Author: admin

  • বেলকুচিতে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    বেলকুচিতে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য (বেলকুচি চৌহালী) আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী কমিশনার (ভুমি) রবিন শীষ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা আথলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বেলকুচি মুকুন্দগাঁতী যানজট নিরসন এবং উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়য়ক আলোচনা হয়।

  • উল্লাপাড়ায় দ্বিতীয় স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী ও তার স্ত্রী গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় দ্বিতীয় স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী ও তার স্ত্রী গ্রেপ্তার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর প্রতি নিযার্তনের মামলায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ইকবাল হোসেন শাহ (৪০) নামের এক স্কুল শিক্ষক ও তার প্রথম স্ত্রী সোনিয়া পারভীন মিনাকে গ্রেপ্তার করেছে।

    অভিযুক্ত ইকবাল উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের আমির হোসেনের ছেলে এবং দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদেরকে মঙ্গলবার রাতে ইকবালের উল্লাপাড়ার পৌরশহরের শ্যামলীপাড়া পুকুরপাড় বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

    তার দ্বিতীয় স্ত্রী পাপিয়া সুলতানা (৩০) মঙ্গলবার ইকবাল ও তার প্রথম স্ত্রী সোনিয়া পারভীন মিনার বিরুদ্ধে নারী নিযার্তনের এই মামলাটি করেন।

    উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে পাপিয়া সুলতানা জানান, ইকবাল হোসেনের সঙ্গে ২০২০ সালের আগষ্ট মাসে পাপিয়ার বিয়ে হয়। এর আগে একই গ্রামের সোনিয়া পারভীন মিনার (৩০) সঙ্গে ইকবালের বিয়ে হয়েছিল।

    কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই প্রথম স্ত্রী মিনার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় দফায় পাপিয়ার সঙ্গে বিয়ের সময় ইকবালকে যৌতুক হিসেবে ৫ ভরি সোনার গহনা ও নগদ আড়াই লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তার পরেও ইকবাল পাপিয়ার কাছে ১০ লাখ টাকার যৌতুক দাবি করে। এতে অসম্মতি জানালে পাপিয়াকে ইকবাল প্রায়শই মারধর করতেন।

    কিন্তু কয়েকদিন আগে প্রথম স্ত্রী সোনিয়া পারভীন মিনাকে ইকবাল তার শ্যামলীপাড়ার বাড়িতে নিয়ে আসেন। এরপর পাপিয়ার সংসারে চরম বিপত্তির সৃষ্টি হয়। মঙ্গলবার ইকবাল পাপিয়ার কাছে আবারো ১০ লাখ টাকা দাবি করেন।

    পাপিয়া অপারগতা প্রকাশ করলে ইকবাল এবং তার প্রথম স্ত্রী মিনা দুজনে মিলে পাপিয়াকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হন তিনি। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে পাপিয়াকে উদ্ধার করেন। পরে পাপিয়া মঙ্গলবার স্বামী ইকবাল ও প্রথম স্ত্রী মিনার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় যৌতুক ও নারী নিযার্তনের মামলা দায়ের করেন।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইকবাল ও তার প্রথম স্ত্রী সোনিয়া পারভীন মিনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে।

  • সিরাজগঞ্জে আরডি,এফএফ মৎস্যচাষীদের নিয়ে ২দিনব্যাপি প্রশিক্ষণ।

    সিরাজগঞ্জে আরডি,এফএফ মৎস্যচাষীদের নিয়ে ২দিনব্যাপি প্রশিক্ষণ।

     

    নিরাপদ মাছে ভরবো দেশ, “মুজিব বর্ষে বাংলাদেশ” -এ শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জ সদর উপজেলার -২০২০- ২০২১ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) ২য় ধাপে এর আওতায় আরডি, এফএফ মৎস্যচাষীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। বাস্তবায়নে – সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

    সোম ও মঙ্গলবার (২১ ও ২২ জুন )সদর উপজেলার কমিউনিটি মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনব্যাপি উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী ।

    আরো বক্তব্যে রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
    এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারীদ্বয় ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

  • ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    রাজশাহীর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায়, রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহযোগীতায় ইয়াবা ও হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।

    চলতি মাসের (২১ জুন) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে ভাড়া বাসা থেকে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

    এসময় মাদক ব্যবসায়ী একরাম আলীর বাড়ি থেকে ২০পিচ ইয়াবা ও ৫০গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫,০৬,০০০/- টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০হাজার টাকা উদ্ধার করা হয়। রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে পেরন করা হয়েছে।

  • নওগাঁয় প্রধানমন্ত্রী ও ডিজির স্বাক্ষর জাল ঘটনার মূল হোতা আটক।

    নওগাঁয় প্রধানমন্ত্রী ও ডিজির স্বাক্ষর জাল ঘটনার মূল হোতা আটক।

    গতকাল সোমবার(২১জুন)নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সরকারের একটি গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে নিজের সরকারি চাকুরির জন্য ডিও লেটার (সুপারিশপত্র) নিজে প্রস্তুত করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো প্রতারক চক্রের মূল হোতা প্রতারক মোঃ অসীম হোসেন (২০)থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে মান্দা থানাধীন কসবা ইউনিয়ন এলাকা হতে গ্রেফতার করা হয়।

    গোয়েন্দা সংস্থাটি, প্রতারক মোঃ অসীম হোসেন কর্তৃক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ডিও লেটার প্রদানের তথ্য গোপনসূত্রে জানতে পেরে অভিযুক্তকে দীর্ঘদিন যাবত নওগাঁ জেলা পুলিশের সহযোগিতায় নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়।

    আটককৃত প্রতারক মোঃ অসীম হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করে এবং তার দখল হতে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটার (সুপারিশপত্র) কপি ডিবি পুলিশ হেফাজতে নিয়ে জব্দতালিকা প্রস্তুত করা হয়। এছাড়াও ইতোপূর্বে তার বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-২৮/২৯৭(১৮) তারিখ-১৭/০৭/২০১৮ খ্রি. ধারা-৩৪১/৩২৬/৩২৩/ ৩০৭/ ৩৫৪/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে বিচারাধীন।

    এ সংক্রান্তে আটককৃত প্রতারক মোঃ অসীম হোসেন (২০) এর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার মামলা নং-৩৩ তারিখ-২২/০৬/২০২১ খ্রি. ধারা১৭০/৪১৯/৪২০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(গ) রুজু করা হয়েছে।

  • আমরা করব জয়থ সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ।

    আমরা করব জয়থ সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ।

    সীমান্ত ঘেঁষা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডমূলক সংগঠন ‘আমরা করব জয় এর উদ্যেগে ফের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

    ‘মাস্ক পরি, নিজে বাঁচি অন্যকে বাঁচাইথ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পৌরএলাকার ব্যস্ততম সড়ক নিমতলা মোড়ে অবস্থান নিয়ে সচেতনতামূলক প্রচারণা ও রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজি চালক-যাত্রী, পথচারী, সাইকেল-মোটরসাইকেল আরোহী, বিভিন্ন দোকানীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৪ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ‘আমরা করব জয়থ সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সোহেল রানা, মিনহাজ উদ্দিন সজল, জাকিরুল ইসলাম জাকির, শাহারিয়ার আসিফ দিনার, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, মাহফুজা রহমান সিমা, তন্ময় সরকার প্রমুখ।

    ‘আমরা করব জয়থ সংগঠনের প্রতিষ্ঠাতা প্লাবন শুভ ও সোহেল রানা বলেন, ভারতের সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলায় হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

    দিনদিন করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। কিন্তু এরপরেও কেউ সচেতন হচ্ছেন না। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা ৬০ শতাংশ মানুষের মুখেই মাস্ক নেই। কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থাকছে পকেটে কিংবা মুখের থুতনির নিচে ঝুলানো।

    আমরা করব জয় সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মহামারী করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করাসহ মাস্ক বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে। মানুষ যদি এখনো সচেতন না হয় তবে, পরিস্থিতি আরো ভয়ানক রূপ ধারণ করবে।

    চোখের সামনের ঠিক ভারতের মতো করেই আপনজনরা মারা যাবে কিন্তু তখন আর করার কিছুই থাকবে না।

    তারা আরো বলেন, ‘যারা এখনো এই ভাইরাসকে অবহেলা করছেন তাদের কাছে অনুরোধ আপনারা সচেতন হোন। আপনি সচেতন হলে আপনি বঁাচবেন পাশাপাশি আপনার পরিবার-পরিজনরা আপনার থেকে সুরক্ষিত থাকবে। মানুষকে সচেতন করতে আমাদের সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

     

  • যুক্তরাষ্ট্রে বাল্টিমোর শহরে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরন।

    যুক্তরাষ্ট্রে বাল্টিমোর শহরে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরন।

    মেরিল্যান্ড বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে মোহাম্মদ কাজলের সার্বিক সহযোগীতায় বালটিমোর সিটির ঝধৎধঃড়মধ ঝঃৎববঃ কে শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের নামে “ তরধঁৎ জধযসধহ ডধু” নামফলক উদ্ভোধন করেন বালটিমোর ইষ্টেট এসেম্বলী ওমেন জড়ননষুহ খবরিং এবং ইষ্টেট এসেমবলীম্যান হ্যারী ভেন্ডারী।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নর অফিসের কমিশনার ড: স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি ড: রবার্ট জ্যাকসন এবং মুলধারার রাজনৈতিক গভর্নর অফিসের কমিশনার আনিস আহমেদ।

    লন্ডন থেকে প্রধান অথিতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিএনপির নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জাহাঙ্গীর এম আলম, জসিম উদ্দিন ভুঁইয়া, মোস্তফা কামাল পাশা ,আব্দুস সবুর প্রমুখ, সাইদুর রহমান সাইদ, আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • তাড়াশে এডিপি’র অর্থায়নে ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নলকুপ বিতরণ।

    তাড়াশে এডিপি’র অর্থায়নে ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নলকুপ বিতরণ।

    তাড়াশে এডিপি’র অর্থায়নে ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নলকুপ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবার ও মাদ্রাসা প্রতিষ্ঠানে নলকুপ বিতরণ করা হয়েছে। ২২ জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে এই নলকুপ গুলো বিতরণ করা হয়।

    উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হতদরিদ্র পরিবার ও মাদ্রাসা প্রতিষ্ঠানে নিরাপদ পানি নিশ্চিত করতে ১০টি নলকুপ এডিপি’র অর্থায়নে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,ইউপি সদস্য জয়নব খাতুন,গ্রাম্য প্রধান মোস্তাফা হোসেন,গ্রাম পুলিশ দফাদার রাজিব চন্দ্র দাস প্রমুখ।

     

  • ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

    ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

    ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে গনেশ চন্দ্র (৬২) নামের এক মানষিক রুগীর মৃত্যু হয়েছে ।

    মঙ্গলবার (২২শে জুন) দুপুর সাড়ে ১২ টার সময় যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌরশহরের মৃত নিতাই চন্দ্রের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ছিটকে চাকার নিচে পড়ে যায় এতে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।
    এসময় নিহত পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত গনেশ চন্দ্র বেশ কিছুদিন মানষিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।

    এ ঘটনা চাঁদপুর মডেল থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনার জায়গাটি পরিদর্শন করেন। এসময় তিনি জানান ট্রেন দূর্ঘটনায় মৃত্যুর কারনে এ ঘটনা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা লাশটি হস্তান্তর করবে।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।

    এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে ম্যাসেস পাঠিয়েছি।তারা দ্রুতই চলে আসবেন।

  • লক্ষ্মীপুরে আ.লীগ সভাপতি গোলাম ফারুকের গাড়িতে সন্ত্রাসীর হামলা।

    লক্ষ্মীপুরে আ.লীগ সভাপতি গোলাম ফারুকের গাড়িতে সন্ত্রাসীর হামলা।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালিয়ে কাঁচ ভাঙচুর করা হয়েছে।

    সোমবার (২১ জুন) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউপি নির্বাচন চলকালীন সময়ে তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

    হামলার ঘটনায় তোরাগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে দায়ী করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। এ সময় তার সাথে থাকা ৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

    আওয়ামীলীগ সভাপতি পিংকু জানান, কমলনগরের তোরাবগঞ্জ ইউপি নির্বাচন চলাকালীন সময়ে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের অফিসে যান। অফিসটি ভোট কেন্দ্র থেকে প্রায় ৯শথ মিটার দূরত্বে ছিলো। এ সময় স্বতন্ত্র প্রার্থী ফয়সাল আহম্মেদ রতন লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা পিংকুসহ অনান্য আওয়ামীলীগ নেতাকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
    পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। হামলাকারীরা তার গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং তাদের দলীয় নেতাদের ৬টি মোটর সাইকেল ভাঙচুর করে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরু থেকেই আওয়ামী লীগ নেতা পিংকু তোরাবগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মির্জা আশরাফুল জামাল রাসেলের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। রাসেলের প্রতিদ্বন্ধি প্রার্থী বর্তমান চেয়ারম্যান রতন (ঘোড়া)। নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি পরিদর্শনে আওয়ামী লীগ নেতা পিংকু দুপুরে তোরাবগঞ্জে আসলে হামলার শিকার হন ।

    তবে স্বতন্ত্র প্রার্থী ফয়সল আহমেদ রতন বলেন, আমি ভোট কেন্দ্রগুলোতে ব্যস্ত ছিলাম। ঘটনার সময় আমি ওই কেন্দ্রে ছিলাম না। কারা আওয়ামীলীগ সভাপতি পিংকুর গাড়িতে হামলা চালিয়েছে, তা আমার জানা নেই। তবে ভোট চালাকালীন সময়ে কেন্দ্রগুলোতে তিনি নৌকার পক্ষে অবস্থান নিয়ে প্রভাবিত করেছেন বলে পাল্টা অভিযোগ করেন রতন।
    কমলনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।