারাদিন কাজ করতে ছিলো । রাত বেশী হলে যখন সে বাড়িতে না আসে তখন তাকে ফোন দিলে বলে সাটার বন্ধ করছি আসবো। তার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।

    সকালে শুনতে পেলাম আমার  স্বামীকে মেরে টয়লেটের ভেতর রেখে গেছে। কে বা কারা আমার স্বামীকে মেরে ফেলেছে জানি না।

    এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

     

  • নওগাঁয় পুলিশের মানবিকতায় অসুস্থ্য শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থা।

    নওগাঁয় পুলিশের মানবিকতায় অসুস্থ্য শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থা।

    আকাশ থেকে নামছে গুড়িগুড়ি বৃষ্টি, এ দূর্যোগে কোলের শিশু হঠাৎ অসুস্থ হওয়ায় দিশেহারা মা। শিশুটিকে কোলে  নিয়ে ছুটে আসে হাসপাতালে। রাত গভীর ও আকাশের দূর্যোগ পূর্ণ আবহাওয়ায় রাস্তা ছিলো যান-বাহন শূন্য। দিশেহারা মা ও স্বজনরা অপেক্ষা না করে শিশুকে চিকিৎসার জন্য পায়ে হেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। প্রায় ৪ কিঃ মিঃ রাস্তা প্রতিকুল আবহাওয়ার মধ্যে মা তার সন্তানকে কোলে জড়িয়ে নিয়ে পায়ে হেটে ছুটে আসেন হাসপাতালে।

    গভীররাত ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মানবশূন্য রাস্তায় রাত্রীকালীন টহলরত পুলিশের চোঁখ পড়ে মায়ের কোলে থাকা শিশু স্বজনদের প্রতি, এসময় পুলিশ এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাদে জানতে পারেন মায়ের কোলে সন্তানের অসুস্থার কথা। এতো রাতে যানবাহন না পাওয়ার কারনে পায়ে হেলে শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি।

    ঘটনাটি জানার পরই এএসআই/মোঃ ফেরদৌস আলী,পুলিশ টিম তাদের টহল ( ডিউটিতে) নিয়োজীত অটো-চার্জার যোগে মা ও অসুস্থ শিশু সহ স্বজনদের দ্রুত পৌছে দেন হাসপাতালে। গভীররাত ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পুলিশের এমন সহযোগীতা পেয়ে আবেগে চোঁখের পানি আটকাতে পারেননি শিশুর মা সহ স্বজনরা। এসময় তারা শিশুটির সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন পুলিশের কাছে। এঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্বরাতে নওগাঁর বদলগাছী উপজেলাতে।

    প্রতিদিনের ন্যায় ১৪ জুন সোমবার দিনগত রাতে বদলগাছী থানার টহল টিম পুলিশ তাদের দায়িত্ব পালন ( টহলকাজে) নিয়োজিত থাকাকালে বদলগাছী থানাধীন কৃষ্ণপুর গ্রাম হইতে এক মা তার অবুঝ শিশু সন্তানকে অসুস্থ অবস্থায় কোলেনিয়ে (কোন যান বাহন পেয়ে) পায়ে হেটে হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন, পিছে পিছে যাচ্ছিলেন স্বজনরা। কিন্তু গভীর রাত ও দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেই টহল পুলিশ টিমের চোঁখে পড়েন।

    ঘটনাটি জানার সাথে সাথেই দায়িত্ব পালনরত টহল পুলিশের টিম তাদের টহলরত অটো চার্জার গাড়ীতে করে মা ও তার অসুস্থ নবজাতক অবুঝ শিশু সন্তান সহ স্বজনদের দ্রুত পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে নিয়ে দায়িত্বরত চিকিৎসকদের নিকট সূ-চিকিৎসা জন্য অনুরোধ করেন এবং চিকিৎসার ব্যবস্থা করার পর ফের দায়িত্ব পালন ডিউটিতে নিয়োজিত হোন টহল পুলিশ টিম। পুলিশের এমন মানবিকতার কথা ভুলবেনা কখনো অসুস্থ শিশুর বিপদগ্রস্থ মা সহ স্বজনরা।ধন্যবাদ নওগাঁর মানবিক পুলিশ টিমকে।

  • লক্ষীপুরে নৌকার সমর্থকের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর।

    লক্ষীপুরে নৌকার সমর্থকের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর।

    লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৯নং তোরাবগজ্জ ইউনিয়নে ৭নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার সমর্থক এর উপর অতর্কিত হামলা।

    জানা যায় রোববার ১৩ই জুন বিকেলে ৯নং তোরাবগঞ্জ ৭ নং ওয়ার্ডে নৌকা সমর্থকের লোকজন নৌকার মার্কায় অফিসে বসে নির্বাচনী প্রচারণা চালানোর সময়, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক ফয়সাল আহমেদ রতন চেয়ারম্যান ওতার ক্যাডার বাহিনী মটরসাইকেল দিয়ে এসে রড,হকিস্টিক, রামদা,নিয়ে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করে ও সমর্থকদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে রক্তাক্ত জখম করেন।

    রোববার (১৩ জুন) বিকেলে তোরাবগঞ্জের চরপাগলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আহতরা হলেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক নাছির, সোহেল হোসেন, রুবেল হোসেন ওদেরকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, মির্জা আশ্রফুল জামান রাসেল ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহমেদ রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    মির্জা আশরাফুল জামাল রাসেল জানান, ৯নং তোরাবগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেল নিয়ে স্বতন্ত্র প্রার্থী রতন চেয়ারম্যান ও তার বাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে নৌকার সমর্থক এর উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে রতনসহ তার লোকজন নির্বাচনী কার্যালয়ে কয়েকজন কে পিটিয়ে আহত করেন।

    এ বিষয়ে ফয়সল আহমেদ রতন চেয়ারম্যানের সাথে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য নিতে ব্যর্থ হন।

    কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে এসি ল্যান্ড ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তা কিংবা পুলিশের কাছে কেউই অভিযোগ করেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

  • শিল্লকলা একাডমির শিল্পকলা পদক পেলেন উল্লাপাড়ার মলয় ভৌমিক।

    শিল্লকলা একাডমির শিল্পকলা পদক পেলেন উল্লাপাড়ার মলয় ভৌমিক।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, কলামিষ্ট ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পকলা পদক-২০২০’ পাওয়ায় উল্লাপাড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠন ও সুধী ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছে।

    উল্লাপাড়ার কানসোনা গ্রামের প্রয়াত অধ্যক্ষ শিবেন ভৌমিকের মেজ ছেলে মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। শিল্পকলা একাডেমি নাটকে বিশেষ অবদান রাখায় তাকে এই পদক প্রদান করেছে।

    এর আগে ২০১৭ সালে তিনি নাটকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারে ভূষিত হন। মলয় ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কালে ১৯৭৯ সালে ‘অনুশীলন নাট্যদল’ নামে একটি নাট্যসংগঠন প্রতিষ্ঠা করেন এবং এখন পর্যন্ত তিনি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

    তিনি এর আগে বাংলাদেশ মুক্ত নাট্যদল কেন্দ্রীয় কমিটিরও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সাহিত্য ও নাট্যাঙ্গনে তার অসামান্য অবদান রয়েছে। যেসব সংগঠন ও ব্যক্তি মলয় ভৌমিককে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছে উল্লাপাড়া প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী উল্লাপাড়া শাখা, এসো গান শিখি, রিমঝিম কচিকাঁচার মেলা, সুর তরঙ্গ, উল্লাপাড়া থিয়েটার, স্পন্দন মিউজিক, কানসোনা মুক্ত নাটক দল এবং সরকারি আকবর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশহাবুল হক, সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সাহিত্যিক সেলিম রেজা, নজরুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ প্রমুখ।

    উল্লিখিত সংগঠনসমুহের সভাপতি ও সম্পাদক পৃথক পৃথকভাবে মলয় ভৌমিককে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

  • উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এ ঘটনায় আরো ৩ জন আহত।

    উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু এ ঘটনায় আরো ৩ জন আহত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আতিকুর রহমান(২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। নিহত আতিকুর রহমান উপজেলার কয়ড়া হোরপাড়া গ্রামের আলহাজ খোন্দকারের ছেলে

    মঙ্গলবার(১৫ জুন) বিকেল ৪ টায় বৃষ্টির সময় উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হোরপাড়া গ্রামের নদীর পশ্চিম পাড় চাতালে খড় শুকানোর কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান বজ্রপাতের সময় নিহত আতিকসহ চার জন তাদের চাতালে খড় শুকানোর কাজ করছিলো।হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা চাতালে ছাপড়া ঘরে উঠে পড়েন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জন আহত হয়,তার মধ্যে আতিকের অবস্থা গুরুতর। তিন জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হয় এবং আতিকুর রহমান মারা যায়। আতিকুর রহমানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

  • শিশু একাডেমির আয়োজনে ইসিসিডি কমিটির ওরিয়েন্টেশন কর্মশালা।

    শিশু একাডেমির আয়োজনে ইসিসিডি কমিটির ওরিয়েন্টেশন কর্মশালা।

    সিরাজগঞ্জে ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুন) সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    শিশু প্রারন্তিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষে গঠিত, শিশুর বিকাশে প্রারন্তিক শিক্ষা ( তৃতীয় পর্য্যয়) বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনেসেফ এর সহযোগিতায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সিরাজগঞ্জ মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা ও ভারচুয়ালের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ মোঃ মাসুদুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

    দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

    দিনাজপুরের ফুলবাড়ীতে দরিদ্র ও অসহায় নগদ অর্থ ও দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা বাবদ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা হল রুমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    প্রধানমন্ত্রীর তহবিল ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাাফিজুর রহমান ফিজার এম পি’র ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ রোগীদের মাঝে চেক এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে মোবাইলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো আশরাফুল আলম ডাবলু।

  • পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড।

    পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড।

    পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড।

     

    সৈয়দ মোঃরাসেল,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

    পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ গাড়ী পার্কিং ও মাস্ক না পরার দায়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার দুপুরের দিকে শেখ কামাল সেতুতে ৫ জনকে এ অর্থদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া (ভূমি) সহকারী কমিশনার জগৎ জীবন মন্ডল।

    এসময় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুতে ৯ জনকে অবৈধভাবে রাস্তায় গাড়ী রাখা ও মাস্ক না পরার অপরাধে ৯টি মামলায় ৬,৬০০ টাকা জরিমানা করা হয়।

    কলাপাড়া (ভূমি) সহকারী কমিশনার জগৎ জীবন মন্ডল সাংবাদিকদের বলেন, জনসাধারনকে বারবার সচেতন করার পরও বিধি-নিষেধ না মানায় এ জরিমানা করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।