Author: admin

  • পটুয়াখালীতে বেকার ভাসমান ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

    পটুয়াখালীতে বেকার ভাসমান ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

    পটুয়াখালীর কলাপাড়ায় চলমান লকডাউনে বেকার হয়ে যাওয়া ভাসমান ব্যবসায়ী, মুচি-ঋষি,ছাতির মেকার,ভ্যান চালকদের খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার ৬ জুলাই দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে এখাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক, উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে কলাপাড়ায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং মানুষের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় ভাসমান অতি দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা বেকার হয়ে পড়ায় তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

    এছাড়াও ৩৩৩ এই নম্বরে কল করে অসহায় লোকজন খাদ্য সহায়তা চাইলে তাৎক্ষণিক সেখানে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

    তিনি আরো বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

  • লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

    লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

    লকডাউন কার্যকর করতে কঠোর নজরদারিতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা প্রশাসন।কোভিট-১৯ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন/ বিধিনিষেধ জারি করা হয়েছে।

    লকডাউন কার্যকর করতে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা গুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা।

    মঙ্গলবার সকালে উপজেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বাস্তব চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

    সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।

    না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান ও থানা পুলিশের সদস্য বৃন্দ ৷

  • যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন;দিশেহারা মানুষ।

    যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন;দিশেহারা মানুষ।

    একদা এখানে ছিলো ফসলের মাঠ, বসতবাড়ি, খেলার মাঠ, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। যমুনার সাথে যুদ্ধ করে জীবন যাপন করতো নদী পাড়ের মানুষ গুলো। যমুনার অব্যহত ভাঙ্গনে পাল্টে গেছে এখান কার দৃশ্যপট। চার পাশে এখন শুধু পানি আর পানি। নদীর পাড় ভাঙ্গে বাড়ে যমুনার সীমানা। সেই সাথে বাড়ে সেখান কার মানুষের কান্না আর কষ্ট। যমুনা পাড়ের অসহায় মানুষের চোখের পানি আর নদীর পানি আজ একাকার।

    সরেজমিন, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ ঘুণি পাড়া ও খাষ তেবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, শত শত একর ফসলি জমি, বহু ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কবর স্থান ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে । অনেকেই তাদের ঘর বাড়ি গাছপালা সহ গবাদিপশু অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদের মধ্যে অনেকেই তাদের ক্ষেতের ফসল ঘরে তুলতে পারেনি। তার উপর ১৪ পুরুষের ভিটেমাটি গিলে খাচ্ছে রাক্ষুসী যমুনা।

    এদিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইঝাইল, খাষ ঘুণি পাড়া, খাষ তেবাড়িয়া, চর সলিমাবাদ, ভূতের মোড়, ভারড়া ইউনিয়নের শাহজানি, মারমা, পাঁচতারা, আগদিঘলীয়া, উলাডাবের রাস্তা, বাজারঘাট ও ঘর বাড়ি যমুনার ও ধল্লেশ্বরীর ভাঙ্গনের কবলে পড়েছে।

    খাষ তেবাড়িয়া গ্রামের কৃষক মো. দানেজ শেখ বলেন, ২ বছরে আমি ৬ বার বাড়ি সড়িয়ে নিয়েছি। এখন আমার যাবার মতো কোন জায়গা নেই। পয়পোলাপান নিয়ে কি করবো কোথায় যাবো।

    স্থানীয় সার্জেন (অব:) আলতাব হোসেন বলেন, এবার পানি বাড়ার সাথে সাথে আমার বাড়ি ভেঙ্গে যায়। আমার মতো এমন অসহায় অবস্থায় আর জানি কেউ না পড়ে। যমুনার ভাঙ্গান থেকে খাষ ঘুণি পাড়া এলাকা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ৩০ লক্ষ্য টাকা প্রকল্প হাতে নিয়েছে। প্রায় ৬৫ মিটার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

    তেবাড়িয়া ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. রাজা মিয়া বলেন, আমার ওয়ার্ডে ২ হাজার ৭ শত ৭৫ টি ভোটার আছে। এর মধ্যে অর্ধেক ভোটার এই নদী পাড়ের। যমুনার ভাঙ্গনের কারনে ঘরবাড়ি নিয়ে তারা একটু আশ্রয়ের জন্য বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। আমি জনপ্রতিনিধি হিসেবে সরকারের কাছে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য জোড় দাবী জানাচ্ছি।

    টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী মো. সোলায়মান ভূইয়া জানান, ভাঙ্গন রোধে সাময়িক ইমার্জেন্সি কাজ চলছে। তবে এটা কোন স্থায়ী সমাধান না। ভাঙ্গন রোধ ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মানের বিকল্প নেই বলেও তিনি জানান।

  • ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    ঢাকার সাভারে ২ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

    ঢাকার সাভারে দুই নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব – ৪। এসময় তাদের কাছ থেকে ১১৪৭ পিস ইয়াবা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

    বুধবার ( ৩০ শে জুন ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -৪। সিপিসি – ২ এর অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

    এর আগে মঙ্গলবার ( ২৯ শে জুন ) রাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন – মানিকগঞ্জের বিপ্লব হোসেন ( ৩৮ ) মোছাঃ রোকেয়া ( ৩৬ ) মোঃ রাকিব হাসান ( ৩০ ) ঢাকা জেলার মোঃ সারোয়ার হোসেন ( ৩৬ ) আরিফুর রহমান ( ২৮ ) সিরাজগঞ্জ জেলার মোঃ জহির ইসলাম ( ৩৮ ) মাদারীপুরের মোছাঃ মহি আক্তার ( ২৮ ) ও গোপালগঞ্জের মোঃ ওমর সরদার ( ৩২ )।

    লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক আসামিরা প্রাথমিকভাবে মাদক বিক্রির কথা স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

    তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর বাজারে ও নওগাঁ হাটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করায় তাড়াশ সদরে মোটর সাইকেল চালানোর অপরাধে ২ জনকে ১ হাজার টাকা ও নওগাঁ হাটে দোকান খুলে রাখার অপরাধে ২জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বাংলাদেশ সেনাবাহিনী এর সদস্যগণ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম,তাড়াশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।

  • সিরাজগঞ্জ কাজিপুরে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে লাঠি বিতরণ। 

    সিরাজগঞ্জ কাজিপুরে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে লাঠি বিতরণ। 

    সিরাজগঞ্জের কাজিপুরে ৩৫০ জন অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে সাহায্যকারী লাঠি বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) বিকেলে আশার আলো ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলার চালিতাডাঙ্গা বাজারে লাঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির পরিচালক ডা.আশকার পাইন। সংগঠনের উপদেষ্টা কানাডা প্রবাসী কাজী মোশারফ হোসেনের সার্বিক তত্বাবধানে ও অর্থায়নে এই লাঠি বিতরণ করা হয়েছে।

    সাহায্যকারী লাঠি পেয়ে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধ জানান, “শেষ বয়সে চলাচলের জন্য একটি ভালো মানের লাঠি পেয়ে খুশি। অনেক শখ ছিল লাঠি হলে ভালো করে চলাফেরা করতে পারবো। সেই শখ পূরণ হলো আশার আলো সংগঠনের দেওয়া লাঠির মাধ্যমে সে শখ পূরন হলো। কোহিনুর নামের আরো একজন বৃদ্ধা জানান, “চলাচল করতে গা দোল দিয়ে পড়ে যাই। এই লাঠির উপর ভর দিয়ে চলাচল করতে আর অসুবিধা হচ্ছে না।

    সংগঠনটির পরিচালক আশকার পাইন বলেন, “এক বছর আগে এই সাহায্য কারি লাঠি বিতরণ শুরু করি আমরা। দ্বিতীয় বারের মতো এবছর দুঃস্থ বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করলাম। এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, সদস্য মাওলানা জয়নাল আবেদীন, শাহ আলম, আনোয়ার হোসেন, নয়ন, নজরুল মাস্টার, নুরুজ্জামান সরকার, তোতা মিয়া, সম্রাট প্রমুখ।

  • ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতি গ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ।

    ঢাকার সাভারে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া উপহার নগদ অর্থ বিতরণ করলেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

    সোমবার ( ৫ জুলাই )দুপুরে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০ জনের হাতে উপহার এই নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে এই ইউনিয়নের ২’শ ৮০ জন ক্ষতিগ্রস্থ মানুষের হাতে ৫’শ টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

    তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর জানান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়েছেন। এই সাহায্যের টাকা পেয়ে করোনায় ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবে।

    এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর মোঃ আব্দুল বারেক এবং উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সিরাজগঞ্জ তাড়াশে জলাবদ্ধতায় জনদুভোর্গ সুতি জাল উচ্ছেদে বিক্ষোভ মিছিল।

    সিরাজগঞ্জ তাড়াশে জলাবদ্ধতায় জনদুভোর্গ সুতি জাল উচ্ছেদে বিক্ষোভ মিছিল।

    সিরাজগঞ্জের তাড়াশে বিলে পানি না থাকলেও উপজেলার উত্তরাঞ্চলের জনগন জলাবদ্ধতার কারনে পানিতে হাবুডুবু খাচ্ছে। এমনটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের ১১টি গ্রাম সহ পাশ্ববর্তী উপজেলা সিংড়ার ১০টি গ্রামে। এ সকল গ্রামের জনগনের নানা ধরনের সমস্যা নিয়ে সৃষ্টি হয়েছে জন দুভোর্গ।

    কয়েক দিনের বৃষ্টির বর্ষনে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবাহিত ভদ্রাবতী নদীর মাঝে মাঝে স্থাপিত অবৈধ সুতি জালের বাধায় পানি বের হতে না পেরে আবাদী জমির ফসল নষ্ট হয়েছে। রাস্তাঘাট গেছে  পানির নিচে।

    বসত বাড়ির উঠানে পানি উঠে বেরেছে সাপ ও পোকা মাকড়ের উপদ্রব। বসত বাড়ীর দেওয়াল ভেঙ্গে পরেছে পানির মধ্যে। পুকুরের মাছ বের হওয়ায় আশঙ্কায় হতাশায় দিন কাটাচ্ছেন মাছ চাষীরা। রোপা আমন ধানের আবাদ অনিশ্চিত হয়েছে। পারছেনা বিচনের চারা দিতে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার মানুষের দুভোর্গ। কলামুলা ভাদাই ব্রীজ থেকে শুরু করে তালম নাগোড়পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীর মাঝে মাঝে ১১টি সুুতি জালের বাধ। এই সুতি জালের বাধে পানি প্রবাহিত হতে না পেরে এলাকার জমিসহ রাস্তাঘাট ডুবে গেছে। বার বার সুতি জাল মালিকদের সমস্যার কথা বললেও তারা কোন কর্নপাত করেন নাই। সুতি জাল মালিকগন প্রভাবশালী হওয়ায় এলাকার খেটে খাওযা জনগন তাদের বিরুদ্ধে কিছু বলতে পারছেন না বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    পানিতে বসতবাড়ি ভেঙ্গে যাওয়া এক ভুক্তভোগী  পরিবারের প্রধান রেজাউল করিম জানান, প্রায় ১ মাস যাবত এই পানিতে আমার ঘরবাড়ী ডুবে থাকায় দেওয়াল ভেঙ্গে পরেছে। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে আছি। এ ছাড়াও আমার মতো আরও অনেক বাড়ি ঘর পানিতে ডুবে আছে।

    কলামুলা গ্রামের বেল্লাল হোসেন বলেন, এই পানির কারনে এক আবাদ নষ্ট হয়েছে। সামনে রোপা ধান রোপন করবো। আমরা কোন ভাবেই বিচন চারা দিতে পারছি না। এই পানি যদি না নামে তাহলে রোপা ধান রোপন করা হবে না। আমরা না খেয়ে মরবো।

    কোলাকুপা গ্রামের ফিরোজ উদ্দিন বলেন, সুতি জালের বাধায় পানি নামতে না পেরে রাস্তাঘাট ডুবে গেছে। পারাপারে কলা গাছরে ভেলা তৈরী করে পরিবারের সদস্যরা পার হচ্ছি।  এভাবে আর কতদিন চলতে হবে জানি না।

    ওই এলাকার মোস্তাব আলী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী চলনবিলে এখন গরু , বাছুর, ছাগল, ভেড়া ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে আর আমাদের উচু এলাকায় পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছি। পানি বের করতে হলে প্রসাশনের হস্তক্ষেপে সুুতি জাল উচ্ছেদ করতে হবে। তবেই আমরা রক্ষা পাবো।

    এই বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, কতিপয় ১০ থেকে ১১জন লোকের সুবিধা  দেখতে গিয়ে আমি তো বৃহৎ স্বার্থ ক্ষতি হতে দেব না। এলাকায় এই সুতি জালের কারনে অনেক ক্ষতি হচ্ছে। এটা অতি তাড়াতাড়ি উচ্ছেদ করতে হবে।

    উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ বলেন, বিষয়টি আমি দেখছি। সুতি জাল দিয়ে মাছ ধরা সম্পন্ন নিষেদ।সুতি জাল উচ্ছেদের অভিযান চলমান আছে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমকে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায় নি।

  • উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২৫ পিচ ইয়াবাসহ তৈয়ব আলী(৪৭) ও জাহিদুল ইসলাম জাহিদ(২৫) নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী(৪৭) ও সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের আবু বক্কারের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫)।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার মি. জন রানা এ ঘটনা নিশ্চিত করে জানান রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া পশ্চিম পাড়া এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।পরে হাটিকুমরুল ফুডভিলেজ শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সোমবার ৫ জুলাই সলঙ্গা ও উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • শাহজাদপুরে ট্রাক ভর্তি চায়না জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত।

    শাহজাদপুরে ট্রাক ভর্তি চায়না জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ভর্তি নিষিদ্ধ চায়না দোয়ার পুড়িয়ে ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    জানা যায়, ১টি পিকআপ গাড়ি(ঢাকা মেট্রো ন ২০- ০২৮৫) ভর্তি নিষিদ্ধ চায়না দোয়ার জাল পাইকারি হাট থেকে শাহজাদপুর পৌরসভার সামনে দিয়ে এনায়েতপুরে যাচ্ছিল, এমন সময় মৎস্য কর্মকর্তা বিষয়টি জানতে পারলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুদ হোসেনকে জানান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    আটককৃত গাড়িটি এনায়েতপুরের হাজী দুলাল এর পুত্র ইয়ামিন হোসেন। এনায়েতপুর বাজারে কারেন্ট জাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ইয়ামিন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা, পৌরসভার একাধিক কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের সামনে নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ার জাল পুড়িয়ে দেন ভ্রম্যমান আদালত।