Author: admin

  • লক্ষ্মীপুরে ভিসা দেয়ার নামে সুপারিন্টেনডেন্টের ছেলের ৩ লাখ টাকা প্রতারণা।

    লক্ষ্মীপুরে ভিসা দেয়ার নামে সুপারিন্টেনডেন্টের ছেলের ৩ লাখ টাকা প্রতারণা।

    ভিসা দেয়ার কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে লক্ষীপুরের লামচরি আজিজিয়া মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট নুর হুজুরের ছেলে শোয়াইবের বিরুদ্ধে।

    পুলিশ সুপার বরাবর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ আলম ও

    পৌরসভার(তেরবেকি)নুর হুজুরের ছেলে শোয়াউব আল-মাহমুদ ওমান থাকাকালীন সময় দুজনের পরিচয় হয়। পরবর্তীতে সেখানে ভিসা করিয়ে দেয়ার কথা বলে ফিরোজ আলমের কাছ থেকে ১লাখ টাকা করে তিনবারে তিন লাখ টাকা পূবালী ব্যাংক লক্ষ্মীপুর শাখা, মেসার্স হক ট্রেডার্সের (একাউন্ট নং ২৫৩৩৮) মাধ্যমে গ্রহণ করেন।

    ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর ওমানেই ফিরোজ ও শোয়াইবের কর্মস্থল ৫০ কিলোমিটার দূরত্বে থাকলেও ফিরোজ কয়েকবার দেখা করতে গেলে শোয়াইব দেখা না করে পালিয়ে যায়। পরবর্তীতে উভয়ে দেশে আসার পর শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় বসলেও শোয়াইব ও তার ভাই জুবায়ের আর্ট তা প্রত্যাখ্যান করে চলে আসে।

    এরপর সদর মডেল থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী ফিরোজ আলম পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দেন। সেখানেও তারা সময় নিয়ে নানা ভাবে গড়িমসি করতে থাকেন।

    এ বিষয়ে শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন- ‘দু’জনই প্রবাসী। চেয়েছিলাম স্থানীয় পর্যায়ে তা সমাধান করব। কিন্তু শোয়াইবরা না মানায় সমাধান করতে পারেনি।’

    সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক হেলাল উদ্দিন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন-‘টাকা পাবে সত্য কিন্তু বারবার থানায় বসে কোনো সুরাহা করতে পারিনি। দেনাদার দিতে নারাজ।’

    অভিযুক্ত শোয়াইব আল মাহমুদের সাথে মুঠোফোনে কথা হলে ঘটনাটি অকপটে স্বীকার করে বলেন-‘ফিরোজ আলম আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। সে আমাদের কাছে কোন টাকা পাবে না।’

    টাকা পাওয়ার স্বীকারোক্তি দিয়েছেন মোবাইল ফোনে সেরকম একটা কল রেকর্ড আমাদের কাছে আছে। এ কথা বললে শোয়াইব বলেন-‘আমার কাছেও কল রেকর্ড আছে।’ বলেই লাইন কেটে দেন।

    প্রবাসী ফিরোজ আলম ধারদেনা করে ভিসা পাবার আশায় ৩ লাখ টাকা দিয়ে সে অসহায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।

  • সিরাজগঞ্জে এক ছিনকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

    সিরাজগঞ্জে এক ছিনকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

    সিরাজগঞ্জে মোটরসাইকেল সহ সাব্বির হোসেন(২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছ সিরাজগঞ্জ ডিবি পুলিশ। আটককৃত ছিনতাইকারী সাব্বির উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাজাহানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা সারোয়ার হোসেনের ছেলে।

    গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি অভিযানিক দল সিরাজগঞ্জ পৌর শহর মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিনতাই করা মোটরসাইকেলসহ ছিনতাইকারী সাব্বির হোসেনকে আটক করা হয়।

    এসময় তার ছিনতাই করা পালসার মোটরসাইকেল বগুড়া-ল-২৮১৬ নাম্বার প্লেট লাগানো অবস্থায় গাড়ীসহ তাকে আটক করা হয়।

    ডিবি পুলিশ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মহাদ্বয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে (১৫ জুন) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
    এ বিষয়ে আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধার হওয়া আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে হত্যার অভিযোগ।

    লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলে হত্যার অভিযোগ।

    লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বিরুদ্ধে পশ্চিম চররমনী মোহন গ্রামে চোর সন্দেহে আবদুস শহিদ নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনসহ ২৭ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা একটি মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী কুলছুম বেগম।

    পরিবারের অভিযোগ, সোমবার (১৪ জুন) রাত ১০টার দিকে আবদুস সহিদ তার শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। ওই এলাকার একটি খালের পাড়ে আসলে তাকে গণধোলাই দেয় কয়েকজন স্থানীয় লোক। স্থানীয় আবদুল হক লাড়ীর ঘরে চুরির অভিযোগে আবদুস শহিদকে আটক করে চেয়ারম্যান ইউসুফ ছৈয়ালের ছেলে আবু সুফিয়ানের নেতৃত্বে নির্যাতন ও মারধর করা হয়। পরে মৃত ভেবে তাকে একটি সুপারী বাগানে ফেলে রাখা হয়েছে।

    পরদিন মঙ্গলবার (১৫ জুন) সকালে এলাকাবাসীর মাধ্যমে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে, সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎস্যার জন্য নোয়াখালীর হাসপাতালে রেফার্ড করেন।হাসপাতালে নেওয়ার পথে বুধবার (১৬ জুন) দুপুরে তার মৃত্যু হয়। রাতেই নিহতের স্ত্রী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    নিহত আবদুস শহিদের মা ছকিনা বেগম অভিযোগ করে জানান, তার ছেলেকে চুরির অপবাধ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার ছেলে চুরি করেনি। মিথ্যা অপবাধ দিয়ে স্থানীয় চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানের নেতৃত্বে ২৫/৩০ জন লোক শহিদকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

    এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, আবদুস শহিদ হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ২৭জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা- নাকি চুরির করার সময় গণপিটুনিতে মারা গেছে, তা নিয়ে তদন্ত চলছে।

  • উল্লাপাড়ায় চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ।

    উল্লাপাড়ায় চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ।

    সিরাজগন্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার অবহেলিত চক চৌবিলা গ্রামে মান উন্নয়নে কাজ করে যাওয়া সেচ্ছাসেবী সংগঠন চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাব চতুর্থ বর্ষে পদার্পন।

    চক চৌবিলা ইয়াং জেনারেশন ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে চক চৌবিলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির ও সহ সভাপতি মোঃ ইউনুস আলী ।চক চৌবিলা গ্রামের ২০১৮ সালের ১৭ই জুন এক ঝাক তরুন প্রজন্মেকে নিয়ে প্রতিষ্ঠানিক যাত্রা শুরু করে ক্লাবটি।

    গ্রামের অবহেলিত রাস্তা ঘাট সেচ্ছা শ্রমে নির্মাণ সহ দুস্থ অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান ও অসহায় বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহ যুবসমাজকে মাদক মুক্ত রাখতে খেলাখুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে আসছে ক্লাবটি ।

    ইয়াং জেনারেশন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জাকির বলেন, আমারা অবহেলিত চৌবিলা গ্রামবাসীদের জন্য সেচ্ছাশ্রমে রাস্তাঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকি।ক্লাবের সর্বোচ্চ দায়িত্ব পালন করে থাকে এই ক্লাবেরই সহ সভাপতি ইউনুস আলী ।

    এ ছাড়াও প্রত্যকটি সদস্য যথেষ্ট দায়িত্বশীল নিষ্ঠাবান । আমরা যুবসমাজ ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূল করে শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করে সুন্দর একটি আগামী প্রজন্ম উপহার দিতে চাই।

    আমারা ইয়াং জেনারেশন ক্লাবের মাধ্যমে এলাকার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমারা আরো ভালভালে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এজন্য এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করি।

    ক্লাবের ক্রিড়া সম্পাদক আলাউদ্দিন মন্টু বলেন, করোনাকালীন লকডাউনে আমরা ক্লাবের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কে সহায়তা প্রদান করেছি এবং সেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কারের কাজ করেছি। আমারা সামনে এ ধরনের উন্নয়ন মূলক কাজ আরও হাতে নিয়েছি। ভবিষ্যতে আমারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে থেকে সুন্দর মাদক মুক্ত আগামী প্রজন্ম নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

    ক্লাবটির প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চকচৌবিলা গ্রামের সন্তান কালেরকন্ঠের সাংবাদিক আতিফ আতাউর তোতা বলেন চকচৌবিলা গ্রামে ইয়াং জেনারেশন ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নয়ন সেবামূলক কাজ করা হয়।

    ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে আগামীতেও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান ও জানান তিনি।

  • চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন।

    চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন।

    পটুয়াখালীর কলাপাড়ায় পানি নিষ্কাশনের স্লুইস গেটের কপাট ভেঙ্গে কৃষি জমিতে লবন পানি উত্তোলনের প্রতিবাদ করায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানী ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    কলাপাড়া রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চান্দুপাড়া গ্রামের গ্রাম পুলিশ মোঃ বশার গাজী।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা গাজী, গ্রাম পুলিশ মতলেব সরদার, সোহরাব হোসেন, খলিল হাওলাদর, জিয়াউদ্দিন প্রমুখ।

    লিখিত বক্তব্যে মো: বশার গাজী বলেন, পিতা-মোঃ মোস্তফা গাজী, আমি ৩নং লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছি।৪৭/৫ নং পোল্ডারে মঞ্জুপাড়া ও চান্দুপাড়া গ্রামের গাজী বাড়ির নিকট স্লুইজ গেটটির বাহির পাশের কপাট ভাঙ্গীয়া লবন পানি উঠাইয়া এলাকা তলিয়ে দিয়া, স্বপন গাজী সহ তাহার সঙ্গীরা ২৭ মে বিকালে বেন্তিথজাল পেতে মাছ ধরে। বেন্তি জাল পাতার কারনে স্লুইজ গেটের সামনের কপাটটি সামান্য জাগানোর ফলে পানি ঠিক ভাবে নামতে পারছিলনা। যাহার কারনে এলাকায় শতাধিক পরিবার ও কৃষি ফসলী ভূমি পানিবন্দি হয়ে পরে।

    এলাকার কৃষক ও সাধারন জনগনসহ গ্রাম পুলিশ মোঃ বশার গাজী কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে মোবাইল ফোনে অবগতি করি। বিষয়টি স্বপন গাজী জানিতে পারিয়া আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, এবং আমি মোঃ বশার গাজীকে হুমকি দেয়। তাদের কাজে বাধা দিলে মিথ্যা মামলা মোকদ্দমা সহ প্রাণ নাষের হুমকী দেয়।

    ৩০মে কলাপাড়া থানায় একটি সাধারন ডাইরী হয়। যাহার ডায়েরী নম্বর-১৩৮১। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করি।

    অভিযোগ দুইথটি তদন্তধীন রয়েছে। এরথপরে ১জুন কলাপাড়া সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করে।

    ঘটনার দিন মোঃ বশার গাজী অফিসের কাজে এবং তার পিতা আমার বাবা মসজিদে এতেকাপে ছিল বলে দাবি করে।
    এ ব্যাপারে স্বপন গাজী তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের সত্যতা অস্বীকার করে।

  • সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবন ও গ্রেফতারী পরোয়ানায় আটক-২।

    সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবন ও গ্রেফতারী পরোয়ানায় আটক-২।

    সিরাজগঞ্জের তাড়াশে ২জনকে মাদক সেবন ও গ্রেফতারি পরোয়ানা মুলে আটক করা  হয়েছে । ১৬ জুন বুধবার উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রাম থেকে ১জন ও বৃহস্পতিবার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম থেকে ১জনকে আটক করা হয।

    আটককৃত আটককৃত আসামীদ্বয় হাড়িসোনা গ্রামের হায়দার আলীর পুত্র নাজমুল হোসেন নাসু (২৮) ও ঘরগ্রামের খায়রুল ইসলাম (৩০) । মাদক দ্রব্য গাজা সেবন করে মাতলামী করা অবস্থায় নাজমুল হোসেন নাসুকে এবং  সিআর ৫৮/১৭ এর পরোয়ানা ভুক্ত আসামী  খায়রুল ইসলামকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ মাসের জেল ১ হাজার টাকা জরিমানা করেন।

    তাড়াশ থানার অফিসার ইন চার্জ ফজলে আশিক বলেন , আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • রৌমারীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযােগে মাদ্রাসার শিক্ষক আটক।

    রৌমারীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযােগে মাদ্রাসার শিক্ষক আটক।

    কুড়িগ্রামের রৌমারীতে হাফজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের অভিযােগে গােলাম মােস্তাফা (২৪) নামের এক শিক্ষককে আটক করেছে রৌমারী থানার পুলিশ।

    বুধবার (১৭ জুন) রাতে উপজেলার শৈলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবু হােরায়রা নুরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

    পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সুত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আবু হােরায়রা নুরানী মাদ্রাসার শিক্ষার্থী শরিফুল ইসলাম সজিব (১০)সহ কয়েকজন শিক্ষার্থী ঘুমাছিল। 

    ঘুমের কিছুক্ষনের মধ্যে ওই মাদা্রসার শিক্ষক গােলাম মােস্তফা শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে নিয়ে বেধরক মারপিট করতে থাকেন। এসময় সজিব, কাউসার, ফাহিম, মিশকাত ও মােস্তফা মিয়া অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি যাতে জানাজানি না হয় সে জন্য তাদেকে মাদ্রাসার শ্রেণীর কক্ষে আটক করে রাখেন ওই শিক্ষক।

    নির্যাতনের শিকার শরিফুল ইসলাম সবুজ(১০)

     

    পরে সন্ধ্যার দিকে আত্মীয় স্বজনের মাধ্যমে সজিবক উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সজিবের বাবা বাদী হয়ে হাফেজ গােলাম মােস্তফাকে আসামী করে রৌমারী থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেন।

    এব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাোন্তাছির বিল্লাহ জানান, শিশু নির্যাতনের ঘটনায় অভিযােগ পেয়েছি এবং আসামীকে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বগুড়ার মহাস্থানে ভুট্টাবাহী ট্রাক উল্টে গুরুতর আহত- ২ জন।

    বগুড়ার মহাস্থানে ভুট্টাবাহী ট্রাক উল্টে গুরুতর আহত- ২ জন।

    বগুড়ার মহাস্থানে ভুট্টাবাহী ট্রাক উল্টে গুরুতর আহত- ২ জন।

    বগুড়ার মহাস্থান মহাসড়কে ভুট্টাবাহী ট্রাক উল্টে ২ জন আহতের ঘটনা ঘটেছে। আহতরা হলেন, গাড়ির চালক জাহিদুল ইসলাম (৩৭) ও সহকারী লিমন মিয়া (৩০)।

    প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পিবার বিকাল সাড়ে ৩টায়, পঞ্চগড় থেকে শেরপুরগামী একটি ভুট্রাবাহী (ঢাকা -মেট্রো -ট ১৮-২৬১২) ট্রাক মহাস্থান অতিক্রম করার সময় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের সন্নিকটে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।।

    এসময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে চালক ও সহকারী কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এলাকাবাসী জানান, মহাসড়কের বেহাল দশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। সামান্য বৃষ্টিতে মহাসড়কে খানাখন্দে পরিনত হয়। দূর্ঘটনার পর মহাসড়কের ২ পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি মহাসড়কের মাঝ সড়ানোর চেষ্টা চলছিল।

  • উল্লাপাড়ায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক র‍্যাব-১২’র সদস্যরা।

    উল্লাপাড়ায় শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক র‍্যাব-১২’র সদস্যরা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এরান্দহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকায় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

    এ সময় তাদের নিকটে থাকা ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও এ কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন সলঙ্গা থানার এরান্দহ উত্তর পাড়া গ্রামের আবু সামা তালুকদারের ছেলে মোবারক হোসেন(২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন শেখ(২২)।

    এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ এর সদর কোম্পানীর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা  থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর বৃদ্ধি পেয়েছে জেয়ারের চেয়ে নদনদীর পানি।

    উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর বৃদ্ধি পেয়েছে জেয়ারের চেয়ে নদনদীর পানি।

    মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছঁড়ে পড়ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল থেকে দমকা হাওয়াসহ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

    এর ফলে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শংকায় রয়েছে স্থাণীয়রা। এদিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে রবনাবাদ নদীর পানি ফের প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। এছাড়া মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বেড়ি বাঁধটি ঝুঁকিপুর্ন রয়েছে। প্লাবনের আশংকা করেছে ওই ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ।

    আমার জমিনঃসংগ্রহীত ছবি

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। সক্রিয় বায়ুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ কয়েকদিন ধরে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

    কুয়াকাটা ট্যুরিজাম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন’র সিনিয়র সহ সভাপতি হোসাইন আমির বলেন, সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে এসে আছঁড়ে পড়ছে। এর ফলে সৈকতের ব্যাপক বালু ক্ষয় হচ্ছে।

    কুয়াকাটা ও আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেন, ৬৫ দিনে অবোরত থাকায়  সাগরে কোন ট্রলার নাই। বর্তমানে সগর বক্ষ উত্তাল রয়েছে বলে তিনি জানিয়েছেন।