Author: admin

  • আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি সচেতল মহলের লকডাউনের দাবী।

    আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি সচেতল মহলের লকডাউনের দাবী।

    দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থানে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি দিনাজপুর জেলা সদর উপজেলায় লকডাউন ঘোষনা করা হয়েছে,বাকি উপজেলা গুলোতেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

    এদিকে সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মশিউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যন্য কর্মকর্তা ও সচেতন মহল দাবী তুলেছেন ফুলবাড়ী উপজেলা লকডাউন দেয়ার।

    ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘন্টায় দিনাজপুর সদরে আক্রান্ত হয়েছে ১৯০জন,বিরলে ১৫জন, বিরগঞ্জ ২জন, চিরির বন্দর ২জন, কাহারোল ৪জন, নবাবগঞ্জ ৫জন, বিরামপুরে ২৬জন, ফুলবাড়ীতে ১৪জন, পার্ববতীপুরে ১৩জন, হাকিমপুরে ৪জনসহ এ নিয়ে গতকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৭৫জন।

    গত দুই সপ্তাহের ব্যবধানে ফুলবাড়ীতে ২২জন করোনায় আক্রান্ত হয়েছে,এর মধ্যে গতকাল বৃস্পতিবার ২৪ ঘন্টায় ফুলবাড়ী উপজেলায় ১৪জন আক্রান্ত হয়েছে। চলতি ১লা জুন থেকে বৃহস্পতিবার ১৭জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে৩১জন। এদের মধ্যে ৩জন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের কর্মকর্তা-কর্মচারী রয়েছে। সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।

    এদিকে উপজেলার শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরীর বাড়ীর দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় ওই চেয়ারম্যানের বাড়ীকে লকডাউন করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান বলেন ২০২০ সালের ১৪ এপ্রিল থেকে ২০২১ সালের ১৭জুন পর্যন্ত এ উপজেলায় মোট ২৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন,এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯১জন, এদের মধ্যে ৮জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১জন। সংক্রমনের হার ২০ ভাগের উর্দ্ধে।

    ফুলবাড়ী উপজেলাটি সীমান্ত বর্তি এলাকা হওয়ায়, বড় রকমের ঝুঁকির আশঙ্কা করছেন সচেতন মহল। এদিকে ঝুঁকি এড়াতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারী বৃদ্ধি করেছেন বলেন জানিয়েছেন, ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: শরীফ উল্লাহ আবেদ। তিনি জানান চোরাচালান প্রতিরোধসহ করোনা সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তি এলাকাবাসীকে সচেতনতার পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে এবং পাশাপাশি ভ্রাম্যমান আদলতে অভিযান চলছে ,অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে, এছাড়াও সকলকে মাক্স ব্যাবহারের কথা বলা হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে,নির্দেশনা এলেই ব্যাবস্থা নেওয়া হবে।

  • করোনা মোকবেলায় অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আতিকুর।

    করোনা মোকবেলায় অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আতিকুর।

    করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য এ্যাওয়ার্ড (সম্মাননা) ও সনদ পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।

    ১৪ই জুন বাংলাদেশ জাতীয় যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা’র পক্ষ থেকে গণস্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সফল চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করেন।

    উল্লেখ্য যে, আতিকুর রহমান মুকুল করেনার শুরু থেকেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের প্রতি স্বাস্থ্য বিধি মেনে চলতে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক বিতরণ, মানুষকে ঘরে থাকতে প্রচার মাইকিং, বাজার মনিটরিং, জনসমাগম এড়িয়ে চলতে নানা পরামর্শসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছেন।

    সরকারি ত্রাণ সামগ্রী ভ্যান যোগে গ্রাম্য পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানো, স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, করোনা মোকাবেলায় সকল চেয়ারম্যানই কাজ করেছে।

    আতিকুর রহমান মুকুল সরকারের সকল ত্রাণ কার্যক্রমে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন। লক্ষিত জনগোষ্ঠি চিহ্নিত করণে তিনি সঠিক ভূমিকা রেখেছেন।

    আতিকুর রহমান মুকুল বলেন, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিজ উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি। সরকারি ত্রান সামগ্রী ভ্যান যোগে গ্রাম্য পুলিশের দ্বারা বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। আমার সাধ্যমতো করোনা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি।

  • পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোর বিষপানে আত্নহত্যা।

    পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোর বিষপানে আত্নহত্যা।

    পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে আত্নহত্যা করেছে রাব্বি মাতুব্বর (১৮) নামের এক কিশোর। মঙ্গলবার সন্ধ্যায় সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। মৃত রাব্বি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলা পাড়া গ্রামের হামিদ মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।

    মৃতের ভাই আনিস মাতুব্বর সাংবাদিকদের জানান, রাব্বি পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • মহাস্থানে ভাঙ্গুরি দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার, আটক-১।

    মহাস্থানে ভাঙ্গুরি দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার, আটক-১।

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান একটি ভাঙারির দোকান থেকে ঠিকাদারি প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল সহ চোরামাল কেনাবেচার অভিযোগে ভাঙারি দোকানিকে আটক করেছে পুলিশ।

    জানা যায়, উপজেলার রায়নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র দীর্ঘদিন থেকে মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল ঠিকাদারি কাজে ব্যবহারিত লোহার রড ও অ্যাঙ্গেলসহ অনেক মালামাল রাতে চুরি হয়ে যায়। যা পরবর্তী খোঁজ নিয়ে মহাস্থান ভাঙ্গুরি দোকানে পাওয়া যায়।

    এরপর ভাঙারি দোকানগুলোকে চোরামাল কিনতে নিষেধ করা হয়। এবং চোরকে ধরতে সহায়তা করতে বলা হয়। কিন্তু ভাঙারি দোকানীরা চোরামাল নামে মাত্র দামে এবং অধিক লাভের আশায় চোরামাল বরাবরই কিনতে থাকে।

    এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে রায়নগর নাগরজানী বন্দরস্থ চেয়ারম্যানের ঠিকাদারি কাজে মজুদ রাখা লোহা চুরি হয়ে যায়।

    ভাঙ্গুরি দোকান থেকে উদ্ধারকৃত মালামল
    ভাঙ্গুরি দোকান থেকে উদ্ধারকৃত মালামল

    সকালে চুরি হওয়া মালামাল তালাশ করতে এসে মহাস্থান ত্রীমোহনী (ঢাকাইয়া) নুর-ইসলামের দোকানে এসে রড, অ্যাঙ্গেল, গাড়ীর ব্যাটারী ও লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ পাওয়া যায়। পরে শিবগঞ্জ থানার এসআই বিরঙ্গ ও এএসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে এসে ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া এসব মালামাল উদ্ধার করে সঙ্গে জড়িত সন্দেহে ভাঙারি ব্যবসায়ী নুর ইসলামের পুত্র রমজান আলী (৩০) কে আটক করেন।

    এ বিষয়ে রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, আমার ঠিকাদারি মালামাল সহ ইউনিয়ন প্রকল্পে ব্যবহৃত লোহার রড, অ্যাঙ্গেল সহ লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ চুরি করে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে চোরচক্র বিক্রির উদ্দেশ্যে প্রায়ই রাতের আঁধারে পাচার করে থাকে।

    তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান বলে কথা না, অপরাধীর কোন ছাড় নেই। এই চুরি কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে তিনি শাস্তির দাবি জানান।

  • রাজবাড়ীতে উজানচরে অসহায় সালমা বেগম ক্যান্সারে আক্রান্তঃসাহায্যের আকুতি।

    রাজবাড়ীতে উজানচরে অসহায় সালমা বেগম ক্যান্সারে আক্রান্তঃসাহায্যের আকুতি।

    ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ।

    কথা বলছি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাহাজউদ্দিন মাতব্বর পাড়া এলাকার দিনমজুর আমজাদ জোয়াদ্দারের স্ত্রী সালমা বেগম ২৮। সালমা বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ তিনি চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ।

    চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেন। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে তার পিত্তথলিতে টিউমার। তাদের পরিবার থেকে সিদ্ধান্ত নেয় টিউমার অপারেশনের জন্য। টিউমার থেকে বের হয় অনেক পাথর। তারপরেও সালমা বেগম সুস্থ হয়ে ওঠেন নি তার ব্যথা কমেনি। পরবর্তীতে সালমা বেগম আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখে চিকিৎসক বলেন আপনার পেটে ক্যান্সারের জীবাণু দেখা গেছে।

    দিনমজুর আমজাতের সংসারে তার স্ত্রী সালমা বেগম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে আমজাদের সাধ্য অনুযায়ী স্ত্রীর জন্য চিকিৎসা করেছেন।

    সালমা বেগম কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া হচ্ছে কেমোথেরাপি। চিকিৎসক বলেছে বারোটি কেমোথেরাপি দিতে হবে এ পর্যন্ত দেয়া হয়েছে কেমোথেরাপি দুইটি।প্রত্যেকটি কেমোথেরাপিতে এ দারিদ্র পরিবারের জন্য খরচ ধরা হয়েছে ১৮ হাজার টাকা করে।

    দিনমজুর আমজাদ পরিবারের জন্য চালডাল কিনবেন নাকি স্ত্রীর চিকিৎসা করবেন এ নিয়ে হতাশায় ভুগছেন তিনি।সালমা বেগম তিন সন্তানের জননী, বড় ছেলে নাম সোহেল বয়স ১৪ মেজো ছেলে রানা বয়স নয় ছোট মেয়ে ময়না ৯ মাস বয়স।এত কম বয়সে মা মরণব্যাধি ক্যান্সারে ভুগছে সন্তানরা দুশ্চিন্তায় ভুগছেন।

    স্ত্রী সালমা বেগম কে বাঁচাতে স্বামী দিনমজুর আমজাদ জোয়াদ্দার সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

  • লক্ষ্মীপুরে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকলে ভোটগ্রহণ বন্ধ-সিইসি।

    লক্ষ্মীপুরে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকলে ভোটগ্রহণ বন্ধ-সিইসি।

    প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন চরম অবস্থানে আছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলে সাথে সাথে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। কোন ত্রুটিযুক্ত নির্বাচন করা হবে না, নিরপেক্ষ নির্বাচন করা হবে।

    বুধবার (১৬ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে আগামী ২১ জুন অনুষ্টিতব্য লক্ষ্মীপুর-২ আসনের সংসদ উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

    এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার প্রমুখ।

    সিইসি কে এম নুরুল হুদা বলেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের বিষয়ে নির্বাচন সংশ্লিস্টদের সাথে আলোচনা করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কমিশন যা যা করার তা করবে। ভোটে কারচুপি হওয়ার সুযোগ নেই। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে এখানে (লক্ষ্মীপুর-২ আসন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই। স্বচ্ছভাবে ভোটগ্রহণ এবং গননা করা হয়। একটি ভোট নিতে সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় লাগে।

    তিনি বলেন, ভোটে কারচুপি হলে প্রার্থীর সুযোগ আছে আইনের আশ্রয় নেওয়ার। ভোট গ্রহণে যদি অনিয়ম হয়, প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার ভোট গ্রহণ বন্ধ রাখতে পারবে। নিরপেক্ষ ব্যক্তিরা (লক্ষ্মীপুরের প্রশাসন) যেখানে আছেন, সেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা সহায়ক শক্তি, আমাদের ভুল ভ্রান্তি হলে আপনারা (সাংবাদিক) ধরিয়ে দেন।

  • উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় গলায় ভিতর বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক স্কুল ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মণিরপুর গ্রামে। নিহত শুভ ওই গ্রামের আমজাত ছুতারের নাতি ও ওমর আলী(বাবু)’রছেলে।

    জানা যায় বাবুর বাড়ির পাশে বন্যাকান্দির হাট সংলগ্ন পাঁকা সড়কের সাথে বাঁশের বাগানটি কিছুদিন আগে বালি ফেলে সমতল করা হয়।বুধবার সকাল ১১ টার সময় নিহত শুভো ৩/৪ জন সমবয়সী বন্ধুদের নিয়ে ওই বাঁশ বাগানে ফুটবল খেলা শুরু করে।এ সময় ফুটবলকে লক্ষ করে দৌড়াতে গিয়ে নিজের অজান্তে বাঁশের আগা শুভোর গলায় বিদ্ধ হয়ে।

    এ সময় খেলার সাথীদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বুধবার(১৬ জুন)সকালে মণিরপুর গ্রামের ওমর আলী(বাবুর)ছেলে সমবয়সী বন্ধদের সাথে বাঁশঝাড়ে ফুটবল খেলার সময় বাঁশে আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যে পরিবার শোকের ছায়া নেমে এছেছে।

  • নাগরপুরে কিশোর গ্যাং এর উৎপাত দিন দিন বেড়েই চলেছে।

    নাগরপুরে কিশোর গ্যাং এর উৎপাত দিন দিন বেড়েই চলেছে।

    টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাং এর হাতে কর্মকার (স্বর্ণ ব্যবসায়ী) সহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার সহবতপুর স্কুল মাঠের রাস্তায় এ ঘটনা ঘটেছে। আহত কর্মকার সহবতপুর গ্রামের বাদল কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার (৪৮) ও তার ছেলে শুভ কর্মকার (২৪)।

    এলাকা বাসীর সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বিল্পব কর্মকার সহবতপুর বাজারে স্বর্ণ ব্যবসা করে আসে। বিল্পব প্রতি দিন ক্যাশ টাকা ও দোকানের মালামাল নিয়ে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। মঙ্গলবার রাতে সহবতপুর স্কুল মাঠের রাস্তায় পৌছালে ৪/৫ দলবদ্ধ  কিশোর গ্যাং ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা করে। কিশোর গ্যাং এর সদস্যরা তাদের টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া জন্য ধস্তাধস্তি করে।

    ঘটনার সময় কিশোররা বিল্পব কর্মকারের স্বর্ণের বিদেশী চেইন ছিনিয়ে নেয়। এ সময় বিল্পবের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে  কিশোর গ্যাং এর মুলহোতাকে আটক করে।

    আটক কৃত কিশোর হলো সহবতপুর ইউনিয়নের সলিল গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে ইয়াছিন (১৬)। বাকী কিশোররা প্রভাবশালী হওয়ায় তাদের পরিচয় গোপন করে যাচ্ছে মাতাব্বররা। বাবাকে বাঁচাতে এসে ছেলে শুভ সহ বিল্পব কর্মকার কিশোর গ্যাং এর আঘাতে গুরুত্বর আহত হয়। আহত বিল্পব ও শুভ কে লোকজন রাতেই নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

    বিল্পব কর্মকার বলেন, আমি রাতে বাড়ি ফিরার সময় স্কুলের কনারে অন্ধকারে আসলে ৪/৫ জন কিশোর আমার কাছ থেকে টাকা ও স্বর্ণের জিনিষ কেড়ে নেবার চেষ্টা করে। আমি বাঁধা দিলে তারা আমাকে আঘাত করে। আমার চিৎকারে আশপাশের লোকজন বেড়িয়ে আসে এবং একজনকে ধরে ফেলে।

    সহবতপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ওই রাতের ঘটনায় এক কিশোর কে এলাকা বাসী আটক করে। পরে আটক কৃত কিশোরের অভিভাবক গণ ও ফালু মাতাব্বর আসলে বিচারের আশ্বাস দিয়ে মুছলেখার মাধ্যমে আমরা তাকে নিয়ে আসি।

    এলাকার সূধী জনরা বলেন, এ কিশোর গ্যাং মাদক সহ এলাকায় ছোট বড় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলছে। এরা যে কোন সময় বড় ধরনের অপরাধ করতে পারে।

  • বেনাপোলের পৌরবাসী গণহারে করোনায় আক্রান্তঃসর্বত্র লকডাউন।

    বেনাপোলের পৌরবাসী গণহারে করোনায় আক্রান্তঃসর্বত্র লকডাউন।

    বেনাপোলের দিঘীরপাড় এলাকায় ভারত থেকে আমদানিকৃত পাথর লোড-আনলোড করা ও নানা পণ্য নিয়ে বাংলাদেশে আসা ভারতীয় ড্রাইভারদের অবাধ চলাফেরার কারনে দিঘীরপাড়, ভবারবেড়, ছোট আঁচড়া ও তালসারী এলাকায় গনহারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

    জানা গেছে, ভারত আমদানিকৃত পাথর নিয়ে ভারতীয় ট্রাক সরাসরি বেনাপোলের দিঘীরপাড় – ভবারবেড় গ্রামের মাঝে বাইপাস সড়কের পাশে লোড-আনলোড করানো হচ্ছে। এ সময় ভারতীয় ট্রাক ড্রাইভাররা এলোমেলো ঘোরাঘুরি, দোকানে কেনাকাটা, বিভিন্ন পুকুরে গোসল করার কারনে করোনা ভাইরাস ছড়ানোর আশংকায় এলাকার মানুষ। এছাড়াও বেনাপোল বর্ডার দিয়ে যাত্রী প্রবেশ সহ কিছু এলাকার জনগণ কাস্টমসের ভিতরে প্রবেশ করে কাজ করার কারণেও এ ভাইরাস ছড়াচ্ছে। এছাড়াও স্থানীয় হোটেল গুলোতে ভারতীয় যাত্রীদের করেনটাইন করায়ও ভাইরাস ছড়ানোর আশংকা থেকে যাচ্ছে।

    যে মুহূর্তে করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে বেনাপোল পোর্টসহ আন্তর্জাতিক সিমান্ত চেকপোষ্টে পাসপোর্ট যাত্রী চলাচলে কড়াকড়ি আরোপ করা হলেও বন্দরের বাইরে তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় দিঘীরপাড়, তালসারী এলাকায় ভারতীয় ট্রাক ড্রাইভারদের অবাধ চলাচলের কারনে করোনা প্রার্দুভাব বৃদ্ধি পাচ্ছে যা দেখার কেউ নেই।

    প্রশাসন করোনা আক্রান্ত বাড়ি গুলো লকডাউন ঘোষনা করে দিচ্ছে, বাড়ি গুলোতে লকডাউন ব্যানার ও পতাকা টাঙিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে। বাড়ি লকডাউন হওয়ার ভয়ে করোনা পজেটিভ ব্যাক্তিরা কেউ মুখ খুলছেন না এছাড়াও যাদের মধ্যে করোনার লক্ষণ রয়েছে তারা ভয়ে কেউ পরীক্ষাও করাচ্ছেন না।

    বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

  • গোয়ালন্দে কাটাখালি মসজিদে সচেতনতা মূলক বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ।

    গোয়ালন্দে কাটাখালি মসজিদে সচেতনতা মূলক বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ।

    রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর। গত ৪ জুন শুক্রবার পবিত্র জুম্মার দিন কাটাখালি জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য দেন। যে বক্তব্য বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। যে কারণে পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহা পরিদর্শক(ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার) এর কর্তৃক গোয়ালন্দ থানার ওসি অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

    তিনি পুলিশের জাতীয় পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে যে কোন আইনগত সহায়তা প্রদান সর্ম্পকে অবগত করেন।তাছাড়াও বাসা-বাড়িতে ভাড়াটিয়াদের সর্ম্পকে তথ্য সংগ্রহ করা, সাইবার ক্রাইম সর্ম্পকে সবাইকে অবগত করা, ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি)প্রয়োজনীয়তা, গুজব সর্ম্পকে সবাইকে সর্তক করা বা সচেতন করা, কিশোর গ্যাং এর খারাপ দিক, উঠতি বয়সী ছেলে-মেয়েদের প্রতি বিশেষ নজর দেওয়া, জঙ্গীদের সর্ম্পকে স্থানীয় থানা পুলিশকে অবগত করা এমন বিষয় ভিত্তিক পয়েন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

    মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজিথর সাথে রাজবাড়ীর পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স হয়। ওই কানফারেন্স শেষে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান কর্তৃক পাঠানো শুভেচ্ছা উপহার গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরের হাতে তুলে দেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরিফ উজ-জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার দে উপস্থিত ছিলেন।