Author: admin

  • মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প প্রদর্শনী চাষিদের উপকরণ ও পোনা বিতরণ।

    মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প প্রদর্শনী চাষিদের উপকরণ ও পোনা বিতরণ।

    সিরাজগঞ্জের চৌহালীতে করোনায় ক্ষতিগ্রস্থ মাছ চাষিদের মাঝে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করেছে মৎস্য দপ্তর।

    বৃহস্পতিবার( ২৪ জুন) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জলাশয় সংস্কারের মাধ্যমে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আত্ততায় প্রদর্শনী চাষিদের মাঝে উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফিক ও আব্দুল্লাহ আল মূতিসহ মৎস্য চাষ বৃদ্ধি প্রকল্পের সুবিধা ভোগী মাছ চাষিরা।

    এসময় চাষীদের মাঝে ৫০০ কেজি মাছের খাদ্য, দুইমন মাছের পোনা বিতরণ করা হয়। পরে খননকৃত জলাশয়ের পারে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপন করা হয়।

  • সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।

    সিরাজগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সা ও ভ্যান বন্ধের ঘোষণার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন ও কামারখন্দ জামতৈল রেলষ্টেশন চত্বরে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক চালক সংগ্রাম কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, শ্রমিক নেতা আশরাফ সরকার, শ্রমিক ফ্রন্ট নেতা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ছাত্র নেতা সজীব আহমেদ, সংহতি জানিয়েছেন আব্দুল বারেক তালুকদার, বেলকুচির শ্রমিক নেতা কেরামত আলী প্রমুখ।

    বক্তাগন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণবিরোধী ঘোষনা প্রত্যাহার করতে হবে, ৫০ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বেকার করে দেয়ার এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে, তা না হলে হরতাল অবরোধ এর মত কর্মসূচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষনা দেন।

  • রাজবাড়ী উজানচর ইউপির জনপ্রিয় মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার।

    রাজবাড়ী উজানচর ইউপির জনপ্রিয় মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার।

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জনপ্রিয় মেম্বার হিসেবে পরিচিত মানুষ বাবলু শেখ। সকাল থেকে শুরু করে রাত অব্দি জনগণের সেবা নিয়ে ব্যস্ত থাকেন তিনি। চলমান করোণা পরিস্থিতিতে জনগণের সচেতন করার লক্ষ্যে তিনি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছেন।

    বিদেশ ফেরত লোকদের ১৪ দিনের ঘরে থাকা নিশ্চিতকরনসহ তার এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তিনি সবাইকে সচেতন করছেন।তার এলাকার অসচ্ছল দারিদ্র্য ও কর্মহীন মানুষদের মাঝে তিনি খাদ্য সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।

    সরজমিনে সাক্ষাৎকারে তিনি বলেন তার বিরুদ্ধে এলাকার কিছু কুচক্রী মহল স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে । বিভিন্ন ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে ছড়িয়ে তার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে দাবি করেন তিনি।

    তিনি আরো বলেন সরকারের দেয়া উপহার এলাকায় একটি সুন্দর রাস্তা হচ্ছে। এ রাস্তাটি সুন্দর ও পরিচ্ছন্ন হোক সেই কামনা করেন তিনি। এবং এই এলাকার সবার প্রতি আহ্বান জানান তিনি এই রাস্তাটা যেন সুন্দর পরিচ্ছন্ন হয় সে জন্য এই রাস্তার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ঠিকাদারের সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

    স্থানীয় বাসিন্দা তোতা সেখ ও আলাউদ্দিন বলেন, বাবলু মেম্বার একজন মাটির মানুষ। ববলু একজন সৎ যোগ্য মানুষ।মেম্বারের মতো সোনার মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যারা তাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    স্থানীয় দোকানদার লাভলু জানান, বাবলু মেম্বার এলাকার একজন সম্মানিত মানুষ তার সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছু দুষ্কৃতী মানুষ পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    আতিয়ার জানান, বাবলু মেম্বারের সাথে রাস্তার কর্মরত শ্রমিকদের কোন মারধরের ঘটনা ঘটেনি তবে তর্ক বিতর্ক হয়েছে।রাস্তার ঠিকাদার আজাদ জানান, সরকারি নিয়ম অনুযায়ী শিডিউলে যা যা আছে আমি সেই অনুযায়ী কাজ করছি।

  • কলাপাড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম।

    কলাপাড়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম।

    পটুয়াখালীর কলাপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসীরা মো.কামরুল হাসান গাজী (৩৫) নামে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে জখম করেছে ।

    আশংকা জনক অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে  ভর্তি করে । পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কামরুল হাসান গাজী চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে । সে ছাত্রলীগ চাকামইয়া ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি ।

    এ ঘটনায় আহত কামরুল হাসান গাজী টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু মীরা কে  দায়ী করেছেন।

    চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির কেরামত জানান, পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে ।

    কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার নেতৃত্বে আবির ,জহিরুল ও জনি এ ঘটনা ঘটিয়েছে।

    এ ব্যাপারে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু’র সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

    তবে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, মূলতঃ চাকামইয়া এবং টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যানের অভ্যন্তরীর দ্বন্দের কারনে এ ঘটনা ঘটেছে  বলে তিনি উল্লেখ করেন । এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

  • তাড়াশে এডিপি’র অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারী বিতরণ।

    তাড়াশে এডিপি’র অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারী বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন প্রতিষ্ঠানে এডিপি’র অর্থে আলমারী বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

    উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন,স্কুল প্রতিষ্ঠান, মুিক্তযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৯টি আলমারী উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) বরাদ্দ থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ অনেকে।

  • কলাপাড়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

    কলাপাড়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

    পটুয়াখালীর কলাপাড়ায় ৩৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার শেষ বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমানথর সভাতিতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিববুর রহমান মহিব এমপি।

    এছাড়া অন্যন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ছয় টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
    এদিকে কুয়াকাটা ও মহিপুরে স্বল্পপরিসরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

     

  • সিরাজগঞ্জের চৌহালীতে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের চৌহালীতে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের চৌহালীতে দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার(২৩ জুন) সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে পালিত হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা আ’লীগের পাটি অফিস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকারের সঞ্চালনে ৷ এসময় ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার , সহ -সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক আ’লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী সন্জু , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার , ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মোল্লা প্রমুখ ৷

    চৌহালী উপজেলা আ’লীগের দলীয় সুত্রে জানা গেছে , বাংলাদেশ আওয়ামী লীগ ৭১ বছর ধরে জনগণের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসেছে। ‘আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থেকে জনগণের কল্যাণ করেছে তা নয়। ৭১ বছরের পথ চলায় বেশির ভাগ সময়ই দলটি ক্ষমতায় ছিল না। তখনও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।থ

  • বগুড়ার নন্দীগ্রামে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

    বগুড়ার নন্দীগ্রামে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

    বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ জুন) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফি উদ্দিন, আ’লীগ নেতা মোরশেদুল বারী, কালিপদ রায়, জুলফিকার আলী, মখলেছুর রহমান, মিজানুর রহমান, আনিছুর রহমান আলো, মোতাহার আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, ওয়াছিম সরকার, আবু নোমান, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহসান, মৎস্যজীবি লীগের সভাপতি মাহমুদুর রহমান প্রমূখ।

  • বাগেরহাটের জেলা প্রশাসকের কঠোর লকডাউন ঘোষনা।

    বাগেরহাটের জেলা প্রশাসকের কঠোর লকডাউন ঘোষনা।

    বাগেরহাট জেলা জুড়ে চলমান কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমনের ঝুঁকির কারন বিবেচনায় আগামী ২৪/০৬/২০২১ বৃহষ্পতিবার থেকে আগামী ৩০/০৬/২০২১ বৃহস্পতিবার পর্যন্ত কঠোর লকডাউন ঘোষনা করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

    জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রশাসন, সেবার আওতায় থাকা ব্যাতিত সকল ধরনের গন পরিবহন বন্ধ রাখা,ঔষধের দোকান ব্যাতীত সকল ধরনের দোকানপাট,মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে,এছাড়া সাপ্তাহিক হাট ও গরুর হাট ও এই আওতাভূক্ত থাকবে।কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।

    সকল পর্যটন কেন্দ্র , রিসোর্ট,কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।জনসমাগম হয় এধরনের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকবে,বিভিন্ন দেশ থেকে মোংলা বন্দরে আগত পশুর নদীতে অবস্হানকারী কোনো জাহাজ থেকে কেউ বন্দরে নামতে পারবেনা।

    চায়ের দোকান,টি ষ্টলে কোনো প্রকার জন সমাগম করা যাবেনা। বলে নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড প্রদান করা হবে।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আঃলীগের আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ আঃলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেল ৫ টায় উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান।

    উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আঃলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, সাবেক সহ-সভাপতি ছাইদুল ইসলাম চান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, ফেরদৌস আলম তালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরোওয়ার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আঃলীগের অংঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভায় অথিতিবৃন্দ বাংলাদেশ আঃলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।