Author: admin

  • চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আবদুস শহীদ নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা গেছে।

    ঘটনার বিবরণে জানা গেছে, ১৪ জুন সোমবার রমনী মোহন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল হক লাড়ির ঘরে চুরির সময় একই এলাকার আব্দুস শহীদকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।

    খবর পেয়ে আবদুস শহীদের স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্মরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুস শহীদের মৃত্যু হয়।

    এ ঘটনায় আবদুস শহীদের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এতে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন যে, চেয়ারম্যানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘায়েল করার জন্য একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে নানাভাবে হেস্তনেস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। এই হত্যা মামলায় তাকে জড়িয়ে সেটি প্রমাণ করছে তারা।

    এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন -‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

     

  • শিশু হত্যা মামলার আসামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

    শিশু হত্যা মামলার আসামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

    সিরাজগঞ্জের চৌহালীতে শিশু হত্যা মামলার আসামী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিলন পাশা(২৮)কে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ।গত মঙ্গলবার (১৫ জুন) কুষ্টিয়া লালন শাহ মাজার থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

    হত্যার শিকার সুর্বনা আক্তার (৮ ) উপজেলার দত্তকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত ছাত্রলীগ নেতা নিহত ছাত্রীর প্রতিবেশী।

    চৌহালী থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে , প্রসঙ্গ ২০১৭ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দত্তকান্দি হাই স্কুল মাঠে যায় সুর্বনা আক্তার (৮)অনুষ্ঠান শেষে বাড়ি ফিরেনী ৷

    তার মা মনে করেছিল তার মেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আছে তাই খোঁজাখুঁজি করে নাই ৷ পরে দিন সকালে তার এক আত্মীয় খবর দেয় সুবণা আক্তার মারা গেছে তার লাশ পরে আছে মধ্যে শিমুলিয়া চরে৷পরে সেই বছর চৌহালী থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করে সুবণার বাবা ৷

    এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,সুর্বনা আক্তার হত্যার বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না ৷ মামলাটি যখন হয়েছে ছিল তখন এ থানার ওসি ছিলাম না ৷

    গত সপ্তাহে সুবর্ণা আক্তার হত্যার ঘটনায় উমারপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন পাশাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পিবিআই পুলিশ ৷

    এ ব্যাপারে চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্লা প্রতিবেদক বলেন হত্যার ঘটনায় উমারপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন পাশা গ্রেফতার হয়েছে ৷

    গ্রেফতারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে অবগত করা হবে ৷আপাতত
    কাউকে ঐ ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয় নাই ৷

  • রামপালের চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার।

    রামপালের চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার।

    বাগেরহাট জেলার রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আসামী সাইকুল ও মিজানকে সাভার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ৪।

    শনিবার ( ১৯ জুন ) দুপুরে আশুলিয়ার দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব- ৪। গ্রেপ্তারকৃতরা হলো – মোঃ সাইকুল শেখ ( ৩৫ ) মোঃ মিজান শেখ ( ৩৭ )।

    র‍্যাব- ৪ জানায় – গত ২২ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় রেজাউল নামের এক ব্যক্তি খুন হলে এলাকায় এবং মিডিয়ার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মৃত্যের স্ত্রী বাদী হয়ে রামপাল থানার মামলা দায়ের করে।

    হত্যার পরপরই আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। ঘটনার পরপরই আসামীদের গ্রেপ্তারের জন্য র‍্যাব এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব – ৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে – ২ গ্রেপ্তার পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব – ৪ এর কোম্পানি কমান্ডার লেঃ রাকিব মাহমুদ খান বলেন – প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সেই হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং হত্যার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এসে একটি পোশাক শিল্পে কাজ করতে থাকে। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা উক্ত হত্যাকােন্ডের ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র‍্যাব -৪।

  • সিরাজগঞ্জে সদরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা।

    সিরাজগঞ্জে সদরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা।

    সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, গুজব প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ক ইমামগনের করণীয় শীার্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এবং অনুষ্ঠানে -ইসলামি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীর জনক বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারে নিহত সকল শহীদের বিদেহী আত্নার শান্তি কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

    শনিবার (১৯ জুন )সকালে পৌরএলাকার খান সাহেব মাঠ রোডস্থ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, নাসিম রেজা নূর দিপু , জেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ও সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহম্মেদ। এসময় সদর উপজেলার সকল প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম গণ উপজেলার উপস্থিত ছিলেন।

  • সল্প ব্যয়ে নদীপথে নলডাঙ্গা থেকে প্রায় ৪০ টন আম যাচ্ছে ঢাকায়।

    সল্প ব্যয়ে নদীপথে নলডাঙ্গা থেকে প্রায় ৪০ টন আম যাচ্ছে ঢাকায়।

    সল্প ব্যয় আর নিরাপদ যোগাযোগ হওয়ার কারনে নদীপথে নলডাঙ্গা থেকে প্রতিদিন প্রায় ৪০ টন আম যাচ্ছে ঢাকায়।

    নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর বাজার হতে নৌপথে ঢাকায় যাচ্ছে বিভিন্ন প্রজাতির আম। ট্রাক বা কার্ভাড ভ্যানে আম বহনের সময় বেশির ভাগ আম পচে নষ্ট হয়। নৌকাই হচ্ছে জনপ্রিয় ও সহজ যোগাযোগের মাধ্যেম।

    নৌকায় ২৫ হাজার থেকে ৩০ হাজার কেজি আম পরিহন করতে পারে। সেই সাথে আম নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এ বিবেচনায় নৌকাই হচ্ছে আম পরিবহনের সহজ ও নিরাপদ যোগাযোগ মাধ্যম।

    তবে পর্যাপ্ত পরিমান নৌকা ব্যবস্থা না থাকায় পিকআপ ও ট্রাকে আম পরিবহন করা হচ্ছে। ১ হাজার মন আম ট্রাকে আর সমপরিমান আম নৌকায় করে পাঠিয়েছেন ঢাকায়। এতে নৌকার খরচ ট্রাকের চেয়ে আনুপাতিক ভাবে কম। এছাড়া ট্রাকে আম পাঠালে আঘাতজনিত কারনে অনেক আম নষ্ট হয়। নৌকাতে আম পরিবহনে খরচ ও ঝুঁকি দুটোই কম। ট্রাকে আম পাঠানোর সময় আমের ক্যারেট প্রায় ভেঙ্গে যায় আবার ট্রাকে পূর্নাঙ্গ আম ভর্তি না হলেও পূর্নাঙ্গ ট্রাক ভাড়া দিতে হয়। এতে কওে ট্রাকে ব্যয় অনেক বেশি হয়।নৌকাতে আম পাঠানো স্বাচ্ছন্দবোধ করছেন খরচও কম হচ্ছে।

    নৌকা মালিক দুলাল হোসেন জানান, সপ্তাহে দুইদিন দুইটি করে মোট চারটি নৌকা ব্রহ্মপুর থেকে ঢাকা ও নারায়নগঞ্জে যায়। প্রতি নৌকা ৬৫০ থেকে ৭৫০ মন পর্যন্ত আম পরিবহন করতে পারেন এবং সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।

    ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষ (ইউপি) চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাবু বলেন অনেক বড় বড় মাল বোঝাই নৌকা চলাচল করতো। কিন্তু এখন শুধু বর্ষাকালে কিছু নৌকা চলাফেরা করে। বর্তমানে স্থানীয় আম ব্যবসায়ীদের নদীপথে সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, খরচ ও ঝুঁকি কম হওয়ায় নতুন উদ্যোগক্তা সৃষ্টি হয়েছে। নদীতে পানি থাকা পর্যন্ত বিভিন্ন ফল ও শস্য পরিবহন হবে বলে তিনি জানান।

    তিনি বলেন, সরকার যদি ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন করে তাহলে নদীতে বারো মাস পানি থাকবে এবং নদী ফিরে পাবে নতুন যৌবন। স্থানীয় ব্যবসায়ীরা ফিরে পাবেন তাদের সেই সুযোগ সুবিধা।

  • কর্দমক্ত সড়ক দিয়ে হাটতে হাটু পর্যন্ত ডেবে যাচ্ছে পাঁঃকষ্টে চলাচল করছে মানুষ।

    কর্দমক্ত সড়ক দিয়ে হাটতে হাটু পর্যন্ত ডেবে যাচ্ছে পাঁঃকষ্টে চলাচল করছে মানুষ।

    উল্লাপাড়া পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।রাস্তাটি পাকাকরণের জন্য পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া অফিসের কাছে আবেদন জানালেও এখন পর্যন্ত পাকা হয়নি এই রাস্তাটি।

    পাকাকরণের অভাবে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন ও উল্লাপাড়া পৌরসভার প্রায় ২৫টি গ্রামের মানুষ দুভোর্গ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে পুরো অংশ জুড়ে কাদায় পরিপূর্ণ থাকে এই রাস্তা।

    স্থানীয় বেতবাড়ী গ্রামের আব্দুল লতিফ, এনামুল হক দুলাল, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান মাস্টার ও পূর্ব সাতবাড়িয়ার গ্রামের আনোয়ার হোসেন, এই পথে চলা শিক্ষার্থী বিজলী খাতুন, আব্দুল আলিম ও জেরিন জানান,এই কাঁচা সড়কে প্রতিদিন বেতবাড়ী, পূর্ব সাতবাড়িয়া, রামকান্তপুর, চর সাতবাড়িয়া, বেতকান্দি, বড় লক্ষীপুর, ছোট লক্ষীপুর, উল্লাপাড়া পৌরসভাসহ প্রায় ২৫টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

    এসব গ্রামের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী এই সড়ক হয়ে প্রতিদিন উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল ও উল্লাপাড়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করে থাকে।

    বর্ষা বৃষ্টির দিনে এক হাঁটু কাদা জমে থাকে। রাস্তার মাঝে অসংখ্য গর্তের সৃষ্টি হয়।এ অবস্থায় এই রাস্তায় যাতায়াতকারী শিক্ষার্থীসহ স্থানীয়দের দুভোর্গ তখন চরমে ওঠে। বেশির ভাগ দিনে অনেক শিক্ষার্থী রাস্তার কাদার মধ্যে পড়ে গিয়ে জামা কাপড় খাতা বই সবই ভিজিয়ে ফেলে।তারা আরো জানান, গ্রামের কেউ অসুস্থ হলে সেখানে এ্যাম্বুলেন্স নেবার মত কোন অবস্থা নেই। অনেক সময় রোগীদেরকে হাসপাতালে নিতে বিলম্ব হলে রাস্তাতেই তাদের মৃত্যু হয়।

    এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন কাঁচা সড়কে এলাকাবাসীর চলাচলের দুভোর্গের কথা স্বীকার করেন।

    এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, ইতোমধ্যে তিনি উক্ত সড়কের দুরাবস্থার কথা শুনেছেন। দ্রুত তদন্ত করে রাস্তাটি পর্যায়ক্রমে পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এই প্রকৌশলী।

     

  • নন্দীগ্রাম বাসীর আইনি সেবা নিশ্চিত করা হবেঃওসি আবুল কালাম আজাদ।

    নন্দীগ্রাম বাসীর আইনি সেবা নিশ্চিত করা হবেঃওসি আবুল কালাম আজাদ।

    বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ অঙ্গীকার করে বলেছেন, উপজেলা বাসীর আইনি সেবা নিশ্চিত করা হবে।

    সেই সাথে সবার উদ্দেশ্যে বলেন, যে কোন অন্যায়ের প্রতিকার পেতে এবং আইনি সহায়তা পেতে সরাসরি থানায় আসুন, সহযোগিতা নিন পরামর্শ নিন। মনে রাখবেন, থানায় মামলা, জিডি, সহ যে কোন পুলিশি সেবা পেতে কোন প্রকার টাকা লাগেনা।

    যদি কোন পুলিশ কর্মকর্তা কিংবা দালাল টাকা চায় তাহলে সরাসরি আমাকে জানান, আপনাদের জন্য ওসির দরজা সব সময় খোলা। সমস্যায় পড়েছেন সরাসরি বাড়ি থেকে খালি পকেটে থানায় আসুন আমি কথা দিচ্ছি থানা পুলিশের সহযোগিতা পাবেন।

    দালাল শ্রেনীর লোকজনদের হুশিয়ার করে বলেন, বিনা স্বার্থে সহযোগিতা করার মনোভাব থাকলে কারো মাধ্যম হয়ে থানায় আসবেন, পক্ষে আসার জন্য যদি কোন প্রকার টাকা গ্রহন করেন আর যদি তার প্রমান পাই লাল দালানের ভাত খাওয়াবো।

    সেই সাথে প্রতিটি তথ্যদাতাকে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যাচাই বাছাই করে সঠিক তথ্য দিবেন, পরবর্তীতে তথ্যটি ভুল প্রমাণিত হলে এবং মিথ্যে তথ্যের কারনে কেউ অসম্মানিত হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

    পরিশেষে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সকল অপরাধ দমনে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

    শনিবার (১৯শে জুন) দুপুর ১২টায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন “আরজেএফ” ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুয়েল, সাধারন সম্পাদক আবুসাঈদ ও প্রচার সম্পাদক আব্দুল আহাদের সাথে সৌজন্য সাক্ষাত ও মত-বিনিময় কালে দল-মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

     

  • সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং।

    সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়।

    ‘আশ্রয়ণের অধিকার -শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে “মুজিব শত বষর্” উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিপিং করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

    প্রেস ব্রিপিংয়ে তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে, অন্ন, বস্ত্র, আশ্রয়,শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক বিষয় গুলো সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেছিলেন।

    সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ১৯৭২ সাল থেকেই কাজ শুরু করেছিলেন।তিনি তখন নোয়াখালী জেলার (বর্তমান লক্ষীপুর) চরপোড়াগোছা গ্রাম পরিদর্শন করে গৃহহীন মানুষের গ্রহ নিমার্নের নির্দেশ দেন। তঁারই নির্দেশে শুরু হয় এই আশ্রয়ণ প্রকল্প।

    তার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি ১৯৯৭ সালে কক্সবাজার পরিদর্শন করে গৃহহীন মানুষদের ঘর নিশ্চিত করেন। বর্তমানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে।

    এই দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও তার সহযোগী বাহিনী। এই উপজেলাতে ১ম পর্যায়ে ১শ ৫২টি ঘর হস্তান্তর করেন এবং ২য় পর্যায়ে ১শ টি ঘর নির্মান কাজ চলমান আছে। আগামী ২১ জুন সকাল ১০.৩০মিনিটে প্রধানমন্ত্রী সারা দেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ৫৩ হাজার ৩শ ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন।

    সেই সাথে তাল মিলিয়ে এই উপজেলাতে ৭০টি ঘর জমিসহ হস্তান্তর করা হবে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • উল্লাপাড়ায় বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপন।

    উল্লাপাড়ায় বেহাল রাস্তা সংস্কারের দাবীতে ধানের চারা রোপন।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের পূর্বপাড়া চৌরাস্তা মোড় হতে ইউনিয়নে বিভিন্ন দিকে চলাচলকারি প্রায় পাঁচ মাইল কাঁচা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসি ধানের চারা রোপন, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেছে ।

    গত( ১৬ জুন) বুধবার গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তার কাঁদায় ধানের চারা রোপন করে প্রতীকী প্রতিবাদ জানায়। এ সময় এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নিয়ে পাকা রাস্তা তৈরির দাবিতে মিছিলসহ ধানের চারা রোপন কর্মসূচি পালন করেন। ঘটনাটির ভিডিও ফ্রুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    খালিয়াপাড়া গ্রামের আবু রায়হান, রুবেল হাসান, আতিকুল ইসলামসহ অনেকে অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রাম থেকে র্চতুরদিকে গমনাগমনের প্রায় ৫ কিঃ মিঃ কাঁচা সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় আধহাটু কাঁদা জমে যায়।

    ফলে ইউনিয়নের খালিয়াপাড়া, কামারপাড়া, বজ্রাপুর, মন্ডলজানি, চাঁদপুর, নতুন চাঁদপুর, দড়িপাড়া, শ্যামপুরসহ প্রায় ১০টি গ্রাম থেকে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবি ও নানা পেশাজীবির মানুষকে প্রতি নিয়ত এই রাস্তায় উল্লাপাড়া উপজেলা শহরে চলাচল করতে হয়। রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় এলাকার কোন অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা জন্য আনা-নেওয়া মত কোন ব্যবস্থা নেই।

    তারা আরোও জানান, এলাকাবাসি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বারবার এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। বর্ষা মৌসুমের আগেই এই রাস্তাটি সংস্কারের দাবি জানান এলাকার ভুক্তভোগী জন সাধারণ। রাস্তার দাবিতে এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- খালিয়াপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম, ছাত্রনেতা মোঃ হাসান আহমেদ, লিটন হোসেন ও আলতাব হোসেন প্রামাণিক প্রমুখ।

    উল্লাপাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য খালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক রাস্তার দুরাবস্থার কথা স্বীকার করে তিনি জানান, আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই রাস্তা পাকা করণের জন্য চেয়ারম্যান বরাবর বেশ কয়েকবার প্রকল্প দাখিল করেছি কিন্তু কোন ফল হয়নি।

    উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে রাস্তার পাকা করণের কাজ শুরু করা হবে।

    উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ভুইয়া জানান, উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের এই রাস্তা পাকা করণের জন্য সরকারের কাছ থেকে কোন অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ভবিষ্যতে অর্থ বরাদ্দ পেলে রাস্তা তৈরির কাজ করা হবে।

  • রাজবাড়ীর গোয়ালন্দে প্রশিক্ষণার্থী নারীদের সেলাই মেশিন বিতরণ।

    রাজবাড়ীর গোয়ালন্দে প্রশিক্ষণার্থী নারীদের সেলাই মেশিন বিতরণ।

    রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলায় ১৯ জুন শনিবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে গ্রাামীণ অসহায় প্রশিক্ষণার্থী নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৯ জন অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সেলাই মেশিন বিতরণ করেন সংরক্ষিত মহিলা অসনের (৩৩৪) সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ।

    গোয়ালন্দ উপজেলার প্রশাসনের আয়োজনে উক্ত সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মো. আজিজুল হক মামুন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা অসনের (৩৩৪) সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম প্রমূখ।

    এ সময় সালমা চৌধুরী রুমা বলেন গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে তারা যাতে নিজেদের ভাগ্যে নিজেরাই পরিবর্তন ঘটাতে পারে তারই ধারা বাহিকতায় (২০-২১) সালে টিআর এর অর্থ বরাদ্ধের ২৫ লক্ষ ২হাজার টাকার রাজবাড়ী সদর উপজেলায় ২৬৫ টি ও গোয়ালন্দ উপজেলায় ৬৭ টি দুই উপজেলায় মোট ৩৩২ টি সেলাই মেশিন বিতরন করা হলো।গত ১৬ জুন রাজবাড়ী সদরের ২৬৫ টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

    তিনি আরো বলেন মাননীয় প্রধান মন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা যে ভাবে দিন রাত পরিশ্রম করে দেশের উন্নয়ন ও দেশের মানুষ যাতে করে খেয়ে পড়ে ভালো থাকতে পারে এবং প্রতিটি পরিবারে জেনো শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান পায় সেই সব ব্যাপারেও কাজ করে যাচ্ছেন তিনি।

    আর গ্রামকে শহরে পরিবর্তন করার যে অঙ্গিকার তিনি করেছেন তাও বাস্থবায়নে কাজ শুরু করেছেন তার জন্য আমাদের সকলের উচিৎ মাননীয় প্রধান মন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ওনার পরিবারের সকল সদস্যর জন্য দোয়া করা। যাতে করে তিনি এই বাংলাদেশকে আরো উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারে।