Author: admin

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই হাত ও এক পা উদ্ধারের পর দেহ উদ্ধারঃ মস্তক খুঁজছে।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই হাত ও এক পা উদ্ধারের পর দেহ উদ্ধারঃ মস্তক খুঁজছে।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পা ও দুই হাতের পর এবার প্রায় ১ কিলোমিটার দূরে পাওয়া গেছে তাঁর দেহ। তবে মস্তক খুঁজে বের করতে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, মীর্জাপুর ইউনিয়নের দক্ষিন পাচাউন গ্রামের পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারীর হাত পা পাওয়ার পর মঙ্গলবার সকালে পূর্বের ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে উত্তর বৌলাছড়ার নির্জন পাহাড়ী এলাকায় পাওয়া যায় শরীরের গলা থেকে কোমরের অংশ।

    তিনি আরও জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে এটি পাহাড়ী এলাকা। এর আশে পাশে কোন বসতি নেই। তারা মুখমন্ডল সহ লাশের বাকী অংশ খোঁজতে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার হওয়া দেহ একজন নারীর সেটি পরিস্কার বুঝা যাচ্ছে।

    এর আগে ২১ জুন সোমবার দূপুরে মীর্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে কৃষক মাখন দেবের মুখি ক্ষেতে মানুষের দেহ থেকে খন্ডিত একটি পা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দেখতে পায় কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হয় প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরা গুলো ছিলো।

    পরে ওই দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই গ্রামের সুশাঙ্ক দত্তের বাঁশঝারে একটি হাত ও পাশে গৌরাঙ্গ দত্তের বাঁশঝারে আরও একটি হাতের সন্ধান মিলে।

    পুলিশ মুখমন্ডল সহ লাশের বাকী অংশ খুঁজছে। দেহ, পা ও দুটি হাত উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণে রাখতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • এনায়েতপুরে এমএ মতিন চক্ষু হাসপাতাল ও একুশে ফোরামের উদ্যোগে ফ্রি ক্যাম্প।

    এনায়েতপুরে এমএ মতিন চক্ষু হাসপাতাল ও একুশে ফোরামের উদ্যোগে ফ্রি ক্যাম্প।

    সিরাজগঞ্জের এনায়েতপুরে এম,এ মতিন চক্ষু হাসপাতাল ও একুশে ফোরামের উদ্যোগে- ফ্রি চক্ষু ক্যাম্পে বিনামূল্যে- আগত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।

    মঙ্গলবার (২২জুুন)দিনব্যাপী এনায়েতপুুর ইসলামিয়া বিদ্যালয়ে- এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া ও মেহের- উন- নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মওলানা আব্দুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন, একুশে ফোরাম সংগঠনের সভাপতি আখতারুজ্জামান তালুকদার।

    অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগ, ইউকেএইড এর অর্থায়ন এবং সেবা সংগঠন একুশে ফোরামের সার্বিক সহযোগীতায়- এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে- আউটডোরে-২’শ জনকে চিকিৎসা এবং ৪৫ জন ছানি রুগীকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

    এ সময় – অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ক্যাম্প প্রধান ডাঃ সাজ্জাদ হোসেন, একুশে ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, প্রবীন সমাজ-সেবক আব্দুল মতিন মেম্বর, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের সভাপতি খোরশেদ আলম সরকার, জয়নাল সরকার, ফ্রি ক্যাম্প অর্গানাইজার আব্দুল আলিম, একুশে ফোরাম উপদেষ্টা স্বপন মির্জা, সংগঠনের সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সওদাগর, শাহিদুল ইসলাম, বাবু মির্জা, উপস্থিত ছিলেন।

  • মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার।

    মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরুঞ্জি এলাকার ধানি জমি থেকে সোমবার বিকালে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে লাউয়াছড়া বণ্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ওই দিন রাত ৮টায় অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

    জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বিটের কুরমা চা- বাগানের কুরুঞ্জি এলাকার ধানি জমিতে এলাকাবাসী একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায়। পরে চা শ্রমিকরা অজগর সাপটি আটক করতে সক্ষম হয়। আটক অজগরের পেটের বড় কোন প্রানীর অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি পালাতে পারেনি।

    স্থানীয়দের কাছথেকে খবর শুনে কুরমা বিট অফিস শ্রীমঙ্গল বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ৮টার দিকে অজগর সাপটি উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায় বন বিভাগ।

    রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম অজগর সাপটি উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, কুরমা চা বাগান এলাকায় সোমবার বিকেলে প্রায় ১২ ফুট লম্বা অজগর আটক করে গ্রামবাসী। খবর পেয়ে ওই দিন রাতে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

  • কলাপাড়ায় প্রতিবেশির বাড়িতে হাঁস ঢোকায় কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম।

    কলাপাড়ায় প্রতিবেশির বাড়িতে হাঁস ঢোকায় কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম।

    পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির মধ্যে  হাঁস প্রবেশ করার জেরে হেলাল সরদার (৪০) নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশিরা ।

    সোমবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।  স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে করেছে।

    হাসপাতালে শয্যায় আহত হেলাল সরদার জানায়, আমার পালিত হাঁস প্রতিবেশি আব্বাসের বাড়িতে গেলে কারন জানতে চান তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্বাস হাওলাদার ও শহীদ খাঁন আমাকে কাঠের রুয়া দিয়ে আমার মাথায় আঘাত করে এবং এলোপাথালী পেটাতে থাকে। আঘাতে আমার মাথা ফেটে গেলে অজ্ঞান হয়ে আমি মাটিতে লুটিয়ে পরি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

    অভিযুক্ত আব্বাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন আমার পরিবার নিয়ে গাল মন্দ করায় আমি হেলালকে মেরেছি।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বগুড়ার মহাস্থানে ৪ জুয়ারুকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড।

    বগুড়ার মহাস্থানে ৪ জুয়ারুকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড।

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পাথরপাড়া গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারুকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মহাস্থানগড়ের মালখালী নামক এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই স্বপন ও এএসআই উজ্জ্বল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

    এসময় গড়মহাস্থান এলাকার মৃত ছকমল খাঁ এর পুত্র আরিফুল ইসলাম (২৫) মৃত গোলাপ আকন্দের পুত্র বাবলু আকন্দ (৪০) আব্দুস সামাদের পুত্র রহুল আমিন (২৮) মৃত ইয়াজ উদ্দীনের পুত্র কদম আলী (২৬) কে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করে।

    তাৎক্ষনিক শিবগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পা ঘটনাস্থলে দন্ডবিধি ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেক জুয়ারুকে ১০০টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করেন।

    জরিমানার অর্থ নগদ পরিশোধ পূর্বক জুয়ারুদের মুক্তি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ৯নং ওয়ার্ডের ইউপি সমস্য আলাউদ্দীন।

    এসময় শিবগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পা বলেন, ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মাজার এলাকা পবিত্রতা রক্ষার্থে মাদক, জুয়া ও অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সিরাজগঞ্জের চৌহালীতে এডিপির অর্থায়নে নলকুপ বিতরণ।

    সিরাজগঞ্জের চৌহালীতে এডিপির অর্থায়নে নলকুপ বিতরণ।

    বিগত দুই দশক ধরে যমুনা নদীর ক্রমাগত ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদর ও আশপাশের বেশ কয়েকটি গ্রাম ক্ষত-বিক্ষত। এর ফলে সহায়-সম্বল হারিয়ে অন্যত্রে চলে গেছে হাজারো মানুষ।

    নদী ভাঙনে বিলীন হয়েছে শত শত একর আবাদি জমি, বসতভিটা, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি স্থাপনা। সারা বছরই এখানে ভাঙন রয়েছে। যমুনার প্রবল ঘূর্ণাবর্তের প্রভাবে জেলার ভৌগোলিক সীমারেখার মানচিত্র থেকে আশি ভাগ জায়গা এরই মধ্যে যুমনা নদীতে হারিয়ে গেছে।

    প্রতি বছরই ভাঙনপ্রবণ এলাকায় জিওব্যাগ ফেলে পাউবো। বিগত বছরেও তীর রক্ষায় এখানে নেওয়া হয় কম-বেশি নানা উদ্যোগ। কিন্তু কোনো উদ্যোগই যেন কার্যকরী হচ্ছে না যমুনার ভাঙনের কাছে৷এ দিকে।

    সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙনে বিধ্বস্ত ৩০ পরিবারকে নলকূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা এলজিইডি চত্বরে বার্ষিক উন্নয়ন প্রকল্পর (এডিপি) অর্থায়নে নলকূপ বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, এলজিইডির,প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান প্রমুখ

  • সমুদ্রগামী  ট্রলার মাঝিদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু।

    সমুদ্রগামী  ট্রলার মাঝিদের ৩ দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু।

    পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলার মাঝিদের সাগরের জীববৈচিত্র সংরক্ষন  এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরন আচরনবিধি অনুশীলন বিষয় তিন দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হ্যান্সড্ কোস্টল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ ২) অ্যাক্টিভিটি’র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

    এ প্রশিক্ষনে ৩০ জন সমুদ্রগামী ট্রলারের মাঝি অংশ গ্রহন করেন। প্রশিক্ষনার্থী ট্রলার মাঝিদের সমুদ্রিক জীববৈচিত্র বিবরন গুরুত্ব ও সংরক্ষনের প্রয়োজনীতা সম্পর্কে ধারনা দেয়া হয়।

    বিদ্যালায় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। স্বাগত বক্তব্য ওয়ার্ল্ডফিশ ইকোফিশ ২ পটুয়াখালী সহকারি গবেষক সাগরিকা স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ এ এস আই মো.কামরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

    এছাড়া জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার মাঝি, কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মন্নান মাঝি, সাবেক সভাপতি নূরু মাঝি প্রমুখ।

  • পাংশায় মডেল থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন।

    পাংশায় মডেল থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন।

    রাজবাড়ী পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে এবং পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ২২ জুন থেকে বিট পুলিশিংয়ের স্টিকার লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    বিট পুলিশিং কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলার চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পৌর প্যানেল মেয়র গোবিন্দ চন্দ্র কুন্ডু এছাড়া আরো উপস্থিত ছিলেন বিট পুলিশিং এর কর্মকর্তাবৃন্দ।

    এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, ‘সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতেই এই বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। এতে যে কোন অন্যায় কারী অপরাধকারী মাদক বিক্রি মাদক সেবনকারী ইয়াবা ব্যবসায়ী পাচারকারী অপরাধ যত বড় শক্তিশালী হোক না কেন বিট পুলিশিংয়ের কার্যক্রমে আমরা অপরাধীকে খুব সহজেই ধরতে পারবো

  • ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ্য মানসিক প্রতিবন্ধী মোস্তাক পাইনি সরকারী সাহায্য।

    ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ্য মানসিক প্রতিবন্ধী মোস্তাক পাইনি সরকারী সাহায্য।

    গত বছর বাংলাদেশ ও ভারতে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন আম্পান। এতে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল এবং শতশত মানুষকে করেছিল গৃহহীন। অনেকের বসতঘর সম্পূর্ণ ধ্বংশ হয়ে গিয়েছিল। তালিকা করে সরকার ক্ষতিগ্রস্থদের যথাসাধ্য সহযোগিতা করেছে। কিন্তু এ আম্পানে ক্ষতিগ্রস্থ মণিরামপুরের মানসিক প্রতিবন্ধী ভ্যানচালক মোস্তাক মোড়ল পাইনি কোন সহযোগিতা।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরের কাছে বারবার ধর্ণা দিয়েও ঝড়ে পড়ে যাওয়া তার কুঁড়েঘর মেরামতের জন্য পাইনি কোন সরকারী সাহায্য।

    মণিরামপুরের খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের মৃত তারাচাঁন মোড়লের পুত্র মোস্তাক মোড়ল। সে কিছুটা মানসিক প্রতিবন্ধী। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩/৪ শতাংশ জমির উপর একটি কুঁড়েঘরে পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনি নিয়ে সেখানেই তার বসবাস।

    তিনি একজন মানসিক প্রতিবন্ধী হলেও ভ্যান চালিয়ে সে জীবিকা নির্বাহ করে। ভ্যান চালিয়ে যা আয় হয়-তা দিয়ে কোন রকম জীবন যাপন করে যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানে তার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মাথা গোজার একমাত্র কুঁড়েঘরটি ঘূর্ণিঝড় আম্পানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে আর বসবাস করার উপযোগী নেই। তাই বাধ্য হয়েই-পরিবার-পরিজন নিয়ে পাশেই এক প্রতিবেশির পরিত্যাক্ত ঘরে বসবাস করতে হচ্ছে। নিজের ঘরটি কখন ভেঙ্গে পরবে সেটা নিয়েই তার দুঃচিন্তার শেষ নাই।

    সরেজমিন জানতে চাইলে কান্না জড়িতে কন্ঠে মোস্তাক বলেন, আম্পানের তান্ডবে তার ঘরটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।একদিকে করোনা ভাইরাসের কারণে আয় রোজগার অনেক কম, দুথমুঠো খাবার জোটেনা। তার উপর কয়েকদিন হলো ঋন নিয়ে কেনা জীবিকার একমাত্র বাহন ভ্যানগাড়ীটার ব্যাটারী নষ্ট হয়ে গেছে। তবু অনেক কষ্ট করে ব্যাটারী বিহীন ভ্যানগাড়ীটি পায়ে চালিয়ে সামান্য কিছু আয়-রোজগার করার চেষ্টা করি। এভাবেই খেয়ে-না খেয়ে পরিবারের সবাইকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।

    এ অবস্থায় ঘর মেরামত করবো কিভাবে? চেয়ারম্যান-মেম্বরসহ অনেকের কাছে সাহায্য সহায়তা চেয়েছি-কিন্তু কেউ সহযোগিতা করেনি। এখন আমার পক্ষে ঘরটি মেরামত করা কোন ভাবেই সম্ভব না। যদি আপনারা বলে আমাকে কিছু সাহায্য এনে দিতে পারেন তাহলে বড়ই উপকৃত হতাম।

    মোস্তাকের পুত্র শফিকুল ইসলাম ও পুত্র বধু শেফালী খাতুন বলেন, আমরা ১০ টাকা চালের কার্ড করার জন্য অনেকের গিয়েছি, কিন্তু আমরা এত দরিদ্র হওয়া সত্ত্বেও আমাদের সে কার্ডও হয়নি।

    স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাজিরা খাতুন ও বলেন, মোস্তাকের নাম ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছিল-সেটা আসলেই তারা পেয়ে যাবে এবং সামনেই তাদের ১০ টাকা চালের কার্ডের ব্যবস্থা করা হবে।

    জানতে চাইলে খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ বলেন, আমাদের পরিষদ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছিল। তালিকাভূক্ত প্রায় সকলে কিছু কিছু সহযোগিতা পেয়েছে। কিন্তু মোস্তাক মোড়লের নাম তালিকাভূক্ত হয়েছিল কি-না সেটা জানা নেই। তবে এখন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

  • এই বিজয় আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বাসীর বিজয়-মিঠুন হালদার।

    এই বিজয় আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বাসীর বিজয়-মিঠুন হালদার।

    পিরোজপুরে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুডড়িয়ানা ইউনিয়র পরিষদ নির্বাচনে মিঠুন হালদার বিপুল ভোটে জয়লাভ করেন। সন্ধ্যা ৬ টার পর বিভিন্ন কেন্দ্র থেকে মিঠুন হালদারের জয়লাভের খবর আসতে থাকায় সমর্থকদের মাঝে আনন্দউল্লাস ছিলো চোখে পড়ার মতো, চুরান্ত ফলাফল প্রকাশের পর মিঠুর হালদার বলেন,

    এই বিজয় আমার নয় এই বিজয় পুরো আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বাসীর বিজয়।

    এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছরের অপশাসনের অবসান ঘটলো এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়। তিনি আরো বলেন, জনগণ আমাকে ভালোবেসে যে দায়িত্ব অর্পন করেছে সে দায়িত্ব আমি যথাযথ ভাবে পলন করবো এবং সকল প্রকার সাম্প্রদায়িকতা ভুলে হিন্দু মুসলিম কাঁধে কাঁদ মিলিয়ে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

    উল্লেখ্য ১ম ধাপের ইউপি নির্বাচনে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শেখর সিকদার কে ২,২৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন জানান, মিঠুন হালদার (আনারস) প্রতীকে পেয়েছেন ৬,০৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখর কুমার সিকদার (নৌকা) প্রতীকে ৩,৭৩৮ ভোট পেয়েছেন।

    উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ও পিরোজপুর জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদারের এ বিজয়ে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানাচ্ছেন।