Author: admin

  • উল্লাপাড়ার করতোয়া ও ফুলজোড় নদীর পানি বৃদ্ধিঃনৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রীরা।

    উল্লাপাড়ার করতোয়া ও ফুলজোড় নদীর পানি বৃদ্ধিঃনৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রীরা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া ও ফুলজোড় নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।সাথে যোগ হয়েছে টানা কয়েকদিনের হালকা থেকে ভারী বর্ষণ।আগাম বর্ষার আশঙ্কা ভেবে নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছে উপজেলার বেশকিছু অঞ্চল।ক্রমশঃ নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় পুরাতন নৌকা মেরামতসহ নতুন নৌকা বানানোর কাজে দিনরাত ব্যস্ত সময় পার করার পরও চাহিদা পূরণ করতে হিমসিম খাচ্ছে উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নের চন্দ্রগাঁতী গয়হাট্রা গ্রামের কাঠ মিস্তিরিরা।কারখানাগুলোতে দিনরাত হাতুড়িতে কাঠ পিটুনির খটখট শব্দে এখন মুখোরিত পুরো মিস্ত্রিপাড়া।

    উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের মোহনপুর, উধুনিয়া, বড়পাঙ্গাসী ও বাঙ্গালা ইউনিয়ন চলনবিল অধ্যুষিত এলাকা।এ অঞ্চলে বর্ষা মৌসুমে যাতায়াতের জন্য নৌকাই একমাত্র ভরসা। এজন্য ধনীগরিব প্রায় সকলের ঘাটে দেখা মেলে ছোট বড় ও মাঝারি ধরনের ডিঙ্গি ও ইঞ্জিন চালিত নৌকা।

    এই অঞ্চলের স্কুল ও কলেজ চলনবিল অধ্যুষিত এলাকায় হওয়ার কারনে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনার জন্য নৌকার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। দীর্ঘ সময় বর্ষার পানি থাকায় জনসাধারনের চলাচল ব্যবস্থা ও শুরু থেকে শেষ পর্যন্ত জেলে সম্প্রদায়ের মাছ শিকারের জন্য নৌকাই এখানকার একমাত্র মাধ্যম।কৃষক তাদের কৃষিপণ্য বিপনণের জন্য এ মৌসুমে নৌকাই ব্যবহার করে আসছে।

    সরজমিনে দেখা যায় নৌকা তৈরিতে কাঠমিস্ত্রীদের ব্যস্ততার বাস্তব চিত্র।অলিপুর গ্রামের কাঠমিস্ত্রী আকাশ কুমার,সাগর কুমার ও সম্ভু চন্দ্র গণমাধ্যমকে জানান আমাদের পূর্ব পুরুষ থেকে এই কাজ করে আসছে। আমরা তাদের পেশাকে জীবন জীবিকার জন্য বেছে নিয়েছি। আগের দিনে বর্ষা মৌসুমে নৌকা ও কলাগাছের ভেলাই ছিলো একমাত্র যানবাহন। তখনকার সময় নৌকা তৈরির কাজে এতই ব্যস্ত থাকতাম যে খাওয়া ও ঘুমানোর সুযোগ পেতাম না। আমরা ছোট,বড় ও মাঝারি তিন ধরনের নৌকা তৈরি করে থাকি।তবে ছোট ও মাঝারি ডিঙ্গি নৌকার চাহিদা বেশি। দিনে চার জন মিস্ত্রি ২ হাজার টাকা মুজুরি নিয়ে একটি নৌকা তৈরি করতে পারি।মহাজনেরা একেকটি ডিঙ্গি ৫৫০০-৭৫০০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন।

    কারখানা মালিক মনিরুল ইসলাম জানান প্রায় ২০ বছর যাবৎ বর্ষা মৌসুমে নৌকা তৈরির কাজ করে আসছি। প্রতি বছর সব ধরনের নৌকা তৈরি করে থাকি। কোন ধরনের নৌকা বেশি পরিমানে তৈরি করব সেটা নির্বভর করে গ্রাহকের চাহিদার উপর।পূর্ব অভিজ্ঞতায় বলা যায় ছোট ও মাঝারি ডিঙ্গি নৌকার চাহিদা বেশি। বন্যা দীর্ঘমেয়াদি হলে নৌকার চাহিদা দ্বিগুন পরিমানে বেড়ে যায়। প্রতিটি নৌকা ৫৫০০-৭৫০০ টাকা করে বিক্রি করে থাকি।চাহিদার উপর দাম কমবেশি হয়ে থাকে।

    ইউকালেক্টার,কড়ই,আম,জাম,শিশু,সোনাই ও শিমুল গাছের কাঠ দ্বারা নৌকা তৈরি করি। এ মৌসুমে নৌকা বিক্রি করে কছুটা লাভবান হয়ে থাকি।এবারও আশা করছি। এ বছর ৫’শ নৌকা তৈরির লক্ষ্য নিয়ে ৩ লাখ টাকার কাঠ ক্রয় করে চেরাই করেছি। নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নৌকার চাহিদা বৃদ্ধি পাচ্ছে।এ পর্যন্ত প্রায় ৫০ জন নৌকা তৈরি করে নিবে মর্মে অগ্রিম বায়না দিয়ে রেখেছে।

    কারখানা মালিক মনিরুল ইসলাম আরও জানান আমরা সরকারি সহযোগিতা ও স্বল্প লাভে ব্যাংক থেকে ঋণ পেলে নিজ উপজেলার চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যান্য উপজেলায়ও নৌকা বিক্রি করতে পারতাম।

    বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান(নান্নু)জানান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন অলিপুর গ্রামের মিস্ত্রিপাড়ার কাঠমিস্ত্রীরা। উপজেলার নিচু এলাকার মানুষ শাস্ত্রয়ে এখান থেকে নৌকা কিনে নিয়ে যায়।তাছাড়াও গয়হাট্রা, নওগাঁ, মোহনপুর ও কয়ড়া বাজারে নৌকা পাওয়া যায়। কারখানা মালিকদের সরকার স্বল্প লাভে ঋণের ব্যবস্থা করতো তাহলে তারা বেশি পুঁজি খাটিয়ে নিজ উপজেলার নৌকার চাহিদা পূরণ কর অন্যান্য উপজেলায় নৌকা বিক্রি করে বেশি লাভবান ও শিল্পটি ব্যাপক বিস্তার লাভ করতো।

  • লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী আঃলীগের নয়ন।

    লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে বিজয়ী আঃলীগের নয়ন।

    পাপুলকাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। লাঙ্গল প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন। তিনি পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট।

    উল্লেখ্য, মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়।

    অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। দণ্ডিত হওয়ার পর বাংলাদেশ জাতীয় সংসদে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়।

    গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় তাকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হয় কাজী শহিদ ইসলাম পাপুল।

  • প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল পেল কলাপাড়ার রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।

    প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল পেল কলাপাড়ার রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।

    পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল।

    সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ওইসব শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি।

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পটুয়াখালী-বরগুনা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,ধুলাসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

    এছাড়া কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপুসহ রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনূষ্ঠানে ১’শ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ জন রাখাইন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল তুলে দেয়া হয়। এছাড়া কলাপাড়া রাখাইন জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় রাখাইন শিক্ষার্থী ম্যাচোখেন মৌকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

  • বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা।

    বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা।

    বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। কোনো প্রকার করারোপ ছাড়াই ১৮ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ২০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। সোমবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন। তবে পৌরসভার বাজটে এবারও নতুন করে কর আরোপ করা হয়নি।

    ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১১ লাখ ২৮ হাজার ২০০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ টাকা।

    নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও পৌর আথলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব আব্দুল বাতেন, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন, শাহিরুল ইসলাম, হিসাব রক্ষক আবু হাসান সবুজ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন প্রমূখ।

  • বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগ।

    বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগ।

    সিরাজগঞ্জ বেলকুচি দৌলতপুর ইউনিয়নে ক্ষিদ্রগোপরেখী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে বাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ১৩ জুন (রবিবার) রাতে মাহবুব আলম খানের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।এতে ঘরসহ ঘরের আসবার পত্রসহ প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।

    জানা গেছে, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি মালেকের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটাতে পারে বলে অভিযোগ মাহবুব আলম খানের পরিবারের।

    মামলা সূত্রে জানা যায়- উপজেলার দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্র গোপরেখী গ্রামে আমার পিতা মাতা নিয়ে বসবাস করছি। আমার বাড়ির উত্তর পার্শে প্রতিপক্ষের বাড়ি অবস্থিত। প্রতিপক্ষররা দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে। ইতিপূর্বে প্রায় ২০/২৫ বার আমাদের বসত বাড়ীতে বিভিন্ন ঘরে মানুষের মল ঢিলায় এবং বসবাসের অনুপযোগী করে তোলে। আমরা প্রতিবাদ করলে আমাদের কে বিভিন্ন ভাবে মারপিট ও হত্যার হুমকি দেয়।

    আমি একা হওয়ার কারনে প্রতিপক্ষের সকল প্রকার অত্যাচার নিরবে সহ্য করে বসবাস করতে থাকি। কিন্তু গত ১৩ জুন রবিবার রাতে মৃত জয়নাল আবেদীনের ছেলে আঃমালেক খন্দকার (৫৫), আঃ মালেক খন্দকারের ছেলে রাজিব খন্দকার (২৫), মরিয়ম বেগম (৫০) দিয়াশলাইয়ের কাঠি জ্বালাইয়া উক্ত বেড়ায় আগুন ধরিয়ে দেয়।

    উক্ত আগুন লাগাইয়া দেয়ার ফলে দাউ দাউ করিয়া আগুন জলিয়া উঠে ঘরের ভিতরে রক্ষিত মালামাল সহ ঘর পুড়িয়া ভম্মিভুত হয়ে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। আমার চিৎকারে আমার পিতা মাতা প্রতিবেশী এগিয়ে এসে দেখে আগুন নিয়ন্ত্রন করে। এ ঘটনায় মাহবুব আলম খান বাদী হয় ১৫ জুন কোর্টে মামলা দায়ের করেন।

  • উল্লাপাড়ায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের জিআর টাকার চেক বিতরণ।

    উল্লাপাড়ায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের জিআর টাকার চেক বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান ও পৌর মেয়রের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত জিআরের ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে ।

    সোমবার (২১জুন)বেলা ১১ টা দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত উপজেলার ১৪ টি ইউনিয়ন চেয়ারম্যান ও একটি পৌরসভার মেয়র এর হাতে এক লাখ টাকা চেক তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ।

  • উল্লাপাড়ায় রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    উল্লাপাড়ায় রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাখিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ধর্ষণ ঘটনায় ভুক্তভোগীর মা ৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

    এই ধর্ষণ ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে। ভূক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসায় দাখিল অষ্টম শ্রেণিতে পড়ে।

    মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই ছাত্রী প্রাইভেট পড়ার সময় পথের মধ্যে মোড়দহ গাড়াবাড়ী গ্রামের রেজাউল করিম খাঁর ছেলে নাঈম উদ্দিন বিভিন্ন সময় উত্তাক্ত ও কুপ্রস্তাব দিতো। গত ৯ জুন আমার মেয়ে রেখে স্বপরিবারে আত্মীয়র বাড়ীতে বেড়াতে যাই।এ সুযোগে রাত ১১ টার সময় ঘরে ডুকে লম্পট নাঈম মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর চলে যাওয়ার সময় আমার মেয়ে কৌশলে নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করে। তার চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া আসিয়া নাঈমকে ঘরের মধ্যে আটক করে।

    ঘটনা জানাজানির পর সুষ্ঠ মিমাংশা দেয়ার কথা বলে তার স্বজনেরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

    অদ্যবদি পর্যন্ত কোন প্রকার বিচার শালিস না পেয়ে গত শনিবার(১৯ জুন)উল্লাপাড়া মডেল থানায় ভূক্তভোগীর মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেন।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আলা উদ্দিন জানান ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার(২০ জুন) ধর্ষিতা ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পরিক্ষা করা হয়েছে। মামলার আসামীরা পলাতক রয়েছে।তাদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

  • শাহজাদপুরে জলাবদ্ধতা ও কাঁচা রাস্তায় ১৫ হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ।

    শাহজাদপুরে জলাবদ্ধতা ও কাঁচা রাস্তায় ১৫ হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রাম। শহর থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্বে গ্রামটির অবস্থান। উপজেলার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এই গ্রামটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। সেইসাথে গ্রামে রয়েছে ২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি আলিয়া মাদ্রাসা, ১টি হাফিজিয়া মাদ্রাসা, ১০টি মসজিদ ও ২ টি বাজার । এতগুলো প্রতিষ্ঠান এবং বিশাল জনগোষ্ঠীর চলাচলের জন্য একটিমাত্র রাস্তায় জলাবদ্ধতা ও কর্দমক্ত কাঁচা রাস্তায় চলাচলের অযোগ্য।

    স্বাধীনতার ৫ দশক পূর্ণ হলেও প্রাচীণ এই গ্রামটিতে সরকারি ভাবে কোন রাস্তা নির্মাণ হয়নি। স্বাধীনতার পূর্ব থেকেই মানুষ পায়ে হেটে এবং নৌকায় যাতায়াত করতো। মাত্র দুই বছর আগে গ্রামের মানুষ সম্মিলিত ভাবে নিজেদের অর্থ দিয়ে প্রায় দেড় কোটি টাকা খরচ করে মাটি দিয়ে রাস্তা ভরাট করা হয়েছে। কিন্তু সেই রাস্তাতেও বৃষ্টির পানির ছোঁয়ায় ভয়াবহ কাঁদার সৃষ্টি হয়েছে। এর ফলে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও সম্ভব হচ্ছে না। ফলে এলাকাবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

    এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম, বদিউজ্জামান, আলহাজ্ব শমসের আলী মাস্টার জানান, রাস্তাটি বড়মহারাজপুর কবরস্থান হতে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের পর থেকে আরও ২ কিলোমিটার কাচা রাস্তা রয়েছে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত। সেটাও গ্রামের মানুষ নিজেদের টাকা দিয়ে মাটি ভরাট করেছে।

    এখন এটি যদি কংক্রিটের রাস্তা করা হয় তবেই জনগণের দীর্ঘ কয়েক দশকের কষ্ট লাঘব হবে।
    এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক জানান, নন্দলালপুর পাকার মাথা থেকে ১ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। যে কোন সময় ওয়ার্ক অর্ডার হবে। পরবর্তীতে বাকী অংশের কাজ করা হবে।

  • বেলকুচিতে গৃহবধৃকে হত্যা,শ্বশুর প্রভাবশালী ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা।

    বেলকুচিতে গৃহবধৃকে হত্যা,শ্বশুর প্রভাবশালী ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা।

    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার নাগগাঁতী গ্রামের ফাতেমা (২২) নামের এক গৃহবধুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্বশুর প্রভাবশালী হওয়ার কারনে ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে বলে পরিবারের অভিযোগ। ১৯ জুন শনিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় এই ঘটনা ঘটেছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে বেলকুচি উপজেলার নাগগাঁতী গ্রামের আজাদের মেয়ে ফাতেমা খাতুনের সাথে বেলকুচি উপজেলার তামাই করিয়ান পাড়া গ্রামের হাজী আবু তালেবের ছেলে ইয়াছিনের সাথে বিবাহ হয় এবং তাদের জীবনে ৯ মাসের একটা সন্তান রয়েছে। ইয়াসিনের বাড়ি তামাই গ্রামে হলেও তাদের পরিবার নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় বসবাস করেন।

    বিবাহের পর থেকেই স্বামী শ্বাশুড়ী পরিবারের প্রায় সকলে ওহেতুক মানসিক ও শারিরিক নির্যাতন করে আসছিলো ফাহেমা খাতুনকে। পরে নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসে। বেশ কিছু দিন বাবার বাড়িতে থাকার পর গত শুক্রবার গ্রামে শালিশী বৈঠকের মাধ্যমে শ্বশুর বাড়ি পাঠানো হয়। এক দিন না যেতে জানতে পারে ফাতেমা আত্মহত্যা করেছে। রাতেই পরিবারের সদস্য নারায়ণগঞ্জ গেলে লাশ দেখে সন্দেহ হয় ফাতেমা খাতুন আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

    ফাতেমার বাবা আজাদ জানান, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তিনি সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করছেন।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান মুঠোফোনে প্রতিবেদকে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ঘটনায় থানা একটি ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিজানুর রহমান(৪৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক করেছে র‍্যাপিড এ্যাকশন র‍্যাব-১২’র সদস্যরা।
    আটককৃত হলেন নওগাঁর পোরশনার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে।

    রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
    প্রেস বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকার মা-বাবার দোয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মিজান দির্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

    এ সময় আটককৃতর নিকটে থাকা ১’শ ৯০ গ্রাম হেরোইন মোবাইল সেট উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।