Author: admin

  • সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বৃক্ষ  বিতরণ।

    সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বৃক্ষ  বিতরণ।

    সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ করছেন এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত হচ্ছে।তারপরও অনলাইনে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।

    এসময়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলে ও মাস্ক, হ্যান্ডস্যানেটারিস ব্যবহার সহ বার বার সাবান পানি দিয়ে হাত ধৌত করতে হবে।বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের আরও বেশি সচেতন হতে হবে এবং অভিভাবক , সমাজের দায়িত্ব শালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ।

    তিনি আরও বলেন, সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। যেমন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল , মেরিন একাডেমি করা হয়েছে। শিল্প পার্ক ও ইকোনমিক জোন কার্যক্রম চলছে হলে সেখানে লক্ষ লক্ষ বেকারদের কর্মী সংস্থা হবে। শনিবার (২৬ জুন) বেলা ১১ টায় সদর উপজেলার মল্লিকা ছানাউল্লাহ্ আনছারী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজনে কিশোর- কিশোরীদের করোনা কালীন স্বাস্থ্য সচেতন ও সু-রক্ষা সামগ্রী বিতরণ এবং বৃক্ষ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা , পৌর আওয়ামী সভাপতি মোঃ হেলাল উদ্দিন ,স্বাস্থ্য সু-রক্ষা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম ,ডাঃ নিজাম উদ্দিন, রেজওয়ান, ডাঃ তিথী সরকার , পৌর কাউন্সিলর রোমানা রেশমা , সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল মান্নান , জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্র লীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা প্রমূখ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালেয় প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম।অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

    দুপুর কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে- প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুুন্না, কিশোর-কিশোরীদের মাঝে করোনা কালীন স্বাস্থ্য সচেতনতা, সু-রক্ষা সামগ্রী ও বৃক্ষ রোপনের জন্য বৃক্ষ বিতরণ করেন।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা মেরিনা সুুুুুলতানা, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছাকমান আলী।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় রাজশাহীর গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামে জনৈক হাসিবুল ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার পিরিজপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক(৪৩) ও পিরিজপুর লাইনপাড়া গ্রামের মৃত মারতাজ আলীর ছেলে কালু শেখ(৩২)।ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় ২৪ বছর পর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় ২৪ বছর পর পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার।

    পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জয়নাল ফকিরকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের মফিজ উদ্দীনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়ার সান্যাল সলপ গ্রামের মৃত মুছা ফকিরের ছেলে জয়নাল ফকির প্রায় ২৪ বছর ধরে পলাতক ছিল।

    উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক হাবিব রহমান জানান, জয়নাল ফকির ১৯৯৭ সালে পারিবারিক গোলযোগের জের ধরে তার নিজের ভাতিজা জামালকে চুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকান্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

    ২০২০ সালে সিরাজগঞ্জ জজ আদালত জয়নাল ফকিরকে তার অনুপস্থিতিতে এই হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ড প্রদান করেন। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। শুক্রবার জয়নাল উক্ত ভদ্রকোল গ্রামে তার ফুফাতো ভাই মফিজ উদ্দীনের বাড়িতে এসেছিলেন। গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

  • সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৯ জন করোনায় আক্রান্ত।

    সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৯ জন করোনায় আক্রান্ত।

    গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে করোনা আক্রান্তের হার ৪১ শতাংশেরও বেশি। সংক্রমণের দ্বিতীয় দফার প্রথম দিকে আক্রান্তের হার কিছুটা কম থাকলেও গত ৫দিন ধরে দিগুণ গতিতে বেড়ে চলেছে।

    শনিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনই পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার দাঁড়িয়েছে শতকরা ৪১ দশমিক ৪৮ ভাগ। এর আগে শুক্রবার (২৫ জুন) ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ২৮ ভাগেরও বেশি।

    সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ জন। আজকের ৩৯ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২২৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ৩১৪ জন।

  • বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে উল্লাপাড়ার শহরে।

    বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে উল্লাপাড়ার শহরে।

    সিরাজগঞ্জর উল্লাপাড়ায় বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। জনসাধারনে ছুড়ে দেয়া বিভিন্ন ধরণের খাবার কুড়িয়ে খাচ্ছে।

    শনিবার সকালে উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।দীর্ঘ লেজ বিশিষ্ট এই হনুমানটির মুখ,হাত ও পা কুচকুচে কালো।

    উল্লাপাড়া পৌরশহরের স্থানীয়রা জানান শুক্রোবার সকালে বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে এই বিপন্ন প্রজাতির হনুমানটির দেখে মেলে আজ শনিবার পৌরশহরে এসে গাছের ডালে ঘরের উপর বসে এবাড়ি সেবাড়ি ঘুরে বেড়াতে দেখা যায়।

    জনসাধারন নিজের ইচ্ছায় বিভিন্ন প্রকার খাবার হনুমানটিকে লক্ষ্য করে ছুড়ে মারছে।মুখপোড়া হনুমানটি তা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসক জনতা ভিরা জমাচ্ছে।কেউবা সখেবসে ছুড়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল।তনমধ্যে বাদাম অন্যতম।

    রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, লেজ বড়, হাত-পা ও মুখ কালো এই হনুমানটিকে বাংলায় মুখপোড়া বা লালচে হনুমান বলা হয়।

    এটির ইংরেজি নাম capped langur evcapped Monkey ও বৈজ্ঞানিক নাম Trachypithecus। এরা সাধারনত দলবদ্ধ প্রাণী।
    যে কোন কারণে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে। এটিকে কোনভাবেই খাবারও দেওয়া যাবে না।লোকালয়ে পর্যাপ্ত খাবার পেলে সেই স্থান দিয়েই বেশি ঘুরঘুর করবে এবং নিজের দলের সন্ধানে যাবে না। খাবার না পেলে এক সময় ঘুরতে ঘুরতে নিজের দলে ফিরে যাবে।

  • শাহজাদপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে রশিদ সভাপতি ও শিমুল সম্পাদক।

    শাহজাদপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে রশিদ সভাপতি ও শিমুল সম্পাদক।

    সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ আব্দুর রশিদ সভাপতি এবং আজিজুল হক শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

    শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ২ টায় শেষ হয়। সমিতির মোট ৮৮ ভোটের মধ্যে ৮৭ ভোট কাস্টিং হয়। বিকেলে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহবায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত আব্দুর রহমান। ১১ টি পদে দুইটি প্যানেলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    এসময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন এস আই মনজুরুল ইসলাম, এ এস আই নাজমুল হোসেন সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল।

    এদিন সকালে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেনন, সহ-সভাপতি মোক্তার হোসেন, মোঃ সোলাইমান হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব রানা চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুল মালেক, ও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ ইমরান আহমেদ, মোঃ আফছার আলী,মোঃ নাছির উদ্দিন, মোঃ আবুল খায়ের, ও মোঃ সোহেল রানা।

    শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।

  • বেলকুচিতে নিখোঁজের পর প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার, পরিবারের ধারনা পরিকল্পিত হত্যা।

    বেলকুচিতে নিখোঁজের পর প্রতিবন্ধী মেয়ের লাশ উদ্ধার, পরিবারের ধারনা পরিকল্পিত হত্যা।

    সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজ হওয়ার এক দিন পরে বাক প্রতিবন্ধী আদিবা খাতুন (৫) নামের এক শিশুর লাশ বাড়ির অদূরে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

    শনিবার ২৬ জুন সকালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত আদিবা বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। পরিবারের ধারনা পরিকল্পিত ভাবে আদিবাকে হত্যা করা হয়েছে।

    জানা গেছে, শুক্রবার সকালে ১১ টার দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। পরে বেলকুচি থানায় নিখোঁজের সাধারণ জিডি করেন জিডি নং-১০৩০। শনিবার সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ি পিছিনে একটি ডোবার পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধার করার পর প্রাথমিক ভাবে আদিবার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

    এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।

  • ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন নারী সংসদ রত্না আহমেদ।

    ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন নারী সংসদ রত্না আহমেদ।

    নাটোরের  নলডাঙ্গার ১নং ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা কালিন ও ঈদ সহায়তার আড়াই লাখ টাকা ৫০০ জনের মধ্যে ৫০০ টাকা হারে তুলে দেন, নাটোর – নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না আহমেদ।

    বৃহস্পতিবার(৬ ই মে) সকাল সাড়ে দশটায় ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন,কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লাসহ প্রমূখ।

    রত্না আহমেদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া চান, এবং চলমান বৈশ্বিক মহামারী থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরে,আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।

  • গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু।

    গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু।

    রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ললিতনগরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন-রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

    তিনি জানান-বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন- শামীম (২১)। মোহনপুর বউটিয়া এলাকার পোতাহার গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এছাড়া এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার দিন রাতে ললিতনগর এলাকায় পুলিশ টহল ডিউটি পালন করছিলো। এসময় শামীমসহ কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে।

    এসময় পুলিশ আত্মরক্ষাস্বার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলে শামীম নামের এক ব্যক্তিকে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোষা, একটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত ও আইনগত কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

    জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম আরও জানান- ঘটনাস্থল থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সেটি সপ্তাখানেক আগে কাকনহাটে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের কারও। এতে ধারনা করা হচ্ছে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন শামীম।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত ২০ জুন গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যার পর বাড়ীর পাশে খড়ের গাদার নিচে রেখে দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পাশের বাড়ি ও সেই বাসা থেকে দুইটি ফোন হারিয়ে যায়। নিহত ব্যাক্তির কাছে থেকে সেই ফোন পাওয়া গেছে। তবে ধর্ষণে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৬) মামলার আসামি গ্রেফতার।

    রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মামলার দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামী আকমল হোসেনকে গ্রেফতার করেছে।

    ২৫ জুন শুক্রবার গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এস আই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে প্রযুক্তির সহতায় সাভারের আশুলিয়া থেকে আসামীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামী হলো, উজানচর হাবিল মন্ডল পাড়া মৃত ইমান আলী শেখের ছেলে আকমল হোসেন (৪৫)।

    এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তাকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
    হয়েছে।