Author: admin

  • করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর বাজারে ও নওগাঁ হাটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করায় তাড়াশ সদরে মোটর সাইকেল চালানোর অপরাধে ২ জনকে ১ হাজার টাকা ও নওগাঁ হাটে দোকান খুলে রাখার অপরাধে ২জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বাংলাদেশ সেনাবাহিনী এর সদস্যগণ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম,তাড়াশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।

  • আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ বলাতে ইমামকে হত্যার হুমকি।

    আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ বলাতে ইমামকে হত্যার হুমকি।

    ঢাকার আশুলিয়া মসজিদে দানের টাকা আত্মসাৎ হয়েছে একথা বলাতে ইমামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

    এঘটনায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুদ্দিন মাদবর ও তার আপন ভাই মোঃ আশরাফ উদ্দিন মাদবর ও তার বোন জামাই মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

    গত( ৩০ শে জুন ) টাকা আত্মসাৎ ও হুমকির বিষয়ে এ অভিযোগ দায়ের করেন আশুলিয়ার খেজুর বাগান কেন্দ্রীয় মসজিদুন নূরের ইমাম মুফতি মাসউদ মুস্তফা।

    অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয় মুসল্লিদের নিকট থেকে প্রাপ্ত দানের টাকার হিসাব চেয়ে সবাইকে তা পরিস্কার করতে বলেন মসজিদের ইমাম মুফতি মসিউদ মুস্তফা। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ও তার ছোট ভাই আশরাফ উদ্দিন মাদবর। ঘটনার এক পর্যায় মসজিদের ইমামকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ অকথ্য ভাষায় গালমন্দ করেন তারা।

    এবিষয়ে মুফতি মাসউদ মুস্তফা বলেন দীর্ঘদিন ধরে ওয়ান টাইম রশিদে মুসুল্লিদের টাকা আদায় করে আসছিল তারা। আমি ওয়ান টাইম রশিদ বাদ দিয়ে কার্বন কপিযুক্ত রশিদের টাকা জমা রাখার কথা বলি এবং প্রত্যেক সপ্তাহে সবার সামনে অর্থের হিসাব পরিস্কার করতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান এবং তার ভাই আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি আমাকে যারা সাহায্য করবে তাদেরকেও হত্যা করা হবে বলেও হুমকি দেন তারা।

    আমি নিরুপায় হয়ে মুসুল্লিদের দানের টাকা রক্ষা ও আমার জীবনের নিরাপত্তার জন্য আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।

    তিনি আরো জানান চেয়ারম্যান অনেক প্রভাবশালী আমাকে পেলে ওরা মেরে ফেলবে। বিভিন্ন মানুষকে দিয়ে ফোন করাচ্ছে। আমি এখন পালিয়ে গা ঢাকা দিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগচ্ছি।

    নাম প্রকাশ না করায় এক স্থানীয় বলেন আশরাফ উদ্দিন মাদবর আমাদের মসজিদের উপদেষ্টা, উনি যখন যে সিদ্ধান্ত নেন তাই আমাদের মেনে নিতে হয়। শাহবুদ্দিন চেয়ারম্যানের ভাই দেখে কেউ তাকে কোনো কথা বলার সাহস পায়না।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুদ্দিন মাদবর মোবাইল ফোনে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়না।

    অন্যদিকে তার ভাই আশারাফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন হুজুর আমার বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। উনি একটা কাফের, উনি নাস্তিক। মসজিদের উপদেষ্টা হিসেবে আছি। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি আছে। মাসউদ মুস্তফা ইমামের চাকরি করেন।আয় ব্যয়ের হিসাব রেখে ষড়যন্ত্রমূলকভাবে এসব অপপ্রচার চালিয়ে আসছে পতিপক্ষের লোকজন।

    এ ব্যাপারে আশুলিয়া থানার উপ- পরিদর্শক ফরহাদ বিন করিম বলেন অভিযোগের কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ।

    কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ।

    সিরাজগঞ্জের কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার সোনামুখী ইউনিয়নের তাতুয়াহাটা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটেছে।মারপিট চলাকালিন সময়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও কাজিপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

    স্থানীয়সূত্রে জানা গেছে তাতুয়াহাটা গ্রামের মৃত কলিমুদ্দির ছেলে আবু সাইদ ও ওদরুর সাথে তাদের বড় ভাইয়ের ছেলে কামরুল ইসলাম লিটন  পূর্বে থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

    বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনা দিয়ে আবু সাইদের ছোট মেয়ে হেঁটে যেতে চাইলে লিটনের ভাই নান্নু বাধা দেয়। এতে করে মেয়েটি কান্না শুরু করলে আবু সাইদ ঘর থেকে বের হয়ে আসা মাত্রই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লিটন পক্ষের লোকজন পাঁচগাছি গ্রামের তাদের আত্মীয়দের খবর দেয়।

    এসময় ওই গ্রামের আত্মীয় স্বজন লিটনদের পক্ষ নিয়ে জহির উদ্দির ছেলে বুজুর আলী, ফোরহাদ হোসেন,নুরু মিয়াসহ অন্যরা বাড়ির আঙ্গিনায় আসামাত্র  প্রথমে ওই ছোট নাবিলাকা মেয়েটিকে আঘাত করে। বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে আবু সাইদ, তার স্ত্রী রফেলা, ছোট ভাই ওদু, তার মেয়ে আসমা, মিঠুর স্ত্রী আশিক নুরী মারপিট করে।এ ঘটনায় ৫ জনকে আহত হয়। এসময় লিটনদের পক্ষ নিয়ে মারপিট করতে আসা বুজুর ও লিটনের ভাই নান্নু আহত হয়।

    লিটন জানান, ওরা আমাদের আগে মারপিট করেছে । আহতদের হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। অন্যদিকে আবু সাইদ জানান, ফুপুদের নিকট থেকে সবার অজান্তে জমি লিখে নিয়েছে ওরা। আর এখন বাড়ির উপর দিয়ে হাঁটতেও দিচ্ছে না। আজকে ওরা ভাড়া করে লোক এনে আমাদের মারপিট করে।ওদু জানান, বুজুর নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে গেছে। পুলিশ না এলে আমাদের ওরা বের হতে দিতো না। আমরা আতঙ্কে আছি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই চিকিৎসা  হাসপাতালে গেছে বলে জানা গেছে।

    সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পাচঁগাছি গ্রামের নুরুল ইসলাম মাস্টার জানান, ওরা উভয় পক্ষই আপন চাচা-ভাতিজা।পরিস্থিতি স্বভাবিক হলে উভয় পক্ষকে নিয়ে বসা হবে। এ পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

     

  • ঢাকার আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু।

    ঢাকার আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু।

    ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত নামের বাস চাপায় মাজহারুল ইসলাম নামের এক সেনা সদস্যর মৃত্যু হয়েছেন।

    বুধবার ( ৩০ শে জুন ) রাত ১২টার সময় ঢাকা – আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনা নিবাসের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

    বৃহস্পতিবার ( ১ লা জুলাই ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান।

    পুলিশ সূত্রে জানা যায় মাজহারুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেল যোগে সিভিলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা – আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছলে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত নামের পরিবহণ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেনা নিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

    মাজহারুল ইসলামের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী দেখছে। এছাড়াও অজ্ঞাত পরিবহণটি চিহ্নিত করার চেষ্টা চলানো হচ্ছে।

  • লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি কাজিপুর উপজেলা প্রশাসনের।

    লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারি কাজিপুর উপজেলা প্রশাসনের।

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এরই অংশ হিসেবে সরকারি বিধিনিষেধ কার্যকরে  মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদবর্গ,পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস,স্বাস্থ্যকর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

    বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে  উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে উপজেলাবাসিকে সচেতন ও সর্তককরে নানা পরামর্শ দেন।

    এ সময় উপজেলার পৌরসভা, আলমপুরচৌরাস্তা, হাসপাতালগেট, মেঘাই নতুন,পুরাতন বাজার , ঢেকুরিয়া বাজার, শিমুলদাইড় বাজার, পরানপুর, হরিনাথপুর সকাল – বিকাল বাজার, জনবহুল সোনামুখি বাজার, মাথাইলচাপড় বাজার,সীমান্ত বাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে অভিযান পরিচালনাকরেন।

    অভিযান থেকে মানুষ কে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হতে,দোকান পাট না খুলতে, স্বাস্থ্য বিধি মেনে চলতে, সর্বোপরি সরকারের বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দেন। এবং আইনের ব্যতয় ঘটলে কঠোরভাবে নিয়ন্তন করার নির্দেশদেন।  অভিযানে অংশ নেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন সোনামুখি ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার  প্রমুখ।

  • চৌহালীতে দেশ কন্ঠ.কম অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    চৌহালীতে দেশ কন্ঠ.কম অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের চৌহালীতে দেশ কণ্ঠ.কম অনলাইন নিউজ পোর্টালের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার(১ জুলাই)সকাল ১১টার সময় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

    দেশ কন্ঠ.কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন আপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের -চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার ৷

    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগে সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবীব, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ , যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর-আলম আনছারী , আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ছমের জালাল, দৈনিক যায়যায়দিন পত্রিকা ও দা মুসলিম টাইমসের উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান রকু,ডেইলী সান পত্রিকার মাহমুদুল হাসান, মাই টিভির আব্দুল লতিফ, দৈনিক সরেজমিন পত্রিকা আবু দাউদ রানা, সাম্প্রতিক দেশকালের সিরাজগঞ্জ প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম, দৈনিক গণকন্ঠ পত্রিকার ইদ্রিস আলী, দৈনিক সকালের সময় ও আজকের পত্রিকার আল-ইমরান মনু, আমাদের নতুন সময়ের রাশেদুল হাসান জুয়েল,প্রথম সূর্যোদয়ের আলমগীর হোসেন, , এশিয়ার বানী পত্রিকার মোঃ নজরুল ইসলাম প্রমূখ ৷

  • তাড়াশে পাটের বাম্পার ফলনে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।

    তাড়াশে পাটের বাম্পার ফলনে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।

    সিরাজগঞ্জের তাড়াশের পাটের বাম্পার ফলনে আগ্রহ বাড়ছে কৃষকের। আগামীতে ব্যাপক পাট চাষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূল থাকায় এবার পাট চাষে ভাগ্য খুলেছে চলনবিলাঞ্চলের চাষীদের।

    চলনবিলাঞ্চলের পাটের মাঠ এখন সবুজে ঘেরা। অনেক কৃষকই পাট কাটতে শুরু করেছেন।  বিস্তির্ণ মাঠজুড়ে পাট কাটার এমন চিত্র এখন চোখে পরবে এলাকায়। পাটের বাম্পার ফলনে মাঠে মাঠে পুরুষদের পাশাপাশি  মহিলারাও  পাটের কাজে ব্যস্ত সময় পার করছেন।  পাটের বীজ, সার, কীটনাশকসহ  অন্যান্য কৃষি উপাদানের দাম অনুকুলে থাকায় ও কৃষি অধিদফতরের  উদ্যোগে এবং অফিসারদের পরামর্শে কৃষকেরা এবার পাট চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে ৮ থেকে ৯ হাজার টাকা।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, গত বছরে ২শ ১০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। কিন্তু এবার অফিসারগন কৃষকদের উদ্বুদ্ধ করে ৫শ ৯৫ হেক্টর জমিতে পাট চাষ করছেন। বেশ কয়েকটি উন্নত জাতের পাট চাষ করার পরামর্শ দেয়া হয়। যেমন দেশি, তোষা, মেশতা, রবি-১ মহারাষ্ট্র জাত।এসব জাতের পাট ১৫ থেকে ১৭ হাত লম্বা হয়। পাটের দাম বেশি পেলে চাষিরা পাট চাষে আরও আগ্রহী হয়ে উঠবে বলে  মনে করছেন সংশ্লিষ্টরা।

    মাগুড়া বিনোদ ইউনিয়নের  ঘরগ্রামের  পাট চাষী আগের আলী জানান, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে পাটের চাষ করেছিলাম। প্রতি বিঘায় ফলন পেয়েছি ১০ মণ। কৃষি বিভাগ থেকে  আবারো সার্বিক সহযোগিতা পেলে সামনে পাটের আবাদ আরও করবো।

    স্থানীয় আরেক জন পাট চাষী  জবান আলী ফকির বলেন, আমরা পাট কাটা, জাগ দেওয়া, পাট ছড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার খালে পানি থাকায় পাট জাগ দিতে কোনও  সমস্যা হয়নি। এছাড়া, পাটের ফলন ভালো হওয়ায় প্রতি মন পাট ৩৫ থেকে ৪০ হাজার  টাকায় বিক্রি হচ্ছে ।

    চলনবিলে অবস্থিত তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুুৎফুন্নাহার লুনা বলেন, চলনবিলাঞ্চলে পাটের আবাদ ভালো হয়েছে। বাংলাদেশের ঐতিহ্য সোনালি আঁশ হিসেবে পরিচিত পাট হারিয়ে যেতে বসেছিল । এই সোনালী  আঁশ নাম ধরে রাখতেই আমরা এবার কৃষকদের উদ্বুদ্ধ করেছি। ভাল বীজ সংগ্রহ ও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের অর্থকরী ফসল পাট চাষ করানোর চেষ্টা করেছি।প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২মন পাট হচ্ছে। বাজারে প্রতি মন পাট ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে পাটের চাহিদা ও মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের পাট  চাষে আগ্রহ জাগবে।

  • দিনাজপুরে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ।

    দিনাজপুরে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে ৭টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়।

    ২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন।

    এতে সভাপতিত্বে করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দীন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।

    অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান, উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন।

    উপজেলার ৭টি ইউনিয়ন  ও পৌরসভায় হাইব্রীড জাতের ধান বীজ ৩৩শতকের প্রতি বিঘায়, একজন কৃষক ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ১১০ জন কৃষকে এই প্রনোদনা প্রদান করা হয়। পর্যাক্রমে উপজেলার  মোট ৬৬০ জন কৃষকে এই কৃষি প্রনোদনা প্রদান করা হবে।

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

    এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • রিপোর্টার্স ইউনিটি কৃষি অফিসার আবদুল মান্নানকে সম্মাননা ক্রেস্ট প্রদাণ।

    রিপোর্টার্স ইউনিটি কৃষি অফিসার আবদুল মান্নানকে সম্মাননা ক্রেস্ট প্রদাণ।

    পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিবিদ আবদুল মান্নান কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার ২৯ জুন সন্ধ্যা ৭টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির মিলানায়তনে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠানে দিপ্ত টিভি পটুয়াখালী প্রতিনিধি ফরাজী মো. ইমরান এর সঞ্চালনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো, ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রমান বুলেট, দৈনক দেশ প্রত্রিকার কলাপাড়া প্রতিনিধি গনেশ চন্দ্র হাওলাদার, প্রচার সম্পাদক রাসেল কবির মুরাদ, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি সাইফুল ইসলাম রয়েল প্রমূখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য কৃষিবিদ আবদুল মান্নান কলাপাড়া উপজেলা কৃষি অফিসার কলাপাড়ায় পুরানা পদ্ধতির কৃষি ব্যবস্থা পরিবর্তন করে আধুনিকায়নে বিশেষ অবদান রাখেন এছাড়া কৃষকদের বিনামূল্যে সার,কীটনাশক ঔষধ ও পরিবেশ বান্ধব কৃষি কাজ করার লক্ষে উদ্বুদ্ধকরণ এবং পতিত জমিতে কৃষিকাজ উন্নতমানের চাষাবাদে কলাপাড়া উপজেলায় তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।