Author: admin

  • সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে  গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। ১৯ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ সাইকেল বিতরণ অুনষ্ঠিত হয়।

    উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে উপজেলার ৮টি ইউনিয়নের নিয়োজিত ৬৪ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনসহ অনেকে।

    বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন তাড়াশ শাখার সভাপতি ও মাগুড়া ইউনিয়ন গ্রাম পুলিশ দফাতার রাজিব কুমার দাস সাইকেল পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ন ইউএনও মেজবাউল করিম ও ইউপি চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

  • কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও হতদরিদের নগদ অর্থ প্রদান।

    কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও হতদরিদের নগদ অর্থ প্রদান।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ৩’শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৯জুন) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র ৩’শ পরিবারের মধ্যে নগদ ৫’শ টাকা করে অর্থ বিতরণ করা হয়।

    কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

    বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ মোঃ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর মোঃ বখতিয়ার খান, মোঃ আনসার শোকরানা মান্না, মোঃ ছাদ আলী, মো. রফিকুল ইসলাম রুহেল, জসিম উদ্দিন শাকিল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিদ আলী, উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান চিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায় প্রমুখ।

  • তাড়াশে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র উদ্যোগে ফল বিতরণ।

    তাড়াশে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র উদ্যোগে ফল বিতরণ।

     

    সিরাজগঞ্জের তাড়াশে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র উদ্যোগে বৃদ্ধদের মাঝে ফল বিতরণ করা হয়েছে।

    ১৮ জুন শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আমরা ত্বরিকায় ভাই ভাই, আত্মশুদ্ধি করতে চাই- বিশ্বাস ভক্তি শুদ্ধতা, দেশ শান্তি মানবতা” এই ভিশন ও মিশন নিয়ে ওই গ্রামে আয়নাল হক আল চিশতীর আয়োজনে তার বাড়িতেই ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছী’র সভাপতিত্বে ১৫জন বৃদ্ধ ও অসহায় পরিবারের মাঝে ৫ রকমের ফল (আম,কাঁঠাল, আনারস, আপেল, কলা)  বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনান বাউল, সহ সম্পাদক আলী আশরাফ,সংগঠনের  প্রতিষ্ঠাতা আয়নাল হক আল চিশতী,সদস্য পরিবার পরিকল্পনা উপ-পরিচালক,সিরাজগঞ্জ তারিকুল ইসলাম তারা, শিল্পী আহমেদ শাকিল,সাংবাদিক মহসীন আলী ও এম ছানোয়ার হোসেন সাজু সহ সংগঠনের সদস্যবৃন্দ।

    জানা যায় এই সংগঠনটি ২০২০ সালে সকল ত্বরিকার ও সকল গুরুদের অন্র্Íভূক্ত সদস্যদের নিয়ে ত্বরিকায় আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ নামে এর আত্ম প্রকাশ হয়।  বিভিন্ন জেলা হতে সদস্য নিয়ে বর্তমানে এই সংগঠনে ৫৮জন সদস্য আছে। আরো সদস্য সংযুক্ত করা হবে। এই সংগঠনটি বৃদ্ধ,অসহায় মানুষ,প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে আত্ম সামাজিকমূলক কাজ করবে।

    এই সংগঠনটি প্রথম এই অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়ায় ও বৃদ্ধদের মাঝে ফল বিতরণ দেখে উপস্থিত ব্যক্তিদের মাঝে অনুশোচনা জাগিয়েছে। বক্তারা বলেন এই উপজেলায় এই প্রথম বিতরণ করা হলো। যা প্রসংশনীয় বটে।আত্মশুদ্ধি ও মানবকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাসিন্দা আনান বাউল বলেন, আমাদের এই সংগঠন কোন ব্যক্তি বিশেষদের নিয়ে কাজ করবে না। এখানে সকল ধর্মের মানুষদের নিয়ে কাজ  করা হবে। আমাদের চাওয়া সৃষ্টিকর্তাকে সন্তষ্ট রাখা। আমি নিজে ভালভাবে চললে হবে না।

    প্রতিবেশী যদি ভাল না চলে তাহলে আমার ভাল চলার কোন মূল্য নেই। তাই প্রথম এই ফল বিতরণের মধ্য দিয়েই এর কার্যক্রম শুরু করা হলো। সৃষ্টিকর্তা যদি সহায় হোন তাহলে  আগামীতে এর পরিধি অবশ্যই বিস্তার হবে।

  • বগুড়ার মহাস্থানে বাসের চাপায় এক পরিবারের ৩ সিএনজি যাত্রী নিহত।

    বগুড়ার মহাস্থানে বাসের চাপায় এক পরিবারের ৩ সিএনজি যাত্রী নিহত।

    বগুড়ার মহাস্থানে সিএনজি চালিতো অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত ও ৩জন আহতের ঘটনা ঘটেছে।

    নিহতরা হলেন, সিএনজির যাত্রী আশরাফুল ইসলাম (৪৫) স্ত্রী পারুল বেগম (৩৫) ও তাদের কোলের ৩ মাসের শিশু পাপিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮ টায় গাইবান্ধা সাঘাটা এলাকার আশরাফুল ইসলাম সিজার রুগী স্ত্রী পারুল ও কোলের ফুটফুটে ৩ মাসের শিশু কন্যাকে নিয়ে সিজার সেলাই খুলতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

    মহাস্থান করতোয়া ব্রীজের পাশে হাতিবান্ধা নামক স্থানে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। এসময় বগুড়া থেকে রংপুরগামী হাবিব এন্টারপ্রাইজ নামের একটি যাত্রবাহী বাস জ্যামে আটকে ছিল। বাসের চালক একটু সুযোগ নিয়ে জ্যাম থেকে পাশ কাটিয়ে উল্টোপথে বেপরোয়া গতিতে সিএনজি চালিতো অটোরিকশার উপড়ে তুলে দেয়।

    এসময় সিএনজি চালিতো অটোরিকশা দুমড়ে মুচড়ে বাসের নিচে আটকে থাকে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্টা করেন। ততক্ষণে সিএনজির তলে থেকে যাত্রীরা বাঁচার আকুতি করেন। স্থানীয়রা সকল চেষ্টার ব্যার্থ হয়ে রাস্তার কাজে নিয়োজিত এস্কেপটার অর্থাৎ ভেকু চালককে অনুরোধ করে বাসটি উল্টে দিয়ে নিচ থেকে চালক সহ ৩জন ও নিহত শিশুকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর একে একে বের করা হয় একই পরিবারের ২টি নিথর লাশ।
    নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধা সাঘাটা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ছহির উদ্দিন।

    নিহতের শ্বশুর নিজাম উদ্দিন, জামাই- কন্যা ও নাতীর শোকে কাতর হয়ে আহাজারি কণ্ঠে জানান, বগুড়া সদরের বারোপুর মধ্যোপাড়া গ্রামে জামাই আশরাফুল বাসাবাড়ি নির্মাণ করে বসবাস করতেন।

    হাসপাতাল থেকে ফিরে সেখানেই তাঁদের যাওয়ার কথা ছিল। বাড়িতে ফিরলো ঠিকই কিন্তু লাশ হয়ে। স্থানীয় এলাকার আজিজুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বেপরোয়া বাস চালকের গাফিলতির কারণে এই দূর্ঘটনা প্রায় ২০মিনিট বাসের নিচে সিএনজি আটকে ছিল এসময় শিশুটির কান্না সবার চোখে পানি ঝড়িয়েছে।

    কিন্তু নিরুপায় এত বড় একটি যান্ত্রিক বাস সড়ানো কারো পক্ষে সম্ভব হয়নি। পরে ভেকু দিয়ে সড়ানো হয়েছে। এদিকে সবাই যখন হতাতদের উত্তর করতে ব্যস্ত ঠিক তখনি গাড়ীর চালক গাড়ীর নেমপ্লেট (নাম্বার) খুলে গাড়িটি অজ্ঞাত করেন বলে অনেকেই অভিযোগ করে বলেন।

    বগুড়া সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (এসও) ছাড়াও শিবগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন।


    এবিষয়ে বগুড়া ফায়ার স্টেশন এর উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, দূর্ঘটনার পরপরই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সিএনটির ভিতর থেকে স্বামী স্ত্রীর ২টি লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিটক হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থলে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি প্রাথমিক ভাবে ধারণা ও নিহতদের বরাত দিয়ে জানান, গুড়িগুড়ি বৃষ্টির কারণে এই দূর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

    চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু মাথায় রেখে নিশ্চিত করে দূর্ঘটনার কারন বের করে চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

  • এড.নয়ন সংসদ নির্বাচিত হলে লক্ষ্মীপুরে রেললাইনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

    এড.নয়ন সংসদ নির্বাচিত হলে লক্ষ্মীপুরে রেললাইনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

    বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বহুল আলোচিত লক্ষীপুরের সংসদীয় আসন-২ রায়পুর উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্পন্ন হয়।

    শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতার উপস্থিতিতে জেলার প্রধান উপশহর দালাল বাজার ডিগ্রী কলেজ মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।

    জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় আসন রায়পুরের সংসদ সদস্য পদপ্রার্থী (নৌকা) অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

    বিপুল জনসমাগমে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে নৌকা প্রতীকে নির্বাচিত করার সুদৃঢ় আশ্বাসে কেন্দ্রীয় নেতা আবদুর রহমান বলেন-‘এবার লক্ষীপুর লক্ষ্মীতে ভরে গেছে।

    অ্যাডভোকেট নয়ন নির্বাচিত হলে লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেললাইনের বাস্তবায়ন হবে’ বলেও তিনি আশ্বাস দেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, সৈয়দ আবুল কাশেম, আব্দুজ্জাহের সাজু, তোফায়েল আহমেদ, শামসুল ইসলাম পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, হুমায়ুন কবির পাটোয়ারী, এম আলাউদ্দিন, মিজানুর রহিম, আবুল কাশেম (আইভি কাশেম), ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন, আবদুল মতলব, মোহাম্মদ সেলিম রেজা, গিয়াস উদ্দিন রুবেল ভাট, ফরিদা ইয়াসমিন লিকাসহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

  • কুয়াকাটা সৈকতে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন।  

    কুয়াকাটা সৈকতে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন।  

    কুয়াকাটা সৈকতে  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তায় ক্ষতিগ্রস্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোক সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

    বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারী শুটকি ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সৈকতে আমরা শুটকী মাছ ও সমুদ্র থেকে শিকার করা তাজা মাছ পর্যটকদের জন্য ফ্রাই করে পরিবেশন করে থাকি। এখানে আগত পর্যটকদের আচার ও ঝিণুক মালামাল পছন্দের তালিকায় রয়েছে।

    এই ব্যবসা কুয়াকাটায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষের আয়ের উৎস হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে।

    কিন্তু বিভিন্ন ঝড়-জলোচ্ছ্বাসে বারবার এসব ব্যবসায়ীরা ভেসে গেলেও স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুয়াকাটা পৌরসভার কোন একটি স্থানে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি তোলা হয়।

    মানববন্ধনে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন শুটকি ব্যবসায়ী মোঃ আব্বাস কাজী, ট্যুর অপারেটর কেএম বাচ্চু, ক্ষুদ্র ব্যবসায়ী সোহেল মাহমুদ প্রমুখ।

  • কলাপাড়ায় মৃত ব্যক্তি চাল নিতে আসলেন ইউনিয়ন পরিষদে!

    কলাপাড়ায় মৃত ব্যক্তি চাল নিতে আসলেন ইউনিয়ন পরিষদে!

    এক বছর পূর্বে মারা যায় জেলে মো.জাহাঙ্গীর। তার নামে রয়েছে দু’টি জেলে নিবন্ধন কার্ড। একটি আসল, একটি নকল। দু’টি কার্ডই চাল নিতে আসে ইউনিয়ন পরিষদে। চাল নিতে পাঠালেন ইউপি সদস্য, ধরা পরলেন চেয়ারম্যানের হাতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জুন) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদে।

    জানাগেছে, চলমান ৬৫দিনের অবরোধ পালনের জন্য জেলেদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ করছে ইউনিয়ন পরিষদ। এসময় ইউনিয়নের খাজুরা গ্রামের মো. জাহাঙ্গীরের নামে দু’টি জেলেনিবন্ধন কার্ড জমা হয়। তখন আসল নকল যাচাই বাছাই করার সময় জানাজানি হয় জেলে মো. জাহাঙ্গীরের এক বছর পূর্বে মারা গেছেন। কার্ড নিয়ে আসা রাসেল বলেন, আমি নিজের নামের চাল নিয়ে বাড়ি ফেরার জন্য গাড়ি খুঁজছিলাম। এমন সময় ইউপি সদস্য মো. আলম ফকির আমাকে কার্ডটি দিয়ে চাল ছাড়াতে বলেছেন। আমি জাহাঙ্গীরকে চিনি না এবং মারা গেছেন তাও জানি না।

    সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলম ফকির বলেন, আমি ওকে কার্ড দেইনি। কোথায় থেকে এনেছে জানি না। এটা আমার প্রতিপক্ষের চক্রান্ত। তিনি আরও বলেন, আমি কোন জেলের মূল নিবন্ধন কার্ড উত্তোলন করেনি। আমাকে সকলে ফটোকপি দিয়েছে। মূল কার্ড চেয়ারম্যানের হাতে দিয়ে জেলেরা চাল নিচ্ছেন।

    ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন বলেন, আমি জানতে পেরেছি লতাচাপলী ইউনিয়নে জেলে নিবন্ধনের বেশ কিছু নকল কার্ড বানানো হয়েছে। ওই সমস্ত নকল কার্ড বাদ দেয়ার জন্য আসল কার্ড জমা নিয়ে চাল বিতরণ করছি। মৃত জেলেদের নাম তালিকায় চিহিৃত করা হলেও ভুল বশত   তালিকাভুক্ত হয়েছে। বৃহস্পতিবার ১নং ওয়ার্ডের চাল বিতরণের সময় এক মহিলা জাহাঙ্গীরের কার্ড নিয়ে আসেন। কার্ডটি দেখে আমার কাছে নকল মনে হয়।

    এসময় ইউপি সদস্য আলম ফকির কার্ডটি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে বলে চাল দেয়ার জন্য সুপারিশ করেন। আমি কার্ডটি আলাদা রেখে চাল দিয়েছি।শুক্রবার জাহাঙ্গীরের আসল কার্ডটি নিয়ে খাজুরা এলাকার রাসেল নামের এক যুবক চাল নিতে আসেন। তখন আসল নকল যাচাই বাছাই করার সময় জানতে পারি জাহাঙ্গীর এক বছর পূর্বে মারা গেছেন। রাসেল আমার কাছে স্বীকার করেছেন ইউপি সদস্য আলম ফকির কার্ডটি জমা দিয়ে চাল ছাড়াতে বলছেন।

  • কুড়িগ্রমে স্বাস্থ্য বিভাগে উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনামুলক কার্য্যক্রম শুরু।

    কুড়িগ্রমে স্বাস্থ্য বিভাগে উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনামুলক কার্য্যক্রম শুরু।

    “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ।” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে সদর উপজেলা স্বাস্থ্যবিভাগ কতৃক করোনা প্রতিরোধী প্রচার ও প্রচারণামূলক কার্য্যক্রম পরিচালিত হয়।

    করোনা ভাইরাস প্রতিরোধে দেশোর ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্যবিভাগ কতৃক দিনব্যাপি প্রচার ও প্রচারণামূলক এই কার্যক্রম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর মোড়ে শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়।

    পরে বাস স্ট্যান্ড, পৌর বাজার, সদর হাসপাতাল মোড় ও জিয়া বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, বিজ্ঞাপন ক্যারাভান প্রদর্শনীসহ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

    এসময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরুন্নবী খন্দকার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান, ডাঃ আফরিন দেওয়ান, এস,এ,সি,এম,ও মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাড: আহসান হাবিব নীলু, ক্যাশিয়ার মোঃ কামরুল হোসেন, এমটি, ইপিআই মোঃ আবু সাঈদ, এইচ আই, মোঃ নুরুন্নবী বুলু প্রমূখ উপস্থিত ছিলেন।

     

  • পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত কাউন্সিলারের মৃতু।

    পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত কাউন্সিলারের মৃতু।

    পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। মৃতঃ সেবক চন্দ্র মিত্র পৌরসভার চিংগুড়িয়া  ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং ওই এলাকার সুশিল চন্দ্র মিত্র’র ছেলে।

    শুক্রবার সকাল ৬ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের চাচাতো ভাই দীলীপ হাওলাদার জানান, গত রোববার তার স্ত্রীকে চিকিৎসা করাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেবক। মঙ্গলবার তার স্ত্রীর অস্ত্রপাচার সম্পন্ন হয়।

    বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থ্যতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তবে মৃতের স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে সর্বজন পরিচিত  নব নির্বাচিত এ কাউন্সিলারের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

  • নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

     

    নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন সচেতন যুব সমাজ।

    শুক্রবার জু’আর নামাজ শেষ করে দুপুর ২ টার সময় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা।

    মানববন্ধনে শত শত মুসুল্লি সতস্ফর্ত ভাবে অংশ গ্রহণ করে আদনানের সন্ধানের দাবীতে স্লোগান শুরু করেন।এ সময় বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এসময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন। সন্ধানে ব্যর্থ হলে সারাদেশ ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেন তারা।